Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word restrict Bengali definition [রিস্ট্রিক্‌ট্‌] (verb transitive) (১) restrict (to) সীমিত করা; সীমাবদ্ধ রাখাrestriction [রিস্ট্রিক্‌শ্‌ন্‌] (noun) সীমিতকরণ; বাধানিষেধ। (২) [countable noun] নিষেধাজ্ঞাrestrictive [রিস্ট্রিক্‌টিভ্‌] (adjective) নিয়ন্ত্রণপ্রবণ। restrictive practices (শিল্পবাণিজ্যে) শ্রম এবং কারিগরি শক্তি ব্যবহারে জটিলতা, যার ফলে উৎপাদনদক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। restrictively (adverb) সীমাবদ্ধ করার প্রবণতার সঙ্গে।
  • English Word restructure Bengali definition [রীস্ট্রাক্‌চা(র্‌)] (verb intransitive) নতুন কাঠামো প্রদান করা অথবা নতুনভাবে ব্যবস্থা করা
  • English Word result Bengali definition [রিজাল্‌ট্‌] (verb intransitive) (১) result (from) স্বাভাবিক পরিণতি লাভ করা; ফলে যাওয়া(২) result in ডেকে আনা; পর্যবসিত হওয়া: The present relation between the two countries will result in war. (৩) বিশেষভাবে শেষ হওয়া। □ (noun) (১) [countable noun, uncountable noun] ফলাফল(২) [countable noun] যোগফল; সমাধান (অঙ্কে)। resultant [রিজাল্‌টআন্‌ট্‌] (adjective) ফলস্বরূপ। □ (noun) [countable noun] উদ্ভূত বস্তু।
  • English Word resume Bengali definition [রিজইউম্‌ America(n) রিজূম্] (verb transitive) (১) পুনরায় শুরু করা(২) পুনরায় গ্রহণ অথবা দখল করা: He has resumed his seat.
  • English Word résumé 2 Bengali definition [রেজইউমেই America(n) রেজুমেই] (noun) [countable noun] সারসংক্ষেপ; সারবস্তু: (America(n))= curriculum vita. দ্রষ্টব্য curriculum.
  • English Word resumption Bengali definition [রিজাম্‌প্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] পুনরারম্ভ; [countable noun] পুনরায় শুরুর ঘটনা: resumption of hostilities.
  • English Word resurface Bengali definition [রীসাফিস্] (verb transitive), (verb intransitive) (১) নতুন উপরিভাগ তৈরি করা (যেমন রাস্তায়)। (২) (সাবমেরিন) পুনরায় উপরিভাগে আগমন করা
  • English Word resurgent Bengali definition [রিসাজান্‌ট্] (adjective) পুনরুত্থান শক্তিসম্পন্ন; (হার, ধ্বংসের পর) পুনরায় শৌর্যবীর্যসম্পন্ন: resurgent nationalism. resurgence [রিসাজাআন্‌স্] (noun) পুনরুত্থান; পুনর্জাগরণ।
  • English Word resurrect Bengali definition [রেজারেক্‌ট্‌] (verb transitive), (verb intransitive) (১) (পুরনো কোনো কিছুর) নতুনভাবে ব্যবহার শুরু করা; বাতিল অভ্যাস পুনরায় চালু করা: resurrect culture. (২) কবর থেকে তুলে আনা; (কথ্য) খনন করা(৩) (বিরল ব্যবহার) আবার জীবন ফিরে পাওয়া
  • English Word resurrection Bengali definition [রেজারেক্‌শ্‌ন্] (noun) [uncountable noun] (১) the Resurrection (ক) সমাধি থেকে যিশুখ্রিস্টের উত্থান। (খ) পুনরুত্থান। (২) অলস জীবন ছেড়ে নব আগমন
  • English Word resuscitate Bengali definition [রিসাসিটেইট্] (verb transitive), (verb intransitive) জ্ঞান/চেতনা ফিরিয়ে আনাresuscitation [রিসাসিটেইশ্‌ন্] (noun) [uncountable noun] নতুন জীবনদান।
  • English Word retail Bengali definition [রীটেইল্] (noun) [countable noun] খুচরা বিক্রি। দ্রষ্টব্য wholesale. □ (adverb), খুচরাভাবে: You can buy this retail or wholesale. □ (verb transitive), (verb intransitive) (১) retail (at) খুচরা বিক্রি করা(২) (শোনা কথা অথবা গুজব) খুঁটিনাটিসহ অথবা এক এক করে বিভিন্নজনের কাছে বলাretailer (noun) খুচরা বিক্রেতা।
  • English Word retain Bengali definition [রিটেইন্] (verb transitive) (১) রাখা; অব্যাহত রাখা; বজায় রাখা; যথাস্থানে রাখা(২) পয়সার বিনিময়ে সেবা লাভ করাretainer (noun) (১) (আইন সম্বন্ধীয়) (কোনো আইনজ্ঞের) সেবা লাভের জন্য ব্যয়িত অর্থ(২) (প্রাচীন প্রয়োগ) চাকর
  • English Word retake Bengali definition [রীটেইক্] (verb transitive) (past tense) retook) [রীটুক্], past participle taken [রীটেইকান্‌] পুনরায় গ্রহণ করা; পুনরায় দখল করা; পুনরায় ছবি তোলা। □ (noun) [রীটেইক্] (টিভি/চলচ্চিত্রে) পুনরায় গৃহীত ছবি; রিটেক।
  • English Word retaliate Bengali definition [রিট্যালিএইট্] (verb intransitive) retaliate (against/on/upon) দুর্ব্যহারের জবাব দুর্ব্যবহারের মাধ্যমে দেওয়া: He retaliated by kicking the other boy on the ankle. retaliation [রিট্যালিএইশ্‌ন্‌] (noun) পাল্টা দুর্ব্যবহার। retaliative [রিট্যালিআটিভ্‌ America(n) রিট্যালিএইট্]; retaliatory [রিট্যালিআটারি America(n) রিট্যাটোরি] (adjective(s) পাল্টা দুর্ব্যবহার বা এই সংক্রান্ত।
  • English Word retard Bengali definition [রিটা:ড্] (verb transitive) দমন করা; প্রতিহত করা: retard development. a mentally retarded child মানসিক প্রতিবন্ধী শিশু। retardation [রীটা:ডেইশ্‌ন্‌] (noun) দমন; প্রতিহতকরণ; প্রতিবন্ধীকরণ।
  • English Word retch Bengali definition [রেচ্] (verb intransitive) বমি বমি ভাবের ফলে ওয়াক-থু করা, কিন্তু বমি না-হওয়া
  • English Word retell Bengali definition [রীটেল্] (verb transitive) (past tense, past participle retold) [রীটোউল্ড] পুনরায় বলা; পরিবর্তিতভাবে অথবা ভিন্ন ভাষায় বর্ণনা করা: Shakespeare’s tales as retell by Lamb.
