R পৃষ্ঠা ২২
- English Word resource Bengali definition [রিসোস্ America(n) রীসোর্স্] (noun) (১) (plural) (ব্যক্তিগত অথবা দেশের) সম্পদ: Gas is one of the natural resources of Bangladesh. (২) [countable noun] সঙ্গতি। ৩ সম্পদ সংগ্রহে দক্ষতা; দ্রুতবুদ্ধি: a man of resource. resourceful [রিসোস্ফ্ল্] (adjective) সম্পদের সম্ভাবনা সন্ধানে দক্ষ। resourcefully [রিসোস্ফালি] (adverb)
- English Word respect 1 Bengali definition [রিস্পেক্ট্] (noun) (১) [uncountable noun] respect (for): সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা। (২) [uncountable noun] respect (for) বিবেচনায়; মনোযোগ; শ্রদ্ধাবোধ। pay respect to somebody কাউকে সম্মান দেখানো। respect for persons সম্পদ, সামাজিক অবস্থানের ভিত্তিতে মানুষে মানুষে অন্যায় ভেদাভেদ। (৩) [uncountable noun] প্রসঙ্গ; সম্পর্ক। with respect to প্রসঙ্গে; সম্পর্কে। without respect to বিবেচনায় না এনে। (৪) [countable noun] খুঁটিনাটি; বিশেষ দিক। in respect of এ বিষয়ে; এ ব্যাপারে। in some/any/etc respects কিছু কিছু ব্যাপারে। in no respect কোনো ব্যাপারেই নয়। (৫) (plural) শ্রদ্ধা। pay one’s respects to somebody সৌজন্যমূলক সাক্ষাৎ করা।
- English Word respect 2 Bengali definition [রিস্পেক্ট্] (verb transitive) শ্রদ্ধা করা; বিবেচনা করে চলা/বলা। respect oneself নিজের সম্পর্কে শ্রদ্ধাবোধ থাকা। respecter (noun) (only in) no respecter of persons ব্যক্তিবিশেষের প্রতি শ্রদ্ধাশীল নয় এমন। respecting (preposition(al)) সম্পর্কিত: legislation respecting marriage.
- English Word respectable Bengali definition [রিস্পেক্টাব্ল্] (adjective) (১) (ব্যক্তি) সম্মানিত; সামাজিক মর্যাদাসম্পন্ন; (পোশাক, আচরণ) মানানসই; ভদ্রজনোচিত; শোভন। (২) (শ্লেষের ব্যবহারে) (আচরণ, চলাফেরা) গতানুগতিক। (৩) মোটামুটি। respectably [রিস্পেক্টাব্লি] (adverb) মানানসইভাবে; শোভনভাবে: respectable dressed. respectability [রিস্পেক্টাবিলাটি] (noun) (plural respectabilities) [uncountable noun] শ্রদ্ধেয় হওয়ার মতো গুণাবলি; শ্রদ্ধালাভের উপযুক্ততা।
- English Word respectful Bengali definition [রিস্পেক্ট্ফ্ল্] (adjective) respectful (to) সশ্রদ্ধ। respectfully [রিস্পেক্ট্ফালি] (adverb)
- English Word respective Bengali definition [রিস্পেক্টিভ্] (adjective) যার যার; স্ব স্ব; নিজ নিজ: You go to your respective classes. respectively (adverb) যার যার মতো; ভিন্ন ভিন্নভাবে; একে একে।
- English Word respiration Bengali definition [রেস্পারেইশ্ন্] (noun) [uncountable noun] শ্বাসক্রিয়া; নিশ্বাস অথবা প্রশ্বাস।
- English Word respirator Bengali definition [রেস্পারেইটা(র্)] (noun) [countable noun] শ্বাসপ্রশ্বাস-গ্রহণে সহায়ক যন্ত্রবিশেষ।
- English Word respire Bengali definition [রিস্পাইআ(র্)] (verb intransitive) (আনুষ্ঠানিক) নিশ্বাসপ্রশ্বাস গ্রহণ/ত্যাগ করা। respiratory [রিস্পাইআরাট্রি America(n) রেস্পিরাটরি] (adjective) শ্বাসপ্রশ্বাসসংক্রান্ত: the respire organs.
- English Word respite Bengali definition [রেস্পাইট্ America(n) রেস্পিট্] (noun) (১) [countable noun, uncountable noun] respite (from) অবসর; বিরাম; নিবৃত্তি: There has been no respite from the fighting. (২) [countable noun] সাজাপ্রদান স্থগিত অথবা বিলম্বিতকরণ। □ (verb transitive) সাজাপ্রদান স্থগিত করা; The justice gave a respite to the murderer.
