T পৃষ্ঠা ২৭
- English Word trend Bengali definition [ট্রেন্ড্] (noun) [countable noun] গতিধারা; প্রবণতা: current trend. set the trend নতুনধারা সৃষ্টি করা। trend-setter (noun) ধারা সৃষ্টিকারী। trend-setting (noun) ধারাসৃষ্টি। trendy (adjective) (trendier, trendiest) (অপশব্দ প্রায় নিন্দার্থে) হালফ্যাশন অনুসরণকারী। □(verb intransitive) নির্দিষ্ট ধারা তৈরি হওয়া।
- English Word trepan Bengali definition [ট্রিপ্যান্] (verb transitive) (trepanned, trepanning, trepans) (noun) (১)= trephine. (২) খনিতে ছিদ্র করার যন্ত্রবিশেষ।
- English Word trephine Bengali definition [ট্রিফীন্ America(n) ট্রিফাইন্] (verb transitive) (চিকিৎসাশাস্ত্র) (কারো মাথার খুলিতে) ছোট ছিদ্র করা। □(noun) খুলি ছিদ্র করার করাত।
- English Word trepidation Bengali definition [ট্রেপিডেইশ্ন্] (noun) [uncountable noun] সচকিত উত্তেজিত মনোভাব।
- English Word tresspass Bengali definition [ট্রেস্পাস্] (verb intransitive) (১) tresspass (on/upon) বিনা অনুমতিতে অন্যের এলাকায় ঢোকা। (২) tresspass on/upon অতিরিক্ত নাকগলানো। (৩) tresspass (against) (প্রাচীন প্রয়োগ) অন্যায় করা; পাপ করা। □(noun) (১) [uncountable noun] অনধিকারপ্রবেশ। (২) [countable noun] (প্রাচীন প্রয়োগ) পাপ; অন্যায়। tresspasser (noun) অনধিকার প্রবেশকারী।
- English Word trestle Bengali definition [ট্রেস্ল্] (noun) কাঠের পায়া। trestle-bridge (noun) কাঠের কাঠামোতে ভর করা পুল। trestle-table (noun) কাঠের পায়ার উপর তক্তা পেতে তৈরি অস্থায়ী টেবিল।
- English Word trews Bengali definition [ট্রুজ্] (noun), (plural) আঁটসাঁট পায়জামা।
- English Word tri- Bengali definition [ট্রাই-] (prefix) তিন।
- English Word triad Bengali definition [ট্রাইঅ্যাড্] (noun) ত্রয়ী।
- English Word trial Bengali definition [ট্রাইআল্] (noun) (১) [uncountable noun] পরীক্ষানিরীক্ষা; বিচারবিবেচনা; প্রমাণ; [countable noun] পরীক্ষা করে দেখার ঘটনা। on trial (ক) পরীক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত; (খ) পরীক্ষাকালে। trial and error ভুল শোধরানো পর্যন্ত পরীক্ষা চালিয়ে যাবার পদ্ধতি। (২) (attributive(ly)) পরীক্ষা করে দেখার উদ্দেশ্যে: a trial voyage. (৩) [countable noun, uncountable noun] আদালতের বিচার। be/go on trial for something (অপরাধ) আদালতের বিচারাধীন হওয়া। bring somebody to trial, bring somebody up for trial; put somebody on trial, বিচারের মুখোমুখি করানো; আদালতের বিচারাধীন হওয়া। stand (one’s) trial বিচারাধীন হওয়া। (৪) [countable noun] ধৈর্যের শেষসীমায় পৌঁছে দেওয়া জ্বালাতনকারী। trials and tribulations জ্বালাতন; ভাগ্যের ঘাতপ্রতিঘাত।
- English Word triangle Bengali definition [ট্রাইঅ্যাঙ্গ্ল্] (noun) (১) ত্রিভুজ। (২) ত্রিভুজাকৃতির বাদ্যযন্ত্র। (৩) ত্রয়ী; তিনজনের দল। the eternal triangle চিরন্তন ত্রিভুজপ্রেম। triangular [ট্রাইঅ্যাঙ্গিউলা(র্)] (adjective) (১) ত্রিভুজাকৃতি। (২) ত্রিমুখী: a triangle composition.
