T পৃষ্ঠা ৩৫
- English Word tyranny Bengali definition [টিরানি] (noun) (plural tyrannies) (১) [uncountable noun, countable noun] ক্ষমতার নির্মম বা অন্যায় ব্যবহার; পীড়নমূলক আচরণ; জুলুম; নিপীড়ন; জুলুমবাজি। (২) [countable noun, uncountable noun] স্বৈরশাসকের একচেটিয়া ক্ষমতা প্রয়োগমূলক শাসন, বিশেষত সেই ক্ষমতা যে ক্ষেত্রে শক্তিপ্রয়োগের মাধ্যমে অর্জিত হয়েছে; ঐরূপ শাসকের করতলগত রাষ্ট্র ইত্যাদি; জুলুমশাহি: live under a tyranny.
- English Word tyrant Bengali definition [টাইআরান্ট্] (noun) নৃশংস বা অন্যায়পরায়ণ শাসক, বিশেষত যে শাসক বলপ্রয়োগে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়েছেন; স্বৈরশাসক; প্রজাপীড়ক: Her bass is a complete tyrant.
- English Word tyre Bengali definition (America(n)= tire) [টাইআ(র্)] (noun) চাকার প্রান্তভাগ সংলগ্ন রাবারের নিরেট বা ফোলানো বলয় (pneumatic tyre). বিশেষত গাড়ির চাকায় যা ব্যবহৃত হয়; টায়ার।
- English Word tyro Bengali definition [টাইঅরোউ] (noun)= tiro.
- English Word tzar Bengali definition [জা:(র্)], tzarina [জা:রীনা] (noun(s))= czar, czarina.