Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word troika Bengali definition [ট্রয়কা] (noun) [countable noun] (১) তিন অশ্ববাহিত; রুশদেশীয় ক্ষুদ্র গাড়িবিশেষ; ত্রয়কা(২) তিন ব্যক্তির (বিশেষত রাজনৈতিক নেতার) সমষ্টি ত্রয়ী
  • English Word Trojan Bengali definition [ট্রোউজান্‌] (noun), (adjective) ট্রয়নগর সম্বন্ধীয়; ট্রয়বাসী; ট্রয়ের: the Trojan war. work like a Trojan কঠোর পরিশ্রম করা। Trojan horse (লাক্ষণিক) বাইরে থেকে ঢুকিয়ে দেওয়া ব্যক্তি বা বস্তু, যা ভিতর থেকে শত্রুর পতন ঘটায়; ট্রয়ের ঘোড়া।
  • English Word troll 1 Bengali definition [ট্রোল্] (noun) (স্ক্যান্ডিনেভীয় পুরাণ) অতিমানবিক জীব; দানব কিংবা (পরবর্তী রূপকথায়) একটি দুর্বৃত্ত অথচ বন্ধুবৎসল বামন।
  • English Word troll 2 Bengali definition [ট্রোউল্] (verb transitive), (verb intransitive) নৌকার পিছনে পানির ভিতরে টোপ নাড়াচাড়া করে বড়শি দিয়ে মাছ ধরা
  • English Word troll 3 Bengali definition [ট্রোউল্] (noun) ইন্টারনেট অপশব্দ উত্তেজনাকর ছবি, সংবাদ বা তথ্য পোস্ট করে যিনি অনলাইনে বিরক্তি, ক্রোধ, হিংসা আর উত্তেজনা ছড়িয়ে দেন: Trolling requires decieving. □(verb transitive) (১) অনলাইনে উক্ত কাজ করা(২) অন্যায্য মন্তব্য করে অনলাইনে উত্তেজনা সৃষ্টি করা
  • English Word trollop Bengali definition [ট্রলাপ্] (noun) (কথ্য) নোংরা স্ত্রীলোক; বেশ্যা
  • English Word trolly Bengali definition [ট্রলি] (noun) (plural trollys) (১) দুই বা চার চাকার ঠেলাগাড়ি(২) রেলের উপর দিয়ে চলার ছোট নিচু ট্রাকবিশেষ(৩) (প্রায়ই tea-trolly) খাবার পরিবেশনের জন্য ছোট চাকার উপর ন্যস্ত টেবিলবিশেষ(৪) ট্রামের সঙ্গে উপরে ঝুলত বৈদ্যুতিক তারের সংযোগরক্ষাকারী চাকা(৫) trolly (-bus) (America(n)) trolly (-car)= tram.
  • English Word trombone Bengali definition [ট্রম্‌বোন্‌] (noun) ঠেলা নলবিশিষ্ট পিতলনির্মিত বৃহৎ বাদ্যযন্ত্রবিশেষ; টুম্বোনtrombonist [ট্রম্‌বোনিস্‌ট্] (noun) ট্রম্বোনবাদক।
  • English Word troop Bengali definition [ট্রুপ্] (noun) [countable noun] (১) দল পাল: a troop of school children; a troop of antelopes(s). (২) (plural) সৈন্যগণ; ফৌজ। নিচে trooper দ্রষ্টব্য troop-carrier (noun) সেনা পরিবহনকারী জাহাজ বা বৃহৎ বিমান। troop-ship (noun) সেনা পরিবহনকারী জাহাজ, সাঁজোয়া বা গোলন্দাজ বাহিনীর একক; ট্রুপ। (৩) বয়স্কাউটের দল। □(verb intransitive), (verb transitive) (১) (plural কর্তাসহ) দল বেঁধে আসা বা যাওয়া: workers trooping out of the