• Bengali Word set 2 English definition [সেট্‌] (verb transitive), (verb intransitive) (set, setting, sets, past tense, past participle set) (adverbial particle ও' preps- সহ বিশিষ্ট প্রয়োগ, দেখুন নিচে ১৯)
    (২) set something to something লাগানো: set a cup to one’s lips. set the axe to (গাছ) কাটা; (লাক্ষণিক) ধ্বংস করতে উদ্যত হওয়া। set fire/a match/ (a) light to something অগ্নিসংযোগ করা; আগুন ধরানো। set pen to paper লিখতে শুরু করা। set one’s seal to something; set the seal to something ক্ষমতাপ্রদান করা/প্রত্যয়ন বা সমর্থন করা। set one’s shoulder to the wheel, দ্রষ্টব্য shoulder. (৩) কোনো নির্দিষ্ট অবস্থা বা সম্পর্কে নিয়ে যাওয়া বা পৌঁছানো। set somebody/something at defiance/naught/nought, দ্রষ্টব্য defiance; nought. set somebody at his ease সংকোচ, জড়তা ইত্যাদি থেকে মুক্ত করা; সহজ/স্বাভাবিক করা। set somebody/something on his/its feet (ক) উঠে দাঁড়াতে সাহায্য করা; দাঁড় করানো। (খ) শক্তি, আর্থিক স্থিতিশীলতা ইত্যাদি অর্জনে সাহায্য করা; নিজের পায়ে দাঁড় করানো: Liberal assistance from his friends set him on his feet after the disaster. set something on fire (= set fire to something) আগুন ধরানো। not/never set the Thames on fire কখনো অসাধারণ/অত্যাশ্চর্য কিছু না-করা বা না-হওয়া। set somebody free/at liberty (বন্দি প্রভৃতি) মুক্ত করা। set people at loggerheads/ variance কলহ/বিবাদ সৃষ্টি করা। set something in order (বই, কাগজপত্র ইত্যাদি) গোছানো; বিন্যস্ত করা। set one’s (own) house in order (অন্যের সমালোচনা করার আগে) নিজের ঘর গোছানো/জীবনকে সুশৃঙ্খল করা। set somebody’s mind at ease/rest; set somebody’s doubts/fears/at rest দুশ্চিন্তামুক্ত করা; নিশ্চিত করা। set somebody’s teeth on edge উত্ত্যক্ত করা; পীড়িত করা: The way he looks at me sets my teeth on edge. set somebody right (ক) শোধরানো; ভুল সংশোধন করা; সৎপথে আনা। (খ) চাঙ্গা/সুস্থ করে তোলা। set something right/to rights (দোষত্রুটি, অভাব-অভিযোগের) প্রতিকার করা। set somebody on his way (প্রাচীন প্রয়োগ) (পায়ে হেঁটে রওনা হওয়ার সময়ে কাউকে) কিছুটা পথ এগিয়ে দেওয়া। be all set (for something/to do something) (ঘোড়দৌড় ইত্যাদি শুরু করতে) সব প্রস্তুতি সম্পন্ন হওয়া; পুরোদস্তুর প্রস্তুত হওয়া। be set on doing something সংকল্পবদ্ধ হওয়া। (৪) চালু করা; কিছু করানো: You can now set the motor going. His story set every one weeping. (৫) (সাধারণত adverb বা adverb phrase-সহ; বিশেষ বিশেষ অর্থে set ও adverbial particle -এর সমবায়, দেখুন নিচে ১৯) রাখা; পাতা; স্থাপন করা; দাঁড় করানো; বসানো: He set the tray on the table. (৬) set (for) (কর্তব্য, আদর্শ ইত্যাদি হিসেবে বিবেচ্য বিষয়রূপে) উপস্থাপন করা; প্রণয়ন করা; পাঠ্য করা: Don’t set yourself a task which you cannot perform. He will set the papers for the final examination. setbook যে বইয়ের উপর পরীক্ষায় প্রশ্ন