Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word resource Bengali definition [রিসোস্ America(n) রীসোর্‌স্‌] (noun) (১) (plural) (ব্যক্তিগত অথবা দেশের) সম্পদ: Gas is one of the natural resources of Bangladesh. (২) [countable noun] সঙ্গতি। ৩ সম্পদ সংগ্রহে দক্ষতা; দ্রুতবুদ্ধি: a man of resource. resourceful [রিসোস্‌ফ্‌ল্] (adjective) সম্পদের সম্ভাবনা সন্ধানে দক্ষ। resourcefully [রিসোস্‌ফালি] (adverb)
  • English Word respect 1 Bengali definition [রিস্পেক্‌ট্] (noun) (১) [uncountable noun] respect (for): সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা(২) [uncountable noun] respect (for) বিবেচনায়; মনোযোগ; শ্রদ্ধাবোধpay respect to somebody কাউকে সম্মান দেখানো। respect for persons সম্পদ, সামাজিক অবস্থানের ভিত্তিতে মানুষে মানুষে অন্যায় ভেদাভেদ। (৩) [uncountable noun] প্রসঙ্গ; সম্পর্কwith respect to প্রসঙ্গে; সম্পর্কে। without respect to বিবেচনায় না এনে। (৪) [countable noun] খুঁটিনাটি; বিশেষ দিকin respect of এ বিষয়ে; এ ব্যাপারে। in some/any/etc respects কিছু কিছু ব্যাপারে। in no respect কোনো ব্যাপারেই নয়। (৫) (plural) শ্রদ্ধা। pay one’s respects to somebody সৌজন্যমূলক সাক্ষাৎ করা।
  • English Word respect 2 Bengali definition [রিস্পেক্‌ট্‌] (verb transitive) শ্রদ্ধা করা; বিবেচনা করে চলা/বলাrespect oneself নিজের সম্পর্কে শ্রদ্ধাবোধ থাকা। respecter (noun) (only in) no respecter of persons ব্যক্তিবিশেষের প্রতি শ্রদ্ধাশীল নয় এমন। respecting (preposition(al)) সম্পর্কিত: legislation respecting marriage.
  • English Word respectable Bengali definition [রিস্পেক্‌টাব্‌ল্] (adjective) (১) (ব্যক্তি) সম্মানিত; সামাজিক মর্যাদাসম্পন্ন; (পোশাক, আচরণ) মানানসই; ভদ্রজনোচিত; শোভন(২) (শ্লেষের ব্যবহারে) (আচরণ, চলাফেরা) গতানুগতিক(৩) মোটামুটিrespectably [রিস্পেক্‌টাব্‌লি] (adverb) মানানসইভাবে; শোভনভাবে: respectable dressed. respectability [রিস্পেক্টাবিলাটি] (noun) (plural respectabilities) [uncountable noun] শ্রদ্ধেয় হওয়ার মতো গুণাবলি; শ্রদ্ধালাভের উপযুক্ততা।
  • English Word respectful Bengali definition [রিস্পেক্‌ট্‌ফ্‌ল্‌] (adjective) respectful (to) সশ্রদ্ধrespectfully [রিস্পেক্‌ট্‌ফালি] (adverb)
  • English Word respective Bengali definition [রিস্পেক্‌টিভ্‌] (adjective) যার যার; স্ব স্ব; নিজ নিজ: You go to your respective classes. respectively (adverb) যার যার মতো; ভিন্ন ভিন্নভাবে; একে একে।
  • English Word respiration Bengali definition [রেস্‌পারেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] শ্বাসক্রিয়া; নিশ্বাস অথবা প্রশ্বাস
  • English Word respirator Bengali definition [রেস্‌পারেইটা(র্‌)] (noun) [countable noun] শ্বাসপ্রশ্বাস-গ্রহণে সহায়ক যন্ত্রবিশেষ
  • English Word respire Bengali definition [রিস্‌পাইআ(র্‌)] (verb intransitive) (আনুষ্ঠানিক) নিশ্বাসপ্রশ্বাস গ্রহণ/ত্যাগ করাrespiratory [রিস্পাইআরাট্‌রি America(n) রেস্পিরাটরি] (adjective) শ্বাসপ্রশ্বাসসংক্রান্ত: the respire organs.
  • English Word respite Bengali definition [রেস্পাইট্ America(n) রেস্‌পিট্] (noun) (১) [countable noun, uncountable noun] respite (from) অবসর; বিরাম; নিবৃত্তি: There has been no respite from the fighting. (২) [countable noun] সাজাপ্রদান স্থগিত অথবা বিলম্বিতকরণ। □ (verb transitive) সাজাপ্রদান স্থগিত করা; The justice gave a respite to the murderer.
