P পৃষ্ঠা ৮
- English Word parsnip Bengali definition [পা:সনিপ্] (noun) [Countable noun] (সবজি হিসেবে ব্যবহৃত) লম্বা, সাদা বা-হলুদাভ শিকড়।
- English Word parson Bengali definition [পা:স্ন্] (noun) প্যারিশের যাজক; (কথ্য) যেকোনো যাজক। parsonage [পা:স্ন্ইজ্] (noun) যাজকের বাসভবন।
- English Word part 1 Bengali definition [পা:ট্] (noun) [Countable noun] (১) (indefinite article ব্যতিরেকে প্রায়ই 'singular') কিছু অংশ; I spent part of the day washing my clothes. Parts of the country were affected by the drought. for the most part অধিকাংশ ক্ষেত্রে; বেশিরভাগ। in part কিছু পরিমাণে; কিছু মাত্রায়। part-owner (noun) শরিক; অংশীদার। part-time (adjective), (adverb) দিনের বা সপ্তাহের কিছু সময়ের জন্য; খণ্ডকালীন: part-time teaching, যথা সপ্তাহে দুদিন বা তিনদিনের জন্য। part-timer (noun) (২) (plural) অঞ্চল; এলাকা: in these parts এই অঞ্চলে; এই এলাকায়। (৩) সমানভাগে ভাগ-করা অংশসমূহের যেকোনোটি: A second is the sixtieth part of a minute. (৪) কোনো কর্মকাণ্ডে কারো অংশ; কারো দায়িত্ব বা কর্তব্য; অভিনেতা/অভিনেত্রীর ভূমিকা: He played no small part (= a great part) in organising the conference. The actress played her part well. play a (big, small, etc) part (in something) কোনো কিছুতে জড়িত থাকা বা অবদান রাখা: He had a big part to play in making the peace rally a success. take part (in) অংশ নেওয়া; সাহায্য করা: take part in a discussion/rally. (৫) বিবাদ, লেনদেন, চুক্তি, পারস্পরিক আয়োজন ইত্যাদিতে পক্ষ নেওয়া। take somebody’s part; take the part of somebody কারো পক্ষ নেওয়া: He took his friend’s part. for my part আমার ব্যাপারে (বলতে হলে), আমার দিক থেকে: For my part, I see no harm in your leaving teaching and joining the legal profession. on my/his/your etc part; on the part of (Mr A, etc) আমার/তার/তোমার ইত্যাদির পক্ষ থেকে: He on his part did his best to make her happy. (৬) take something in good part (কোনো কিছুতে) ক্ষুব্ধ বা ক্ষুণ্ণ না-হওয়া। (৭) বইপত্রের অধ্যায়, পর্ব, কাণ্ড; কিস্তি আকারে প্রকাশিত বইয়ের প্রতিটি কিস্তি। (৮) কোনো কিছুর অপরিহার্য অংশ। (spare) part খুচরা যন্ত্রাংশ: a (spare) part for one’s car. (৯) (সংগীত) সংগীতাংশ: orchestral parts. part-singing, part-song (noun(s)) তিন বা ততোধিক কণ্ঠে তিন বা ততোধিক অংশে গাওয়া (গান)। (১০) (ব্যাকরণ) part of speech বাক্যের অন্তর্গত বিশেষ্য, বিশেষণ প্রভৃতি শব্দ বা পদ। (১১) a man/woman of (many) parts গুণবান/গুণবতী লোক/মহিলা। □ (adverb) কিছু পরিমাণে; আংশিকভাবে; অংশত: made part of iron and part of wood (সাধারণত part iron and part wood), কিছু পরিমাণে লোহা ও কিছু পরিমাণে কাঠ দিয়ে তৈরি, অংশত লোহা ও (অংশত) কাঠ দিয়ে তৈরি। partly (adverb) (একই অর্থে)।
