• Bengali Word hand 1 English definition [হ্যান্‌ড্] (noun) ১ হাত।
    at hand কাছাকাছি: She lives close at hand, কাছাকাছি বাস করে। at somebody’s hands কারো কাছ থেকে: I never expected such harsh treatment from his hands. bind somebody hand and foot (আক্ষরিক অর্থ লাক্ষণিক) কারো হাত-পা বাঁধা; কাউকে সম্পূর্ণ অসহায় করা। serve/wait on somebody hand and foot কারো সর্বপ্রকার হুকুম তামিল করা; সর্বপ্রকারে কারো সেবা করা। by hand (ক) হাতে তৈরি: made by hand. (খ) (ডাকযোগে নয়) হাতে-হাতে: a note delivered by hand. bring up a baby/a calf etc by hand বোতলের দুধ খাইয়ে/হাতে ধরে বড় করা। eat/feed out of one’s hand (ক) (পাখি সম্বন্ধে) কারো হাত থেকে খাওয়া; কারো পোষ মানা। (খ) (লাক্ষণিক) কারো অনুগত হওয়া। from hand to hand একজন থেকে আরেক জনে; হাতে হাতে। fight hand to hand হাতাহাতি/সামনাসামনি যুদ্ধ করা। এর থেকে, hand-to-hand fighting. give/lend (somebody) a hand (with something) (কাউকে কোনো কাজে) সাহায্য করা; কোনো কাজে অংশ নেওয়া: She gave (me) a hand with the washing up. give one’s hand on a bargain কোনো চুক্তি বা লেনদেন সম্পন্ন করার জন্য হাত মেলানো। be hand in glove (with somebody), দ্রষ্টব্য glove. Have one’s hands full হাতে প্রচুর কাজ থাকা; পুরোপুরি ব্যস্ত থাকা। have/get the upper hand (of somebody), দ্রষ্টব্য upper. have a free hand; give/allow somebody a free hand, দ্রষ্টব্য free 1 (৩). hand in hand পরস্পর হাত ধরাধরি করে; একত্রে; এক সঙ্গে: They walked away hand in hand hand. (লাক্ষণিক) Poverty and disease go hand in hand, একসঙ্গে চলে। Hands off! খবরদার! ছোঁবে না। খবরদার! নাক গলাতে এসো না। Hands up! হাত উপরে তোলো। আত্মসমর্পণ করো! hand over hand ( কোনো কিছুতে চড়তে গিয়ে) এক হাতের পর আর এক হাত ব্যবহার করে; (লাক্ষণিক) দ্রুত ও অবিচলভাবে। in hand (ক) হাতে থাকা; তহবিলে থাকা: I have no money in hand, হাতে কোনো টাকা নেই; cash in hand Tk. 500. তহবিলে বর্তমান টাকা ৫০০। (খ) দৃষ্টি দেওয়া হচ্ছে এমন; সম্পন্ন হওয়ার পথে আছে এমন: The work is in hand, কাজটি চলছে/সম্পন্ন হওয়ার পথে; The authorities have the situation well in hand, কর্তৃপক্ষ পরিস্থিতি ভালোভাবে আয়ত্তে রেখেছে; পরিস্থিতির দিকে ভালোভাবে দৃষ্টি দিচ্ছে। in the hands of কারো হাতে (কোনো কিছুর দেখাশোনা বা ব্যবস্থাপনার ভার) ন্যস্ত থাকা। in good hands সযত্ন রক্ষণাবেক্ষণে বা উত্তম হেফাজতে আছে এমন; (কথ্য) ভালো হাতে পড়েছে এমন। lay (one’s) hands on something/somebody, দ্রষ্টব্য lay 1 (২). lend a hand উপরে দ্রষ্টব্য give a hand. not lift a hand; not do a hand’s turn হাত না-নড়ানো; সাহায্যের জন্য ন্যূনতম চেষ্টাও না-করা। lift/raise a hand /one’s hand কাউকে শাসানো বা আক্রমণ করা। live from hand to mouth দিন এনে দিন খাওয়া। এর থেকে a hand-to-mouth