  • English Word resplendent Bengali definition [রিস্প্লেন্‌ডান্‌ট্] (adjective) অত্যন্ত উজ্জ্বল; চমৎকার; resplendent in his red and gold uniform. resplendently (adverb) resplendence [রিস্প্লেন্‌ডাআন্‌স্], resplendency [রিস্প্লেন্‌ডাআন্‌সি] (noun(s)) [uncountable noun] ঔজ্জ্বল্য; চমৎকারিত্ব।
  • English Word respond Bengali definition [রিস্পন্‌ড্] (verb intransitive) (১) respond (to) (গির্জার লোকজনের ক্ষেত্রে) পুরোহিতের প্রশ্নের রীতিমাফিক জবাব(২) কোনো কথা অথবা ক্রিয়ার জবাব সক্রিয়ভাবে দেওয়া: He responded with a slap. (৩) respond (to) প্রতিক্রিয়া হওয়া; প্রতিফল লাভ করা: How did they respond to the news?
  • English Word respondent Bengali definition [রিস্পন্‌ডেন্‌ট্‌] (noun) (আইন সম্বন্ধীয়) (তালাকের মামলায়) বিবাদী; প্রতিবাদী
  • English Word response Bengali definition [রিস্পন্‌স্] (noun) [countable noun] (১) উত্তর; সাড়া; জবাব(২) [countable noun] (গির্জার) পুরোহিতের সঙ্গে গেয় গীত(৩) [countable noun, uncountable noun] প্রতিক্রিয়া
  • English Word responsibility Bengali definition [রিস্পন্‌সাবিলাটি] (noun) (plural responsibilities) (১) [uncountable noun] দায়িত্ব(২) [countable noun] গুরুদায়িত্ব; এমন কাজ, যার জন্য কোনো ব্যক্তিকে দায়ী থাকতে হয়: the heavy responsibilities of the Prime Minister.
  • English Word responsible Bengali definition [রিস্পন্‌সাব্‌ল্] (adjective) (১) responsible (to somebody) (for somebody/something) (ব্যক্তি) আইনত অথবা নীতিগতভাবে দায়ী: The Minister responsible for the environmental issues. responsible government জনগণের কাছে জবাবদিহি করতে হয় এ রকম সরকার। (২) responsible (for something) দায়িত্বপূর্ণ(৩) বিশ্বাসী; নির্ভরযোগ্য(৪) be responsible for something (ঘটনা/দুর্ঘটনা) কারণ, উৎস বা দায়ী হওয়া: The driver was responsible for the accident. responsibly [রিস্পন্‌সাআব্‌লি] (adverb)
  • English Word responsive Bengali definition [রিস্পন্‌সিভ্‌] (adjective) অনুকূল সাড়া পাওয়া যাবে এমন(২) responsive (to) দ্রুত সাড়া দেয় এমন
  • English Word rest 1 Bengali definition [রেস্‌ট্] (noun) (১) [uncountable noun] বিশ্রাম; ঘুমat rest (ক) স্থির; ঝামেলামুক্ত; চলাচল অথবা উত্তেজনামুক্ত। (খ) মৃত। be laid to rest সমাধিস্থ। come to rest (চলমান কিছুর ক্ষেত্রে) থামা। set somebody’s mind/fears at rest শান্ত করা; দুশ্চিন্তামুক্ত করা। rest-cure (noun) স্নায়বিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের বিশ্রাম-চিকিৎসা। rest-day (noun) বিশ্রামে কাটানো দিন। rest-home (noun) বৃদ্ধনিবাস। rest-house (noun) রেস্ট হাউস। rest-room (noun) [America(n)] সর্বসাধারণের জন্য নির্মিত পায়খানা। (২) [countable noun] ভর(৩) [countable noun] (সংগীতে) নীরবতা (সংকেত)। restful [রেস্‌ট্‌ফ্‌ল্] (adjective) প্রশান্ত; শান্তিপূর্ণ; নীরব। restfully [রেস্‌ট্‌ফালি] (adverb) restfulness (noun) restless (adjective) চঞ্চল অথবা অস্থির: the restless waves. restlessly (adverb) restlessness (noun) চঞ্চলতা; অস্থিরতা।
  • English Word rest 2 Bengali definition [রেস্‌ট্‌] (noun) the rest ১ অবশেষ; বাকি অংশ; অন্যান্যand (all) the rest (of it) এবং উল্লেখযোগ্য সবকিছু for the rest অন্য প্রসঙ্গে; অন্য সব ব্যাপারে। (২) (plural verb -সহ) অন্য সবাই
  • English Word rest 3 Bengali definition [রেস্‌ট্‌] (verb intransitive), (verb transitive) (১) বিশ্রাম গ্রহণ করা; শান্ত বা স্থির হওয়া(২) বিশ্রাম অথবা অবসর দান করা: May God rest his soul. (৩) rest (something) on/upon/against (কোনোকিছুতে) ভর দিয়ে অথবা হেলান দিয়ে বিশ্রাম করাrest on one’s oars (ক) কিছুক্ষণের জন্য দাঁড় টানা বন্ধু করা। (খ) (লাক্ষণিক) যেকোনো কাজের পর বিশ্রামের সময়। (৪) rest (something) on/upon শুয়ে থাকা; (দৃষ্টির ক্ষেত্রে) পতিত হওয়া; পড়া: Her eyes rested on me.