- English Word resplendent Bengali definition [রিস্প্লেন্ডান্ট্] (adjective) অত্যন্ত উজ্জ্বল; চমৎকার; resplendent in his red and gold uniform. resplendently (adverb) resplendence [রিস্প্লেন্ডাআন্স্], resplendency [রিস্প্লেন্ডাআন্সি] (noun(s)) [uncountable noun] ঔজ্জ্বল্য; চমৎকারিত্ব।
- English Word respond Bengali definition [রিস্পন্ড্] (verb intransitive) (১) respond (to) (গির্জার লোকজনের ক্ষেত্রে) পুরোহিতের প্রশ্নের রীতিমাফিক জবাব। (২) কোনো কথা অথবা ক্রিয়ার জবাব সক্রিয়ভাবে দেওয়া: He responded with a slap. (৩) respond (to) প্রতিক্রিয়া হওয়া; প্রতিফল লাভ করা: How did they respond to the news?
- English Word respondent Bengali definition [রিস্পন্ডেন্ট্] (noun) (আইন সম্বন্ধীয়) (তালাকের মামলায়) বিবাদী; প্রতিবাদী।
- English Word response Bengali definition [রিস্পন্স্] (noun) [countable noun] (১) উত্তর; সাড়া; জবাব। (২) [countable noun] (গির্জার) পুরোহিতের সঙ্গে গেয় গীত। (৩) [countable noun, uncountable noun] প্রতিক্রিয়া।
- English Word responsibility Bengali definition [রিস্পন্সাবিলাটি] (noun) (plural responsibilities) (১) [uncountable noun] দায়িত্ব। (২) [countable noun] গুরুদায়িত্ব; এমন কাজ, যার জন্য কোনো ব্যক্তিকে দায়ী থাকতে হয়: the heavy responsibilities of the Prime Minister.
- English Word responsible Bengali definition [রিস্পন্সাব্ল্] (adjective) (১) responsible (to somebody) (for somebody/something) (ব্যক্তি) আইনত অথবা নীতিগতভাবে দায়ী: The Minister responsible for the environmental issues. responsible government জনগণের কাছে জবাবদিহি করতে হয় এ রকম সরকার। (২) responsible (for something) দায়িত্বপূর্ণ। (৩) বিশ্বাসী; নির্ভরযোগ্য। (৪) be responsible for something (ঘটনা/দুর্ঘটনা) কারণ, উৎস বা দায়ী হওয়া: The driver was responsible for the accident. responsibly [রিস্পন্সাআব্লি] (adverb)
- English Word responsive Bengali definition [রিস্পন্সিভ্] (adjective) অনুকূল সাড়া পাওয়া যাবে এমন। (২) responsive (to) দ্রুত সাড়া দেয় এমন।
- English Word rest 1 Bengali definition [রেস্ট্] (noun) (১) [uncountable noun] বিশ্রাম; ঘুম। at rest (ক) স্থির; ঝামেলামুক্ত; চলাচল অথবা উত্তেজনামুক্ত। (খ) মৃত। be laid to rest সমাধিস্থ। come to rest (চলমান কিছুর ক্ষেত্রে) থামা। set somebody’s mind/fears at rest শান্ত করা; দুশ্চিন্তামুক্ত করা। rest-cure (noun) স্নায়বিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের বিশ্রাম-চিকিৎসা। rest-day (noun) বিশ্রামে কাটানো দিন। rest-home (noun) বৃদ্ধনিবাস। rest-house (noun) রেস্ট হাউস। rest-room (noun) [America(n)] সর্বসাধারণের জন্য নির্মিত পায়খানা। (২) [countable noun] ভর। (৩) [countable noun] (সংগীতে) নীরবতা (সংকেত)। restful [রেস্ট্ফ্ল্] (adjective) প্রশান্ত; শান্তিপূর্ণ; নীরব। restfully [রেস্ট্ফালি] (adverb) restfulness (noun) restless (adjective) চঞ্চল অথবা অস্থির: the restless waves. restlessly (adverb) restlessness (noun) চঞ্চলতা; অস্থিরতা।
- English Word rest 2 Bengali definition [রেস্ট্] (noun) the rest ১ অবশেষ; বাকি অংশ; অন্যান্য। and (all) the rest (of it) এবং উল্লেখযোগ্য সবকিছু for the rest অন্য প্রসঙ্গে; অন্য সব ব্যাপারে। (২) (plural verb -সহ) অন্য সবাই।
- English Word rest 3 Bengali definition [রেস্ট্] (verb intransitive), (verb transitive) (১) বিশ্রাম গ্রহণ করা; শান্ত বা স্থির হওয়া। (২) বিশ্রাম অথবা অবসর দান করা: May God rest his soul. (৩) rest (something) on/upon/against (কোনোকিছুতে) ভর দিয়ে অথবা হেলান দিয়ে বিশ্রাম করা। rest on one’s oars (ক) কিছুক্ষণের জন্য দাঁড় টানা বন্ধু করা। (খ) (লাক্ষণিক) যেকোনো কাজের পর বিশ্রামের সময়। (৪) rest (something) on/upon শুয়ে থাকা; (দৃষ্টির ক্ষেত্রে) পতিত হওয়া; পড়া: Her eyes rested on me.