factory. (২) troop the colour (British/Britain, সামরিক) রেজিমেন্টের পঙ্‌ক্তিসমূহের মধ্য দিয়ে রেজিমেন্টের পতাকা বহন করে নিয়ে যাওয়াtrooping the colour (বিশেষত রাজা বা রানির জন্মদিনে) উক্তরূপ অনুষ্ঠান; পতাকাবহন অনুষ্ঠান। trooper (noun) (১) অশ্বারোহী বা সাঁজোয়া বাহিনীর সৈনিক(২) (America(n)) রাজ্যপুলিশের সদস্য (যারা এমন মোটরসাইকেল ব্যবহার করে)। swear like a trooper অবিরাম গালিগালাজ করা।
  • English Word trope Bengali definition [ট্রোপ্] (noun) শব্দের আলংকারিক প্রয়োগ; লক্ষণ
  • English Word trophy Bengali definition [ট্রোফি] (noun) [countable noun] (plural trophies) (১) কোনো বিজয় বা সাফল্যের (শিকার, খেলাধুলা ইত্যাদি) স্মৃতিচিহ্ন; বিজয়স্মারক(২) (ক্রীড়ায় জেতার জন্য) পুরস্কার
  • English Word tropic Bengali definition [ট্রপিক্] (noun) (১) বিষুবরেখার ২৩° ২৭' দক্ষিণের অক্ষাংশ; ক্রান্তিরেখা; অয়নান্তবৃত্ত; গ্রীষ্মমণ্ডলীয় tropcal [ট্রপিক্‌ল্] (adjective) গ্রীষ্মমণ্ডলীয়: tropical fruits. tropicly [ট্রপিক্‌লি] (adverb) গ্রীষ্মমণ্ডলীয়রূপে।
  • English Word trot Bengali definition [ট্রট্] (verb intransitive), (verb transitive) (trotted, trotting, trots) (১) (ঘোড়া ইত্যাদি) কদম চাল ও বল্গিত চালের মাঝামাঝি গতিতে চলা; দুলকি চালে ধাবিত হওয়া(২) ছোট ছোট পা ফেলে চলা; দুলকি চালে ধাবিত হওয়া(২) ছোট ছোট পা ফেলে চলা; (কথ্য) স্বাভাবিক গতিতে যাওয়া: We must be trotting off borne. (৩) trot something out (কথ্য) জাহির করা: trot out one’s knowledge. (৪) দুলকি চালে চালানো; হাঁটানো: trot a person off his legs, হাঁটিয়ে অবসন্ন করে ফেলা (যেমন দর্শনীয় স্থান দেখাতে গিয়ে); trot somebody round, (কেনাকাটা ইত্যাদির জন্য) সঙ্গে নিয়ে ঘোরা। □(noun) (কেবল singular) (১) দুলকি চাল: go at a steady trot. on the trot (অপশব্দ) একের পর এক: six gins on the trot. be on the trot; keep somebody on the trot (ক) (কথ্য) (একের পর এক কর্তব্য সম্পাদন করতে গিয়ে) হাঁটাহাঁটির উপর থাকা বা রাখা। (খ) (অপশব্দ) (বিশেষত কারাগার বা পুলিশের হাত থেকে) পালিয়ে বেড়ানো। be on the trot (America(n)= have the trots) (কথ্য) উদরাময় হওয়া; পেট নামা/ছাড়া। (২) দুলকি চালে চলার সময়ে পরিসর: go for a trot. trotter (noun) (১) দুলকি চালে চলার জন্য লালিতপালিত প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া; দুলকি চালের ঘোড়া(২) (সাধারণত plural) খাদ্য হিসেবে শূকর বা ভেড়ার পা
