• Bengali Word part 2 English definition [পা:ট্] (verb transitive), (verb intransitive) ১ বিভক্ত করা বা বিভক্ত হওয়া; বিচ্ছিন্ন করা বা বিচ্ছিন্ন হওয়া: He parted the two fighters. The crowd parted and let him through. Let us part friends, পরস্পরের থেকে সরে যাই, তবে শত্রুতার মনোভাব নিয়ে নয়।
    The crowd parted and let him through. Let us part friends, পরস্পরের থেকে সরে যাই, তবে শত্রুতার মনোভাব নিয়ে নয়। part company (with somebody) (ক) সম্পর্ক ছিন্ন করা। (খ) ছেড়ে যাওয়া; বিচ্ছিন্ন হওয়া। (গ) ভিন্নমত পোষণ করা: On most matter they agreed, but on the issue of free mixing, he parted company with other. (২) part with পরিত্যাগ করা, দান বা বিতরণ করা: She hates to part with her money, কাউকে দিতে চায় না, খরচ করতে চায় না। part one’s hair পাট করে বা মাঝখান দিয়ে সিঁথি করে চুল আঁচড়ানো। parting (noun) (১) [countable noun] সিঁথি। (২) [Countable noun, Uncountable noun] প্রস্থান; বিদায়গ্রহণ: (attributive(ly)) her parting words, বিদায়কালের কথা। at the parting of the ways পথের সংযোগস্থলে; (লাক্ষণিক) যখন একাধিক পথের (কর্মপন্থার) কোনো একটিকে বেছে নিতে হয়। parting shot= Parthian shot, দ্রষ্টব্য Parthian.