- English Word part 2 Bengali definition [পা:ট্] (verb transitive), (verb intransitive) (১) বিভক্ত করা বা বিভক্ত হওয়া; বিচ্ছিন্ন করা বা বিচ্ছিন্ন হওয়া: He parted the two fighters. The crowd parted and let him through. Let us part friends, পরস্পরের থেকে সরে যাই, তবে শত্রুতার মনোভাব নিয়ে নয়। part company (with somebody) (ক) সম্পর্ক ছিন্ন করা। (খ) ছেড়ে যাওয়া; বিচ্ছিন্ন হওয়া। (গ) ভিন্নমত পোষণ করা: On most matter they agreed, but on the issue of free mixing, he parted company with other. (২) part with পরিত্যাগ করা, দান বা বিতরণ করা: She hates to part with her money, কাউকে দিতে চায় না, খরচ করতে চায় না। part one’s hair পাট করে বা মাঝখান দিয়ে সিঁথি করে চুল আঁচড়ানো। parting (noun) (১) [countable noun] সিঁথি। (২) [Countable noun, Uncountable noun] প্রস্থান; বিদায়গ্রহণ: (attributive(ly)) her parting words, বিদায়কালের কথা। at the parting of the ways পথের সংযোগস্থলে; (লাক্ষণিক) যখন একাধিক পথের (কর্মপন্থার) কোনো একটিকে বেছে নিতে হয়। parting shot= Parthian shot, দ্রষ্টব্য Parthian.
- English Word partake Bengali definition [পা:টেইক্] (verb intransitive) partake of something (প্রা. আনুষ্ঠানিক) (১) অংশ নেওয়া; অংশীদার হওয়া: They partook of our triumph. I partook of his meal. (২) (কারো/কোনো কিছুর প্রকৃতির বা বৈশিষ্ট্যের) আংশিক অধিকারী হওয়া: His manner partakes of arrogance.
- English Word parterre Bengali definition [পা:টেআ(র্)] (noun) (১) বাগানের যে সমতল অংশে লন তৈরি করা হয় ও ফুলের চাষ করা হয়। (২) (নাট্যশালায়) অর্কেস্ট্রা বা বাদকদলের ঠিক পিছনে দর্শকের স্থান।
- English Word parthenogenesis Bengali definition [পা:থিনোউজেনাসিস্] (noun) যৌনমিলন ছাড়া বংশবিস্তার।
- English Word Parthian Bengali definition [পা:থিআন্] (adjective) Parthian shot/shaft (লাক্ষণিক) বিদায়কালে কোনো প্রশ্নের উত্তর হিসেবে বলা শেষ কথা বা শেষ কাজ; শেষ উত্তর।
- English Word parti-coloured Bengali definition (America(n): parti-colored) [পা:টিকালাড্] (adjective) নানাবর্ণে রঞ্জিত; বহুবর্ণ।
- English Word partial Bengali definition [পা:শ্ল্] (adjective) (১) আংশিক; অসম্পূর্ণ: a partial success. (২) partial (towards) কোনো ব্যক্তি বা পক্ষবিশেষের প্রতি অত্যধিক আনুকূল্য প্রদর্শন করে এমন; পক্ষপাতপূর্ণ: officials who are partial towards people from their own localities. (৩) partial to পছন্দ করে এমন; অনুরক্ত: partial to Chinese food. partially [পা:শালি] (adverb) (১) অংশত; অসম্পূর্ণভাবে: partially done. (২) পক্ষপাতপূর্ণভাবে। partiality [পা:শিঅ্যালাটি] (noun) (১) [Uncountable noun] পক্ষপাত; আনুকূল্য। (২) partiality for [Countable noun] পছন্দ; অনুরাগ: a partiality for French films.
- English Word participate Bengali definition [পা:টিসিপেইট্] (verb intransitive) participate (in) অংশীদার হওয়া; অংশ নেওয়া: participate in the mass movement; participate in a competition. participant [পা:টিসিপান্ট্] (noun) অংশগ্রহণকারী ব্যক্তি। participation [পা:টিসিপেইশ্ন্] (noun) [Uncountable noun] অংশগ্রহণ।
- English Word participle Bengali definition [পা:টিসিপ্ল্] (noun) (ব্যাকরণ) ক্রিয়াপদ থেকে গঠিত বিশেষণ: ‘breaking’ ও ‘broken’ -এই দুটি ক্রিয়ারূপ ‘break’ ক্রিয়ার যথাক্রমে present ও past participte. participial [পা:টিসিপিআল্] (adjective) উক্ত ক্রিয়ারূপমূলক: a participle adjective, যথা ‘The rising sun’ - এই কথাটিতে ‘rising’.