  • English Word troth Bengali definition [ট্রোথ্‌ America(n) ট্রোথ্‌] (noun) [uncountable noun] (পুরাতনী) plight one’s troth কথা দেওয়া; (বিশেষত) বিয়ে করার প্রতিশ্রুতি দেওয়া।
  • English Word trouble Bengali definition [ট্রাব্‌ল্] (verb transitive), (verb intransitive) (১) অসুবিধা, ঝামেলা বা ঝঞ্ঝাটে ফেলা; দুশ্চিন্তায়/অস্বস্তিতে ফেলা(২) trouble somebody to do something; - trouble somebody for something কিছু করার কষ্ট স্বীকার করানো; কিছু করতে বলে কষ্ট দেওয়া। (ক) (may/might সহ, শিষ্টাচারসম্মত অনুরোধ): May I trouble you to pass the glass? (খ) (I’ll, I must, বিদ্রূপপূর্ণ বা শ্লেষাত্মক অনুরোধ): I’ll trouble you to show a consideration for her feelings. (৩) (বিশেষত negative(ly) ও interrogative- এ) কষ্ট স্বীকার করা; ব্যস্ত/উদ্বিগ্ন হওয়া: Don’t trouble to see me off. (৪) বিপন্ন/উত্তেজিত উৎকণ্ঠিত/উদভ্রান্ত করা (বিশেষত past participle) a troubled expression. fish in troubled waters ঘোলা জলে মৎস্য শিকার করা। □(noun) (১) [countable noun, uncountable noun] উদ্বেগ; উৎকণ্ঠা; অস্বস্তি; বিপদ; বিপাক; অসুবিধা; দুর্ভাবনা; অশান্তি; দুর্ভোগ; দুশ্চিন্তাin trouble বিপন্ন; দুশ্চিন্তাগ্রস্ত। ask/look for trouble দুর্ভোগ/ঝামেলা/বিপদ/ অশান্তি ডেকে আনা। get into trouble ফাঁপরে/বিপাকে/বিপদে/ঝামেলায় পড়া। get somebody into trouble (ক) বিপদে ফেলা। (খ) (অপশব্দ) (অবিবাহিত মেয়েকে) গর্ভবতী করা; ফাঁসানো। (২) [countable noun] (কেবল singular) যে ব্যক্তি বা বস্তু ঝামেলা সৃষ্টি করে; ঝামেলা; আপদ; He finds it a great trouble to look after the boy. (৩) [uncountable noun] ক্লেশ; অসুবিধা; ঝামেলা; অতিরিক্ত চাপ; কষ্ট: I don’t want to give you much trouble. (৪) [countable noun, uncountable noun] রাজনৈতিক ও সামাজিক অশান্তি; অস্থিরতা; অসন্তোষ; গোলযোগ: labour troubles. (৫) [countable noun, uncountable noun] অসুখ; রোগ: liver trouble; mental trouble. (৬) (যৌগশব্দ) trouble-maker (noun) (শিল্পকারখানা ইত্যাদিতে) গোলাযোগ সৃষ্টিকারীtrouble-shooter (noun) (কারখানা ইত্যাদিতে) দুইপক্ষের মধ্যে বিবাদের আপসমীমাংসা ও মিটমাটে কিংবা (বিশেষত যন্ত্রাদির) ত্রুটিবিচ্যুতি শনাক্তকরণ ও সংশোধনে নিয়োজিত ব্যক্তি। troublesome [ট্রাব্‌লসাম্] (adjective) পীড়াদায়ক; ক্লেশজনক; বিরক্তিজনক; জ্বালাতনকর: a troublesome child/headache. troublespot (noun) যে স্থানে প্রায়ই অশান্তি/হাঙ্গামা/গোলযোগ সৃষ্টি হয়; অশান্ত স্থান। troublous [ট্রাব্‌লাস্] (adjective) (সাহিত্যিক) অশান্ত; অস্থির; অস্থিরতাপূর্ণ; গোলযোগপূর্ণ: trouble times.
