• Bengali Word brain English definition [ব্রেইন্‌] (noun) ১ (singular) মাথার ঘিলু বা মগজ; স্নায়ুকেন্দ্র।
    (২) (কথ্য, সাধারণত plural) (ক) মাথা; মস্তিষ্ক; (খ) চিন্তা করার ক্ষমতা: He has got brains. blow one’s brains out মাথা ফাটিয়ে ঘিলু বের করে দেওয়া; গুলি করা। (৩) (plural) খাদ্য হিসেবে গৃহীত জীবজন্তুর মাথার মগজ। (৪) (কথ্য.সাধারণত singular) ধীশক্তি; বুদ্ধিমত্তা: Use your brains. beat/rack one’s brain(s) (about something) (কোনো বিষয় সম্বন্ধে) গভীরভাবে চিন্তা করা। have something on the brain কোনো কিছু সম্পর্কে সর্বক্ষণ চিন্তা করা। tax one’s brain কোনো জটিল বিষয় নিয়ে মাথা ঘামানো। (৫) [Countable noun] বুদ্ধিমান বা মেধাবী ব্যক্তি। (৬) (যৌগশব্দ) brainchild (noun) কারো মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা বা উদ্ভাবন: The project was the brain-child of the director. braindrain (noun) মগজ-চালান; উন্নত জীবিকার সন্ধানে প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে সুশিক্ষিত ব্যক্তিগণের বিদেশ গমন। brainfag (noun) (কথ্য) মানসিক ক্লান্তি বা অবসাদ। brainfever (noun) মস্তিষ্কের প্রদাহ। brainpan (noun) মাথার খুলি। brainstorm (noun) মানসিক বিভ্রান্তি/ঝড়। (verb intransitive) কোনো সমস্যার সমাধানকল্পে কিছু ব্যক্তি একত্র হয়ে বিবিধ উপায় নিয়ে চিন্তাভাবনা করা। brainstorming এ ধরনের চিন্তাভাবনা। brainteaser (noun) কঠিন ধাঁধাঁ বা সমস্যা। brainwash (verb) মগজধোলাই; ক্রমাগত চাপের মাধ্যমে কারো পূর্বমত বা ধারণার পরিবর্তন। brainwashing (noun) এ ধরনের কাজ। Brainwave (noun) (কথ্য) সহসা লব্ধবুদ্ধি; আকস্মিক প্রেরণা। brainwork (noun) মানসিক পরিশ্রম; বুদ্ধির কাজ। □(verb transitive) মাথায় আঘাত করে হত্যা করা। brainless (adjective) বোকা; বুদ্ধিহীন; মগজশূন্য; নির্বোধ। brainy (adjective) (brainier, brainiest) বুদ্ধিমান; ধীশক্তিসম্পন্ন; উদ্ভাবনশীল।