P পৃষ্ঠা ৬২
- English Word punch 3 Bengali definition [পান্চ্] (verb transitive) ঘুসি মারা: The man punched the boy on the chin. □ (noun) (১) ঘুসি: Muhammad Ali gave Joe a strong punch on the chin. pull one’s punches যতটুকু শক্তি আছে তার চেয়ে কম প্রয়োগের মাধ্যমে আক্রমণ করা। punch-ball (noun) মুষ্টিযুদ্ধ অনুশীলনের জন্য ব্যবহৃত ঝুলন্ত চামড়ার গোলক। punch-drunk (adjective) মুষ্টিযুদ্ধে প্রতিপক্ষের আঘাত খেয়ে বিহ্বল। punchline কোনো হাসির গল্পের চরম মুহূর্তে (পাঠক যখন হাসিতে ফেটে পড়ে)। punch-up (কথ্য) ঘুষাঘুষি; কিলাকিলি। (২) (লাক্ষণিক) প্রাণময়তা; সজীবতা: The novel has a lot of punch in it.
- English Word punctilio Bengali definition [পাঙ্ক্টিলিওউ] (noun) (১) সদাচরণের কোনো বিশেষ দিক। (২) ভব্যতা; সৌজন্য।
- English Word punctilious Bengali definition [পাঙ্ক্টিলিআস্] (adjective) (আনুষ্ঠানিক) আদবকায়দার খুঁটিনাটি ব্যাপারে অতিসতর্ক; কেতাদুরস্ত; লেফাফাদুরন্ত; যথাযথ। punctiliously (adverb) punctiliousness (noun)
- English Word punctual Bengali definition [পাঙ্ক্চুআল্] (adjective) সময়নিষ্ঠ; যথাসময়ে কাজকর্ম করে এবং সময়মতো কর্মস্থলে উপস্থিত হয় এমন: He is punctual in attending classes. punctually (adverb) সময়নিষ্ঠভাবে; যথাসময়ে; The bus arrived punctually. punctuality (noun) সময়ানুবর্তিতা।
- English Word punctuate Bengali definition [পাঙ্ক্চুএইট্] (verb transitive) (১) বিরামচিহ্ন ব্যবহার করা; (দাড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি)। (২) মাঝে মাঝে বাধাগ্রস্ত হওয়া বা করা: The leader’s speech was punctuated with slogans by his followers. punctuation (noun) বিরামচিহ্নের ব্যবহার।
- English Word puncture Bengali definition [পাঙ্ক্চা(র্)] (noun) তীক্ষ্ণ এবং সুচালো কোনো কিছু দ্বারা করা ছিদ্র; (বিশেষ করে মোটরগাড়ি ইত্যাদির চাকায়)। □ (verb transitive), (verb intransitive) (১) ছিদ্র করা/হওয়া: One of the tyres of the car punctured. (২) (লাক্ষণিক) গর্ব, আভিজাত্যবোধ ইত্যাদি কমানো: The defeat in the election punctured his ego.
- English Word pundit Bengali definition [পান্ডিট্] (noun) পণ্ডিত; হিন্দুশাস্ত্রজ্ঞ; যেকোনো বিষয়ে বিশেষজ্ঞ; (কৌতুকার্থে) দিগ্গজ ব্যক্তি; বিদ্যা যার ঠিকমতো পরিপক্ব হয়নি অথবা যে তার বিদ্যা ফলায়। = pedant.
- English Word pungent Bengali definition [পান্জান্ট্] (adjective) (গন্ধ, স্বাদ) কড়া, তীব্র, তীক্ষ্ন, তিক্ত স্বাদযুক্ত ঝাল: He made pungent remarks about the book, বিদ্রূপপূর্ণ। pungently (adverb) pungency (noun) তীব্রতা; তীক্ষ্নতা; বিদ্রূপাত্মকতা।
- English Word punish Bengali definition [পানিশ্] (verb transitive) punish somebody (with/by something) (১) শাস্তি বা দণ্ড দেওয়া: The man was punished with a fine. The boy was punished for being late in school. (২) (কারো প্রতি) কঠোর আচরণ করা; প্রহার করা: All punished Joe with several jabs and punches. (৩) (কথা) ইচ্ছামতো খেয়ে বা পান করে নিঃশেষ করে ফেলা। punishable (adjective) শাস্তিযোগ্য: stealing is a punishable offence. punishment (noun) শাস্তি; দণ্ড।
- English Word punitive Bengali definition [প্যিঊনিটিভ্] (adjective) শাস্তিমূলক: The Government took some punitive measures against the striking employees.