  • English Word rest 4 Bengali definition [রেস্‌ট্] (verb intransitive) (১) বিশেষ অবস্থায় থাকা(২) rest with (কারো) হাতে নির্ভর করা; কারো দায়িত্বে থাকা(৩) rest on/upon নির্ভর করা: Nazrul’s fame rests upon his songs more than upon his poems.
  • English Word restate Bengali definition [রীস্টেইট্‌] (verb intransitive) পুনর্ব্যক্ত করা অথবা নতুনভাবে বলাrestatement (noun) পুনরুক্তি; নতুন বক্তব্য।
  • English Word restaurant Bengali definition [রেস্‌ট্রান্‌ট্ America(n) রেস্‌টারান্ট্‌] (noun) রেস্টুরেন্ট; রেস্তোরাঁrestaurateur [রেস্‌টারাটা(র্‌)], restauranteur [রেস্‌ট্রন্‌টা(র্‌) America(n) রেস্‌টারান্‌ট্] (noun(s)) রেস্টুরেন্টের ম্যানেজার।
  • English Word restitution Bengali definition [রেস্‌টিটিঊশ্‌ন্‌ America(n) [রেস্‌টিটূঊশ্‌ন্‌] (noun) [uncountable noun] (১) (চুরিকৃত মাল) মালিকের কাছে ফেরত প্রদান(২)= reparation.
  • English Word restive Bengali definition [রেস্‌টিভ্‌] (adjective) (১) (ঘোড়া অথবা অন্য প্রাণী) সামনে বাড়তে অনিচ্ছুক; পিছু হটা(২) (ব্যক্তি) নিয়ন্ত্রিত হতে অথবা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অনিচ্ছুক; অস্থির; দ্রোহী: The mill-hands were restive. restively (adverb) restiveness (noun) নিয়ন্ত্রণে অনিচ্ছা; বিশৃঙ্খলা।
  • English Word restock Bengali definition [রীস্টক্] (verb intransitive) নতুনভাবে মজুদ করা; নতুনভাবে পূর্ণ করা: restock a pond.
  • English Word restoration Bengali definition [রেস্‌টারেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] নতুনভাবে গুদামজাতকরণ(২) the Restoration রেস্টোরেশন যুগ; এ সময়ে (১৬৬০ সালে) ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়(৩) [countable noun] ধ্বংসপ্রাপ্ত মডেল অনুসরণে দালানের পুনর্নির্মাণ
  • English Word restorative Bengali definition [রিস্টোরাটিভ্‌] (adjective) নষ্টস্বাস্থ্য ও শক্তি পুনরুদ্ধারক; সঞ্জীবনী। □ (noun) [countable noun, uncountable noun] সঞ্জীবনী খাদ্য, ওষুধ প্রভৃতি।
  • English Word restore Bengali definition [রিস্টো(র্‌)] (verb transitive) restore (to) (১) ফিরিয়ে দেওয়া(২) ফিরিয়ে আনা: restore traditional cultures. (৩) ভালো করা অথবা পূর্বাবস্থায় ফিরিয়ে আনা (যেমন হারানো স্বাস্থ্য): quiet restored to health. (৪) মেরামত করা; মূলের আদলে পুনর্নির্মাণ করা(৫) পূর্বপদে ফিরিয়ে আনাrestorer (noun) যে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সহায়তাদান করে; পুরনো তৈলচিত্র পরিষ্কারে অভিজ্ঞ ব্যক্তি। hair-restorer যে দ্রব্য ব্যবহারে টেকো মাথায় চুল গজায় বলে দাবি করা হয়।
  • English Word restrain Bengali definition [রিস্ট্রেইন্] (verb transitive) restrain (from) ধরে রাখা; নিয়ন্ত্রণে রাখা; (কাউকে কোনো কিছু করা থেকে) বিরত রাখা: restrain a child from (doing) mischief. restrained (adjective) (বিশেষ করে) নিরাবেগ; নিয়ন্ত্রিত। restraint [রিস্ট্রেইন্ট্] (noun) (১) [uncountable noun] নিয়ন্ত্রণ; বাধা; দমনbe put under restraint (বিশেষ মানসিক রোগাক্রান্তের ক্ষেত্রে) মানসিক চিকিৎসালয়ে আবদ্ধ হওয়া। without restraint বাধাহীনভাবে। (২) [uncountable noun] (সাহিত্য-শিল্পে) সংযম(৩) [countable noun] যে শক্তি দমিয়ে রাখে: the restraints of illness.