T পৃষ্ঠা ৩২
- English Word turban Bengali definition [টাবান্] (noun) (১) পাগড়ি; উষ্ণীষ। (২) পাগড়িসদৃশ সেঁটে থাকা হ্যাট। turbaned (adjective) পাগড়ি পরা: a turbaned Pathan.
- English Word turbid Bengali definition [টাবিড্] (adjective) (১) (তরল) ঘন, ঘোলাটে; ঘোলা; আবিল, কর্দমাক্ত; পঙ্কিল; the turbid floodwaters of the river. (২) (লাক্ষণিক) বিশৃঙ্খল; ঘোলাটে; অস্বচ্ছ: a turbid imagination; turbid thoughts. turbidness, turbidity [টাবিডাটি] (noun(s)) আবিলতা; পঙ্কিলতা; অস্বচ্ছতা।
- English Word turbine Bengali definition [টাবাইন্] (noun) যে ইনজিন বা মোটরের সঞ্চালক-চাকা (ড্রাইভিং হুইল) জলপ্রবাহ, বাষ্প বা বায়ুশক্তিতে ঘূর্ণিত হয়; টার্বাইন।
- English Word turbojet Bengali definition [টাবোজেট্] (noun) যে টারবাইন ইনজিন উষ্ণ গ্যাসের প্রবাহরূপে তার শক্তি সঞ্চালন করে; উক্ত ইনজিনচালিত বিমান (এতে প্রপেলারের প্রয়োজন হয় না); টার্বোজেট।
- English Word turboprop Bengali definition [টাবোপ্রপ্] (noun) যে টারবাইন ইনজিন প্রপেলার চালানোর জন্য উষ্ণ গ্যাস থেকে লব্ধ তার শক্তি ব্যবহার করে, ঐরূপ ইনজিনচালিত বিমান; টার্বোপ্রপ।
- English Word turbot Bengali definition [টাবাট্] (noun) (plural অপরিবর্তিত) বৃহৎ চ্যাপটা সামুদ্রিক মৎস্যবিশেষ।
- English Word turbulent Bengali definition [টাব্যিউলান্ট্] (adjective) অশান্ত; উদ্বেল; উত্তাল; উচ্ছৃঙ্খল, বিক্ষুব্ধ; উদ্দাম; অসংযত: turbulent waves/passions; a turbulent mob. turbulently (adverb) অশান্তভাবে ইত্যাদি। turbulence [টাব্যিউলান্স্] (noun) উত্তালতা; উদ্দামতা।
- English Word turd Bengali definition [টাড্] (noun) [uncountable noun, countable noun] বিষ্ঠা; মল; বিষ্ঠার দলা: Sheep turds.
- English Word tureen Bengali definition [ট্যিউরীন্ America(n) টূরীন্] (noun) ঢাকনাওয়ালা গভীর ভাণ্ড, যা থেকে খাবার সময় স্যুপ, সাবু ইত্যাদি পরিবেশিত হয়; স্যুপভাণ্ড।
- English Word turf Bengali definition [টাফ্] (noun) (১) [uncountable noun] শিকড়সহ ঘাসের চাপড়ায় আচ্ছাদিত (ঘাসের বীজ বোনা নয়) মৃত্তিকাতল; শষ্পতল; ঘাসের চাপড়া: strip the turf off the turf ঘোড়দৌড়ের মাঠ; ঘোড়দৌড়ের পেশা। turf accountant, turf commission agent= book-maker, দ্রষ্টব্য book 1 (৮). (২) (plural turfs বা turves [টাভ্জ্]) ঘাসের চাপড়া (কর্তিত খণ্ড); (আয়ারল্যান্ডে)= peat. □(verb transitive) (১) (জমির খণ্ড) ঘাসের চাপড়ায় আচ্ছাদিত বা রোপিত করা। (২) turf out (British/Britain অপশব্দ) ছুড়ে ফেলা।
- English Word turgid Bengali definition [টাজিড্] (adjective) (১) ফোলা; স্ফীত; আধ্মাত। (২) (ভাষা) শব্দাড়ম্বরপূর্ণ। turgidly (adverb) turgidity [টাজিডাটি] (noun) স্ফীতি; ফোলা।
- English Word Turk Bengali definition [টাক্] (noun) তুর্কি।
