R পৃষ্ঠা ১৯
- English Word repeal Bengali definition [রিপীল্] (verb intransitive) (আইন সম্বন্ধীয়) বাতিল করা; প্রত্যাহার করা। □ (noun) repealing (আইন সম্বন্ধীয়) প্রত্যাহার।
- English Word repeat Bengali definition [রিপীট্] (verb transitive), (verb intransitive) (১) পুনরায় বলা অথবা করা; পুনরায় ঘটা/হওয়া: History repeats itself. repeating rifle, দ্রষ্টব্য নিচের repeater. পুনরাবৃত্ত করা; (অন্যের বক্তব্য অথবা সবার জানা কথা আবার) বলা। (৩) (খাদ্যের ক্ষেত্রে) খাবার শেষে পুনরায় আস্বাদন করা। (৪) (সংখ্যার ক্ষেত্রে) ফিরে ফিরে আসা। ৫ (বাণিজ্যে) পুনরায় মাল সরবরাহ করা। □ (noun) (১) পুনরাবৃত্তি; পুনরাবৃত্ত (বিষয়, বস্তু)। (২) (সংগীতে) পুনরাবৃত্তির সংকেত চিহ্ন। (২) repeated (participial adjective) পুনরাবৃত্ত; বারে বারে ঘটা। repeatedly (adverb) বারবার। repeater (noun) বারবার গুলি ভরতে হয় না এমন রাইফেল; স্বয়ংক্রিয় রাইফেল।
- English Word repel Bengali definition [রিপেল্] (verb intransitive) (১) তাড়িয়ে দেওয়া; গ্রহণ করতে অস্বীকৃতি জানানো; না-করা। (২) বীতস্পৃহা জানানো। repellent [রিপেল্আন্ট্] (adjective) বিরক্তিকর/অনাকর্ষণীয়।
- English Word repent Bengali definition [রিপেন্ট্] (verb transitive), (verb intransitive) repent (of) অনুশোচনা হওয়া/করা; অনুতপ্ত হওয়া: He has bitterly repented his folly. Have you nothing to repent of? repentance [রিপেন্ট্আন্স্] (noun) [uncountable noun] অনুশোচনা; অনুতাপ। repentant [রিপেন্ট্আন্ট্] (adjective) অনুতপ্ত। repentantly (adverb) অনুতাপের সঙ্গে।
- English Word repercussion Bengali definition [রিপাকাশ্ন্] (noun) (১) [Uncountable noun] পালটা বিতাড়ন; পুনরায় ছুড়ে মারা; প্রতিধ্বনি। (২) [countable noun] (সাধারণত plural) প্রতিক্রিয়া: The repercussions of the killing will not be favourable.
- English Word repertoire Bengali definition [রেপাটওয়া:(র্)] (noun) [Countable noun] কোনো দল, অভিনেতা, সংগীতশিল্পী প্রমুখের সংগ্রহে আছে এমন সব নাটক, গান ইত্যাদি।
- English Word repertory Bengali definition [রেপাটরি America(n) [রেপাটোরি] (noun), (plural) (repertories) [countable noun]= repertoire. repertory company theatre (সংক্ষেপ, rep) যেসব নাট্যগোষ্ঠীতে নিয়মিতভাবে নাটক ও শিল্পী বদল করা হয় (একই নাটক বারবার মঞ্চস্থ না-করে)।
- English Word repetition Bengali definition [রেপিটিশ্ন্] (noun) (১) [uncountable noun] পুনরাবৃত্তি। (২) বারবার ঘটা। (৩) বারবার পড়ে মুখস্থ করার জন্য কবিতার নির্দিষ্ট অংশ। repetitious [রেপিটিশাস্], repetitive [রিপেটাটিভ্] (adjective) বারেবারে ঘটমান; পুনরাবৃত্তিপ্রবণ।
- English Word repine Bengali definition [রিপাইন্] (verb intransitive) repine (at) (আনুষ্ঠানিক) পরিতাপ করা; অতৃপ্ত হওয়া। repine against দূরদর্শিতার অভাবে পরিতাপ করা।
