T পৃষ্ঠা ৩১
- English Word tuberculosis Bengali definition [ট্যিঊবাক্যিউলোউসিস্ 'America(n) টূবাক্যিউলোউসিস্] (noun) [uncountable noun] (প্রচলিত সংক্ষেপ, 'TB' [টী বী]) যক্ষ্মারোগ; রাজযক্ষ্মা: pulmonary tuberculosis, ক্ষয়রোগ; ক্ষয়কাশ। tuberculous [ট্যিঊবাক্যিউলাস্ America(n) টূবাক্যিউলোউসিস্], tubercular [ট্যিঊবাক্যিউলা(র্) America(n) টূবাক্যিউলোউসিস্] (adjective(s) যক্ষ্মাঘটিত; যক্ষ্মাক্রান্ত। tubing, tubular, দ্রষ্টব্য tube.
- English Word tuck Bengali definition [টাক্] (noun) (১) [countable noun] পোশাক খাটো করতে বা শোভাবর্ধনে ব্যবহৃত কাপড়ের সেলাই করা ভাঁজ; গোঁজা: make/put in/take out a tuck in a dress. (২) [uncountable noun] (British/Britain কথ্য) (বিশেষত শিশুদের প্রিয় কেক, পেস্ট্রি ইত্যাদি) খাবার। tuck-shop (noun) (বিশেষত স্কুলে) উক্তরূপ খাবারের দোকান। □(verb transitive), (verb intransitive) (১) গোঁজা; গুঁজে দেওয়া; ঠেলে ঢোকানো; গুটানো ঠেলে দেওয়া: tuck one’s shirt in; sit with one’s legs tucked up under oneself. The nurse tucked the baby up in bed, শিশুটির গায়ের উপর দিয়ে চাদরের প্রান্তগুলো জাজিমের নিচে গুঁজে দিয়েছে: tuck up one’s trousers, গুটিয়ে নেওয়া। (২) tuck in প্রাণভরে খাওয়া। tuck into something কিছু গোগ্রাসে গেলা। tuck-in (noun) ভূরিভোজন; have a good tuck-in, পেট পুরে খাওয়া।
- English Word tucker Bengali definition [টাকা(র্)] (noun) (১৭ ও ১৮ শতকে) মেয়েদের কাঁধ ও ঘাড় ঢাকার জাদ (লেস) বা ক্ষৌমবস্ত্র; দোপাট্টা। one’s best bib and tucker (কথ্য) কারো সর্বোত্তম কাপড়চোপড়।
- English Word Tuesday Bengali definition [ট্যিঊজ্ডি America(n) টূজ্ডি] (noun) মঙ্গলবার।
- English Word tuft Bengali definition [টাফ্ট্] (noun) (পালক, চুল, ঘাস ইত্যাদির) গুচ্ছ; থোপা। tufted (adjective) গুচ্ছবদ্ধ; গোছা বাঁধা।
- English Word tug Bengali definition [টাগ্] (verb transitive), (verb intransitive) (tugged, tugging, tugs) tug (at) সবলে টানা; হেঁচকা, টান মারা: The crew tugged at the rope. □(noun) [countable noun] (১) হেঁচকা (টান); হেঁচকানি: give something a tug. tug of war কাছি টানাটানি (প্রতিযোগিতা)। (২) tug (-boat) জাহাজ ইত্যাদি টানার জন্য ক্ষুদ্র, শক্তিশালী জাহাজবিশেষ।
- English Word tuition Bengali definition [ট্যিঊশ্ন্ America(n) টূশ্ন্] (noun) [uncountable noun] শিক্ষণ; শিক্ষাদান: have private tuition in chemistry.