- English Word turkey Bengali definition [টাকি] (noun) (plural turkeys) (১) [countable noun] বৃহৎ পাখি, যার মাংস খাদ্য হিসেবে বিশেষ সমাদৃত; তুর্কি মোরগ; [uncountable noun] উক্ত পাখির মাংস। (২) (America(n) অপশব্দ) (নাটক, উপন্যাস, ইত্যাদির) অসাফল্য। cold turkey (ক) মাদকদ্রব্য সেবনে হঠাৎ বিরতি কিংবা মাদকদ্রব্য সেবনের পর অপ্রীতিকর অনুভূতি; মৌতাত বা খোয়ারি। (খ) (বিশেষত অপ্রীতিকর কোনো বিষয়ে) অকপট; খোলামেলা উক্তি। talk turkey (America(n) অপশব্দ) অকপটে নিঃসংকোচে কথা বলা।
- English Word turkish Bengali definition [টাকিশ্] (noun), (adjective) তুর্কি (ভাষা)। turkish bath প্রথমে উষ্ণ হাওয়া বা বাষ্পে স্নান করিয়ে পরে ধারাস্নান ও অঙ্গমর্দন- সংবলিত স্নানরীতি; তুর্কি স্নান। turkish delight চিনির গুঁড়া দিয়ে ঢাকা জেলিসদৃশ পদার্থের মিষ্টান্ন। turkish towel অমসৃণ শোষক কাপড়ের তোয়ালে; তুর্কি তোয়ালে।
- English Word turmeric Bengali definition [টামারিক] (noun) [uncountable noun] হলুদ, হরিদ্রা।
- English Word turmoil Bengali definition [টাময়ল্] (noun) [countable noun, uncountable noun] গোলযোগ; হাঙ্গামা; গণ্ডগোল।
- English Word turn 1 Bengali definition [টান্] (noun) (১) ঘূর্ণন; মোচড়; পাক: a few turns of the screw; a turn of fortune’s wheel, ভাগ্যের পরিবর্তন। turn of the century নূতন শতাব্দীর সূচনা। on the turn পরিবর্তন হবে হবে এমন; (দুধ) টকে যাওয়ার পথে। done to a turn পরিমিত বা টায় টায় রান্না করা (বেশিও নয়, কমও নয়)। (২) গতিপরিবর্তন; বাঁক: sudden turns in the road. at every turn (লাক্ষণিক) প্রায়ই পদে পদে: She was disappointed at every turn. (৩) অবস্থার পরিবর্তন; মোড়: His fortune has taken a favourable turn. (৪) পালা: It’s your turn to pay. (do something) turn and turn about পালাক্রমে (করা)। by turns একের পর এক; পর্যায়ক্রমে; পালাক্রমে: She laughed and cried by turns একবার হাসছিল; একবার কাঁদছিল। in turn (দুই ব্যক্তি) পালাক্রমে; (দুইয়ের অধিক ব্যক্তি) একে একে; এক এক করে। out of turn অনুমোদিত সময়ের আগে বা পরে; পালার বাইরে: He should not play out of (his) turn. take turns (at something); take turns about পালা করে করা: We took turns at fetching water from the spring. (৫) কারো উপর প্রভাবশীল বলে বিবেচিত কার্য। One good turn deserves another (প্রবাদ) সাহায্য, উপকার ইত্যাদির প্রতিদান দেওয়া কর্তব্য। do somebody a good/bad turn উপকারে আসা/না-আসা। (৬) ঝোঁক; গতি: a boy with an artistic turn; a gloomy turn of mind. (৭) উদ্দেশ্য; বিশেষ প্রয়োজন; অভীষ্ট। serve one’s turn প্রয়োজন মেটানো। (৮) অল্প সময়ের জন্য তৎপরতা; পাক: take a few turn in the garden. কয়েক পাক হাঁটা। ৯ মঞ্চে সংক্ষিপ্ত কোনো পরিবেশনা, যেমন নাচ, গান, কৌতুক, জাদু ইত্যাদি; পালা। star turn সবচেয়ে জনপ্রিয় পালা/পরিবেশনা। (১০) (কথ্য) স্নায়বিক অভিঘাত: give a turn.