  • English Word retention Bengali definition [রিটেন্‌শ্‌ন্‌] (noun) [uncountable noun] ধারণ
  • English Word retentive Bengali definition [রিটেন্‌টিভ্‌] (adjective) retentive (of) ধারণক্ষমretentively (adverb) retentiveness (noun) ধারণক্ষমতা।
  • English Word rethink Bengali definition [রীথিঙ্ক্‌] (verb transitive), (verb intransitive) (past tense, past participle thought [রীথোট্]) পুনরায় ভাবা; পুনরায় বিবেচনা করা। □ (noun) [রীথিঙ্ক্‌] (কথ্য) পুনর্ভাবনা: compelled him to rethink.
  • English Word reticent Bengali definition [রেটিস্‌ন্‌ট্‌] (adjective) স্বল্পভাষী; গুরুগম্ভীর: He seemed strangely reticent about his past. reticently (adverb) reticence [রেটিস্‌ন্‌স্] (noun) [uncountable noun] স্বল্পভাষিতা; বাকসংযম।
  • English Word reticulate Bengali definition [রিটিকিয়ুলেইট্] (verb transitive), (verb intransitive) আগের মতো খোপ খোপ করা; জালি করা। □ (adjective) [রিটিকিয়ুলাট্‌] জালের মতো খোপ; খোপবিশিষ্ট; জালির মতো। reticulation [রিটিকিয়ুলেইশ্‌ন্] (noun) (প্রায়ই plural) জালি।
  • English Word reticule Bengali definition [রিটিকিয়ুল্‌] (noun) (অচলিত) ভ্যানিটি ব্যাগ
  • English Word retina Bengali definition [রেটিনা America(n) রেটানা] (noun) (plural 'retinas' বা 'retinae' [রেটিনী]) [countable noun] রেটিনা; অক্ষিপট
  • English Word retinue Bengali definition [রেটিনইউ America(n) রেটানূ] (noun) [countable noun] উচ্চপদস্থ কর্মচারীর ভ্রমণসঙ্গীবৃন্দ (অফিসার, চাকরবাকরসহ)।
  • English Word retire Bengali definition [রিটাইআ(র্‌)] (verb intransitive), (verb transitive) (১) retire (from) (to) সরে দাঁড়ানো; চলে যাওয়া(২) retire (to bed) (আনুষ্ঠানিক) শয্যাগ্রহণ করা(৩) (সামরিক) তুলে নেওয়া; পিছু হটা(৪) অবসর গ্রহণ করা(৫) অবসর প্রদান করা(৬) retire from the world সন্ন্যাসী হওয়াretire into oneself নিজেকে গুটিয়ে নেওয়া; সমাজবিচ্ছিন্ন হয়ে আত্মমগ্ন হওয়া। □ (noun) তাঁবু তুলে নেওয়া অথবা পিছু হটার জন্য (বিউগল বাজিয়ে) সামরিক বাহিনীর সংকেতবিশেষ। retired (adjective) (১) অবসরপ্রাপ্ত(২) নিঃসঙ্গ; প্রশান্তretiring (adjective) অসামাজিক: Every body treat her a girl of a retiring. retirement (noun) (১) [uncountable noun] অবসর; নিঃসঙ্গতা; গণবিচ্ছিন্নতা(২) [uncountable noun] অবসর-জীবনgo into retirement অবসর গ্রহণ করা। (৩) [countable noun] এ ধরনের অবসরretirement pension= old-age pension. দ্রষ্টব্য pension.
  • English Word retool Bengali definition [রীটূল্‌] (verb transitive) (কলকারখানা) যন্ত্রসজ্জিত করা
  • English Word retort 1 Bengali definition [রিটোট্‌] (noun) [countable noun] (১) গলাওয়ালা জগ(২) পারদ বিশুদ্ধকরণ অথবা গ্যাস তৈরিতে ব্যবহৃত পাত্রবিশেষ
  • English Word retort 2 Bengali definition [রিটোট্] (verb transitive), (verb intransitive) (১) জবাব দেওয়া; প্রতিবাদ করা(২) (আনুষ্ঠানিক বিরল) সমুচিত জবাব দেওয়া। □ (noun) [uncountable noun] retorting (noun) উচিত জবাব।