R পৃষ্ঠা ২১
- English Word reservation Bengali definition [রেজাভেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] আপত্তি অথবা অনিচ্ছা; মনোভাব সংবরণ; আপত্তিকর বিষয়: I have got some reservations. They will accept it without reservations. (২) [countable noun] (America(n)) সংরক্ষিত এলাকা। দ্রষ্টব্য reserve 1 (৫). (৩) [countable noun] (বিশেষত America(n)) রিজার্ভেশন; (ভ্রমণে) আসন-সংরক্ষণ। দ্রষ্টব্য book 2 (২).
- English Word reserve 1 Bengali definition [রিজাভ্] (noun) (১) ভবিষ্যৎ সঞ্চয়: the bank’s reserve. (২) [countable noun] (সামরিক) রিজার্ভ সৈন্য; প্রয়োজনে ব্যবহারের জন্য রক্ষিত সামরিক বাহিনী। (৩) the Reserve জরুরি প্রয়োজনে তলব করার জন্য রক্ষিত অনিয়মিত সৈন্য। (৪) [uncountable noun] in reserve অব্যবহৃত কিন্তু প্রয়োজনে পাওয়া যাবে এমন। (৫) বিশেষ প্রয়োজনে সংরক্ষিত এলাকা। (৬) [countable noun, uncountable noun] আপত্তি অথবা নিষেধ; সীমাবদ্ধতা: We cannot accept it without reserve. (৭) [uncountable noun] সংযম; মনোভাব সংবরণ। reservist [রিজাভিস্ট্] (noun) সংরক্ষিত সেনাবাহিনীর সদস্য।
- English Word reserve 2 Bengali definition [রিজাভ্] (verb transitive) (১) ভবিষ্যতের জন্য জমা করা অথবা রেখে দেওয়া। (২) সংরক্ষণ করা: This seat is reserved for the chief guest. (৩) (টাকা দিয়ে) আসন সংরক্ষণ করা; রিজার্ভ করা। All seats reserved (মিলনায়তন) সব আসন সংরক্ষিত (অর্থাৎ অগ্রিম টিকিট কেটে আসন লাভ করতে হয়)। All rights reserved (আইন সম্বন্ধীয়) সর্ব-স্বত্ব সংরক্ষিত। (৪) নির্ধারিত; পড়ে আছে এমন। reserved (adjective) (ব্যক্তি অথবা চরিত্রের ক্ষেত্রে) গুরুগম্ভীর; চাপা স্বভাবের। reservedly [রিজাভ্ড্লি] (adverb)
- English Word reservoir Bengali definition [রেজাভওয়া:(র্)] (noun) [countable noun] (১) পানির ট্যাংক; জলাধার; যেকোনো তরল পদার্থ রাখার পাত্র। (২) (লাক্ষণিক) (তথ্য; জ্ঞান ইত্যাদির) সরবরাহ।
- English Word reset Bengali definition [রীসেট্] (verb transitive) (past tense, past participle - reset; reset, resetting, resets) (১) পুনরায় শান দেওয়া। (২) পুনরায় যথাস্থানে রাখা; পুনরায় স্থাপন করা। (৩) (ছাপখানায়) পুনরায় টাইপ বসানো। দ্রষ্টব্য set 2 (৯)
- English Word resettle Bengali definition [রীসেট্ল্] (verb transitive), (verb intransitive) (বাস্তুহারা, উদ্বাস্তুদের ক্ষেত্রে) নতুন দেশে পুনরায় স্থায়ীভারে বসবাসের ব্যবস্থা করা; (অথবা সহায়তা করা)। resettlement (noun)
- English Word reshuffle Bengali definition [রীশাফ্ল্] (verb transitive) পুনরায় শাফল করা: reshuffle the cards. □ (noun) পুনর্বিন্যাস।
- English Word reside Bengali definition [রিজাইড্] (verb intransitive) (১) reside (in/at) বসবাস করা। (২) reside in (ক্ষমতা, অধিকার প্রসঙ্গে) অধিকারী হওয়া।
- English Word residence Bengali definition [রেজিডান্স্] (noun) (১) বসবাস। [uncountable noun] in residence (ক) (সরকারি) আবাস। (খ) (ছাত্রদের ক্ষেত্রে) আবাসিক হল। (২) আবাস, বাসভবন।
