Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word parable Bengali definition [প্যারাব্‌ল্] (noun) নীতিগর্ভ রূপককাহিনি; রূপকparabolical [প্যারাবলিক্‌ল্‌] (adjective) রূপক সম্বন্ধীয়; রূপকের আকারে রচিত বা বর্ণিত।
  • English Word parabola Bengali definition [পার‌্যাবালা] (noun) অধিবৃত্তparabolic [প্যারাবলিক্] (adjective) অধিবৃত্ত সম্বন্ধীয়; অধিবৃত্ত সদৃশ।
  • English Word parachute Bengali definition [প্যারাশূট্] (noun) বিমান থেকে লাফিয়ে পড়তে বা কোনো সরবরাহ সামগ্রী আকাশ থেকে নিচে ফেলতে ব্যবহৃত ছাতার মতো কল; অবতরণছত্র; প্যারাসুট (verb transitive), (verb intransitive) প্যারাসুটের সাহায্যে বিমান থেকে অবতরণ করা বা কোনো কিছু নিচে ফেলা: men parachuted behind the enemy lines. parachutist [প্যারাশূট্ইস্‌ট্] (noun) যে ব্যক্তি প্যারাসুটের সাহায্যে অবতরণ করে; ছত্রী।
  • English Word parade Bengali definition [পারেইড্] (verb transitive), (verb intransitive) (১) (সৈন্য, পুলিশ প্রভৃতি) কুচকাওয়াজের জন্য সমবেত হওয়া বা সমবেত করা; প্যারেড বা কুচকাওয়াজ করা(২) প্রদর্শন করা; দৃষ্টি-আকর্ষণের চেষ্টা করা: parade one’s wealth. □ (noun) সৈন্য, পুলিশ প্রভৃতির কুচকাওয়াজ; প্যারেড: be on parade. (২) [Countable noun] parade-ground প্যারেড করার মাঠ(৩) [Countable noun] প্রদর্শনীmake a parade of one’s virtues নিজের গুণ জাহির করা। (৪) [Countable noun] জনসাধারণের বেড়ানোর স্থান; বিশেষত সমুদ্রসৈকতে নির্মিত প্রশস্ত ও প্রায়ই অলংকৃত পথ
  • English Word paradigm Bengali definition [প্যারাডাইম্] (noun) উদাহরণ; নমুনা, বিশেষত শব্দের প্রকৃতি-প্রত্যয়ের উদাহরণমালা
  • English Word paradise Bengali definition [প্যারাডাইস্‌] (noun) (১) ইডেন উদ্যান; অ্যাডাম ও ঈভের (আদম ও হাওয়ার) আদি নিবাসbird of paradise (নিউগিনির) সুন্দর পালকবিশিষ্ট পাখি। (২) স্বর্গ(৩) [Countable noun] পরম সুখের স্থান; (৪) [Uncountable noun] পরমসুখa fool’s paradise, দ্রষ্টব্য fool 1 (১)। paradisiac [প্যারাডিজিঅ্যাক্], paradisiacal [প্যারাডিজাইআক্‌ল্‌] (adjective(s)) স্বর্গীয়; স্বর্গতুল্য: in a paradisiac state, স্বর্গতুল্য সুখে; আদি নিষ্পাপতায়।
  • English Word paradox Bengali definition [প্যারাডক্‌স্‌] (noun) [Countable noun] কূটাভাস; যে উক্তি আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও সত্যবর্জিত নয়, যথা It is a paradox that professional comedians often have unhappy lives. ‘More haste, less speed’ is a well-known paradox. a work full of paradox and ambiguity. paradoxical [প্যারাডক্‌সিক্‌ল্‌] (adjective): This is paradoxical that as industry grows, poverty and misery increases. paradoxically [প্যারাডক্‌সিক্লি] (adverb): paradoxically enough, the more he sought privacy, the more visitors he had. Paradoxically, the parent who allows secrets is the one to whom the child is more likely to come with a problem.