- English Word tulip Bengali definition [টিঊলিপ্ America(n) টূলিপ্] (noun) কন্দজাত উদ্ভিদবিশেষ, যার দীর্ঘ নলের শীর্ষে বসন্তকালে ঘণ্টা বা পেয়ালা আকারের বিভিন্ন রঙের একটি করে ফুল ফোটে; ঢিউলিপ।
- English Word tulle Bengali definition [টিঊ্যল্ America(n) টূল্] (noun) [uncountable noun] মেয়েদের পোশাক বা নেকাব তৈরির জন্য নরম, সূক্ষ্ম রেশম (জালি-জালি করে বোনা)।
- English Word tumble Bengali definition [টাম্ব্ল্] (verb intransitive), (verb transitive) (১) (বিশেষত ধপাস করে) পড়া; হুড়মুড় করে পড়া: tumble down the stairs/off a horse; উলটে পড়া; হোঁচট খাওয়া: tumble over the roots of a tree. (২) ইতস্তত বা এলোমেলোভাবে হাঁটাচলা/ওঠানামা করা; দুড়দাড় করে ছোটাছুটি করা; করা; এপাশ-ওপাশ করা: toss and tumble in one’s bed. (৩) পড় পড় হওয়া; ভেঙে পড়া: The old house will soon tumble to pieces. tumble-down (attributively adjective) পড়পড়; পতনোন্মুখ; ভগ্নাবস্থা: a tumble-down old house. (৪) উলটে ফেলা/দেওয়া; নিক্ষেপ করা: The collision tumbled them all out of the compartment. (৫) দলামোচা করা: tumble one’s bed-clothes/somebody’s hair or clothes. (৬) tumble to something (কথ্য) (ভাব, ইঙ্গিত ইত্যাদি) ধরতে/বুঝতে পারা। □(noun) [countable noun] (১) পতন; হোঁচট; আছাড়: have a nasty tumble. (২) গোলমেলে/তালগোল-পাকানো অবস্থা। tumble weed (noun) (America(n)) মরু অঞ্চলের উদ্ভিদ, যা শুষ্ক হয়ে খসে পড়লে বাতাসে ইতস্তত ঘষড়াতে থাকে।
- English Word tumbler Bengali definition [টাম্ব্লা(র্)] (noun) (১) হাতলবিহীন পাতলা তলার পানপাত্র। দ্রষ্টব্য goblet. (২) তালার যান্ত্রিক কৌশলের অংশবিশেষ; যা চাবি দিয়ে না-ঘোরালে তালা খোলে না। (৩) লোটন পায়রা। (৪)= acrobat.
- English Word tumbrel, tumbril Bengali definition [টাম্ব্রাল্] (noun) (ইতিহাস) পশুবাহিত গাড়ি, বিশেষত যে ধরনের গাড়িতে ফরাসি বিপ্লবের সময় বন্দিদের গিলোটিনে বহন করে নেওয়া হতো।
- English Word tumescent Bengali definition [ট্যিঊমেস্ন্ট্ America(n) টূমেস্ন্ট্] (adjective) স্ফীত; ফোলা; বর্ধমান; ফুলে ওঠা। tumescence [টূমেসন্স্] (noun) স্ফীতি; স্ফীতত্ব।
- English Word tumid Bengali definition [ট্যিঊমিড্ America(n) টূমিড্] (adjective) (দেহের অঙ্গপ্রত্যঙ্গ) ফোলা; স্ফীত; ফাঁপা; (লাক্ষণিক, রচনারীতি ইত্যাদি) ফাঁপিয়ে তোলা; বাগাড়াম্বরপূর্ণ। tumidity [টিঊমিডাটি America(n) টূমিডাটি] (noun) ফোলা; স্ফীতি; স্ফীতাবস্থা।
- English Word tummy Bengali definition [টামি] (noun) (plural tummies) (কথ্য) পাকস্থলী; পেট; জঠর।
- English Word tumour Bengali definition (America(n)= tumor) [টিঊমা(র্) America(n) টূমা(র্)] (noun) শরীরের কোনো অংশের ব্যাধিত বৃদ্ধি; অর্বুদ।
- English Word tumult Bengali definition [টিঊমাল্ট্ America(n) টূমাল্ট্] (noun) [countable noun, uncountable noun] (১) তুমুল কোলাহল; হুড়াহুড়ি; শোরগোল: the tumult of battle. (২) মনের বিক্ষুব্ধ অবস্থা; চিত্তবিক্ষোভ; সংক্ষোভ।
- English Word tumultuous Bengali definition [ট্যিঊমাল্চুআস্ America(n) টূমাল্চুআস্] (adjective) তুমুল কোলাহলপূর্ণ; অব্যবস্থিত; বিশৃঙ্খল; a tumultuous welcome. tumultuously (adverb) তুমুল কোলাহলের মধ্যে।
- English Word tumulus Bengali definition [ট্যিঊম্যিউলাস্ America(n) টূম্যিউলাস্] (noun) (plural tumuli [ট্যিঊম্যিউলা:ই]) (সাধারণত প্রাচীন) সমাধির উপরকার মাটির টিবি; সমাধিস্তূপ।
- English Word tun Bengali definition [টান্] (noun) বিয়ার, মদ ইত্যাদির বৃহৎ কাষ্ঠাধার, বৃহৎ পিপা; ধারণক্ষমতার মাপ (২৫২ গ্যালন)।
- English Word tuna Bengali definition [ট্যিঊনা America(n) টূনা-] (noun) (plural tuna বা tunas)= tunny.