- English Word residency Bengali definition [রেজিডান্সি] (noun) [countable noun] (plural residencies) দূতাবাস-কর্মকর্তার সরকারি বাসভবন।
- English Word resident Bengali definition [রেজিডান্ট্] (adjective) বসবাসরত; আবাসিক। □ (noun) (১) বসবাসকারী। (২) Resident প্রশাসনে সহায়তাদানের জন্য অন্য দেশে প্রেরিত কর্মকর্তা।
- English Word residential Bengali definition [রেজিডেন্শ্ল্] (adjective) (১) আবাসিক; বসবাস-সংক্রান্ত। (২) বাসভবনসংক্রান্ত।
- English Word residual Bengali definition [রিজিডিউয়্যাল America(n) রিজুডিউয়্যাল] (adjective) অবশেষ; অবশেষসংক্রান্ত।
- English Word residuary Bengali definition [রিজিডিউআরি America(n) রিজুএরি] (adjective) অবশেষ-সংক্রান্ত; (আইন সম্বন্ধীয়) সম্পত্তির অবশিষ্ট অংশসংক্রান্ত; সম্পত্তির অবশিষ্ট অংশ ভোগকারী।
- English Word residue Bengali definition [রেজিডিউ America(n) রেজিডিডূ] (noun) [countable noun] অবশিষ্টাংশ; (আইন সম্বন্ধীয়) দায়-দেনা পরিশোধের পর কোনো এস্টেট অথবা জমিদারির বাকি অংশ।
- English Word resign Bengali definition [রিজাইন্] (verb transitive), (verb intransitive) (১) resign (from) পদত্যাগ করা; (দাবি) ত্যাগকারী। (২) resign somebody/oneself to somebody/something সমর্পণ করা। (৩) oneself to something/be resigned to something হাসিমুখে/বিনা প্রতিবাদে সব সয়ে যাওয়া। resigned (adjective) কোনো কিছু মেনে নিয়েছে এমন; আত্মসমর্পিত। resignedly [রিজাইন্ড্লি] (adverb) আত্মসমর্পিত চিত্তে; সব মেনে নেওয়ার ভঙ্গিতে।
- English Word resignation Bengali definition [রেজিগনেইশন] (noun) (১) [uncountable noun] পদত্যাগ; দাবিত্যাগ; পদত্যাগপত্র। (২) [uncountable noun] হালছাড়া ভাব; বিনাপ্রতিবাদে গ্রহণ।
- English Word resilience Bengali definition [রিজিলিআন্স্], resiliency [রিজিলিআন্সি] (noun(s)) [uncountable noun] আগের অবস্থায় ফিরে আসার গুণাবলি; (যেমন বাবার ফিরে আসে); (লাক্ষণিক) স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন (যেমন জ্বর ভোগের পর)। resilient [রিজিলিআন্ট্] (adjective) স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের সম্ভাবনাপূর্ণ; স্থিতিস্থাপক।
- English Word resin Bengali definition [রেজিন America(n) রেজ্ন্] (noun) [countable noun, uncountable noun] রজন; গাছের আঠালো রসবিশেষ, যা বার্নিশ তৈরিতে ব্যবহৃত হয়; রাসায়নিকভাবে তৈরি এ ধরনের পদার্থ। দ্রষ্টব্য rosin. resinated [রেজিনেইটিড্ America(n) রেজানেইটিড্] (adjective) রজনের স্বাদগন্ধপূর্ণ। resinous [রেজিনাস্ America(n) রেজানাস্] (adjective) রজনসংক্রান্ত অথবা রজনসদৃশ।
- English Word resist Bengali definition [রিজিস্ট্] (verb transitive), (verb intransitive) (১) বিরোধিতা করা; প্রতিরোধ করা। (২) (ক্ষতি) রোধ করা। (৩) ঠেকিয়ে রাখা; প্রতিহত করা। resister প্রতিরোধকারী; লোভসংবরণকারী। resistless (adjective) অপ্রতিরোধ্য।
