R পৃষ্ঠা ২০
- English Word reprisal Bengali definition [রিপ্রাইজ্ল্] (noun) (১) [uncountable noun] প্রত্যাঘাত। (২) (plural) এক দেশের প্রতি অন্য দেশের যুদ্ধকালীন অন্যায়ের সমুচিত জবাব।
- English Word reproach Bengali definition [রিপ্রোউচ্] (verb transitive) reproach somebody (for/with something) (দুঃখী স্বভাবের অথবা দুঃখবাদী লোকদের) নিন্দা করা। □ (noun) (১) [uncountable noun] নিন্দা; ভর্ৎসনা। (২) কটুবাক্য; গালাগাল। (৩) অপমানজনক অবস্থা। above/beyond reproach ৪ নিখুঁত; অনিন্দ্য। (৪) [countable noun] reproach to অপমানসূচক; মানহানিকর। reproachful [রিপ্রোউচ্ফ্ল্] (adjective) নিন্দনীয়। reproachfully [রিপ্রোউচ্ফালি] (adverb) তীব্র নিন্দা বা ভর্ৎসনার সঙ্গে।
- English Word reprobate Bengali definition [রেপ্রাবেইট্] (verb transitive) কোনো অবস্থাতে অনুমোদন না-করা; প্রত্যাখ্যান করা। □ (noun) অনুমোদন লাভে ব্যর্থ ব্যক্তি; নৈতিক চরিত্রের কারণে অশ্রদ্ধেয় ব্যক্তি। reprobation [রেপরাবেইশ্ন্] (noun) [uncountable noun] অননুমোদন; প্রত্যাখ্যান।
- English Word reproduce Bengali definition [রীপ্রাডইঊস America(n) রীপ্রাডূস] (verb transitive), (verb intransitive) (১) পুনরায় দর্শন, শ্রবণ ইত্যাদির ব্যবস্থা করা: reproduce music from tape. (২) বংশবৃদ্ধি করা। (৩) নতুনভাবে গজানো (হারানো অঙ্গপ্রত্যঙ্গ)। reproducer (noun) পুনরুৎপাদনকারী। reproducible (adjective) পুনরায় উৎপাদন করা যায় এমন। reproduction [রীপ্রাডাকশ্ন্] (noun) [uncountable noun] পুনরুৎপাদন; পুনর্জনন। reproductive [রীপ্রাডাকটিভ্] (adjective) পুনরুৎপাদনশীল।
- English Word reproof Bengali definition [রিপ্রূফ্] (noun) (১) [uncountable noun] নিন্দা; ভর্ৎসনা। (২) [countable noun] তিরস্কার অথবা অননুমোদনের অভিব্যক্তি।
- English Word reprove Bengali definition [রিপ্রূভ্] (verb transitive) reprove somebody (for something) কাউকে দোষারোপ করা; কাউকে কটুরাক্য বলা; ভর্ৎসনা করা। reprovingly (adverb) তিরস্কারের ভঙ্গিতে।
- English Word reptile Bengali definition [রেপ্টাইল্ America(n) রেপ্ট্ল্] (noun) সরীসৃপ। reptilian [রেপটিলিআন্] (adjective) সরীসৃপসংক্রান্ত অথবা সরীসৃপের মতো। republic [রিপাব্লিক্] (noun) (১) প্রজাতন্ত্র। (২) সদস্যদের সমান সুযোগ-সুবিধা আছে এমন সমাজ। banana reptile (noun) (নিন্দার্থে) ছোট দেশবিশেষ, যে দেশের অর্থনীতি একটিমাত্র শস্যের উপর (যেমন কলা) নির্ভরশীল।
- English Word republican Bengali definition [রিপাব্লিকান্] (adjective) প্রজাতন্ত্রের নীতিমালা সমর্থনসংক্রান্ত। □ (noun) (১) প্রজাতন্ত্র সমর্থক ব্যক্তি। (২) Republican মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল রিপাবলিকের সদস্য। republicanism [রিপাব্লিকান্ইজাম্] (noun) [uncountable noun] প্রজাতন্ত্র মতবাদে আস্থা।
- English Word repudiate Bengali definition [রিপিয়ূডিএইট্] (Verb transitive) (১) নিজের বলে অস্বীকার করা; আর কিছু করণীয় নেই এমন বলা; ত্যাজ্য করা: repudiate a son. (২) অস্বীকৃতি জানানো। (৩) ঋণ পরিশোধে অস্বীকৃতি জানানো। repudiation [রিপিয়ূডিএইশ্ন্] (noun) অস্বীকৃতি।
- English Word repugnant Bengali definition [রিপাগ্নান্ট্] (adjective) repugnant (to) বিস্বাদ; অপছন্দনীয়। repugnance [রিপাগ্নান্স্] (noun) [uncountable noun] repugnant (to) প্রবল অনীহা; অপছন্দ অথবা বিস্বাদ।
- English Word repulse Bengali definition [রিপাল্স্] (verb transitive) (১) (শত্রুদের) পিছু হটতে বাধ্য করা; সফলতার সঙ্গে (আক্রমণ) প্রতিরোধ করা। (২) (কারো সাহায্য-সহযোগিতা) গ্রহণ করতে অস্বীকার করা; অবন্ধুসুলভ আচরণের দ্বারা (কোনো ব্যক্তিকে) নিরুৎসাহিত করা। □ (noun) প্রতিরোধ; অস্বীকৃতি। repulsion [রিপাল্শ্ন্] (noun) [uncountable noun] (১) অপছন্দের মনোভাব অথবা অরুচি (আহারে)। (২) (শারীরবিদ্যা) বিকর্ষণ।
- English Word repulsive Bengali definition [রিপাল্সীভ্] (adjective) (১) বিরক্তিকর; ঘৃণ্য; বীভৎস। (২) (শারীরবিদ্যা) বিকর্ষী: repulsive forces. repulsively (adverb)
- English Word reputable Bengali definition [রেপ্ইউটাব্ল্] (adjective) শ্রদ্ধেয়; সুখ্যাত। reputably [রেপ্ইউটাআব্লি] (adverb) সুখ্যাতির সঙ্গে।