- English Word rest 4 Bengali definition [রেস্ট্] (verb intransitive) (১) বিশেষ অবস্থায় থাকা। (২) rest with (কারো) হাতে নির্ভর করা; কারো দায়িত্বে থাকা। (৩) rest on/upon নির্ভর করা: Nazrul’s fame rests upon his songs more than upon his poems.
- English Word restate Bengali definition [রীস্টেইট্] (verb intransitive) পুনর্ব্যক্ত করা অথবা নতুনভাবে বলা। restatement (noun) পুনরুক্তি; নতুন বক্তব্য।
- English Word restaurant Bengali definition [রেস্ট্রান্ট্ America(n) রেস্টারান্ট্] (noun) রেস্টুরেন্ট; রেস্তোরাঁ। restaurateur [রেস্টারাটা(র্)], restauranteur [রেস্ট্রন্টা(র্) America(n) রেস্টারান্ট্] (noun(s)) রেস্টুরেন্টের ম্যানেজার।
- English Word restitution Bengali definition [রেস্টিটিঊশ্ন্ America(n) [রেস্টিটূঊশ্ন্] (noun) [uncountable noun] (১) (চুরিকৃত মাল) মালিকের কাছে ফেরত প্রদান। (২)= reparation.
- English Word restive Bengali definition [রেস্টিভ্] (adjective) (১) (ঘোড়া অথবা অন্য প্রাণী) সামনে বাড়তে অনিচ্ছুক; পিছু হটা। (২) (ব্যক্তি) নিয়ন্ত্রিত হতে অথবা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অনিচ্ছুক; অস্থির; দ্রোহী: The mill-hands were restive. restively (adverb) restiveness (noun) নিয়ন্ত্রণে অনিচ্ছা; বিশৃঙ্খলা।
- English Word restock Bengali definition [রীস্টক্] (verb intransitive) নতুনভাবে মজুদ করা; নতুনভাবে পূর্ণ করা: restock a pond.
- English Word restoration Bengali definition [রেস্টারেইশ্ন্] (noun) [uncountable noun] নতুনভাবে গুদামজাতকরণ। (২) the Restoration রেস্টোরেশন যুগ; এ সময়ে (১৬৬০ সালে) ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। (৩) [countable noun] ধ্বংসপ্রাপ্ত মডেল অনুসরণে দালানের পুনর্নির্মাণ।
- English Word restorative Bengali definition [রিস্টোরাটিভ্] (adjective) নষ্টস্বাস্থ্য ও শক্তি পুনরুদ্ধারক; সঞ্জীবনী। □ (noun) [countable noun, uncountable noun] সঞ্জীবনী খাদ্য, ওষুধ প্রভৃতি।
- English Word restore Bengali definition [রিস্টো(র্)] (verb transitive) restore (to) (১) ফিরিয়ে দেওয়া। (২) ফিরিয়ে আনা: restore traditional cultures. (৩) ভালো করা অথবা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা (যেমন হারানো স্বাস্থ্য): quiet restored to health. (৪) মেরামত করা; মূলের আদলে পুনর্নির্মাণ করা। (৫) পূর্বপদে ফিরিয়ে আনা। restorer (noun) যে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সহায়তাদান করে; পুরনো তৈলচিত্র পরিষ্কারে অভিজ্ঞ ব্যক্তি। hair-restorer যে দ্রব্য ব্যবহারে টেকো মাথায় চুল গজায় বলে দাবি করা হয়।
- English Word restrain Bengali definition [রিস্ট্রেইন্] (verb transitive) restrain (from) ধরে রাখা; নিয়ন্ত্রণে রাখা; (কাউকে কোনো কিছু করা থেকে) বিরত রাখা: restrain a child from (doing) mischief. restrained (adjective) (বিশেষ করে) নিরাবেগ; নিয়ন্ত্রিত। restraint [রিস্ট্রেইন্ট্] (noun) (১) [uncountable noun] নিয়ন্ত্রণ; বাধা; দমন। be put under restraint (বিশেষ মানসিক রোগাক্রান্তের ক্ষেত্রে) মানসিক চিকিৎসালয়ে আবদ্ধ হওয়া। without restraint বাধাহীনভাবে। (২) [uncountable noun] (সাহিত্য-শিল্পে) সংযম। (৩) [countable noun] যে শক্তি দমিয়ে রাখে: the restraints of illness.