P পৃষ্ঠা ৩
- English Word paleolithic Bengali definition [প্যালিওউলিথিক্ America(n) পেইল্ওউলিথিক্] (adjective) প্রাচীন প্রস্তরযুগ সম্বন্ধীয়; প্রাচীন প্রস্তরযুগীয়।
- English Word palette Bengali definition [প্যালিট্] (noun) চিত্রকরের রং গোলা ও মেশানোর জন্য ব্যবহৃত বোর্ড বা তক্তা। paletteknife ইস্পাতের হাতলযুক্ত ফলা- তেল রং মেশাতে চিত্রকর ও কাদা মাখাতে কুমার প্যালেটনাইফ বা ফলা ব্যবহার করে।
- English Word palfrey Bengali definition [পোল্ফ্রি] (noun) (প্রাচীন প্রয়োগ ও কাব্যে) বিশেষত নারীর চড়ার জন্য প্রস্তুত ঘোড়া।
- English Word Pali Bengali definition [পালী] (noun) [Uncountable noun] মাগধী প্রাকৃত ভাষার নিকটবর্তী ভারতীয় আর্য ভাষার একটি সাহিত্যিক রূপ, যে ভাষায় বৌদ্ধধর্মের শাস্ত্রগ্রন্থাদি রচিত।
- English Word palimpsest Bengali definition [প্যালিম্প্সেস্ট্] (noun) [Countable noun] (বিশেষত লুপ্ত প্রাচীন গ্রন্থাদির উৎস বিবেচিত) যে পাণ্ডুলিপি থেকে নতুন লেখা লিপিবদ্ধ করার জন্য মূল লেখা মুছে ফেলা হয়েছে।
- English Word palindrome Bengali definition [প্যালিন্ড্রোউম্] (noun) যে শব্দ, কবিতার চরণ ইত্যাদি উল্টা দিক থেকে পড়লেও একই থাকে। যেমন madam or nurses run, বাংলায় দৃ.নতুন।
- English Word paliontology Bengali definition (অপিচ palae- [প্যালিঅন্টলাজি America(n) পেইলঅন্টলাজি] (noun) [Uncountable noun] পৃথিবীতে প্রাণের ইতিহাসের উপর আলোকপাতকারী জীবাশ্মবিষয়ক গবেষণাবিদ্যা; জীবাশ্মবিজ্ঞান। paleontologist (অপিচ palae-) [প্যালিআজিস্ট্] (noun) জীবাশ্মবিদ।
- English Word palisade Bengali definition [প্যালিসেইড্] (noun) (১) শক্ত, চোখা ও কাঠের খুঁটার তৈরি বেড়া; (এককালে আক্রমণের হাত থেকে ঘরবাড়ি রক্ষার জন্য ব্যবহৃত হতো)। (২) (plural) (America(n)) (বিশেষত নদীতীরবর্তী) সারি সারি উঁচু খাড়া পাহাড়ের দেওয়াল। □ (verb transitive) শক্ত খুঁটার বেড়া দিয়ে ঘিরে ফেলা বা সুরক্ষিত করা।
- English Word palish Bengali definition [পেইলিশ্] (adjective) ঈষৎ ফ্যাকাসে; মলিন; ক্ষীণ।
- English Word palki Bengali definition [পাল্কি] (অপিচ palanquin প্যালাঙ্কুইন্]) (noun) সাধারণত ৬ বা ৪ জনে কাঁধে নিতে পারে ছইওয়ালা এমন আসন, যাতে মানুষ, বিশেষ করে নতুন বউ বহন করা হয়; পালকি।
- English Word pall 1 Bengali definition [পোল্] (noun) (১) শবাধার বা কফিনের ভারী কাপড়। pall-bearer শবাধারবাহী বা শবযাত্রী। (২) (লাক্ষণিক) যেকোনো কৃষ্ণবর্ণ ভারী আচ্ছাদন: a pall of smoke.
- English Word pall 2 Bengali definition [পোল্] (verb intransitive) pall (on/upon) দীর্ঘ সময় ধরে চলা বা ব্যবহৃত হওয়ার ফলে বিরক্তি বা বিতৃষ্ণাকর হওয়া; There are few pleasures that don’t pall after a while. His long lecture that palled upon most of the listeners.
- English Word palladium Bengali definition [পালেইডিআম্] (noun) [Uncountable noun] (রসায়ন) অনুঘটক হিসেবে ব্যবহৃত শ্বেতবর্ণ ধাতব পদার্থবিশেষ (প্রতীক Pd).
- English Word pallet Bengali definition [প্যালিট্] (noun) (১) খড়ের গাদা। (২) লরি থেকে ট্রেন বা জাহাজে মালপত্র ওঠাতে ব্যবহৃত বিশাল বারকোশবিশেষ।
- English Word palliasse Bengali definition [প্যালিঅ্যাস America(n) প্যালিঅ্যাস্] (noun)= paillasse.
