Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word rename Bengali definition [রীনেইম্‌] (verb transitive) নতুন নামকরণ করা
  • English Word renascence Bengali definition [রিন্যাস্‌ন্‌স্‌] (noun)= renaissance (২). renascent [রিন্যাস্‌ন্‌ট্] (adjective) পুনর্জায়মান
  • English Word rend Bengali definition [রেন্‌ড্‌] (verb transitive) (past tense, past participle rent [রেন্‌ট্]) (১) বিদীর্ণ করা; ফাড়া; চেরা: a country rent (in two) by civil war. (২) ছিনিয়ে নেওয়া: Children rent from their mother’s arms.
  • English Word render Bengali definition [রেন্‌ডা(র্‌)] (verb transitive) (১) render something (to somebody) প্রতিদানের বা বিনিময়ে দেওয়া; পাওনা পরিশোধ করা: render thanks to God; render help, সাহায্য-সহযোগিতাদান করা; render up (=surrender) a fort to the enemy. (২) পেশ/উপস্থাপন/দাখিল করা: an account rendered. render an account of oneself/one’s behaviour ব্যাখ্যা করা; যৌক্তিকতা ব্যাখ্যা করা। (৩) (কোনো অবস্থায়) নিয়ে যাওয়া: rendered helpless, অসহায় হয়ে পড়া। (৪) (নাটক, সংগীত) পরিবেশন করা; (চরিত্রে) অভিনয় করা বা চরিত্রকে রূপদান করা; ভাষান্তর/রূপান্তর করা: render a piano solo; render Hamlet. (৫) render something (down) গলিয়ে স্বচ্ছ করা: render butter/lard. (৬) (ইট, পাথর) প্রথম পলস্তারা দিয়ে ঢাকা; প্রথম আস্তর করাrendering [রেন্‌ডারিঙ্] (noun) (১) [countable noun] পরিবেশনা; অভিনয়; উপস্থাপনা; তরজমা(২) [uncountable noun] পলস্তারার প্রথম লেপ
  • English Word rendezvous Bengali definition [রন্‌দিভ্‌] (noun) (plural rendezvous [রন্‌দিভ্‌জ্]) [countable noun] (১) একটি সম্মত সময়ে পরস্পর সাক্ষাৎ এবং ঐরূপ সাক্ষাতের স্থান; সংকেতস্থান(২) যে স্থানে লোকে প্রায়ই মিলিত হয়; মিলনস্থল; a rendezvous for lovers/writers. □ (verb intransitive) সংকেতস্থানে মিলিত হওয়া: rendezvous in a cafe.
  • English Word rendition Bengali definition kurd
  • English Word renegade Bengali definition [রেনিগেইড্‌] [countable noun] স্বধর্মত্যাগী; (রাজনৈতিক) দলত্যাগী; রিশ্বাসঘাতক; ধর্মভ্রষ্ট; পাষণ্ড: (attributive(ly)) a renegade priest. □ (verb intransitive) স্বধর্ম/স্বদল ত্যাগ করা; ধর্মভ্রষ্ট হওয়া।
  • English Word renege, renegue Bengali definition [রিনীগ্‌] (verb intransitive) (১) (তাস খেলায়) অন্য খেলোয়াড় যে রঙের তাস খেলেছে, হাতে থাকা সত্ত্বেও সেই রঙের তাস না-খেলা(২) renege on (কথা) না-রাখা
  • English Word renew Bengali definition [রিন্যিঊ America(n) রিনূ] (verb transitive) (১) পুনরায় নতুন করা; নবজীবন ও বীর্য দান করা; নবায়িত করা: renew one’s youth, নবযৌবন লাভ করা। with renewed enthusiasm, নব উৎসাহে। (২) পুনরায় পাওয়া, দেওয়া, করা বা বলা; নবায়ন করা: renew a lease/licence. (৩) (একই জাতীয় বস্তু দিয়ে) শূন্যতা পূর্ণ করা: renew one’s supplies of victuals. renewable [রিন্যিঊআব্‌ল্] (adjective) নবায়নযোগ্য। renewal [রিন্যিঊআল্ America(n) রিনূআল্‌] (noun) [uncountable noun] নবায়ন; পুনরারম্ভ; নবায়িত কিছু।
  • English Word rennet Bengali definition [রেনিট্] (noun) [Uncountable noun] দুধ থেকে ছানা বের করার বস্তুবিশেষ; দম্বল; দধিবীজ; দইয়ের সাজা
  • English Word renounce Bengali definition [রিনাউন্‌স্] (verb transitive) (১) আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা: renounce one’s faith; renounce the world, সংসার ত্যাগ করা। (২) (দাবি, অধিকার, দখল ইত্যাদি) আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া বা ছেড়ে দিতে সম্মত হওয়া: renounce one’s claim to the throne. (৩) অস্বীকার করা; স্বীকার না-করা; ত্যাগ করা: renounce one’s sons, ত্যাজ্যপুত্র করা।
  • English Word renovate Bengali definition [রেনাভেইট্‌] (verb transitive) প্রাচীন ভবন, তৈলচিত্র ইত্যাদি ভালো বা মজবুত অবস্থায় ফিরিয়ে আনা; জীর্ণসংস্কার/নবায়ন করাrenovator [রেনাভেইটা(র্‌)] (noun) যে নবায়ন করে; জীর্ণসংস্কারক। renovation [রেনাভেইশ্‌ন্‌] (noun) [uncountable noun, countable noun] জীর্ণসংস্কার।
  • English Word renown Bengali definition [রিনাউন্‌] (noun) [Uncountable noun] খ্যাতি; যশ; সুনাম; বিশ্রুতিrenowned (adjective) বিখ্যাত; প্রখ্যাত; লব্ধপ্রতিষ্ঠ; ব্যাপক পরিচিত; সুনামখ্যাত: renewed teacher.