  • English Word trough Bengali definition [ট্রফ্ America(n) ট্রোফ্‌] (noun) (১) পশুর পানাহারের জন্য (সাধারণত অগভীর) দীর্ঘ খোলা বাক্স(২) রুটিওয়ালা যে লম্বা খোলা বাক্সে ময়দা ডলে; কেঠো(৩) (সাগর ইত্যাদিতে) দুটি ঢেউয়ের মধ্যবর্তী দীর্ঘ অবতল অংশ(৪) (আবহবিদ্যা) উচ্চচাপের দুটি অঞ্চলের মধ্যবর্তী নিম্নচাপের এলাকা; খাদ
  • English Word trounce Bengali definition [ট্রাউন্‌স্‌] (verb transitive) পরাস্ত করা; হারিয়ে দেওয়া; তিরস্কার করাtrouncing (noun) পরাস্তকরণ; কঠোর তিরস্কার।
  • English Word troupe Bengali definition [ট্রুপ্‌] (noun) বিশেষত সার্কাস বা নাট্যদল; দলtrouper (noun) নাট্যদলের সদস্য।
  • English Word trouser Bengali definition [ট্রাউজা(র্‌)] (noun) (১) (pair of) trousers পাতলুন; প্যান্ট। দ্রষ্টব্য shorts, slack 2 (২). (attributive(ly)) প্যান্টের জন্য; প্যান্টের: trouser buttons.
  • English Word trousseau Bengali definition [ট্রুসো] (noun) (plural trousseaus বা trousseaux [ট্রুসোসোজ্]) কনের সাজপোশাক।
  • English Word trout Bengali definition [ট্রাউট্] (noun) (plural অপরিবর্তিত) মিঠাজলের মাছবিশেষ
  • English Word trove Bengali definition [ট্রোভ্‌] (noun) দ্রষ্টব্য treasure.
  • English Word trowel Bengali definition [ট্রাউআল্] (noun) (১) (রাজমিস্ত্রির) কর্ণিক(২) গাছের চারা তোলার বাঁকানো ফলকযুক্ত হাতিয়ারবিশেষ
  • English Word troy Bengali definition [ট্রয়] (noun) [uncountable noun] সোনা ও রূপার ব্রিটিশ পরিমাপপদ্ধতি; এতে ১ পাউন্ড= ১২ আউল। দ্রষ্টব্য পরি. ৫।
  • English Word truant Bengali definition [ট্রুআন্‌ট্] (noun) (১) স্কুলপালানো ছেলেমেয়েplay truant নিয়মিতভাবে স্কুলপালানো। (২) (attributive(ly))(ব্যক্তি, তার চিন্তা, আচরণ) ভবঘুরে; অলস; বিক্ষিপ্ত; ফাঁকিবাজ; কর্মবিমুখ; কাজপালানোtruancy [ট্রুআন্‌সি] (noun) (plural truancies) [uncountable noun, countable noun] স্কুলপালানো; কাজপালানো।
  • English Word truce Bengali definition [টুস্] (noun) [countable noun] সাময়িক (যেমন আহতদের অপসারণে) যুদ্ধবিরতি; অস্ত্রবিরতি; অস্ত্রবিরতির চুক্তি
  • English Word truck 1 Bengali definition [ট্রাক্] (noun) (১) (British/Britain) ভারী পণ্যের জন্য রেলওয়ের খোলাগাড়ি(২) (America(n)) লরি(৩) (ভারী জিনিসপত্র বহনে) কুলিদের দুই চাকার ঠেলাগাড়ি
  • English Word truck 2 Bengali definition [ট্রাক্] (noun) [uncountable noun] (১) বিনিময়; লেনদেনhave no truck with (কানে) লেনদেন/সম্বন্ধ না থাকা। (২) garden truck (America(n)) বাজারজাত করতে উৎপন্ন টাটকা শাকসবজি, ফল ইত্যাদি(৩) truck (system) (ইতিহাস) অর্থের পরিবর্তনে পণ্য দিয়ে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা
  • English Word truckle 1 Bengali definition [ট্রাক্‌ল্] (verb intransitive) truckle to কাপুরুষের মতো বা ভীত হয়ে বশ্যতাস্বীকার করা; নতজানু হওয়া; আত্মসমর্পণ করা
  • English Word truckle 2 Bengali definition [ট্রাক্‌ল্‌] (noun) truckle-bed চাকাযুক্ত নিচু শয্যা, যা ব্যবহার না করলে অন্য শয্যার নিচে ঠেলে রাখা যায়