করা হবে; নির্ধারিত বই set (somebody) a (good) example (উত্তম/অনুসরণীয়) দৃষ্টান্ত/আদর্শ স্থাপন করা। set the fashion ফ্যাশন চালু/প্রবর্তন করা। set the pace (দৌড় ইত্যাদিতে) অগ্রগামী হয়ে (অন্য সবার) গতি নির্ধারিত করা; (লাক্ষণিক) কার্যকলাপ, জীবনশৈলী ইত্যাদির মান নির্ধারণ করা। set the stroke (নৌকাবাইচ) প্রতি মিনিটে দাঁড় ফেলার সংখ্যা নির্ধারণ করা। (৭) set (somebody/ oneself) to do something কোনো দায়িত্ব দেওয়া; কাজে লাগানো: He set the unemployed youth to fetch water for the family. He set himself (সংকল্পবদ্ধ হওয়া) to finish the novel by the weekend. Set a thief to catch a thief (প্রবাদ) অবৈধ কার্যকলাপ উদঘাটনের জন্য অবৈধ পদ্ধতি অবলম্বন করা। তুলনীয় কাঁটা দিয়ে কাঁটা তোলা। (৮) (কর্মরূপে ব্যবহৃত বিভিন্ন বিশেষ্যের সঙ্গে) set one’s cap at somebody, দ্রষ্টব্য cap. set eyes on somebody দেখা; মুখ দেখা: I wish I’d never set eyes on that woman. Set one’s face against something দৃঢ়তার সঙ্গে বিরোধিতা করা। set one’s heart/hopes/mind on something প্রবল আকাঙ্ক্ষা বোধ করা; সংকল্পে উদ্দীপ্ত হওয়া; আশা করা: She has set her heart on becoming a doctor. set a price on something বিক্রি হবে বলে ঘোষণা করা। seta price on somebody’s head হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা। (৯) বিশেষ কোনো উদ্দেশ্যে বিশেষ অবস্থায় নিয়ে আসা; যথাস্থানে লাগানো: set a (broken) bone. set a butterfly পাখা ছড়িয়ে (কাচের আধারে নমুনা হিসেবে) সাজিয়ে রাখা। set a clock/watch ঘড়ির সময় ঠিক করা কিংবা অ্যালার্ম দিয়ে রাখা। set eggs (তা দেওয়ার জন্য) মুরগি প্রভৃতির নিচে বসানো। set one’s hair (ভিজা থাকতে) কেশ বিন্যস্ত করা। set a hen (তা দেওয়ার জন্য) ডিমের উপর মুরগিকে বসানো। set a saw রেত দিয়ে শাণিত করে করাতের দাঁতগুলো সমকোণে বসানো। set the scene (নাটক, উপন্যাস, ক্রীড়ানুষ্ঠান প্রভৃতিতে) স্থান ও অংশগ্রহণকারীদের বর্ণনা দেওয়া; মঞ্চসজ্জা/আয়োজন সম্পূর্ণ করা: The scene is now set for the drama. set sail (from/to/for) (জলপথে) যাত্রা শুরু করা। set the table টেবিল/খানা লাগানো। Set one’s teeth দাঁতে দাঁত চেপে ধরা; (লাক্ষণিক) (কোনো কর্মপন্থা ইত্যাদির বিরুদ্ধে) বদ্ধপরিকর হওয়া। set a trap (for something/somebody) (ক) ফাঁদ পাতা। (খ) (অসৎ ব্যক্তি প্রভৃতিকে ধরতে) ফাঁদ পাতা। set (up) type (ছাপার জন্য) মুদ্রাক্ষর বিন্যস্ত করা। (১০) set something in something; set something with something খচিত করা; বসানো; লাগানো: a gold ring set with Diamond. (১১) (স্রোত, জোয়ার, ভাটা ইত্যাদি) প্রবাহিত হওয়া; শক্তিশালী/প্রবল হয়ে ওঠা; (লাক্ষণিক) প্রবণতা অনুভব করা বা লক্ষণীয় হওয়া: The current sets from the east. The tide is setting against the ruling party. (১২) set something to something আরোপ/সংযোজন/যোজন করা: set a poem to music. (১৩) (উদ্ভিদ, ফলের গাছ ও ফুল) ধরা/আসা: The mangoes have set well this year. (১৪) (পোশাক) গায়ে লাগা (এই অর্থে