Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word retouch Bengali definition [রীটাচ্] (verb transitive) (ছবিতে) রিটাচ দেওয়া
  • English Word retrace Bengali definition [রীট্রেইস্‌] (verb transitive) (১) গোড়ায় ফিরে যাওয়া(২) মনে মনে (পুরনো ঘটনায়) চলা
  • English Word retract Bengali definition [রিট্রাক্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (১) (বক্তব্য, মতামত ইত্যাদি) তুলে নেওয়া; প্রত্যাহার করা(২) গুটিয়ে নেওয়া: It will retract its claws. retractable [রিট্রাক্‌ট্‌আব্‌ল্‌] (adjective) গুটিয়ে ফেলা যায় এমন। retraction [রিট্র্যাকশ্‌ন্‌] (noun) [uncountable noun] প্রত্যাহার; গুটানো।
  • English Word retread Bengali definition [রীট্রেড্] (verb transitive) (past tense, past participle retreaded) (পুরনো চাকায়) নতুন দাঁত লাগানো। দ্রষ্টব্য tread, (noun)(৩). □ (noun) [রীট্রেড্] নতুন দাঁত লাগানো চাকা (America(n)= recap).
  • English Word retreat Bengali definition [রিট্রীট্] (verb intransitive) (১) retreat (from) (to) (সামরিক) পশ্চাদপসরণ করা; প্রত্যাহার করা(২) ফিরে যাওয়া □ (noun) (১) [uncountable noun] অপসরণ; প্রত্যাহার(২) the retreat পশ্চাদপসরণ-সংকেত(৩) পশ্চাদপসরণের ঘটনা; উদাহরণbeat a (hasty) retreat (লাক্ষণিক) চুক্তি বাতিল করা; প্রত্যাহার করা; পিছু হটা; কথার বরখেলাপ করা। (৪) [countable noun, uncountable noun] নির্জন আশ্রয়go into retreat ধর্মকর্মের জন্য সামরিক নির্জনবাস।
  • English Word retrench Bengali definition [রিট্রেন্‌চ্‌] (verb transitive), (verb intransitive) ব্যয় সংকোচন করা; খরচ কমানোretrenchment (noun) [uncountable noun] ব্যয়সংকোচন।
  • English Word retrial Bengali definition [রীট্রাইআল্] (noun) (আদালতে) পুনর্বিচার; নতুন বিচার
  • English Word retribution Bengali definition [রেট্‌রিবিয়ূশ্‌ন্‌] (noun) [uncountable noun] উচিত শাস্তিretributive [রিট্রিবিয়ূটিভ্‌] (adjective) শাস্তিস্বরূপ।
  • English Word retrieve Bengali definition [রিট্রীভ্‌] (verb transitive), (verb intransitive) (১) ফিরে পাওয়া: He retrieved a lost watch. (২) শুদ্ধ করা; ক্ষতিপূরণ করা(৩) retrieve (from) উদ্ধার করা(৪) (প্রশিক্ষিত কুকুরের ক্ষেত্রে) খুঁজে নিয়ে আসা (যেমন, শিকার করা পাখি)। retrievable [রিট্রীভ্‌আব্‌ল্‌] (adjective) retrieval [রিট্রীভ্‌ল্‌] (noun) [uncountable noun] (১) প্রত্যাবর্তন(২) ফিরে পাওয়ার সম্ভাবনাretriever (noun) (শিকার করা পাখি ইত্যাদি) খুঁজে আনার ক্ষেত্রে ব্যবহৃত কুকুরের প্রজাতিবিশেষ।
  • English Word retroactive Bengali definition [রেট্‌রোউঅ্যাক্‌টিভ্‌] (আইনের ক্ষেত্রে) (adjective) = retrospective (২). retroactively (adverb)
  • English Word retrograde Bengali definition [রেট্‌রাগ্রেইড্] (adjective) (১) পশ্চাদ্ধাবনমূলক; পিছনমুখী(২) অবনতিমূলক। □ (verb intransitive) পিছনমুখী হওয়া; মন্দতর হওয়া; আরো খারাপ হওয়া।
