P পৃষ্ঠা ৭
- English Word parent Bengali definition [পেআরান্ট্] (noun) বাবা বা মা; জনক বা জননী; পূর্বপুরুষ: I introduced him to my parents. parent company (বাণিজ্য) যে কোম্পানি অন্য কোনো কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। parentage [পেআরান্ট্ইজ্] (noun) [Uncountable noun] পিতৃত্ব বা মাতৃত্ব; বংশপরিচয়; জন্ম: of nobel parentage, অভিজাত ঘরে জন্ম। of unknown parent, মাতাপিতার পরিচয়হীন। parental [পারেন্ট্ল্] (adjective) পিতা ও মাতা/পিতা বা মাতাসংক্রান্ত: parental care. parentally [পেআরান্টালি] (adverb)
- English Word parenthesis Bengali definition [পারেন্থাসিস্] (noun) কমা; ড্যাশ; বন্ধনী দ্বারা আলাদা করা বাক্যমধ্যস্থ বাক্য বা বাক্যাংশ; (singular বা plural) এমন বাক্য আলাদা করার জন্য ব্যবহৃত লঘুবন্ধনী, ()। দ্রষ্টব্য bracket 2. in parenthesis বন্ধনীর ভিতরে; বন্ধনীমধ্যস্থ; (লাক্ষণিক) (কোনো কিছুকে) আলাদাভাবে নিয়ে। parenthetic [প্যারানথেটিক্], parenthetical [প্যারানথেটইক্ল্] (adjective(s)) উক্ত বাক্য বা বাক্যাংশসম্পর্কিত; উক্ত বাক্য বা বাক্যাংশ হিসেবে ব্যবহৃত। parenthetically [পারেন্থাসিস্ক্লি] (adverb)
- English Word pariah Bengali definition [পারাইআ] (noun) (ভারত) নিচু জাতের লোক; অস্পৃশ্য লোক; (লাক্ষণিক) সমাজচ্যুত ব্যক্তি। pariah-dog (noun) (ভারত) মালিকহীন মিশ্রজাতের কুকুর।
- English Word parish Bengali definition [প্যারিশ্] (noun) (British/Britain) কাউন্টি বা জেলার অন্তর্গত যাজকীয় বিভাগ-যার নিজস্ব গির্জা ও যাজক আছে: The parish church. parish clerk প্যারিশ গির্জার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্বপালনকারী কর্মকর্তা। parish-pump (সাধারণত attributive(ly)) শুধু স্থানীয় স্বার্থসংশ্লিষ্ট: parish-pump affaris. parish register (প্যারিশবাসীদের) জন্ম, মৃত্যু ও বিবাহিতদের বিবরণসংবলিত রেজিস্ট্রি বই। civil parish স্থানীয় প্রশাসনভিত্তিক কাউন্টি অঞ্চল। parishioner [পারিশানা(র্)] (noun) প্যারিশবাসী।
- English Word Parisian Bengali definition [পারিজিআন্ America(n) পারিইজ্ন্] (noun), (adjective) প্যারিশ শহরের (বাসিন্দা)।
- English Word parity Bengali definition [প্যারাটি] (noun) [Uncountable noun] সমতা: parity of pay, বেতনের সমতা। parity of exchange বিভিন্ন সরকার কর্তৃক নির্ধারিত মুদ্রাবিনিময় হার।
- English Word park 1 Bengali definition [পা:ক্] (noun) (১) নগরউদ্যান; পার্ক। ball park (America(n)) খেলার মাঠ। (২) পল্লিতে অবস্থিত জমিদারভবনের চারদিকের (সাধারণত গাছপালাসংবলিত) তৃণাচ্ছাদিত মাঠ। (৩) car-park যে জায়গায় সাময়িকভাবে মোটরগাড়ি রাখা যায়; গাড়ি-পার্ক। (৪) national park জনসাধারণের উপভোগের জন্য রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান (যেমন বনরাজি, পাহাড়-পর্বত, হ্রদ); জাতীয় উদ্যান। (৫) সামরিক বাহিনী যেখানে কামানবহর ও অন্যান্য যুদ্ধোপকরণ রাখে।
- English Word park 2 Bengali definition [পা:ক্] (verb transitive), (verb intransitive) (১) (কোনো জায়গায়) সাময়িকভাবে বিনা পাহারায় (মোটরগাড়ি) রাখা; গাড়ি পার্ক করা: I parked (my car) under the shade. (২) (কথ্য) (কাউকে বা কোনো কিছুকে) কোথাও রাখা: Where did you park your suitcase? He parked himself in a chair.
- English Word parka Bengali definition [পা:কা] (noun) (পর্বত আরোহণে ব্যবহৃত) মাথার ঢাকনাওয়ালা পানিনিরোধক জ্যাকেট বা জামা।
- English Word parking Bengali definition [পা:কিঙ্] (noun) [Uncountable noun] মোটরগাড়ি প্রভৃতি সাময়িকভাবে রাখা; পার্কিং; এ উদ্দেশ্যে ব্যবহৃত স্থান: No parking between 1 1 am and 2 pm. parking lot (America(n)) গাড়ি পার্ক করার স্থান। parkingmetre (রাস্তায়) গাড়ি পার্ক করার সময় নির্ধারণে মুদ্রাচালিত মিটার। parkingorbit নভোযানের সাময়িক কক্ষপথ।
- English Word Parkinson’s Bengali definition [পা:কিন্স্ন্জ্] (adjective) Parkinson’s disease (প্যাথলজি) বৃদ্ধদের স্থায়ী ক্রমবর্ধমান ব্যাধি-যাতে পেশি কাঁপে ও শক্ত হয়ে ওঠে, সামগ্রিক দুর্বলতা দেখা দেয়। Parkinson’s law (কৌতুক) যতক্ষণ সময়, ততক্ষণ কাজ- এমন পরামর্শ বা উপদেশ।
- English Word parlance Bengali definition [পা:লান্স্] (noun) শব্দের ব্যবহার বা শব্দ নির্বাচন; বাচনভঙ্গি: legal parlance.