sit অধিকতর প্রচলিত): That suit does not set well. (১৫) (শিকারি কুকুর) শিকারের উপস্থিতি সূচিত করতে শিকারের দিকে নাসিকা নিবন্ধ করে নিশ্চলভাবে দাঁড়িয়ে পড়া; (নর্তক-নর্তকী) পরস্পর মুখোমুখি হয়ে দাঁড়ানো: set to partners. (১৬) জট; জমাট বাঁধা; জমা/জমানো; শক্ত হওয়া: The concrete is yet to set. (১৭) (বিরল) সুনির্দিষ্ট রূপ দেওয়া/লাভ করা; পরিপক্ক হওয়া বা করা; গঠন করা/গঠিত হওয়া: His body is not yet set, এখনো পরিপূর্ণতা লাভ করেনি। (১৮) (past participle) (ক) স্থির; অবিচল: a set look/purpose/smile. (খ) নির্ধারিত; পূর্বনির্ধারিত; at a set time; set lunches only; a set piece, মঞ্চের উপর স্থাপিত বৃহৎ জটিল আতশবাজি-বিশেষ; (attributive(ly) a set-piece attack, পূর্ব থেকে সুপরিকল্পিত আক্রমণ। (গ) অপরিবর্তনীয়; বাঁধাধরা: a man of set opinions; set in one’s habits. (ঘ) নিয়মিত; পূর্বনির্ধারিত; পূর্বপরিকল্পিত: set phrases; a set speech. (ঙ) set fair (আবহাওয়া) চমৎকার এবং পরিবর্তনের লক্ষণহীন। (১৯) (adverbial particle ও preps-সহ বিশিষ্ট প্রয়োগ): set about something শুরু করা; পদক্ষেপ নেওয়া; উপক্রম করা: You must set about your job. set about somebody (কথ্য) আক্রমণ করা: The boys set about each other savagely. set something out (গুজব ইত্যাদি) ছড়ানো: He set it about that you are going to marry your secretary. set somebody against somebody কারো বিরুদ্ধে কাউকে লাগানো। set one thing against another এক বস্তুকে অপর কোনো বস্তুর (ক্ষতিপূরণ বা সমকক্ষ হিসেবে) বিপরীত পক্ষে স্থাপন করা। set something a part/a side (ক) (ভবিষ্যতের জন্য) আলাদা করে রাখা। (খ) ধর্তব্যের মধ্যে না নেওয়া; উপেক্ষা করা। (গ) (আইন সম্বন্ধীয়) প্রত্যাখ্যান করা: set a claim aside. set something back (ক) পিছনে ফেরানো; পিছানো; set back the hands of a clock. (খ) দূরে অবস্থিত হওয়া: The guesthouse is well set back front the main through fare. set somebody/something back (ক) (প্রগতি/অগ্রগতি) ব্যাহত করা। set-back (noun) (plural setbacks) বাধাবিপত্তি; প্রতিবন্ধক: meet with many setbacks. (খ) (অপশব্দ) খরচা হওয়া: That pair of shoes set him back £ 50. set something down (ক) নামানো; নামিয়ে রাখা; set down a load. (খ) কাগজে লেখা। set somebody down (যানবাহন ও চালক) নামিয়ে দেওয়া; বেরোতে দেওয়া: The driver will set you down in front of the post oftice. set somebody/oneself down as (এই অর্থে put অধিকতর প্রচলিত) বর্ণনা/ব্যাখ্যা করা: How shall I set him down, as a saint or a self-deluded fool? Set something down to something (put অধিকতর প্রচলিত) ফল বলে বর্ণনা করা: set one’s success down to careful planning. set forth (set out অধিক প্রচলিত) যাত্রা শুরু করা। set Something forth (আনুষ্ঠানিক) ঘোষণা/বিজ্ঞাপিত করা: set forth one’s basic principles. set in (ক) শুরু হওয়া; শুরু হয়ে যাওয়া: As the rainy season set in, the invaders began to panic. (খ) স্রোত, বায়ু