- English Word punk Bengali definition [পাঙ্ক্] (noun) (১) [Uncountable noun] (America(n) আংশিক ক্ষয়প্রাপ্ত কাঠ, যা জ্বালানিরূপে ব্যবহৃত হয়। (২) [Uncountable noun] (কথ্য) বাজে, অচল মাল বা কথা। punk rock ( ১৯৭০- এর দশকের শেষভাগে) প্রচণ্ড আওয়াজের, দ্রুতলয়ের রকসংগীত। (৩) (অশিষ্ট) অকর্মণ্য। (৪) (প্রাচীন প্রয়োগ) বেশ্যা। (৫) [Countable noun] সত্তরের দশকের রকসংগীতের ভক্ত (অদ্ভুত সাজপোশাক ও কিম্ভূত মুখচ্ছবি যাদের)।
- English Word punkah Bengali definition [পাঙ্কা] (noun) হাতপাখা বা টানা পাখা।
- English Word punnet Bengali definition [পানিট্] (noun) খুব চিকন কাঠ বা প্লাস্টিকের তৈরি ঝুড়ি বা ডালা (যা ফলমূল মাপা ও রাখতে লাগে)।
- English Word punster Bengali definition [পানস্টা্(র্)] (noun) যে ব্যক্তি সমধ্বনিবিশিষ্ট কিন্তু ভিন্নার্থক শব্দ নিয়ে কৌতুক করতে ভালোবাসে।
- English Word punt 1 Bengali definition [পান্ট্] (noun) লগি ঠেলে চালাতে হয় এমন সমতল তলাওয়ালা নৌকাবিশেষ। □ (verb transitive), (verb intransitive) লগি ঠেলে এগিয়ে যাওয়া; এ ধরনের নৌকায় কোনো দ্রব্য বহন করা। punter (noun) উক্ত নৌকার যাত্রী বা চালক।
- English Word punt 2 Bengali definition [পান্ট্] (verb transitive) তাস খেলায় বাজি ধরা; ঘোড়দৌড়ে ঘোড়ার উপর রাজি ধরা। punter (noun) যে ব্যক্তি বাজি ধরে; পেশাদার জুয়াড়ি।
- English Word puny Bengali definition [প্যিঊনি] (adjective) ক্ষুদ্র ও দুর্বল; পুঁচকে; পিচ্চি: a puny little boy. punily (adverb) দুর্বলভাবে; ক্ষীণভাবে। puniness (noun)
- English Word pup Bengali definition [পাপ্] (noun) কুকুরের বাচ্চা; অন্য কোনো প্রাণীর বাচ্চা। sell somebody a pup (কথ্য) ভবিষ্যতে মূল্য বাড়বে এমন মিথ্যা লোভ দেখিয়ে কারো কাছে কোনো বাজে জিনিস গছানো। (২) অহংকারী তরুণ।
- English Word pupa Bengali definition [প্যিঊপা] (noun) শুঁয়াপোকা।
- English Word pupil 1 Bengali definition [প্যিঊপ্ল্] (noun) ছাত্র; স্কুলের শিক্ষার্থী; অভিভাবকত্বাধীন বালক বা বালিকা (১৪ বছর পর্যন্ত)। pupillage ছাত্রাবস্থা; নাবালকত্ব; অভিভাকত্বাধীন অবস্থা।
- English Word pupil 2 Bengali definition [প্যিঊপ্ল্] (noun) (শরীরবিদ্যা) চোখের মণি; তারারন্ধ্র।
- English Word puppet Bengali definition [পাপিট্] (noun) (১) পুতুল; পুতুলনাচে ব্যবহৃত পুতুল, যা সুতার সাহায্যে নাড়াচাড়া করানো যায়। puppet-plays/puppet-shows পুতুলনাচ; পুতুল দ্বারা অভিনীত নাটক। (২) অন্যের আজ্ঞাবাহী; ক্রীড়নক; স্বাধীন ইচ্ছাহীনভাবে পুতুলের মতো চলে যে লোক; সাক্ষিগোপাল: The union representative was accused of being a puppet of the management. puppet Government পুতুল সরকার- অন্য রাষ্ট্রের ইচ্ছামতো কাজ করে এমন ক্রীড়নক সরকার।
- English Word puppy Bengali definition [পাপি] (noun) (১) কুকুরের বাচ্চা; বাচ্চা কুকুর। puppyfat (noun) কৈশোরে উপনীত হওয়ার আগেই কোনো কোনো শিশুর শরীরে যে মেদ জন্যে। puppy love (noun) কৈশোরক প্রেম; প্রথম প্রেম। (২) আত্মগর্বী তরুণ।
- English Word purchase 1 Bengali definition [পাচাস্] (noun) (১) [Uncountable noun] ক্রয়। purchasetax ক্রয়কর। (২) [Countable noun] ক্রীত বস্তু; কেনা জিনিস: I have to make many purchases before I leave. (৩) মূল্য (বিশেষত বার্ষিক উৎপাদন বা লাভের ভিত্তিতে)।
- English Word purchase 2 Bengali definition [পাচাস্] (verb transitive), ক্রয় করা; কেনা। purchasable (adjective) ক্রয়যোগ্য। purchaser (noun) ক্রেতা।
- English Word purdah Bengali definition [পাডা] (noun) পরদা; মুসলিম নারীদের পরপুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখতে ব্যবহৃত বোরখা; পরদা প্রথা।
- English Word pure Bengali definition [পিউআ(র্)] (adjective) (১) অবিমিশ্র; খাদহীন; পরিষ্কার: We should drink pure milk/water. (২) ভেজালহীন; বিশুদ্ধ; খাঁটি: He is of pure Aryan blood. (৩) নিষ্পাপ; নিষ্কলঙ্ক; সচ্চরিত্র: His character is pure. He has a pure heart. (৪) (সংগীত) শুদ্ধ (স্বর): a pure note. (৫) মৌলিক (ব্যবহারিক নয়): He is a student of pure physics. (৬) নিতান্ত; ডাহা: It’s pure lie. It’s a pure waste of money. something pure and simple কেবল (অন্য কিছু নয়): It’s foolishness pure and simple. purely (adverb) পুরোপুরি: It was purely by accident that I met him in London. pureness (noun)= purity পবিত্রতা; খাঁটিত্ব।
- English Word purée Bengali definition [প্যিউআরেই] (noun) তরিতরকারির ঘ্যাঁট।
- English Word purelent Bengali definition [প্যিউআরালান্ট্] (adjective) পুঁজযুক্ত; পুঁজস্রাবী; পুঁজসংক্রান্ত। purulence (noun)
- English Word purgation Bengali definition [পাগেইশ্ন্] (noun) শোধন; বিশুদ্ধকরণ; সংশোধন।