- English Word turn 2 Bengali definition [টান্] (verb transitive), (verb intransitive) (adverbial phrases ও' preps- সহ প্রয়োগের জন্য নিচে ৭ দ্রষ্টব্য) (১) ঘোরা; ফেলা; ফেরানো; ঘোরানো; উলটানো; মোড় নেওয়া; মোচড়ানো; (জোয়ার/ভাটার) পরিবর্তন হওয়া: The moon turns round the earth. turn (to the) right; turn the pages of a book. Too much rich food turned his stomach. turn one’s mind/thoughts/attention to something মন ইত্যাদি...প্রতি ফেরানো। turn one’s hand to something নিজের হাতে করা (বা করতে পারা)। turn something to account, দ্রষ্টব্য account 1 (৩). turn a deaf ear to something কর্ণপাত না-করা। turn somebody’s flank, turn the flank of somebody শত্রুপক্ষের অবস্থানের পার্শ্বদেশে বা পিছনে আক্রমণ করার জন্য পাশ কাটিয়ে যাওয়া; (লাক্ষণিক) (বিতর্ক ইত্যাদিতে) পরাভূত করা; জব্দ করা। turn the corner, (লাক্ষণিক প্রয়োগ) দ্রষ্টব্য corner (১). turn the scale(s), scale 3 (১). (২) turn (something) (into something) পরিণত করা বা হওয়া; বদলানো বা বদলে যাওয়া; হয়ে যাওয়া; (দুধ) টকা বা টকানো: wealth has turned him into a rouge. turn somebody’s brain মাথা খারাপ/পাগল করে দেওয়া; মানসিকভাবে বিপর্যস্ত করা। turn somebody’s head অহংকারী করা; মাথা বিগড়ে দেওয়া। (৩) (বয়স ইত্যাদি) পেরোনো; উত্তীর্ণ হওয়া: She has turned forty. (৪) কুন্দ বা ভ্রমিযন্ত্রে (কাঠ, ধাতু ইত্যাদি) ঘুরিয়ে আকৃতি দেওয়া: turn brass; a machine-turned steel place; (লাক্ষণিক) সুন্দর রূপ দান করা: turn an epigram/a compliment; a well-turned phrase/sentence, সুন্দররূপে উপস্থাপিত কথা/বাক্য; (passive- এর অর্থবহ) metal that turns, সহজে কুঁদা বা আকৃতি পরিবর্তন করা যায়। (৫) (পোশাক) উলটিয়ে (ভিতরের দিক বাইরে এনে) বানানো: have an old overcoat turned. turn one’s coat, দ্রষ্টব্য coat (১). turn-coat (noun) যে ব্যক্তি স্বার্থ, নিরাপত্তা, সুবিধা ইত্যাদির জন্য একদল ত্যাগ করে অন্য দলে যোগ দেয়; দলছুট; স্বপক্ষভ্রষ্ট। (৬) (যৌগশব্দ) turncock (noun) (জল সরবরাহের প্রধান নলে) জল ছাড়া বা বন্ধ করার কাজে নিয়োজিত ব্যক্তি। turnkey (noun) কারাগারে চাবির জিম্মাদার; কারারক্ষক। turnpike (noun) (ইতিহাস) রাস্তার উপর আড়াআড়ি বদ্ধ ফটক, যা শুল্ক দিলে খোলা হতো; (America(n)) দ্রুত যানচলাচলের জন্য শুল্কযুক্ত সড়ক। turnspit (noun) (ইতিহাস) মাংস ইত্যাদি সেকার জন্য শিক ঘোরানোর কাজে নিযুক্ত কুকুর বা ভৃত্য। turnstile (noun) এক সময়ে একজনের প্রবেশ ও নিষ্ক্রমণের উপযোগী ঘূর্ণ্যমান ফটক; ঘূর্ণিদ্বার। turn-table (noun) পাতলা চক্রাকার পীঠিকা, যেমন কনের গানের যে অংশের উপর ডিস্ক ঘোরে কিংবা যার উপর রেলের ইনজিন আবর্তিত হয়; ঘূর্ণিপীঠ। (৭) (adverbial phrases ও preps- সহ বিশেষ প্রয়োগে): turn (somebody) about অন্যদিকে ফেরা বা ফেরানো; ঘুরে দাঁড়ানো; আবর্তিত হওয়া বা করা: About turn! (সামরিক অভ্যনুজ্ঞা) turn somebody adrift (সহায়সম্বলহীনভাবে) গৃহের