- English Word tribal Bengali definition [ট্রাইব্ল্] (adjective) উপজাতীয়; উপজাতিসংক্রান্ত: tribal songs. tribalism [ট্রাইবালিজাম] (noun) উপজাতীয়তা।
- English Word tribe Bengali definition [ট্রাইব্] (noun) (১) উপজাতি। (২) (উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা) সমশ্রেণির গাছপালা; একই বংশোদ্ভূত প্রাণী। (৩) (নিন্দার্থে) দল: the tribe of politicians. tribesman [ট্রাইবজ্মান] (noun) (plural tribesmen) দলের সদস্য।
- English Word tribulation Bengali definition [ট্রিবইউলেইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] দুঃখ; কষ্ট (এর কারণে)। দ্রষ্টব্য trial (৮).
- English Word tribunal Bengali definition [ট্রাইবিউন্ল্] (noun) [countable noun] বিচারালয়; সামরিক বিচারপরিষদ। (লাক্ষণিক) the tribunal of public opinion জনতার আদালত।
- English Word tributary Bengali definition [ট্রিবইউটরি America(n) ট্রিবইউটেরি] (adjective) (১) (রাষ্ট্র, শাসক ইত্যাদি) শ্রদ্ধামিশ্রিত। (২) (নদী) অন্য নদীতে প্রবহমান। □(noun) (plural tributaries) করদরাজ, নৃপতি ইত্যাদি।
- English Word tribute Bengali definition [ট্রিব্যিঊট্] (noun) [countable noun, uncountable noun] (১) শ্রদ্ধা বা গুণমুগ্ধতা প্রকাশে কৃত; উক্ত বা প্রদত্ত কোনোকিছু; শ্রদ্ধা: pay tribute to the memory of a national hero. (২) এক শাসক বা সরকার কর্তৃক অন্য শাসক বা সরকার থেকে আদায়কৃত। lay somebody under tribute জোরপূর্বক কারো কাছ থেকে কর আদায় করা।
- English Word trice 1 Bengali definition [ট্রাইস্] (noun) in a trice এক পলকে/নিমেষে/লহমায়।
- English Word trice 2 Bengali definition [ট্রাইস্] (verb transitive) trice something up (নৌচালনবিদ্যা) (পাল, পালের আড়কাঠি) দড়ির সাহায্যে টেনে যথাস্থানে শক্ত করে রাখা।
- English Word trick Bengali definition [ট্রিক্] (noun) [countable noun] (১) চালাকি; চাল; কুচাল; তামাশা; বাহানা; চাতুরী; ছলচাতুরী; মশকরা। the tricks of the trade খদ্দেরদের আকৃষ্ট করার, প্রতিদ্বন্দ্বীদের উপর সুবিধা নেওয়ার উপায় বা কৌশল। (২) দুষ্টামি; নষ্টামি; শয়তানি; রঙ্গতামাশা: an unfair trick, অন্যায় চালাকি। play a trick on somebody, দ্রষ্টব্য play 2(৩). dirty trick ঘৃণ্য অপকর্ম; নোংরা চালাকি। (৩) কৌশল; হাতসাফাই; ভেলকিবাজি: conjuring tricks do the trick (অপশব্দ) কার্যসিদ্ধি করা। a trick worth two of that (কথ্য) (তোমারটার চেয়ে) কার্যসিদ্ধির আরো ভালো উপায়। (soon) get/learn the trick of it কৌশল আরম্ভ করা। (৪) অদ্ভুত বা বৈশিষ্ট্যসূচক অভ্যাস, মুদ্রাদোষ ইত্যাদি; নিজস্ব ধরন: She has a trick of batting her eyelids when she is replying to a question. (৫) (ব্রিজ ইত্যাদি খেলার) এক দফা; দাঁও বা চক্কর; এক দফায় যত তাস খেলা হয়: take/win a trick. (৬) (নৌচালনবিদ্যা) হাল ধরার দায়িত্বকাল (সাধারণত দুই ঘণ্টা); পালা: take one’s trick at the wheel. □(verb transitive) (১) trick somebody (into/out of/out of something) প্রবঞ্চনা বা প্রতারণা করে/ধোঁকা দিয়ে কিছু করানো বা কিছু হরণ করা: He tricked her into surerendering her shares. (২) trick somebody/something out/up ভূষিত/মণ্ডিত/সজ্জিত করা। trickery [কারি] (noun) চালাকি; প্রবঞ্চনা ধোঁকা; প্রতারণা; শঠতা। trickster [ট্রিকস্টা(র্)] (noun) ধোঁকাবাজ; ধাপ্পাবাজ; ফেরেববাজ; ফিচেল; প্রতারক। tricky (adjective) (trickier, trickiest) (১) (ব্যক্তি ও তার কার্যকলাপ) প্রতারণাপূর্ণ; ধোঁকাবাজ; ধাপ্পাবাজ: a tricky politician. (২) (কাজ ইত্যাদি) অলক্ষিত বা অপ্রত্যাশিত সমস্যাপূর্ণ; কূট কুটিল; দুরূহ: a tricky problem/job.