  • English Word paraffin Bengali definition [প্যারাফিন্] (noun) [Uncountable noun] (১) paraffin(oil) (British/Britain) প্যারাফিন তেল (America(n): কেরোসিন)। (২) paraffin (wax) মোমবাতি তৈরিতে ব্যবহৃত মোমসদৃশ পদার্থ(৩) (liquid) paraffin রেচক হিসেবে ব্যবহৃত প্যারাফিনের স্বাদহীন, গন্ধহীন রূপ
  • English Word paragon Bengali definition [প্যারাগান্‌ America(n) প্যারাগন্] (noun) পরমোৎকর্ষের মূর্তরূপ: a paragon of beauty; আপাত সম্পূর্ণ সুন্দর বা সম্পূর্ণ নিখুঁত ব্যক্তি বা বস্তু।
  • English Word paragraph Bengali definition [প্যারাগ্রা:ফ্ America(n) প্যারাগ্র্যাফ্‌] (noun) [Countable noun] অনুচ্ছেদ; প্যারাগ্রাফ; অনুচ্ছেদ নির্দেশক চিহ্ন (¶)। (২) সংবাদপত্রের টুকরা খবর (verb transitive) অনুচ্ছেদে ভাগ করা।
  • English Word parakeet Bengali definition [প্যারাকীট্] (noun) বিভিন্ন জাতের দীর্ঘপুচ্ছ ক্ষুদ্র টিয়াপাখি
  • English Word parallel Bengali definition [প্যারালেল্‌] (adjective) (রেখা) সমান্তরাল; (অন্য কোনো রেখার সঙ্গে) সমান্তরাল সম্পর্কযুক্ত: a road running parallel to/with the railway. parallel bars শরীরচর্চায় ব্যবহৃত প্যারালেল বার। □ (noun) (১) parallel of latitude মানচিত্রে বিষুবরেখার উত্তরে বা দক্ষিণে সব স্থানে সমান ব্যবধানের সমান্তরাল রেখা; সমাক্ষরেখাin parallel (বৈদ্যুতিক সার্কিট) প্রতিটি অংশে স্বতন্ত্রভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (দ্রষ্টব্য series)। (২) [Uncountable noun, Countable noun] সম্পূর্ণ এক রকম ব্যক্তি, বস্তু, ঘটনা ইত্যাদি: an achievement without (a) parallel in recent times. (৩) তুলনা: draw a parallel between.... □ (verb transitive) (১) অনুরূপ বা তুলনীয় কোনো কিছু উদ্ধৃত, উপস্থাপন বা উল্লেখ করা(২) সমান্তরাল বা অনুরূপ হওয়া: His career parallels mine in many respects. The road parallels the railway. parallelism [প্যারালেল্‌ইজাম্] (noun) (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) সমান্তরালতা; সমান্তরতা; সাদৃশ্য। parallelogram [প্যারালেলাগ্র্যাম্] (noun) যে চতুর্ভুজ সমতল ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল; সামন্তরিক ক্ষেত্র।
  • English Word paralysis Bengali definition [প্যারালাসিস্] (noun) [Uncountable noun] পক্ষাঘাত; (লাক্ষণিক) সম্পূর্ণ অক্ষম অবস্থা। paralytic [প্যারালিটিক্] (noun), (adjective) (১) পক্ষাঘাতগ্রস্ত (ব্যক্তি): Her grandfather was a paralysis in the last days of his life; (লাক্ষণিক) অসহায়: paralysis laughter. (২) অত্যন্ত নেশাগ্রস্ত (ব্যক্তি)। paralyse (America(n)= paralyze) [প্যারালাইজ্‌] (verb transitive) (১) পক্ষাঘাতগ্রস্ত করা(২) অসহায় বা বিহ্বল করা: paralysed with fear.