বাইরে পাঠানো; অকূলে ভাসানো: turn one’s son adrift in the world. turn (somebody) against somebody কারো উপর খেপা; কারো বিরুদ্ধে খেপানো বা লেলিয়ে দেওয়া: turn (somebody) aside (from) (turn away অধিক প্রচলিত) একদিকে বা অন্যদিকে ফেরা বা ফেরানো। turn (somebody) away অন্যদিকে মুখ ফেরানো; ফিরিয়ে দেওয়া: turn away in disgust. Don’t turn away the old man. turn (somebody/something) back ফিরে যাওয়া; ফেরত পাঠানো: As it was getting dark, we turned back. turn (something) down (ক) নিচের দিকে ভাঁজ করা; উলটানো: turn down one’s coat collar. (খ) (বাতি, স্টোভ প্রভৃতির শিখা বা ঔজ্জ্বল্য) কমানো: turn down the lamps. (গ) (তাস) উবুড় করে ফেলা। turn somebody/something down (প্রস্তাব ইত্যাদি) বিবেচনা করতে অসম্মত হওয়া; প্রত্যাখ্যান করা। turn in (কথ্য) শুতে যাওয়া। turn in on oneself/itself লোকসংসর্গ ত্যাগ করা; নিঃসঙ্গ জীবনযাপন করা; (দেশ সম্বন্ধে) অন্য রাষ্ট্রের ব্যাপারে অংশগ্রহণ না-করার নীতি অবলম্বন করা; নিঃসঙ্গতাবাদী হওয়া। turn somebody in (কথ্য) পুলিশের হাতে সোপর্দ করা। turn (something) in ভিতরের দিকে বেঁকে যাওয়া বা বাঁকানো: Her nails turn in. turn something in (কথ্য) কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া: He turned in his papers before his departure. turn (something) inside out উলটানো; উলটে দেওয়া: She turned her bag inside out in search of her photograph. turn off দিক পরিবর্তন করা; মোড় নেওয়া: Here the road turns off for Essex. turn something off চাবি, সুইচ বা অন্য কোনো নিয়ন্ত্রণ-মাধ্যমের সাহায্যে (তরল পদার্থ, গ্যাস, বিদ্যুৎপ্রবাহের) গতি রুদ্ধ করা; বন্ধ করা। turn (somebody) off (অপশব্দ) আগ্রহ, ইচ্ছা ইত্যাদি হারিয়ে ফেলা বা নষ্ট করা; নিঃসাড়/নিরুৎসাহী করা: Her performance turns me off. সুতরাং,। turn-off (noun) যে ব্যক্তি বা বস্তু উক্তরূপে নিরুৎসাহী করে; উৎসাহ-হন্তারক। turn something on কল, সুইচ ইত্যাদির সাহায্যে (তরল পদার্থ, গ্যাস, বিদ্যুতের) প্রবাহ খুলে দেওয়া; খোলা; জ্বালা: turn the water/radio/lights etc on. turn (somebody) on (অপশব্দ) তীব্র সুখ বা উত্তেজনা লাভ করা বা সৃষ্টি করা; উদ্দীপ্ত হওয়া বা করা: That music really turn me on. সুতরাং, turn-on (noun) যে বস্তু বা ব্যক্তি উদ্দীপ্ত করে; উদ্দীপক। turn on somebody বৈরভাবাপন্ন হওয়া; আক্রমণ করা। turn out (well, etc) প্রমাণিত হওয়া; শেষ পর্যন্ত হওয়া: As it turned out.., শেষ পর্যন্ত দেখা গেল। turn (something) out বহির্মুখী হওয়া বা করা: Her fingernails turn out. turn something out (ক) (সুইচ ইত্যাদি টিপে) বন্ধ করা; নিবিয়ে দেওয়া: turn the lights/gas-fire out. (খ) কিছু খুঁজতে গিয়ে (ঘর, দেরাজ, নিজের পকেট ইত্যাদি) খালি করা: turn out all the pockets of one’s overcoat. turn somebody/something out (পণ্যসামগ্রী) উৎপাদন বা তৈরি করা: The factory turns out many kinds of household