- English Word resistance Bengali definition [রিজিস্টান্স্] (noun) resistance (to) (১) [uncountable noun] প্রতিরোধক্ষমতা। দ্রষ্টব্য passive. resistance movement প্রতিরোধ আন্দোলন। (২) [uncountable noun] বিরোধী শক্তি। line of least resistance কোনো বাহিনী কম বাধার মুখোমুখি হয় এমন লাইন; (লাক্ষণিক) সহজতম পদ্ধতি। (৩) [countable noun, uncountable noun] বিরোধিতা।
- English Word resistant Bengali definition [রিজিস্টান্ট্] (adjective) resistant (to) প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন; প্রতিরোধক।
- English Word resistor Bengali definition [রিজিস্টা(র্)] (noun) বিদ্যুদ্বর্তনীতে প্রতিরোধ সৃষ্টিতে সহায়ক প্রকৌশল।
- English Word resole Bengali definition [রীসোল্] (verb transitive) (জুতায়) নতুন সোল লাগানো।
- English Word resolute Bengali definition [রেজালূট্] (adjective) দৃঢ়সংকল্প। resolutely (adverb) দৃঢ়তার সঙ্গে। resoluteness (noun) দৃঢ়তা।
- English Word resolution Bengali definition [রেজালূশ্ন্] (noun) (১) [uncountable noun] দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা। (২) [countable noun] প্রস্তাব: pass resolution. (৩) [countable noun] মানসিক সিদ্ধান্ত। (৪) [uncountable noun] সিদ্ধান্ত। দ্রষ্টব্য resolve(৩). (৫) বিভিন্ন উপাদানে বিভক্তিকরণ পদ্ধতি।
- English Word resolve Bengali definition [রিজল্ভ্] (verb transitive), (verb intransitive) (১) resolve to do something; resolve that...; resolve on/upon (doing) something সিদ্ধান্ত গ্রহণ করা; স্থির করা। (২) (সংগঠন, জনসভা, আইন পরিষদের ক্ষেত্রে) প্রস্তাব গ্রহণ করা। (৩) (সন্দেহ, বাধা ইত্যাদি ক্ষেত্রে) উপসংহার টানা। (৪) resolve something (into something) (বিভিন্ন অংশে) বিভক্ত করা অথবা আলাদা করা; রূপান্তর করা। □ (noun) (১) [countable noun] স্থিরকৃত; মানসিক পরিণতি। (২) দৃঢ়সংকল্প। resolvable [রিজল্আব্ল্] (adjective)
- English Word resonant Bengali definition [রেজানান্ট্] (adjective) (১) (ধ্বনি) অনুনাদক; অনুরণন বৈশিষ্ট্যসম্পন্ন: resonant voice. (২) (কক্ষ) প্রতিধ্বনিবিশিষ্ট: resonant walls which echo and re-echo sound; a resonant hall. (৩) (স্থানের ক্ষেত্রে) প্রতিধ্বনিময়। resonance [রেজাআন্স্] (noun) [uncountable noun] অনুনাদ; অনুরণন। resonate [রেজানেইট্] (verb transitive), (verb intransitive) অনুরণন করা। resonator [রেজাআন্টা(র্)] (noun) অনুরণন দ্বারা ধ্বনিবর্ধক যন্ত্র।
- English Word resort Bengali definition [রিজোট্] (verb intransitive) resort to ১ আশ্রয় নেওয়া অথবা অবলম্বন করা: He has resorted to theft. (২) ঘন ঘন যাওয়া-আসা করা। □ (noun) (১) আশ্রয়। in the last resort শেষ আশ্রয়। (২) as a last resort শেষ অবলম্বন। (৩) [countable noun] (ভ্রমণ-বিনোদন) যাওয়ার জায়গা।
- English Word resound Bengali definition [রিজাউন্ড্] (verb intransitive), (verb transitive) (১) resound (with) ধ্বনিত; প্রতিধ্বনিত করা; অনুরণিত করা অথবা হওয়া। (২) (লাক্ষণিক) (যশখ্যাতি) অত্যন্ত আলোচিত হওয়া; সর্বত্র ছড়িয়ে পড়া: will resound throughout the country. resoundingly (adverb)