- English Word tundra Bengali definition [টান্ড্রা] (noun) [uncountable noun, countable noun] (রাশিয়া, সাইবেরিয়ার) মেরু অঞ্চলের দিগন্তবিস্তৃত বৃক্ষহীন সমতলভূমি, যা গ্রীষ্মকালে জলময় থাকে এবং শীতকালে জমে শক্ত হয়ে যায়; তুন্দ্রা অঞ্চল।
- English Word tune Bengali definition [ট্যিঊন্ America(n) টূন্] (noun) (১) [countable noun] (গানের) সুর: whistle a popular tune. (২) [uncountable noun] সুরের সুস্পষ্ট বৈশিষ্ট্য; সুরময়তা: This song has little tune in it. (৩) [uncountable noun] in/out of tune যথাযথ সুরে/বেসুরো বা বিসংগত: sing/play in tune. (৪) [uncountable noun] (লাক্ষণিক) সামঞ্জস্য; মিল; সংগতি; be in/out of tune with one’s surroundings/companions. (৫) (লাক্ষণিক প্রয়োগ) change one’s tune; sing another tune ভোল পালটানো। to the tune of (কথ্য) (উক্ত) পরিমাণ (সাধারণত অঙ্কটি খুব বেশি চড়া, এই ইঙ্গিতবহ): We had to pay to the tune of Tk 100. □(verb transitive), (verb intransitive) (১) (বাদ্যযন্ত্রের) তার/সুর বাঁধা: tune a guitar. tune up সুর বাঁধা। tuning-fork (noun) ইস্পাতের ক্ষুদ্র যন্ত্রবিশেষ, যাতে আঘাত করলে একটি নির্দিষ্ট ওজোনের সুর বেজে ওঠে; সুরকণ্টক। (২) tune in (to) (ক) বেতারযন্ত্রের নিয়ন্ত্রণ; কোনো বিশেষ সম্প্রচার কেন্দ্র বা পৌনঃপুন্যের (ফ্রিকোয়েন্সি) সঙ্গে সঙ্গত করা: tune in to the VOA World Service. (খ) (লাক্ষণিক) অন্যদের মতামত, অনুভূতি ইত্যাদি সম্বন্ধে সচেতন থাকা; ওয়াকিবহাল থাকা: You should be well tuned in to your surroundings. (৩) মোটরযানের ইনজিন এমনভাবে উপযোজিত বা সঙ্গত করা যাতে সে তার সর্বোত্তম বা বিশেষ ধরনের কার্যক্ষমতা দেখাতে পারে, টিউন করা। tuner (noun) (১) (যৌগশব্দ) যে ব্যক্তি বাদ্যযন্ত্রের সুর বেঁধে দেয়; সঙ্গতী; সুর সঙ্গতকর্তা: a piano-tuner. (২) রেডিও ইত্যাদির যে অংশ সংকেত গ্রহণ করে, সংকেতগ্রাহক। দ্রষ্টব্য amplify ভুক্তিতে amplifier, loud (১) ভুক্তিতে loud-speaker. tuneful [ট্যিঊন্ফ্ল্] (adjective) সুরেলা; সুরমাধুর্যময়; সুস্বর। tunefully [ট্যিঊন্ফালি] (adverb) সুমধুর সুরে। tunefulness (noun) সুস্বরতা; সুরময়তা।
- English Word tung-oil Bengali definition [টাঙ্ অয়ল্] (noun) [uncountable noun] বৃক্ষজাত তৈলবিশেষ, যা প্রধানত কাষ্ঠসামগ্রীর বার্নিশে ব্যবহৃত হয়, টাং তেল।
- English Word tungsten Bengali definition [টাঙ্স্টান্] (noun) [uncountable noun] (রসায়ন) ইস্পাত ও বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে ব্যবহৃত ধূসর বর্ণের ধাতব মৌল (প্রতীক w); টাংস্টেন।
- English Word tunic Bengali definition [ট্যিঊনিক্ America(n) টূনিক্] (noun) (১) পুলিশ, সৈনিক প্রভৃতির গায়ে সেঁটে থাকা জ্যাকেটবিশেষ। (২) মেয়েদের নিতম্ব বা নিতম্বের নিম্নভাগ পর্যন্ত লম্বিত, কোমরবন্ধযুক্ত ঢিলা ব্লাউজ বা কোট। (৩) প্রাচীন গ্রিক ও রোমানদের আজানুলম্বিত ঢিলা, খাটো আস্তিনযুক্ত বা আস্তিনহীন বহির্বাস; জোব্বা।
- English Word tunnel Bengali definition [টান্ল্] (noun) সুড়ঙ্গ। (verb intransitive), (verb transitive) (tunnelled, tunnelling, tunnels, America(n) অপিচ tunneled tunneling, tunnels) tunnel (into/through) সুড়ঙ্গ খনন করা।
- English Word tunny Bengali definition [টানি] (noun) (plural tunnies বা অপরিবর্তিত) বৃহৎ সামুদ্রিক মৎস্যবিশেষ; টুনা।
- English Word tup Bengali definition [টাপ্] (noun) মর্দা ভেড়া।
- English Word tuppence Bengali definition [টাপান্স্] (noun) (কথ্য) দুই পেনি। tuppenny [টাপানি] (adjective) দুই পেনি মূল্যের; (লাক্ষণিক) সামান্য মূল্যের।