  • English Word parameter Bengali definition [পার‌্যামিটা(র্‌)] (noun) চারিত্রিক বা চরিত্রনির্ধারক বৈশিষ্ট্য; (গণিত) বিচার্য ক্ষেত্রের ধ্রুবকবিশেষ; স্থিতিমাপ।
  • English Word paramilitary Bengali definition [প্যারামিলিটরি America(n) প্যারামিলিটেরি] (adjective) আধা সামরিক: paramilitary forces.
  • English Word paramount Bengali definition [প্যারামাউন্‌ট্‌] (adjective) (আনুষ্ঠানিক) সর্বোচ্চ; শক্তি বা ক্ষমতায় শ্রেষ্ঠতর: paramount chiefs; অন্যতম প্রধান; প্রধানতম: of paramount importance; শ্রেষ্ঠতর; শ্রেয়তর। paramountcy [প্যারামাউন্‌ট্‌সি] (noun)
  • English Word paranoia Bengali definition [প্যারানয়আ] (noun) বিশেষত নির্যাতনের বদ্ধমূল ধারণাঘটিত (সাধারণত অনারোগ্য) মানসিক বৈকল্য; নির্যাতনভ্রমparanoiac [প্যারানয়অ্যাক্], paranoid [প্যারানয়ড্‌] (noun(s)), (adjective(s)) ভ্রমগ্রস্ত (ব্যক্তি); বিভ্রান্ত: She’s paranoia about what other people think of her.
  • English Word parapet Bengali definition [প্যারাপিট্] (noun) (১) সমান ছাদের কিনারায় বা সেতুর পাশে বা অনুরূপ কোনো স্থানে নিরাপত্তামূলক (নিচু) পাঁচিল(২) (যুদ্ধে) পরিখা বা ট্রেঞ্চের সামনে মাটি-পাথর ইত্যাদি দিয়ে নির্মিত আত্মরক্ষামূলক বাঁধ
  • English Word paraphernalia Bengali definition [প্যারাফানেইলিআ] (noun) [Uncountable noun] বিশেষত কারো নেশা বা পেশাগত কাজে ব্যবহৃত টুকিটাকি জিনিসপত্র, কলকবজা ইত্যাদি
  • English Word paraphrase Bengali definition [প্যারাফ্রেইজ্‌] (verb transitive), (noun) কোনো লেখার শব্দান্তরিত প্রকাশ; কোনো লেখাকে শব্দান্তরিত করা বা অন্য কথায় প্রকাশ করা
  • English Word parasite Bengali definition [প্যারাসাইট্] (noun) (১) পরজীবী; পরভুক প্রাণী বা জীবাণু; পরজীবী গাছ, লতাপাতা; পরগাছা(২) পরাশ্রয়ী ব্যক্তিparasitic [প্যারাসিটিক্] parasitical [প্যারাসিটিক্‌ল্‌] (adjective(s)) পরভুক প্রাণী বা জীবাণুঘটিত;পরজীবীয়; পরভুক; পরজীবী; পরাশ্রয়ী।
  • English Word parasol Bengali definition [প্যারাসল্‌ America(n) প্যারাসোল্] (noun) রোদনিবারক ছাতা
  • English Word paratroops Bengali definition [প্যারাট্রুপ্‌স্‌] (noun) (plural) প্যারাসুটের সাহায্যে বিমান থেকে অবতরণে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদল; ছত্রীবাহিনীparatrooper [প্যারাট্রুপা(র্‌)] (noun) ছত্রীসেনা।
  • English Word paratyphoid Bengali definition [প্যারাটাইফয়ড্‌] (noun) [Uncountable noun] অপেক্ষাকৃত মৃদু ও ভিন্ন জীবাণুঘটিত টাইফয়েডজাতীয় জ্বর
  • English Word parboil Bengali definition [পা:বয়ল্‌] (verb transitive) (খাদ্যদ্রব্য) অর্ধসিদ্ধ করা; (লাক্ষণিক) অস্বস্তিকর মাত্রায় গরম করা।
  • English Word parcel Bengali definition [পা:স্‌ল্‌] (noun) (১) [Countable noun] সঙ্গে বহনের বা ডাকযোগে প্রেরণের মোড়ক; পারসেল: She entered the room with an armful of parcels. parcelpost (noun) [Uncountable noun] ডাকযোগে পারসেল বহনের পদ্ধতি। (২) part and parcel of (কোনো কিছুর) অপরিহার্য অংশa parcel of land এক দাগ জমি (বিশেষত কোনো তালুকের অংশ)। (verb transitive) parcel out অংশে অংশে বা খণ্ডে খণ্ডে ভাগ করা। parcel up (বই ইত্যাদির) মোড়ক করা।
  • English Word parch Bengali definition [পা:চ্] (verb transitive) (১) (রোদে বা তাপে) পুড়িয়ে শুকিয়ে ফেলা: the parched deserts of N Africa; earth parched by the sun. (২) আগুনে শুকানো বা ভাজা: parched peas.