  • English Word retrogress Bengali definition [রেট্‌রাগ্রেস্‌] (verb intransitive) পিছন দিকে চলা
  • English Word retrogression Bengali definition [রেট্‌রাগ্রেশ্‌ন্] (noun) অধঃপতিত অবস্থা; অবনতিretrogressive [রেট্‌রাগ্রেসিভ্‌] (adjective) অধঃপতনশীল; পতনমুখী।
  • English Word retrorocket Bengali definition [রেট্‌রোরকিট্] (noun) মিসাইল অথবা মহাকাশযানের গতি হ্রাস অথবা গতিপথ পরিবর্তনের জন্য প্রেরিত জেট ইনজিন
  • English Word retrospect Bengali definition [রেট্‌রাস্‌পেক্‌ট্] (noun) [uncountable noun] অতীত পর্যালোচনাin retrospect অতীতের ঘটনাবলির প্রতি দৃষ্টিপাত। retrospection [রেটরাস্‌পেক্‌শ্‌ন্] (noun) [uncountable noun] অতীতের ঘটনা ও দৃশ্যাবলি দর্শন। retrospective [রেটরাস্‌পেক্‌টিভ্‌] (adjective) (১) অতীত-পর্যালোচনামূলক; অতীতের ঘটনাসংক্রান্ত; অতীতের বিভিন্ন ঘটনার প্রতি দৃষ্টিপাতসংক্রান্ত(২) (আইন, বেতন ইত্যাদি ক্ষেত্রে) অতীত ক্ষেত্রে প্রযোজ্যretrospectively (adverb)
  • English Word retroussé Bengali definition [রাট্‌রূসেই America(n) রেটরুসেই] (adjective) (নাকসংক্রান্ত) প্রান্তভাগ উলটানো
  • English Word retroversion Bengali definition [রেট্‌রোভাশ্‌ন্ America(n) রেট্‌রোভাজ্‌ন] (noun) পিছন দিকে ফিরানো অবস্থা; পিছন দিকে ফিরানো।
  • English Word retsina Bengali definition [রেট্‌সীনা America(n) রেট্‌সিনা] (noun) [uncountable noun] গ্রিসে তৈরি গন্ধযুক্ত মদবিশেষ
  • English Word return 1 Bengali definition [রিটান্] (noun) (১) [countable noun, uncountable noun] প্রত্যাবর্তন; ফিরে যাওয়া; ফেরত দান; ফেরত পাঠানোby return ফেরত ডাকে: You will have to reply by return. in return (for) বিনিময়ে। Many happy returns (of the day) কারো জন্মদিনের শুভকামনা হিসেবে ব্যবহৃত। on sale or return (মালপত্রসংক্রান্ত) অবিক্রীত যান ফেরতযোগ্য এ বিবেচনায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহকৃত। a/the point of no return (দীর্ঘ পাড়ি অথবা উড্ডয়নের ক্ষেত্রে) জ্বালানির অভাবে যাত্রাস্থলে ফিরে না-এসে চালিয়ে যাওয়া; (লাক্ষণিক) আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই এমন পর্যায়ে পৌঁছানো। (২) (attributive(ly)) ফিরে যাওয়া অথবা ফিরে আসার ক্ষেত্রে প্রযোজ্য: the return voyage. return fare যাওয়া-আসা উভয়ের ভাড়া। return half ফিরে আসার জন্য রক্ষিত রিটার্ন টিকিটের অর্ধেক। return match ফিরতি খেলা। return ticket রিটার্ন টিকিট; যাওয়া-আসার টিকিট (America(n)= two-way ticket) day-return যেদিন ভ্রমণ করা হবে শুধু সেদিনের জন্য পাওয়া যায় এমন রিটার্ন টিকিট: Two day-returns to London, please. (৩) (প্রায়ই plural) বিনিয়োগে লাভ(৪) [countable noun] অফিস-রিপোর্ট: Income tax return.