existence, দিন-এনে-দিন-খাওয়া জীবন। (get something) off one’s hands হাত থেকে ঝেড়ে ফেলা; দায়িত্ব থেকে রেহাই পাওয়া: He was glad to get it off his hands. on hand পাওয়া যায় এমন; সুলভ: They have some Kashmiree shawls on hand; দোকানে আছে। on one’s hands কারো দায়িত্বে আছে এমন; কারো করণীয়: I have the packing of the books on my hands. Time hangs heavy on her hands, সময়কে বোঝার মতো মনে হয়, সময় কাটতে চায় না। out of hand. (ক) আয়ত্তের বা নাগালের বাইরে; শৃঙ্খলাহীন: The movement for democracy is slowly getting out of hand. (খ) অবিলম্বে; গড়িমসি না-করে: The situation must be dealt with out of hand. shake hands with somebody; shake somebody’s hand করমর্দন করা। take a hand (in) (কোনোকিছুতে) হাত লাগানো; সাহায্য করা; ভূমিকা গ্রহণ করা। take something/somebody in hand কারো/কোনো কিছুর ভার নেওয়া। be to hand হাতে পাওয়া; হস্তগত হওয়া: Your letter is to hand, তোমার চিঠি হাতে পেয়েছি। wash one’s hands of দায়ভার ছেড়ে দেওয়া; আমি আর এর/এসবের মধ্যে নেই-এই কথা বলা। win hands down সহজে জয়লাভ করা। (rule) with a heavy hand নিপীড়নসহকারে; কঠোর হাতে (শাসন করা)। win a lady’s hand বিয়েতে কোনো মহিলার সম্মতি লাভ করা। (২) (plural) ক্ষমতা; অধিকার; দায়িত্ব। in somebody’s hands: The matter is no longer in my hands, বিষয়টি আর আমার হাতে নেই; Her entire property is in the hands of her step-brother. change hands অন্যের হাতে বা মালিকানায় যাওয়া; হাত বদল করা: The house has recently changed hands, সম্প্রতি বিক্রি হয়েছে। (৩) (শুধু singular) প্রভাব; ক্রিয়া; প্রতিনিধিত্ব। (৪) (শুধু singular) যে ব্যক্তির কাছ থেকে খবর ইত্যাদি আসে; (একমাত্র প্রয়োগ) at first hand সরাসরি: I got the news at first hand. at second hand পরোক্ষভাবে। (৫) (শুধু singular) হাতের কাজে বা ব্যবহারে দক্ষতা: She has a light hand at embroidery. I never tried my hand at copy-writing. get one’s hand in অনুশীলন দ্বারা নিজের স্বাভাবিক কর্মদক্ষতা অর্জন করা বা ফিরে পাওয়া। keep one’s hand in অনুশীলন দ্বারা কোনো দক্ষতাকে জিইয়ে রাখা: He practices the sitar everyday to keep his hand in. (৬) [countable noun] যে ব্যক্তি পরিবেশ-পরিস্থিতির প্রয়োজন অনুসারে কাজ করে, দক্ষ, কর্মনিপুণ ব্যক্তি: a good hand at fencing, দক্ষ অসিচালক: He is an old hand at this sort of work, এ ধরনের কাজে দীর্ঘ অভিজ্ঞতা আছে। (৭) কর্মী; (কারখানা প্রভৃতির) মজুর; নাবিক: All hands on deck! সব নাবিকের ডেকে থাকা প্রয়োজন; The factory has engaged some hundred extra hands. (৮) কাজের পালা; কাজের ভাগ। have a hand (in something) (কোনো কিছুতে) ভাগ বা অংশ নেওয়া; (কোনো কিছুতে) হাত বা অংশ থাকা: Let me have a hand now, এবার আমাকে কাজের ভাগ নিতে দাও; I don't think he had a hand in