- English Word trickle Bengali definition [ট্রিক্ল্] (verb intransitive), (verb transitive) টিপ টিপ বা ক্ষীণধারায় প্রবাহিত হওয়া বা করা; নিষ্যন্দিত হওয়া বা করা; চুয়ানো; ক্ষরিত হওয়া। □(noun) ক্ষরণ; চুয়ন; নিষ্যন্দন। trickle charger (বিদ্যুতের প্রধান তার থেকে) সঞ্চয়যন্ত্রে ধীরে; নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সঞ্চয়ের যান্ত্রিককৌশল; ধারা সঞ্চয়যন্ত্র।
- English Word tricolour Bengali definition (America(n)= tricolor) [ট্রিকালা(র্) America(n) ট্রাইকালার] (noun) সমান প্রস্থের তিনটি রঙিন ফালির পতাকা। the Tricolour ফ্রান্সের নীল, সাদা ও লালযুক্ত জাতীয় পতাকা; ত্রিবর্ণক।
- English Word tricycle Bengali definition [ট্রাইসাইক্ল্] (noun) তিন চাকার সাইকেল; ত্রিচক্রযান।
- English Word trident Bengali definition [টাইড্ন্ট্] (noun) (জলদেবতা নেপচুনের) ত্রিশূল; নৌশক্তির প্রতীকরূপে ত্রিশূল।
- English Word tried Bengali definition [ট্রাইড্] দ্রষ্টব্য try 1.
- English Word triennial Bengali definition [ট্রাইএনিআল্] (noun), (adjective) ত্রৈবার্ষিক; যা তিনবছর পর পর ঘটে বা তিনবছর টিকে থাকে।
- English Word trier Bengali definition [ট্রাইআ(র্)] (noun) দ্রষ্টব্য try 1.
- English Word trifle Bengali definition [ট্রাইফ্ল্] (noun) (১) তুচ্ছ/সামান্য বস্তু; বিষয় বা ব্যাপার। not stick at trifles তুচ্ছ বিষয়াদিকে নিজের পরিকল্পনা ইত্যাদির মধ্যে অনুপ্রবেশ করতেন না দেওয়া। (২) সামান্য অর্থ; কানাকড়ি: It will cost you a trifle. (৩) a trifle (adverb) সামান্য: This hat is a trifle too large for me. (৪) [countable noun, uncountable noun] ননি, ডিমের শ্বেতভাগ, কেক, জ্যাম ইত্যাদি দিয়ে তৈরি মিষ্টান্নবিশেষ। □(verb intransitive), (verb transitive) (১) trifle with হেলাফেলা করা: to trifle with a girl’s affections. (২) trifle something away হেলাফেলা করে উড়িয়ে দেওয়া: to trifle away one’s energies/money/time. trifling [ট্রাইফ্লিঙ্] (adjective) তুচ্ছ; সামান্য; অকিঞ্চিৎকর। trifler [ট্রাইফ্লা(র্)] (noun) যে ব্যক্তি হেলাফেলা করে।
- English Word trigger Bengali definition [ট্রিগা(র্)] (noun) বিশেষত আগ্নেয়াস্ত্রের স্প্রিংকে মুক্ত করার জন্য ভারশঙ্কু (লিভার); ঘোড়া। be quick on the trigger চটপট গুলি চালানো। have one’s finger on the trigger (বিশেষত সামরিক তৎপরতায়) পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা। trigger happy (adjective) সামান্য উসকানিতেই সহিংস পন্থা (যেমন গুলিচালান) অবলম্বন করতে প্রস্তুত; বন্দুকবাজ। □(verb transitive) trigger something off (গুরুত্ব বা হিংসাত্মক কোনোকিছুর) অব্যবহিত কারণ হওয়া; সূত্রপাত করা: to trigger off a revolt.
- English Word trigonometry Bengali definition [ট্রিগানমাট্রি] (noun) [uncountable noun] ত্রিকোণমিতি; ত্রিভুজের বাহু ও কোণসমূহের সম্বন্ধঘটিত গণিত।