- English Word palliate Bengali definition [প্যালিএইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (রোগ, বেদনা) প্রশমন করা; (অপরাধ ইত্যাদির) গুরুত্ব লাঘব করা। palliation [প্যালিএইশ্ন্] (noun) প্রশমন; লাঘবকরণ; [countable noun] যা লাঘব করে। palliative [প্যালিআটিভ্] (noun), (adjective) প্রশমনকারী (বস্তু)।
- English Word pallid Bengali definition [প্যালিড্] (adjective) ফ্যাকাসে; মলিন; রুগ্ণ দেখায় এমন। pallidly (adverb) pallidness (noun)
- English Word pallor Bengali definition [প্যালা(র)] (noun) ফ্যাকাসে ভাব; বিবর্ণতা; ম্লানতা, ক্ষীণতা: His complexion was of an extreme pallor.
- English Word pally, Bengali definition দ্রষ্টব্য pal.
- English Word palm 1 Bengali definition [পা:ম্] (noun) হাতের তালু; করতল। grease/oil somebody’s palm (কাউকে) ঘুষ দেওয়া। have an itching palm সব সময় ঘুষ খাওয়ার জন্য হাঁ করে থাকা। □ (verb transitive) হাতের খেলা দেখানোর সময় (পয়সা, তাস ইত্যাদি) হাতের মধ্যে লুকিয়ে ফেলা। palm something off (on/upon somebody) প্রতারণা করে বা ভুল বুঝিয়ে (কাউকে) কোনো কিছু গ্রহণ করতে রাজি করানো। palmately (adverb) তালু আকৃতির।
- English Word palm 2 Bengali definition [পা:ম্] (noun) (১) তালজাতীয় গাছ। palm-oil (noun) [Uncountable noun] পাম তেল। palm wine তালের রস থেকে তৈরি মদবিশেষ; তাড়ি। Palm Sundey Easter- এর আগের রবিবার (এই দিনটিতে যিশুর জেরুজালেমে প্রবেশ উপলক্ষে পথে পথে তালের পাতা বিছিয়ে দেওয়া হয়েছিল)। (২) বিজয়প্রতীক হিসেবে তালের পাতা। bear/carry off the palm বিজয়ী হওয়া। yield the palm (to somebody) (কারো কাছে) পরাজয় স্বীকার করা। palmy (adjective) শাখাপ্রশাখায় বিস্তৃতিশীল; সমৃদ্ধিশীল। palmer (noun) (আগেকার দিনে) পবিত্র জেরুজালেমে তীর্থ করে ফেরার নিদর্শনস্বরূপ তালপাতাবাহী তীর্থযাত্রী।
- English Word palmetto Bengali definition [প্যাল্মেটোউ] (noun) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে দৃষ্ট হাতপাখার মতো পাতাবিশিষ্ট ক্ষুদ্রাকার তালগাছ।
- English Word palmist Bengali definition [পা:মিস্ট্] (noun) হস্তরেখাবিদ। palmistry [পা:মিস্ট্রি] (noun) হস্তরেখাবিদ্যা।
- English Word palpable Bengali definition [প্যাল্পাব্ল্] (adjective) যা অনুভব বা স্পর্শ করা যায়; স্পষ্টত বোধগম্য: a palpable error. palpably [প্যাল্পাআব্লি] (adverb)
- English Word palpitate Bengali definition [প্যাল্পিটেইট্] (verb intransitive) (হৃৎপিণ্ড) দ্রুত ও অনিয়মিতভাবে স্পন্দিত হওয়া; বুক ধড়ফড় করা; (ব্যক্তি বা তার শরীর) ভয়ে কাঁপা। palpitation [প্যাল্পিটেইশ্ন্] (noun) (রোগ, কঠিন পরিশ্রম ইত্যাদির কারণে) দ্রুত ও অনিয়মিত হৃদস্পন্দন; বুক ধড়ফড়ানি।
- English Word palsy Bengali definition [পোলজি] (noun) [uncountable noun] পক্ষাঘাত। □(verb transitive) পক্ষাঘাতগ্রস্ত করা; অবশ করা।
- English Word palter Bengali definition [পোল্টা(র্)] (verb intransitive) palter with কপটাচার করা; দ্বিমুখী আচরণ করা; হেলাফেলা করা: Don’t palter with the question, হেলাফেলা করো না।
- English Word paltry Bengali definition [পোল্ট্রি] (adjective) তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন।
- English Word pampas Bengali definition [প্যামপাস্ America(n) প্যামপআজ্] (noun) (plural) দক্ষিণ আমেরিকার তৃণাচ্ছাদিত বৃক্ষহীন বিস্তীর্ণ প্রান্তর। pampas-grass (noun) [Uncountable noun] এই প্রান্তরে জন্মানো সাদা ফুলওয়ালা অত্যন্ত লম্বা ধারালো ঘাস।
- English Word pamper Bengali definition [প্যাম্পা(র্)] (verb transitive) অধিক প্রশ্রয় দান: a pampered child.