• Bengali Word book 2 English definition [বুক্‌] (verb transitive) ১ লিপিবদ্ধ করা; খাতায় তোলা।
    (২) থিয়েটারের আসন সংরক্ষণ করা; বিমান, ট্রেন বা বাসের টিকেট কিনে আসন সংরক্ষণ করা। (৩) কোনো বক্তা, গায়ক বা শিল্পীকে কোনো অনুষ্ঠানে অংশ নিতে চুক্তিবদ্ধ করা। (৪) (পুলিশি ব্যবস্থা সম্বন্ধে) আইনভঙ্গের অভিযোগে কারো নাম পুলিশের খাতায় লিপিবদ্ধ করা। (৫) (ফুটবল খেলায় রেফারির কাজ সম্বন্ধে) আইনভঙ্গের জন্য বা অসদাচরণের কারণে কোনো খেলোয়াড়ের নাম নোট বইয়ে টুকে রাখা। (fully) booked up (থিয়েটার, রেস্তোরাঁ প্রভৃতি সম্বন্ধে) সিট অথবা টেবিল খালি না-থাকা। (৬) (বক্তা, গায়ক; ইত্যাদি সম্বন্ধে) পূর্বে অঙ্গীকারবদ্ধ থাকার কারণে নতুন কোনো অনুষ্ঠানে যোগ দিতে অসমর্থ হওয়া। booking clerk (noun) রেলস্টেশন, থিয়েটার বা অনুরূপ স্থানে যে ব্যক্তি টিকিট বেচেন বা আসন সংরক্ষণের ব্যবস্থা করেন। booking office যে স্থানে এরূপ টিকিট বেচা হয়। bookable (আসন) যা সংরক্ষণ করা যায়।