- English Word particle Bengali definition [পা:টিক্ল্] (noun) (১) কণা; কণিকা: particles of dust; ন্যূনতম পরিমাণ: He doesn’t have a particle of sense. elementary particle (পদার্থবিদ্যা) অণুর মৌলিক উপাদান। (২) (ব্যাকরণ) a, an, the বা up, in, out বা or বা un-, in-, -ness, -ly ইত্যাকার article, preposition, conjunction বা affix; অপ্রধান পদ।
- English Word particular Bengali definition [পাটিকিউলা(র্)] (adjective) (১) অন্যদের বা অন্যগুলোর থেকে স্বতন্ত্র কোনো এক: in this particular case. (২) বিশেষ; লক্ষণীয়; বিশিষ্ট: for no particular reason; take particular interest in something. in particular বিশেষভাবে: I knew one of them in particular. (৩) একেবারে নিখুঁত, অত্যন্ত সতর্ক ও নির্ভুল: We want a full and particular account of what you saw. (৪) particular (about/over) খুঁতখুঁতে: She’s particular about what she wears. go into particulars বিস্তারিত বিবরণ দেওয়া। particularly (adverb) বিশেষভাবে: He particularly mentioned your name. particularity [পাটিকিউল্যারাটি] (noun) যথাযথতা; পুঙ্খানুপুঙ্খতা। particularize, particularise [পাটিকিউল্যারআইজ্] (verb transitive), (verb intransitive) বিশেষভাবে বা একে একে নাম বলা।
- English Word parting Bengali definition [পা:টিঙ্] দ্রষ্টব্য part 2
- English Word partisan Bengali definition [পা:টিজ্যান America(n) পা:টিজ্ন্] (noun) (১) কোনো দল, গোষ্ঠী বা ব্রতের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তি। (২) শত্রুসেনা কর্তৃক অধিকৃত দেশের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের সদস্য: partisan troops. □ (adjective) কোনো ব্রত বা আদর্শের প্রতি অন্ধভাবে অনুগত; গোঁড়া: The partisan teacher thought the student was lazy. partisanship [পা:টিজ্যানশিপ্] (noun)
- English Word partition Bengali definition [পা:টিশ্ন্] (noun) (১) [Uncountable noun] বিভাজন; পার্টিশন: the partition of India in 1 9 4 7. (২) [Uncountable noun] বিভাজক; বিশেষত দুই বা ততোধিক ঘরের মধ্যবর্তী হালকা দেওয়াল বা পার্টিশন। (৩) বিভাজনের ফলে সৃষ্ট অংশ; বিভাগ; শাখা। □ (verb transitive) partition (something off) শাখায় বিভক্ত করা; অংশে অংশে ভাগ করা; মাঝখানে দেওয়াল তুলে আলাদা করা।
- English Word partitive Bengali definition [পা:টিটিভ্] (noun), (adjective) সমষ্টির অংশ নির্দেশক বা বিয়োজক (শব্দ): ‘Some’ is a partitive.
- English Word partner Bengali definition [পা:ট্না(র্)] (noun) (১) (বিশেষত ব্যবসার) অংশীদার: profits shared equally among all the partners; active partner; partners in crime. sleeping partner, দ্রষ্টব্য sleep 2 (২). (২) দ্বৈতনাচের সঙ্গী; টেনিস বা তাস খেলায় খেলোয়াড়ের সঙ্গী; স্বামী বা স্ত্রী। □ (verb transitive) (কোনো কিছুর) অংশীদার হওয়া বা করা; (কারো) সঙ্গী, অংশী, স্বামী বা স্ত্রী হওয়া অথবা করা। partnership [পা:ট্না(র্)শিপ্] (noun) [Uncountable noun] অংশীদারিত্ব (partner-এর সব অর্থে); [Countable noun] যৌথ ব্যবসা: enter into partnership (with somebody).
