T পৃষ্ঠা ৩৩
- English Word tusk Bengali definition [টাস্ক্] (noun) হাতি, ওয়ালরাস, বন্য শূকর প্রভৃতির দীর্ঘ দাঁত।
- English Word tussle Bengali definition [টাস্ল্] (noun), (verb intransitive) tussle (with) ধস্তাধস্তি (করা)।
- English Word tussock Bengali definition [টাসাক্] (noun) বাড়ন্ত ঘাসের ঝোপ বা ঢিবি।
- English Word tut Bengali definition [টাট্], tut-tut [টাট্ টাট্] (interjection) অধৈর্য, অবজ্ঞা ও তিরস্কারসূচক ধ্বনি; চুক চুক; ছি ছি। □(verb transitive) (tutted, tutting, tuts) ছি ছি করা; চুক চুক করে উড়িয়ে দেওয়া।
- English Word tutelage Bengali definition [ট্যিঊটিলিজ্ America(n) টূটিলিজ্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) অভিভাবকত্ব; অভিভাবকের অধীনে থাকার কাল: tutelage authority.
- English Word tutelary Bengali definition [ট্যিঊটিলারি America(n) টূটাল্রি] (adjective) (আনুষ্ঠানিক) অভিভাবক বা রক্ষক হিসেবে কর্মরত; পালক বা অভিভাবক সম্বন্ধীয়: tutelary authority.
- English Word tutor Bengali definition [ট্যিঊটা(র্) America(n) টূটা(র্)] (noun) (১) একান্ত শিক্ষক, বিশেষত যে শিক্ষক একটি মাত্র ছাত্রকে বা খুব ক্ষুদ্র ক্লাসে পড়ান এবং কখনো-কখনো তাঁর ছাত্রদের পরিবারের সঙ্গে বাস করেন; গৃহশিক্ষক; ধীসখা। (২) (British/Britain) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি কিছুসংখ্যক ছাত্রছাত্রীর পড়াশুনায় পরামর্শ দেন; আবাসিক শিক্ষক। □(verb transitive) (১) গৃহশিক্ষকতা করা। (২) প্রশিক্ষণ দেওয়া; সংযত করা: tutor one’s passions tutorial [ট্যিঊটোরিআল্ America(n) টূটোরিআল্] (adjective) গৃহশিক্ষক বা আবাসিক শিক্ষক সম্বন্ধীয়; তাঁদের দায়িত্ব সম্বন্ধীয়: tutorial classes, একান্ত ক্লাস। □(noun) কলেজ কর্তৃক প্রদত্ত শিক্ষণের কাল: attend a tutorial.
- English Word tuttifrutti Bengali definition [টূটিফ্রুটি] (noun) বাদামকুচি ও বিভিন্ন ফলসহযোগে প্রস্তুত আইসক্রিম।
- English Word tutu Bengali definition [টূটূ] (noun) ধ্রুপদী ব্যালেতে নর্তকীদের পরিধেয় কড়কড়ে শক্ত কাপড়ে তৈরি, স্তর পরম্পরায় বিন্যস্ত স্কার্টবিশেষ।
- English Word tuxedo Bengali definition [টাক্সীডো] (noun) (plural tuxedos [টাক্সীডোজ্]) (America(n) ডিনার-জ্যাকেট।
- English Word twaddle Bengali definition [টোঅড্ল্] (noun) [uncountable noun] বাজে বকুনি; আবোলতাবোল। □(verb intransitive) বাজে বকা।
- English Word twain Bengali definition [টোয়েইন্] (noun) (পুরাতনী) দুই।
- English Word twang Bengali definition [টোয়্যাঙ্] (noun) (১) টুং; টাং; টংকার: the twang of a guitar. (২) কর্কশ নাকি সুর; খোনা সুর: speak with a twang. □(verb transitive), (verb intransitive) টুং টাং করা।
- English Word tweak Bengali definition [টোউয়ীক্] (verb transitive) টিপে মোচড়ানো; মলা: tweak somebody’s nose/ears.
- English Word twee Bengali definition [টোউয়ী] (adjective) কৃত্রিমতাপূর্ণ বা অনুচিতভাবে রুচিবাগীশ বা খেয়ালি।
- English Word tweed Bengali definition [টোউয়ীড্] (noun) (১) [uncountable noun] (প্রায়ই attributive(ly)) সাধারণত মিশ্রিত বর্ণের মোটা নরম পশমি কাপড়; টুইড: a tweed hat/coat. (২) (plural) টুইডের তৈরি পোশাক বা স্যুট: dressed in Scottish tweeds.