- English Word reputation Bengali definition [রেপিয়ূটেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] খ্যাতি; যশ। live up to one’s reputation সুনাম অক্ষুণ্ণ রেখে চলা।
- English Word repute Bengali definition [রিপিয়ূট্] (verb transitive) (সাধারণত passive) be reputed as/to be সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া: She is reputed to be the best singer of the country. reputed (attributive(ly)) (adjective) সাধারণ বিবেচনায় কোনো কিছু (অথচ কিছুটা সন্দেহ আছে এমন)। □ (noun) (১) [uncountable noun] সুখ্যাতি/কুখ্যাতি। (২) সুখ্যাতি। repute reputedly (adverb)
- English Word request Bengali definition [রিকোএস্ট্] (noun) (১) [uncountable noun] অনুরোধ। (২) [countable noun] অনুগ্রহ প্রার্থনা। (৩) [countable noun] আবেদন। (৪) [uncountable noun] in request কোনো কিছু চাওয়া হয়েছে এমন। □ (verb transitive) request something (from/of somebody); request somebody to do something অনুরোধ করা; অনুরোধ জানানো।
- English Word requiem Bengali definition [রিক্যুইআম্] (noun) [countable noun] মৃত ব্যক্তির আত্মার সদ্গতির উদ্দেশ্যে নিবেদিত প্রার্থনা (সংগীত)।
- English Word require Bengali definition [রিকয়্যা(র্)] (verb transitive) (১) দরকার পড়া/হওয়া; চাওয়া। (২) require something (of somebody); require somebody to do something; require that (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া। requirement (noun) প্রয়োজন।
- English Word requisite Bengali definition [রেক্যুইজিট্] (noun), (adjective) requisite (for) প্রয়োজনীয়; অপরিহার্য।
- English Word requisition Bengali definition [রেক্যুইজিশ্ন্] (noun) [Uncountable noun] প্রয়োজনীয় কিছু চাওয়া; [countable noun] (কোনো কিছুর জন্য) লিখিত চাহিদা: We cannot meet his requisitions. □ (verb transitive) requisition (for) ফরমাশ দিয়ে লাভ করা; (কাউকে) তলব করা; (যুদ্ধের সময়) সরবরাহ লাভের উদ্দেশ্যে কোনো এলাকা দখল করা।
- English Word requite Bengali definition [রিকোয়াইট] (verb transitive) requite something/somebody (with something) (আনুষ্ঠানিক) (১) শোধ করা; প্রতিদান দেওয়া। (২) প্রতিশোধ গ্রহণ করা। requital [রিকোয়াইট্ল্] (noun) [uncountable noun] পরিশোধ; ক্ষতিপূরণ; প্রতিশোধ।
- English Word rerun Bengali definition [রীরান্] (noun) (সিনেমা ও টিভি) পুনঃপ্রচার। □ verb transitive) noun(s) পুনঃপ্রচার করা।
- English Word rescind Bengali definition [রিসিন্ড্] (verb transitive) (আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা।
- English Word rescript Bengali definition [রীস্ক্রিপ্ট্] (noun) [countable noun] (১) সরকারি অনুশাসন অথবা ডিক্রি জারি। (২) (আইন ও নৈতিকতা প্রশ্নে) পোপের সিদ্ধান্ত।
- English Word rescue Bengali definition [রেস্ক্যিউ] (verb transitive) rescue somebody from something/somebody উদ্ধার করা; মুক্ত করা; পুনরুদ্ধার করা। □ (noun) [uncountable noun] উদ্ধার কাজ। come/go to the rescue/to somebody’s rescue কাউকে সহায়তা প্রদান। [countable noun] এ ধরনের উদাহরণ। rescuer (noun) উদ্ধারকারী।
- English Word research Bengali definition [রিসাচ্ America(n) রীসাচ্] (noun) [uncountable noun, countable noun] (many অথবা সংখ্যার সঙ্গে সাধারণত ব্যবহৃত হয়না) গবেষণা; গভীর অনুসন্ধান। □ (verb intransitive) research (into) গবেষণা করা। researcher (noun) গবেষক; সন্ধানকারী।
- English Word reseat Bengali definition [রীসীট্] (verb transitive) (১) নতুন আসন সরবরাহ করা। (২) পুনরায় আসন গ্রহণ করা; পুনরায় বসা।
- English Word resemblance Bengali definition [রিজেম্ব্লান্স্] (noun) (১) [Uncountable noun] সাদৃশ্য; মিল। (২) [Countable noun] সাদৃশ্যের মাত্রা: The twins show great resemblances.
- English Word resemble Bengali definition [রিজেম্ব্ল্] (verb transitive) সদৃশ হওয়া; (চেহারায়) মিল হওয়া।
- English Word resent Bengali definition [রিজেন্ট্] (verb transitive) তিক্ততা অনুভব করা; রাগান্বিত হওয়া; অসন্তুষ্ট হওয়া। resentful [রিজেন্ট্ফ্ল্] (adjective) ক্ষুব্ধ; অসন্তুষ্ট। resentfully [রিজেন্ট্ফালি] (adverb) resentment (noun) অসন্তুষ্টি; বিরতি; অপমানবোধ।