- English Word partook Bengali definition [পা:টুক্] দ্রষ্টব্য partake.
- English Word partridge Bengali definition [পা:ট্রিজ্] (noun) [Countable noun] তিতিরজাতীয় পাখি; [Countable noun] এই পাখির মাংস।
- English Word parturition Bengali definition [পা:টিউরিশ্ন্ America(n) পা:চুরিশ্ন্] (noun) [Uncountable noun] প্রসব।
- English Word party Bengali definition [পা:টি] (noun) (১) [Countable noun] (বিশেষত রাজনৈতিক) দল। (২) [Uncountable noun] (বিশেষত attributive(ly) ব্যবহার) রাজনৈতিক দলের ভিত্তিতে গঠিত সরকার: the party system; party politics. follow the party line, দ্রষ্টব্য line 1(১১). partymachine, দ্রষ্টব্য machine (২). party-spirit দলীয় প্রেরণা; দলীয় আনুগত্য। party-spirited (adjective) (৩) কোনো আইনগত বিতর্ক বা বিরোধে জড়িত পক্ষ; তরফ। party-wall (noun) দুটি সম্পত্তির মধ্যবর্তী সীমানানির্দেশক দেওয়াল- যে দেওয়াল মালিকদ্বয়ের যৌথদায়িত্বের অন্তর্গত। (৪) একসঙ্গে ভ্রমণরত বা কর্মরত বা কর্তব্যরত মানুষের দল; পার্টি: a patrol party. (৫) আনন্দ-উৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দের সমাবেশ; পার্টি: a birthday party. lack the party spirit দলের প্রতি উৎসাহ না-থাকা। make up a party দল গঠনের জন্য একত্র হওয়া। (৬) সহযোগী ব্যক্তি: be a party to a conspiracy. (৭) (রসিকতায়) লোক: Do you know that bald-headed party in the corner? কোনার টেকো লোকটাকে চেনো না কি? (৮) party-coloured= parti-colored.
- English Word parvenu Bengali definition [পা:ভানিউ America(n) পা:ভানূউ] (noun) ভুঁইফোড় ব্যক্তি।
- English Word paschal Bengali definition [প্যাস্ক্ল্] (adjective) (১) ইহুদিদের দাসত্ব-মোচনের স্মৃতিরক্ষায় পালিত ইহুদি ধর্মীয় উৎসবসংক্রান্ত; পাসোভার সংক্রান্ত। (২) খ্রিস্টের পুনরভ্যুদয়সংক্রান্ত; ঈস্টারসংক্রান্ত।
- English Word pass 1 Bengali definition [পা:স্ America(n) প্যাস্] (noun) (১) পরীক্ষায় পাস, বিশেষত (বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা ডিগ্রি পরীক্ষায়) সম্মান বা অনার্স না-পেয়ে পাস: get a pass. (২) come to/reach a pretty/sad/strange, etc pass (বিদ্রূপার্থে) চমৎকার/দুঃখজনক/অদ্ভুত অবস্থায় পড়া। (৩) bring to pass ঘটানো; সম্পন্ন করা। come to pass ঘটা: I don’t know how it came to pass. (৪) ভ্রমণের বা কোনো ভবনে প্রবেশের বা সিনেমা হল ইত্যাদিতে আসনগ্রহণের অনুমতিপত্র; পাস: a free pass. (৫) একই দলের খেলোয়াড়দের মধ্যে বলের আদান-প্রদান; পাস: a quick pass to the forward. (৬) (জাদু বা ভোজবাজিতে) কোনো কিছুর উপর বা সামনে দিয়ে হস্ত সঞ্চালন। (৭) সম্মুখগতি; (অসিচালনা ইত্যাদিতে) সম্মুখদিকে প্রক্ষিপ্ত আঘাত। make a pass at somebody (অপশব্দ) কারো দিকে কটাক্ষ করা। (৮) গিরিপথ; কোনো দেশের প্রবেশদ্বার হিসেবে গণ্য সংকীর্ণ গিরিপথ। hold the pass (লাক্ষণিক) কোনো আদর্শ বা উদ্দেশ্যকে রক্ষা করা। sell the pass (লাক্ষণিক) কোনো আদর্শ বা উদ্দেশ্যের প্রতি বিশ্বাসঘাতকতা করা; কোনো (নৈতিক বা আদর্শিক) অবস্থান