appliances. The college has turned out some famous scientists. turn (somebody) out (ক) সমবেত/জমায়েত হওয়া; হাজির হওয়া: Many people turned out to bid farewell to the ambassador. (খ) (কথ্য) শয্যাত্যাগ করা বা করানো। turn somebody out (of/from something) অপসারণ/বহিষ্কার করা। turn somebody out of his job/chair. turned out (ব্যক্তি সাজসজ্জা) সজ্জিত: a well-turned out young man. সুতরাং, turn-out (noun) (ক) জনসমাবেশ; জমায়েত: a good turn-out at the meeting. (খ) দেরাজ ইত্যাদি খালি করার সময়: This room has become too stuffy it needs a good turn-out. (গ) সাজসজ্জা; বেশভূষা: a smart/sloppy turn-out. (ঘ) (পণ্যসামগ্রীর) উৎপাদন। turn (somebody/something) over উলটানো; উলটে যাওয়া; অবস্থান পরিবর্তন করা; আছাড় খাওয়া; পাশ ফেরা: The sick man turned over in bed. The lorry (was) turned right over. turn something over (উক্ত পরিমাণ) ব্যবসা/লেনদেন করা: The firm turns over Tk. 10,000 a week. turn something over in one’s mind (সিদ্ধান্ত নেওয়ার আগে) কোনোকিছু সম্বন্ধে ভাবা বা মনে মনে আন্দোলন করা। turn something/somebody over (to somebody) (দায়িত্ব) কারো হাতে তুলে দেওয়া/সোপর্দ করা: The old man turned over his business to his son. সুতরাং, turn-over (noun) (ক) ব্যবসায়ে একটি নির্দিষ্ট সময়ে লেনদেনের পরিমাণ: a turn-over of 20,000. (খ) নবায়নের হার: a quick turn-over of the labour force, কোনো শ্রমিক চলে গেলে তার স্থান দ্রুত পূরণ হয়ে যায়। (গ) ভিতরে জ্যাম, মাংস ইত্যাদি পুরে একখণ্ড পেস্ট্রি ভাঁজ করে তৈরি কেকবিশেষ। turn (something/somebody) round মুখ ফেরানো; ঘোরানো; ফিরানো: turn one’s chair round to the window. সুতরাং, turn-round (noun) (বিশেষত জাহাজ ও বিমান) ফিরতি যাত্রা বা উড়ালের জন্য প্রস্তুতি-প্রক্রিয়া: a turn-round of 12 hours in New York. turn to কাজে মনোনিবেশ করা: When will you turn to and get the house ready? turn to somebody কারো মুখাপেক্ষী হওয়া; কারো পানে হাত বাড়ানো; কারো কাছে যাওয়া: She turned to God in her distress. turn up (ক) উপস্থিত হওয়া; আসা: I doubt whether he will turn up at the meeting. (খ) বিশেষত দৈবক্রমে পাওয়া যাওয়া: The stolen umbrella turned up in a flea market. (গ) (সুযোগ ইত্যাদি) ঘটা: He’s hopeful that something may yet turn up. turn (something) up (ক) গুটানো: turn up one’s shirt sleeves. (খ) অনাবৃত করা; দৃষ্টিগোচর করানো: The grave-diggers turned up a buried trove. turn somebody up (কথ্য) বমি করানো; তীব্র ঘৃণার উদ্রেক করা: The sight of decomposing cadaver turned me up. turn up one’s nose at something (কথ্য) হামবড়া ও খুঁতখুঁতে মনোভাব প্রকাশ করা; নাক উঁচু করা/বাঁকানো/সিটকানো। turn-up (noun) প্যান্টের নিচের উলটানো ভাঁজ। turn-up (for the book) বিস্ময়কর ও অপ্রত্যাশিত ঘটনা; অমাবস্যার চাঁদ। turn upon, উপরে turn on দ্রষ্টব্য (= attack).