- English Word tweeps Bengali definition [ট্যুঈপ্স্] (noun) ('twitter' আর 'peeps' মিলে তৈরি, ইন্টারনেট অপশব্দ শুধু 'plural') টুইটারে যে সেলিব্রিটিকে অন্যেরা অনুসরণ করে: Thanks for the support, tweeps. twintern [টোয়িনটান্] (noun) (twitter আর intern মিলে তৈরি) (অনানুষ্ঠানিক) যিনি বিশেষত সদ্য পাস করা শিক্ষার্থীর কোনো কোম্পানিতে যোগ দিয়ে টুইটার অথবা অন্য কোনো সামাজিক ব্লগে কোম্পানির পণ্যের গুণগান: It’s been more than a year since Pizza Hut started the ‘twintern’ madness. twittion [ট্যুঈটশ্ন্] (noun) (twitter আর petition মিলে তৈরি, অপিচ twitition) টুইটার আবেদন: Last week we started a tweeps. twitterati [ট্যুঈটারেতি] (noun) যিনি খুব আগ্রহ নিয়ে ঘনঘন টুইটার ব্যবহার করেন: This wasn’t appreciated by the tweeps, who had been calling for justice for the braveheart.
- English Word tweet Bengali definition [টোউ্য়ীট্] (noun), (verb transitive) কিচিরমিচির; (করা)।
- English Word tweeter Bengali definition [টোউয়ীটা(র্)] (noun) উচ্চ সুর যথাযথভাবে পুনরুৎপাদনের লাউডস্পিকার। দ্রষ্টব্য woofer.
- English Word tweezers Bengali definition [টোউয়ীজাজ্] (noun) (plural) (pair of) tweezers ছোট চিমটা; সন্না।
- English Word twelfth Bengali definition [টোয়েল্ফ্থ্] (adjective), (noun) দ্বাদশ; বারো ভাগের এক ভাগ। tweezers man (ক্রিকেটে) সংরক্ষিত খেলোয়াড়। Tweezers-night বেথলেহেমে শিশু যিশুকে দেখার জন্য তিনজন প্রাচ্যদেশীয় সাধুর আগমনের স্মরণোৎসবের (৬ জানুয়ারি) সন্ধ্যা।
- English Word twelve Bengali definition [টোওয়েল্ভ্] (adjective), (noun) বারো; দ্বাদশ। দ্রষ্টব্য পরি. ৪ the Twelve যিশুখ্রিষ্ট কর্তৃক ঈশ্বরের বাণী প্রচারের জন্য প্রেরিত তাঁর দ্বাদশ সঙ্গী শিষ্য। twelve month (noun) (পুরাতনী) বর্ষ।
- English Word twenty Bengali definition [টোয়েন্টি] (adjective), (noun) বিশ; বিংশতি। দ্রষ্টব্য পরি. ৪ the twenties বিশ্বের দশক (২০-২৯)। twentieth [টোয়েন্টিআথ্ (adjective) (noun) বিংশতিতম; বিশ ভাগের একভাগ।
- English Word twerp Bengali definition [টোয়াপ্] (noun) (অপশব্দ) অবজ্ঞেয় বা তুচ্ছ ব্যক্তি; চুনোপুটি।
- English Word twice Bengali definition [টোয়াইস্] (adverb) দ্বিগুণ; দুবার। think twice about doing something কিছু করার আগে সতর্কতার সঙ্গে চিন্তাভাবনা করা। a twice-told tale পুরাতন (জানা) গল্প।
- English Word twiddle Bengali definition [টোয়িড্ল্] (verb transitive), (verb intransitive) (১) উদ্দেশ্যহীনভাবে বা অন্যমনস্কভাবে মোচড়ানো বা ঘোরানো: twiddle one’s 3 thumbs. (২) twiddle with something কিছু নিয়ে অন্যমনস্কভাবে খেলা করা; twiddle with one’s hair. □(noun) সামান্য মোচড় বা পাক। twiddly [টোয়িড্লি] (adjective) পাকানো; মোচড়ানো।
- English Word twig 1 Bengali definition [টোয়িগ্] (noun) [countable noun] গাছের ছোট ডাল; উপশাখা; প্রশাখা; ফেঁকড়া। twiggy (adjective) ফেঁকড়াওয়ালা; ডালপালাওয়ালা।
- English Word twig 2 Bengali definition [টোয়িগ্] (verb transitive), (verb intransitive) (twigged, twigging, twigs) (British/Britain) (কথ্য) লক্ষ করা; বুঝতে পারা: I at once twigged the reason of his being so obsequious.
- English Word twilight Bengali definition [টোয়াইলাইট্] (noun) [uncountable noun] (সান্ধ্য) গোধূলি; সন্ধ্যালোক; (লাক্ষণিক) প্রায় অজানা সুদূর অতীতকাল: in the twilight of history. twilit [টোয়াইলিট্] (adjective) আধোআলোকিত।
- English Word twill Bengali definition [টোয়িল্] (noun) [uncountable noun] মজবুত সুতি বস্ত্র যা এমনভাবে বোনা হয় যে উপরে আড়াআড়ি রেখা বা বা শিরা দৃষ্টিগোচর হয়; টুয়িল। twilled (adjective) (বস্ত্র) উপর্যুক্ত ধরনে বোনা; শিরাতোলা।