• Bengali Word declare English definition [ডিক্‌লেআ(র্)] (verb transitive), (verb intransitive) ১ সুস্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো; ঘোষণা/বিজ্ঞাত করা: to declare results of an election.
    He declared the conference open. declare (an innings closed) (ক্রিকেট) (দলের অধিনায়ক সম্বন্ধে) ইনিংস সমাপ্ত না হওয়া সত্ত্বেও দল ব্যাটিং করবে না বলে ঘোষণা দেওয়া: West Indies declared after scoring 3 50. declare trumps (ব্রিজ খেলায়) রং জানানো। declare war (on/against) যুদ্ধ ঘোষণা করা। (২) (যথাবিধি) ঘোষণা করা: The accused declared that he was not guilty. (৩) declare for/against সপক্ষে/বিপক্ষে সমর্থন ঘোষণা বা জ্ঞাপন করা। (৪) (শুল্কযোগ্য পণ্য সম্পর্কে শুল্ককর্মকর্তার কাছে) ঘোষণা করা: Have you anything to declare? (৫) (interjection) বিস্ময়সূচক: Well, I declare! আশ্চর্য! declarable [ডিক্‌লেআরাব্‌ল্] (adjective) অবশ্যজ্ঞাপনীয়।