- English Word turner Bengali definition [টানা(র্)] (noun) কুন্দযন্ত্র যে চালায়; কুন্দকার। দ্রষ্টব্য turn 2 (৪).
- English Word turning Bengali definition [টানিঙ্] (noun) রাস্তার মোড়; পথের সন্ধিস্থান। turning-point (noun) (লাক্ষণিক) স্থান, কাল, বিকাশ ইত্যাদির সংকটময় মুহূর্ত; সন্ধিস্থল; ক্রান্তিলগ্ন: reach a turning-point in history.
- English Word turnip Bengali definition [টানিপ্] (noun) [countable noun] শালগম।
- English Word turnkey Bengali definition [টান্কী] (adjective) (কম্পিউটার) turnkey system বিশেষ কোনো খদ্দেরের. যথাযথ চাহিদা অনুযায়ী আকল্পিত ও সংযোজিত কম্পিউটার যন্ত্রপাতি ও প্রোগ্রাম; যথাকল্প ব্যবস্থা। দ্রষ্টব্য bespoke ভুক্তিতে bespoke software.
- English Word turpentine Bengali definition [টাপান্টাইন্] (noun) [uncountable noun] রং ও বার্নিশের মিশ্রণে দ্রাবক হিসেবে ও ওষুধে ব্যবহৃত বৃক্ষজাত তৈলবিশেষ; তারপিন।
- English Word turpitude Bengali definition [টাপিট্যিঊড্ America(n) টাপিটূড্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) নীচতা; অসচ্চরিত্রতা; দুষ্টাশয়তা; দুশ্চরিত্রতা; দুষ্টতা।
- English Word turps Bengali definition [টাপ্স্] (noun) তারপিন (এর কথ্য সংক্ষেপ)।
- English Word turquoise Bengali definition [টাকোয়জ্] (noun) [countable noun] সবুজাভ-নীল রঙের রত্নবিশেষ; নীলকান্তমণি; বৈদুর্য; ফিরোজা।
- English Word turret Bengali definition [টারিট্] (noun) (১) (বিশেষত কোনো ভবন বা রক্ষাপ্রাকারের কোণে) ক্ষুদ্র দুর্গ; বলভি; প্রাসাদশৃঙ্গ। (২) গোলন্দাজদের রক্ষায় কামানসংলগ্ন ইস্পাতনির্মিত প্রকোষ্ঠবিশেষ, যা প্রায়ই কামানের সঙ্গে সঙ্গে ঘূর্ণিত হওয়ার উপযোগী করে তৈরি হয়।
- English Word turtle 1 Bengali definition [টাট্ল্] (noun) সামুদ্রিক কচ্ছপ; কূর্ম। turn turtle (জাহাজ) উলটানো; উলটে যাওয়া। turtle-neck (ed) (adjective) (পোশাক, বিশেষত সোয়েটার) উঁচু; বৃত্তাকার; সেঁটে-থাকা গলাবিশিষ্ট; কাছিমগলা।
- English Word turtle 2 Bengali definition [টাট্ল্] (noun) (সাধারণত) turtle-dove শ্যামঘুঘু; (এরা এদের মধুর ঘু-ঘু রব এবং নিজ সাথি ও শাবকদের প্রতি ভালোবাসার জন্য বিখ্যাত)।
- English Word turves Bengali definition [টাভ্জ্] (noun) (plural) দ্রষ্টব্য turf