  • English Word return 2 Bengali definition [রিটান্] (verb intransitive), (verb transitive) (১) return (to) (from) ফিরে আসা অথবা ফিরে যাওয়া: return to Paris from London; return home. (২) return to আগের অবস্থায় ফিরে যাওয়া(৩) (বিরল) পাল্টা-জবাব দেওয়া(৪) ফেরতদান করা; ফেরত রাখা; ফেরত পাঠানো; শোধ করাreturn thanks যাওয়ার আগে ধন্যবাদ জ্ঞাপন করা। returned empties পুনরায় ব্যবহারের জন্য প্রেরকের কাছে ফেরত পাঠানো খালি বোতল বা পাত্র। (৫) (নির্বাচনী এলাকাসংক্রান্ত) সংসদে প্রতিনিধি হিসেবে পাঠানো(৬) দাবির পরিপ্রেক্ষিতে কোনো অফিস কর্তৃক লিখিত জবাবদান করা(৭) লাভ প্রদান করাreturnable [রিটান্আব্‌ল্‌] (adjective) ফেরতযোগ্য।
  • English Word reunion Bengali definition [রীইঊনিআন্] (noun) [uncountable noun] পুনর্মিলন; (বিশেষ করে) পুরনো বন্ধুবান্ধব বা সহকর্মীদের সাময়িক বিচ্ছেদের পর মিলনোৎসব।
  • English Word reunite Bengali definition [রীইউনাইট্] (verb transitive), (verb intransitive) পুনর্মিলিত অথবা পুনরায় একত্র হওয়া
  • English Word rev Bengali definition [রেভ] (verb transitive), (verb intransitive) rev (up) (কথ্য) ঘূর্ণনের গতি বাড়ানো। □ (noun) ইনজিনের আবর্তন।
  • English Word revalue Bengali definition [রীভ্যালিউ] (verb transitive) পুনর্মূল্যায়ন করা; (বিশেষ করে) মুদ্রামান বৃদ্ধি করা। revaluation [রীভ্যাল্‌ইঊএইশ্‌ন্‌] (noun) পুনর্মূল্যায়ন।
  • English Word revamp Bengali definition [রীভ্যাম্‌প্‌] (verb transitive) (কথ্য) পুনর্গঠিত করা; উন্নতিবিধান করা; পুরনো কোনো কিছু নতুনভাবে নির্মাণ অথবা সৃষ্টি করা: revamp an old comedy.
  • English Word reveal Bengali definition [রিভীল্] (verb transitive) reveal (to) (১) দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা(২) ফাঁস করা; জানিয়ে দেওয়াrevealed religion লোকবিশ্বাস অনুসারে স্রষ্টা কর্তৃক সরাসরি মানুষের কাছে প্রেরিত ধর্ম।
  • English Word reveille Bengali definition [রিভ্যালি America(n) রেভালি] (noun) (সামরিক) ভোরে ওঠার জন্য তূর্যসংকেত
  • English Word revel Bengali definition [রেভ্‌ল্‌] (verb intransitive), (verb transitive) (১) আনন্দ/উল্লাস করা; আনন্দে সময় কাটানো: They reveled until dawn. (২) revel in প্রচুর আনন্দ লাভ করা! □ (noun) আনন্দোৎসব। reveler (America(n)= reveler [রেভালা(র্‌)] (noun) আনন্দোৎসবে অংশগ্রহণকারী ব্যক্তি।
  • English Word revelation Bengali definition [রেভলেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] প্রকাশ; গুপ্ততথ্য ফাঁস; বিস্ময়কর প্রকাশ(২) Revelation, ‘The Revelation of St John the Divine’ শিরোনামে নিউ টেস্টামেন্টের শেষ গ্রন্থ
  • English Word revelry Bengali definition [রেভলরি] (noun) [uncountable noun] (বা plural revelries) হৈচৈ করে আনন্দোপভোগ