  • English Word parchment Bengali definition [পা:চ্‌মান্‌ট্] (noun) (১) [Countable noun, Uncountable noun] লেখার উপযোগী করে তৈরি করা পশুচর্ম; এমন পশুচর্মে লিখিত পাণ্ডুলিপি; পার্চমেন্ট(২) [Uncountable noun] পার্চমেন্টসদৃশ কাগজ; পার্চমেন্ট কাগজ
  • English Word pardon Bengali definition [পা:ড্‌ন্] (noun) (১) [Uncountable noun] ক্ষমা; মার্জনা: ask for pardon, ক্ষমা চাওয়া; [Countable noun] ক্ষমার দৃষ্টান্ত। (২) [Uncountable noun] আনুকূল্য; প্রশ্রয়; অব্যাহতি; রেহাইbeg somebody’s pardon কারো সঙ্গে দ্বিমত পোষণের জন্য অব্যাহতি চাওয়া বা কারো কথা বুঝতে বা শুনতে না-পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করা বা ক্ষমা চাওয়া: I beg your pardon! মাফ করবেন (আপনার সঙ্গে একমত হতে পারছি না/আপনার কথা বুঝতে পারলাম না/আপনার কথা শুনতে পাইনি)। দ্রষ্টব্য excuse 2 (৩), দ্রষ্টব্য sorry (২). (৩) (পুরাতনী) পাপের (জন্যে) শাস্তি থেকে অব্যাহতি। □(verb transitive) pardon somebody for something; pardon somebody something ক্ষমা করা; রেহাই দেওয়া; (দোষত্রুটি ইত্যাদি) উপেক্ষা করা: Pardon me for neglecting my duties. pardon somebody an offence. pardonable [পা:ড্‌নাব্‌ল্‌] (adjective) ক্ষমার যোগ্য; ক্ষমার্হ। pardonably [পা:ড্‌নআব্‌লি] (adverb) (আনুষ্ঠানিক) ক্ষমা করা যায় এমনভাবে: He is pardon any proud of his fine collection of old paintings. pardoner (noun) (মধ্যযুগে) যে ব্যক্তিকে পোপের পক্ষ হয়ে অর্থ বা উপঢৌকনের বিনিময়ে পাপের জন্য ক্ষমা ঘোষণা করার কর্তৃত্ব দেওয়া হতো।
  • English Word pare Bengali definition [পেআ(র্‌)] (verb transitive) বাইরের অংশ প্রভৃতি ছাঁটা: pare one’s nails; খোসা ছাড়ানো: pare potatoes; (লাক্ষণিক) ছাঁটাই করা; কমানো: pare down one’s expenses. parings [পেআরিঙ্‌জ্‌] (noun) (plural) যা ছেঁটে ফেলা বা ছাড়িয়ে ফেলা হয়েছে: nail-pare.