it, আমার মনে হয় না এতে তার হাত ছিল। (৯) [countable noun] ঘড়ি প্রভৃতির নির্দেশক কাঁটা: the hour hand of a watch. ঘণ্টার কাঁটা, ১০ দিক; পাশ। on every/either hand; on all hands সব দিকে বা সব দিক থেকে। on the one hand ... on the other hand একদিকে... আর এক/অন্য দিকে যুক্তিতর্ক, মতামত, ইত্যাদির বৈপরীত্য বোঝানোর জন্য ব্যবহৃত)। (১১) (শুধু singular) হাতের লেখা: She writes an excellent hand, চমৎকার হাতের লেখা। (১২) (আনুষ্ঠানিক) নাম সই; স্বাক্ষর: set one’s hand to a document. Given under my hand and seal, আমার স্বাক্ষর ও সিলমোহর দ্বারা যথার্থ প্রমাণিত। (১৩) (তাস খেলায়) (ক) কোনো খেলোয়াড় একবারে যত তাস পেয়েছে বা তার হাতে যত তাস আছে। have a good/bad/poor hand ভালো/খারাপ/বাজে তাস পাওয়া। play a good/bad hand ভালো/খারাপ খেলা। take a hand at something কোনোকিছুতে অংশ নেওয়া। play into somebody’s hands এমন কিছু করা যাতে (অন্য) কারো সুবিধা হয়। (খ) তাসের খেলোয়াড়। (গ) তাস খেলায় এক দান: We still have time to play one more hand. (১৪) ঘোড়ার উচ্চতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হাতের (প্রস্থের সমপরিমাণ) মাপ, প্রায় চার ইঞ্চির সমান। (১৫) (কথ্য) তালি বাজিয়ে প্রশংসা জানানো। give somebody/get a good hand প্রচুর হাততালি দেওয়া/পাওয়া। (১৬) (যৌগশব্দে) hand-bag (noun) মহিলাদের হাতব্যাগ ( America(n) = purse). hand-barrow (noun) দুই চাকার ঠেলাগাড়ি। handbill (noun) ইশতাহার। handbook (noun) প্রয়োজনীয় তথ্যপূর্ণ ছোট বই; পুস্তিকা; হাতবই; পথপঞ্জি ; গাইডবুক। handbrake (noun) হাত ব্রেক। handcart (noun) ঠেলাগাড়ি। hand clap (noun) হাততালি: a slow hand, দর্শক-শ্রোতার অধৈর্য প্রকাশক মন্থর ছন্দোবদ্ধ হাততালি। handcuff (noun) (সাধারণত plural) হাতকড়া। handful (noun) (ক) একমুঠো। (খ) স্বল্প সংখ্যা: Only a handful of students attended the class. (গ) (কথ্য) বাগ মানানো যায় না এমন ব্যক্তি বা প্রাণী: I was quite a handful in my own days. hand grenade (noun) হাতবোমা। handhold (noun) (বিশেষত) কোনো আরোহী হাত দিয়ে ধরতে পারে এমন যেকোনোকিছু। hand luggage (noun) ভ্রমণকালে হাতে বহন করা যায় এমন হালকা মালপত্র। hand made (adjective) হাতে তৈরি; হস্তনির্মিত। hand me-down (noun) অন্যের হাতে পার করে দেওয়া (বিশেষত ব্যবহৃত ও পরিত্যক্ত) বস্তু। hand note (noun) ঋণ স্বীকারের দলিল বা খত; হ্যান্ডনোট। hand picked (adjective) সযত্নে নির্বাচিত বা বাছাই করা। hand-rail (noun) সিঁড়ির রেলিং। handsaw (noun) একহাতে ব্যবহার করা ছোট করাত; হাত করাত। handshake (noun) করমর্দন। handstand (noun) হাতের উপর দাঁড়ানোর ব্যায়াম: Do a hand stand. handwork (noun) [uncountable noun] হাতের কাজ (মেশিনের নয়)। handwriting (noun) [uncountable noun] হাতের লেখা: Is this your hand writing? off-hand (adjective) দ্রষ্টব্য off-hand.