পরিত্যাগ করা বা সমর্পণ করা। (৯) (তাস খেলায়) পাস-দেওয়া। (১০) (যৌগশব্দ) pass-book (noun) (ক) ব্যাংকের পাসবই। (খ) (বর্ণবাদী দক্ষিণ আফ্রিকায়) কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া বা থাকার অনুমতি দিয়ে প্রদত্ত বই। passkey (noun) গেট প্রভৃতির ব্যক্তিগত চাবি; গুপ্তচাবি; যে চাবি দিয়ে অনেক তালা খোলা যায়; মাস্টার চাবি। password (noun) যে গুপ্ত শব্দ উচ্চারণ করলে স্বপক্ষের লোক মনে করা হয়: give the pass word.
- English Word pass 2 Bengali definition [পা:স্ America(n) প্যাস্] (verb intransitive), (verb transitive) (১) অতিক্রম করে যাওয়া; অগ্রসর হওয়া: pass through a town. They passed on, এগিয়ে চলল। pass-by (noun) পথচারী। (২) এগিয়ে যেতে যেতে (কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে) পাশে বা পিছনে ফেলে যাওয়া; I passed Mr Fahim in the street. (৩) ভিতর দিয়ে, মাঝখান দিয়ে, উপর দিয়ে যাওয়া; এপার থেকে ওপার যাওয়া: Our ship passed the Suez Canal. (৪) (সময়) পার হওয়া; অতিক্রান্ত হওয়া: Three months passed and still she had no news of her husband. (৫) (সময়) কাটানো: There was nothing I could do to pass the time. (৬) pass (form...) (to/into...) এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়া; রূপান্তরিত হওয়া: friendship passes into enmity if betrayed; love may pass into hatred... (৭) হাতে-হাতে দেওয়া: Please pass (me) the bucket. The photograph was passed round to all the girls in the room. (৮) বলা; উচ্চারণ করা: pass a remark, কোনো মন্তব্য করা; কিছু বলা। pass the time of day with somebody কাউকে হালকা আলাপে রত করানো। (৯) ছড়ানো; বিলি করা; পরিচিতি লাভ করা: He passes under the name of Khan Saheb. pass forged banknotes, জাল নোট ছড়ানো। (১০) পাস করা বা করানো; পাস হওয়া; (পরীক্ষার পর) ছাড় পাওয়া: You have to pass the customs before you leave, যাওয়ার (ঢোকার/বেরোনোর) আগে কাস্টমসের ছাড় পেতে হবে; Parliament passed the Bill. He passed the examination. The teacher passed all the boys in language test. (১১) ঘটা: I was too preoccupied (with myself) to see what was passing. He told me everything that had passed between them, তাদের মধ্যে যা ঘটেছে, অর্থাৎ যা বলা হয়েছে/অথবা করা হয়েছে। (১২) সীমা পার হয়ে যাওয়া: a story that passes belief, বিশ্বাসের সীমা পার হয়ে যায়, অর্থাৎ বিশ্বাস করা যায় না এমন গল্প। (১৩) pass something on something/somebody কারো/কোনো কিছুর ওপর মতামত/রায়/দণ্ড দেওয়া: pass an opinion on somebody’s work; pass sentence on an accused man. (১৪) বিনা প্রতিবাদে গৃহীত হওয়া; পার পাওয়া: His sarcasms did not pass without protest. pass muster, দ্রষ্টব্য muster. (১৫) (তাস খেলায়) ডাক না- দেওয়া; পাস দেওয়া। (১৬) চালানো: I passed my fingers through my hair. He passed a rope round the tree-trunk. pass one’s eye (= চোখ বুলানো) over a note. pass water (সুভাষণরীতি) প্রস্রাব