  • English Word rent 1 Bengali definition [রেন্‌ট্‌] (noun) [Countable noun, uncountable noun] ভাড়াrent-collector (noun) ভাড়া-সংগ্রহকারী। rent-free (adjective), (adverb) ভাড়ামুক্ত; বিনাভাড়ায়: a rent-free room. rent-rebate (noun) ভাড়া-ছাড়। rent-roll (noun) (ক) কারো ভূমি, দালানকোঠা ও সেসব থেকে প্রাপ্তব্য ভাড়ার তালিকা। (খ) ভূসম্পত্তির সামগ্রিক আয়। □ (verb transitive), (verb intransitive) (১) rent (from/to) ভাড়া দেওয়া; নেওয়া(২) ভাড়া হওয়াrentable (adjective) ভাড়াযোগ্য। rental [রেন্‌ট্‌ল্] (noun) [Countable noun] ভাড়ার টাকা।
  • English Word rent 2 Bengali definition [রেন্‌ট্] (noun) [Countable noun] (১) জামাকাপড়ের ছেঁড়া জায়গা(২) (লাক্ষণিক) রাজনৈতিক দলে ভাঙন অথবা দলাদলি
  • English Word rent 3 Bengali definition [রেন্‌ট্‌] rend- এর past tense, past participle
  • English Word renunciation Bengali definition [রিনানসিএইশ্‌ন্] (noun) [Uncountable noun] দাবিত্যাগ; আত্মঅস্বীকৃতি
  • English Word reopen Bengali definition [রীওপান] (verb transitive), (verb intransitive) বন্ধ বা ছুটির পর পুনরায় খোলা
  • English Word reorganize, reorganise Bengali definition [রীঅগানাইজ্‌] (verb transitive), (verb intransitive) পুনর্গঠিত করা
  • English Word reorientate Bengali definition [রীঅরিআন্‌টেইট্] (অপিচ reorient [রীঅরিআন্‌ট্]) (verb transitive), (verb intransitive) পুনরায় পূর্বমুখী করা; নতুন পরিবেশের সঙ্গে পুনরায় পরিচিত হওয়া/করানো
  • English Word rep 1, repp Bengali definition [রেপ্] (noun) [Uncountable noun] বিছানার চাদর এবং অন্যান্য আচ্ছাদনে ব্যবহৃত মোটা কাপড়বিশেষ
  • English Word rep 2 Bengali definition [রেপ্‌] (noun) (কথ্য, সংক্ষিপ্ত) বাণিজ্যিক প্রতিনিধি
  • English Word rep 3 Bengali definition [রেপ্] (noun) স্থায়ী নাট্যদল অর্থাৎ repertory company- এর কথ্য ও সংক্ষিপ্ত রূপ।
  • English Word repair 1 Bengali definition [রিপেআ(র্‌)] (verb intransitive) (১) মেরামত করা(২) শুদ্ধ করা। □ (noun) (১) [Uncountable noun] মেরামতকর্ম(২) (plural) মেরামত কাজ অথবা প্রক্রিয়াrepair able [রিপেআব্‌ল্] (adjective) মেরামতযোগ্য। repairer (noun) মেরামতকারী: boot and shoe repairs.
  • English Word repair 2 Bengali definition [রিপেআ(র্‌)] (verb intransitive) (আনুষ্ঠানিক) (ঘন ঘন এবং অনেকে একত্রে) যাওয়া
  • English Word reparable Bengali definition [রেপারাব্‌ল্] (adjective) মেরামতযোগ্য; ক্ষতিপূরণযোগ্য
  • English Word reparation Bengali definition [রেপারেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun] ক্ষতিপূরণ; (plural) পরাজিত শত্রুর কাছে যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য দাবিকৃত খেসারত।
  • English Word repartee Bengali definition [রেপা:টী] (noun) [Countable noun] বুদ্ধিদীপ্ত জবাব; [Uncountable noun] মুখে মুখে সমুচিত জবাবদান: The folk-singer is good at repartee.
  • English Word repatriate Bengali definition [রীপ্যাট্‌রিএইট্ America(n) রীপেইট্‌রিএইট্] (verb intransitive) প্রত্যাবাসনের ব্যবস্থা করা: The government will try to repatriate the stranded army. □ (noun) repatriated person প্রত্যাবাসিত ব্যক্তি। repatriation [রীপ্যাট্‌রিএইশ্‌ন্‌ America(n) রীপেইট্‌রিএইশ্‌ন্‌] (noun) প্রত্যাবাসন।
  • English Word repay Bengali definition [রিপেই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle repaid) [রিপেইড্‌] (১) (টাকা) ফেরত দেওয়া; ফেরত পাওয়া; পরিশোধ করা(২) repay something; repay somebody (for something) বিনিময়ে দেওয়া: He has repaid him for his help. (৩) বিনিময়ে সুবিচার করা: God will repay. repayable [রিপেইআব্‌ল্] (adjective) ফেরতযোগ্য; পরিশোধযোগ্য। repayment (noun) [uncountable noun] পরিশোধ।