- English Word replace Bengali definition [রিপ্লেইস্] (verb transitive) (১) যথাস্থানে রাখা। (২) স্থলাভিষিক্ত করা: Nobody can replace him as the leader of the country. (৩) replace somebody/something by/with বদলে সরবরাহ করা। replaceable [রিপ্লেইস্আব্ল্] (adjective) বদলযোগ্য। replacement (noun [uncountable noun] প্রতিস্থাপন; বদলিকৃত ব্যক্তি অথবা বস্তু।
- English Word replay Bengali definition [রীপ্লেই] (verb intransitive) রিপ্লে করা; পুনরায় খেলানো (যেমন, ফুটবল খেলায় ড্র হলে)। □ (noun) [রিপ্লেই] [countable noun] রিপ্লে; পুনরায় খেলতে হবে এ রকম খেলা; কোনো রেকর্ড পুনরায় বাজানো।
- English Word replenish Bengali definition [রিপ্লেনিশ্] (verb intransitive) replenish (with) পুনরায় শূন্যস্থান পূরণ করা; নতুনভাবে সরবরাহ করা অথবা নতুন সরবরাহ পাওয়া। replenishment (noun) শূন্যস্থান পূরণ; নতুন সরবরাহ লাভ।
- English Word replete Bengali definition [রিপ্লীট্] (adjective) replete (with) (আনুষ্ঠানিক) ভরতি; পরিপূর্ণ। repletion [রিপ্লীশ্ন্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) পরিপূর্ণ অবস্থা; ঠাসা অবস্থা।
- English Word replica Bengali definition [রেপ্লিকা] (noun) [countable noun] রেপ্লিকা; হুবহু নকল: The champion team was given the replica of the Cup.
- English Word reply Bengali definition [রিপ্লাই] (verb intransitive), (verb transitive) (past tense, past participle replied) reply (to) উত্তর দেওয়া; জবাব দেওয়া। □ (noun) উত্তর: Did you get the reply? reply paid (ডাক ও তারের ক্ষেত্রে) প্রেরক কর্তৃক উত্তর লাভের জন্য আগেভাগেই (মাসুল) পরিশোধিত।
- English Word repoint Bengali definition [রীপইন্ট্] (verb intransitive) দুই ইটের ফাঁক সিমেন্ট দিয়ে পূরণ করা। দ্রষ্টব্য point 2(৫)
- English Word report 1 Bengali definition [রিপোট্] (noun) (১) [countable noun] রিপোর্ট; প্রতিবেদন; বিবরণী: annual report. (২) গুজব। (৩) [uncountable noun] (আনুষ্ঠানিক) চারিত্রিক গুণ; আচরণ। (৪) [countable noun] বিস্ফোরণের কাজ।
- English Word report 2 Bengali definition [রিপোট্] (verb transitive), (verb intransitive) (১) বিবরণ দেওয়া; প্রতিবেদন তৈরি করা। report on something (কোনো বিষয়ের উপর) প্রতিবেদন তৈরি করা। report something out (America(n)) মন্তব্যসহ পাঠানো। report progress (কাজের) অগ্রগতি-বিবরণী। reportedly (adverb) বিবরণ অনুসারে। (২) শর্টহ্যান্ডের মাধ্যমে কারো বক্তৃতা গ্রহণ করা। reported speech= indirect speech. দ্রষ্টব্য indirect. (৩) report (oneself) to (somebody/something) (for something) (কর্মস্থলে) রিপোর্ট করা। (৪) report somebody/something (to somebody) (for something) অভিযোগ পেশ করা। reportage [রেপোটা:জ্] (noun) সংবাদপ্রতিবেদন। reporter (noun) রিপোর্টার; সাংবাদিক; প্রতিবেদক।
- English Word repose 1 Bengali definition [রিপোজ্] (verb transitive) repose something in something/somebody (আনুষ্ঠানিক) বিশ্বাস /আস্থা স্থাপন করা: Don’t repose too much confidence in that man/his honesty/his promise, etc.