করা। (১৭) (ফুটবল, হকি, ইত্যাদি খেলায়) স্বপক্ষের খেলোয়াড়কে বল পাস দেওয়া। (১৮) (সেনাদলকে) অতিক্রম করানো: pass troops in review. (১৯) (adverbial particle ও preps-সহ বিশেষ ব্যবহার)। pass away (সুভাষণরীতি) মারা যাওয়া: He passed away in December last. pass somebody/something by লক্ষ না-করা; উপেক্ষা করা: They let the matter pass by without a protest. passs for somebody/something কোনো কিছু হিসেবে পরিচিত বা পরিগণিত হওয়া; It would be easy for you to pass for a learned man if you are living among illiterates. pass in; pass into something প্রবেশাধিকার পাওয়া; ভর্তি হতে পারা: He pass into the Naval Academy on his own. pass off (ক) (ঘটনা) সংঘটিত হওয়া; সম্পন্ন হওয়া: The nationwide hartal (strike) passed off peacefully. (খ) (ব্যথা, সংকট সম্বন্ধে) শেষ হওয়া; সমাপ্তি ঘটা: My headache hasn’t passed off yet. pass something off মন সরিয়ে নেওয়া; দৃষ্টি সরিয়ে নেওয়া: pass off an unpleasant situation. pass something/somebody off as somebody/something মিথ্যা পরিচয় দেওয়া। pass on (সুভাষণরীতি) মারা যাওয়া: We are grieved to learn that your mother-in-law has passed on. pass something on হাতে তুলে দেওয়া। pass out (কথ্য) অজ্ঞান হওয়া; জ্ঞান হারানো। pass out (of something) পাস করে কলেজ ইত্যাদি থেকে বেরিয়ে যাওয়া। pass out (ceremony/parade) সমাপনী অনুষ্ঠান/কুচকাওয়াজ। pass somebody over উপেক্ষা করা; লক্ষ না-করা: They passed him over (যেমন চাকরিতে তাকে পদোন্নতি দেওয়া হয়নি) in favour of a Panjabee. pass through something ভোগ করা; অভিজ্ঞতা হওয়া। pass something up (কথ্য) হেলায় হারানো; সুযোগ না-নেওয়া: pass up an opportunity.
- English Word passable Bengali definition [পা:সাব্ল্ America(n) প্যাস্ব্ল্] (adjective) (১) (রাস্তাঘাট ইত্যাদি) চলাচলযোগ্য: Is the Dhaka-Chittagong road passable yet? (২) চলনসই: His knowledge of English is just passable. passably [পা:সআব্লি] (adverb)
- English Word passage Bengali definition [প্যাসিজ্] (noun) (১) [Uncountable noun] গমন; অতিক্রমণ; গমন বা অতিক্রমণের অধিকার: the passage of time. bird of passage (ক) যাযাবর পাখি। (খ) ক্ষণিকের অতিথি। (২) [Countable noun] যাত্রা, সমুদ্র বা বিমানযাত্রার পথ: book one’s passage to Chittagong. work one’s passage, দ্রষ্টব্য work 2 (৪)। (৩) [Countable noun] (কোনো কিছুর ভিতর দিয়ে কাটা বা তৈরি করা) পথ: We forced our passage through the crowd. (৪) [Countable noun] passage (way) বাড়ির দরদালান বা বারান্দা বা করিডর। (৫) [Countable noun] কোনো বক্তৃতা বা রচনার উদ্ধৃত বা আলোচিত অংশ। (৬) (সংসদ) আইন পাস। (৭) (plural) বাক্যবিনিময়; তর্কবিতর্ক; heated passages between the PM and the Leader of the Opposition. (৮) passage of arms (আক্ষরিক অর্থ লাক্ষণিক) দ্বন্দ্ব; লড়াই; প্রতিযোগিতা; বিরোধ।
- English Word passbook Bengali definition (noun) দ্রষ্টব্য pass 1(১০)।