ইত্যাদি; (উপরে ১১ দ্রষ্টব্য) প্রবাহিত হতে/বইতে শুরু করা: The current sets in towards the shore. set off (যাত্রা, দৌড় ইত্যাদি) শুরু করা: to set off on a journey. set something off (ক) মাইন, আতশবাজি ইত্যাদি ফাটানো। (খ) উজ্জ্বলতর/প্রকটতর করে তোলা: An abundant crop of hair sets off her pretty face wonderfully. (গ) ভারসাম্য রক্ষা করা; ক্ষতিপূরণ করা: set off gains against losses. (ঘ) চিহ্নিত করা: to set after clause by a comma. set somebody off (doing something) (কিছু করতে) শুরু করানো: I regret to have set him off talking about nature cure, he did not stop before a couple of hours. set on (আনুষ্ঠানিক) এগিয়ে যাওয়া; আক্রমণের জন্য অগ্রসর হওয়া। set on/upon somebody আক্রমণ করা। be set on/upon doing something কিছু করতে বদ্ধপরিকর হওয়া: The boy is set on becoming an engineer. set out (যাত্রা, উদ্যোগ) শুরু করা: We set out before sunrise. set out to do something উদ্দেশ্য পোষণ করা; লক্ষ্য হওয়া: He set out to scale the Everest within five years. set something out (ক) ঘোষণা করা; জানানো; out one’s reasons (for something). (খ) প্রদর্শন/উপস্থাপন করা: The farmers set out their prime products on the market stalls. (গ) রোপণ করা; লাগানো: to set out strawberry runners. set somebody over somebody একজনকে অন্যের উপর কর্তৃত্বে অধিষ্ঠিত করা। set to (ক) কিছু করতে শুরু করা: After a long journey the children were all hungry and at once set to, খেতে শুরু করল। (খ) (সাধারণত plural subject-সহ) যুদ্ধ/লড়াই/বিবাদ ইত্যাদি শুরু করা। set-to (noun) সংগ্রাম; বিবাদ; ঝগড়া। set something up (ক) স্থাপন করা; set up a momorial/post. (খ) (প্রতিষ্ঠান, ব্যবসা, যুক্তি ইত্যাদি) প্রতিষ্ঠা করা: set up a tribunal. সুতরাং set-up (noun) (কথ্য) কোনো সংগঠন, মানুষের দল ইত্যাদির বিন্যাস; সংগঠন: We know nothing about the set-up here. (গ) ঘটানো; কারণস্বরূপ হওয়া: What has set up this inflammation of the liver. (ঘ) উচ্চৈঃস্বরে চিৎকার করা: set up a yell. (ঙ) ছাপানোর জন্য প্রস্তুত করা; বিন্যস্ত করা: set up type/a book. set somebody up সুস্থ করে তোলা: strict adherence to this regime will set you up again. set (oneself) up as (ক) (ব্যবসায়ী) হিসেবে প্রতিষ্ঠিত করা: He has set (himself) up as a jeweller. (খ) দাবি করা: Do you set yourself up as an antiguary? set somebody up as (something) (পুঁজি ইত্যাদি সরবরাহ করে) কারো ব্যবসা শুরু করে দেওয়া; প্রতিষ্ঠিত করা: His uncle set him up as hotelier. set up house (অন্যের সঙ্গে বা অন্যের বাড়িতে থাকার পর) স্বতন্ত্রভাবে বাস করা; সংসার পাতা। set up house with somebody/together (দুই ব্যক্তি) একসঙ্গে বাস করতে আরম্ভ করা। be well set up (ক) ব্যায়াম ইত্যাদির সাহায্যে সুগঠিত দেহের অধিকারী হওয়া: She’s a well set up young woman. (খ) পর্যাপ্ত প্রয়োজনীয় সামগ্রীর অধিকারী হওয়া: be well set up with food/reading matter.