- English Word repose 2 Bengali definition [রিপোজ্] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) (১) বিশ্বাস করা; কাউকে শুইয়ে দেওয়া। (২) repose on ঠেকনা-অবলম্বিত হওয়া। □ (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) (১) বিশ্রাম; ঘুম। (২) শান্তভাব। reposeful [রিপোজ্ফ্ল্] (adjective) শান্ত; চুপচাপ।
- English Word repository Bengali definition [রিপজিট্রি America(n) রিপজিটোরি] (noun) [Countable noun] (plural repositories) গুদাম; ভাণ্ডার।
- English Word repot Bengali definition [রীপট্] (verb transitive) এক টব থেকে অন্য টবে (গাছ) লাগানো।
- English Word reprehend Bengali definition [রেপ্রিহেন্ড্] (verb transitive) তিরস্কার করা। reprehensible [রেপ্রিহেনসাব্ল্] (adjective) তিরস্কারযোগ্য।
- English Word represent 1 Bengali definition [রেপ্রিজেন্ট্] (verb transitive) (১) কোনো কিছুর প্রতীক করা। (২) ঘোষণা করা। (৩) represent something (to somebody) ব্যাখ্যা করা; সুস্পষ্ট করা। (৪) represent something (to somebody) তুলে ধরা। (৫) কারো পক্ষ হয়ে বলা বা করা; প্রতিনিধিত্ব করা: He will represent the country. (৬) অভিনয় করা। representation [রেপ্রিজেন্টেইশ্ন্] (noun) (১) [uncountable noun] প্রতিনিধিত্ব; (চরিত্রের) রূপায়ণ। proportional representation (আইন পরিষদে) সংখ্যালঘু দলসহ সবার আনুপাতিক হারে প্রতিনিধিত্ব। (২) [countable noun] মৃদু প্রতিবাদ: He submitted written representation to the Director.
- English Word represent 2 Bengali definition [রীপ্রিজেন্ট্] (verb transitive) পুনরায় জমা দেওয়া (যেমন, ফেরত চেক)।
- English Word representative Bengali definition [রেপিজেনটাটিভ্] (adjective) (১) representative (of) নমুনাস্বরূপ; কোনো শ্রেণি বা জাতি-গোষ্ঠীর বৈশিষ্ট্যসূচক। (২) নির্বাচিত প্রতিনিধি সমন্বিত; প্রতিনিধিত্বমূলক। (noun) (১) [countable noun] representative (of) নমুনা। (২) প্রতিনিধি (নির্বাচিত)। the House of Representatives মার্কিন কংগ্রেসের নিম্ন পরিষদ।
- English Word repress Bengali definition [রিপ্রেস্] (verb transitive) দমিয়ে রাখা; চেপে রাখা। repressed (adjective) অবদমিত। repression [রিপ্রেশ্ন্] (noun) (১) [uncountable noun] দমননীতি। (২) (মনোবিজ্ঞান) অবচেতন মনের ইচ্ছা-আকাঙ্ক্ষা অবদমন; অবদমিত কামনা-বাসনা। repressive [রিপ্রেসিভ্] (adjective) দমনমূলক।
- English Word reprieve Bengali definition [রিপ্রীভ্] (verb transitive) দণ্ডাদেশ স্থগিত অথবা বিলম্বিত করা; (লাক্ষণিক) সাময়িক স্বস্তিদান করা। □ (noun) [countable noun] দণ্ডাদেশ স্থগিত অথবা মওকুফ (এ ধরনের আদেশ); (লাক্ষণিক) বিলম্ব।
- English Word reprimand Bengali definition [রেপ্রিমা:ন্ড্ America(n) রেপ্রিম্যান্ড্] (verb transitive) কঠোর তিরস্কার করা। □ (noun) [countable noun] কঠোর তিরস্কার।
- English Word reprint Bengali definition [রীপ্রিন্ট্] (verb transitive) পুনর্মুদ্রণ করা; পুনরায় ছাপানো। □ (noun) [রীপ্রিন্ট্] [countable noun] পুনর্মুদ্রণ। দ্রষ্টব্য edition.