• Bengali Word reserve 1 English definition [রিজাভ্‌] (noun) ১ ভবিষ্যৎ সঞ্চয়: the bank’s reserve.
    (২) [countable noun] (সামরিক) রিজার্ভ সৈন্য; প্রয়োজনে ব্যবহারের জন্য রক্ষিত সামরিক বাহিনী। (৩) the Reserve জরুরি প্রয়োজনে তলব করার জন্য রক্ষিত অনিয়মিত সৈন্য। (৪) [uncountable noun] in reserve অব্যবহৃত কিন্তু প্রয়োজনে পাওয়া যাবে এমন। (৫) বিশেষ প্রয়োজনে সংরক্ষিত এলাকা। (৬) [countable noun, uncountable noun] আপত্তি অথবা নিষেধ; সীমাবদ্ধতা: We cannot accept it without reserve. (৭) [uncountable noun] সংযম; মনোভাব সংবরণ। reservist [রিজাভিস্‌ট্] (noun) সংরক্ষিত সেনাবাহিনীর সদস্য।