• Bengali Word trust 1 English definition [ট্রাস্‌ট্‌] (noun) ১ [uncountable noun] trust (in) কোনো ব্যক্তি বা বস্তুর শক্তি, শুভত্ব, নির্ভরযোগ্যতা ইত্যাদির উপর গভীর বিশ্বাস; আস্থা; ভরসা: put one’s trust in God.
    on trust (ক) বিনা প্রমাণে; বিনা পরীক্ষায়; বিশ্বাসের উপর: take something on trust. (খ) ধারে বা বাকিতে। (২) [uncountable noun] দায়িত্ব: a position of great trust. (৩) (আইন সম্বন্ধীয়) অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপকারার্থে এক বা একাধিক ব্যক্তির (trustee) কাছে গচ্ছিত সম্পত্তি; [uncountable noun] ন্যাসরক্ষক ও সম্পত্তির মধ্যে আইনগত সম্পর্ক; ন্যাসরক্ষকের দায়িত্ব; ন্যাস: to hold a properly in trust. trust-money, trustfund (noun(s)) ন্যস্ত অর্থ/তহবিল। (৪) [countable noun] প্রতিযোগিতা কমানো, মূল্য স্থির রাখা প্রভৃতি বিভিন্ন উদ্দেশ্যে অর্জনের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের সংঘ; ন্যাস। (৫) brains trust, দ্রষ্টব্য brain. trustful [ট্রাস্‌ট্‌ফ্‌ল্] trusting (adjective) অন্যের উপর আস্থা স্থাপন করতে প্রস্তুত; আস্থাবান। trustfully [ট্রাস্‌ট্‌ফা্লি] trustingly (adverb) আস্থার সঙ্গে; ভরসা করে; আস্থাপূর্বক। trustworthy (adjective) আস্থাভাজন; নির্ভরযোগ্য। trustworthyness (noun) নির্ভরযোগ্যতা; বিশ্বস্ততা। trusty (adjective) (পুরাতনী অথবা হাস্যরসাত্মক) নির্ভরযোগ্য; ভরসাযোগ্য: a trusty motorcycle.