- English Word parley Bengali definition [পা:লি] (noun) [Countable noun] বিশেষত প্রতিপক্ষের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা। □ (verb intransitive) parley (with somebody) (কারো সঙ্গে) শর্তাদি আলোচনা করা; আলোচনায় বসা।
- English Word parliament Bengali definition [পা:লামান্ট্] (noun) (জনপ্রতিনিধিত্বশীল সরকারশাসিত দেশে) সর্বোচ্চ আইনপ্রণয়নকারী সংস্থা; আইনসভা; সংসদ: Members of Parliament. parliamentarian [পা:লামান্টেআরিআন্] (noun) সংসদীয় ধারা ও কার্যক্রম বিষয়ে পারদর্শী ব্যক্তি; সুবক্তা। parliamentary [পা:লামেন্ট্রি] (adjective) সংসদবিষয়ক; সংসদীয়: parliament debates.
- English Word parlour Bengali definition (America(n)= parlor) [পা:লা(র্)] (noun) (১) পারিবারিক বসার ঘর; বৈঠকখানা (বর্তমানে বেশির ভাগ ক্ষেত্রে sitting room বা living room বলা হয়)। parlour games বাড়ির ভিতর যেসব খেলা চলতে পারে। (২) (অফিস-আদালতের) অভ্যর্থনা-কক্ষ: The Magistrate’s parlour. (৩) (বিশেষত America(n)) খদ্দেরদের ঘর: a beauty parlour. parlour-car (noun) (America(n)) সংরক্ষিত আসনের ব্যবস্থাসহ বিলাসবহুল রেলকামরা।
- English Word parlous Bengali definition [পা:লাস্] (adjective) (আনুষ্ঠানিক) বিপদসংকুল।
- English Word parochial Bengali definition [পারোউকিআল্] (adjective) প্যারিশসংক্রান্ত; (লাক্ষণিক) সীমাবদ্ধ; সংকীর্ণ: a parochial outlook. parochially [পারোউকিআলি] (adverb) parochialism [পারোউকিআল্ইজাম্] (noun) সংকীর্ণতা।
- English Word parody Bengali definition [প্যারাডি] (noun) (১) [Countable noun, Uncountable noun] অন্য কারো রচনার ভাষা ও ভঙ্গি অনুকরণ করে রচিত ব্যঙ্গরসাত্মক রচনা; প্যারোডি। (২) [Uncountable noun] দুর্বল অনুকরণ। □(verb transitive) ব্যঙ্গাত্মক রূপ দেওয়া; প্যারোডি করা: parody a poem. parodist [প্যারাডইস্ট্] (noun) প্যারোডি রচয়িতা।
- English Word parole Bengali definition [পারোউল্] (noun) [Uncountable noun] পালাতে চেষ্টা করবে না- এই বলে বন্দি কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি; বন্দির শর্তাধীন মুক্তি। on parole পালাবে না এই শর্তে মুক্তিপ্রাপ্ত। break one’s parole প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে পালাতে চেষ্টা করা বা পালানো। □ (verb transitive) পালাবে না এই শর্তে (বন্দিকে) মুক্তি দেওয়া।
- English Word paroquet Bengali definition [প্যারাকীট্] (noun) = parakeet.
- English Word paroxysm Bengali definition [প্যারাক্সিজাম্] (noun) [Countable noun] (ব্যথা বেদনা প্রভৃতির) আকস্মিক আক্রমণ; (হাসিকান্না, ক্রোধ প্রভৃতির) প্রবল বেগ বা আকস্মিক বিস্ফোরণ।
- English Word parquet Bengali definition [পা:কেই America(n) পা:রকেই] (noun) নকশাকাটা কাঠের পাটাতন।
- English Word parr, par Bengali definition [পা:(র্)] (noun) স্যামন মাছের পোনা।
- English Word parricide Bengali definition [প্যারিসাইড্] (noun) [Countable noun, Uncountable noun] পিতৃহত্যা; স্বজনহত্যা; পিতৃহন্তা বা স্বজনহন্তা।
- English Word parrot Bengali definition [প্যারাট্] (noun) তোতাপাখি। parrotfever= psittacosis. (২) যে ব্যক্তি প্রায়ই না-বুঝে অন্যের কথার পুনরাবৃত্তি করে।
- English Word parry Bengali definition [প্যারি] (verb transitive) (আঘাত) ঠেকানো বা ফেরানো; (লাক্ষণিক) (প্রশ্ন) এড়িয়ে যাওয়া। □ (noun) [Countable noun] বিশেষত মুষ্টিযুদ্ধ ও অসিযুদ্ধে (প্রতিপক্ষের আঘাত) ঠেকানো বা ফেরানো।
- English Word parse Bengali definition [পা:জ্ America(n) পা:র্স্] (verb transitive) (শব্দ) ব্যাকরণগতভাবে বর্ণনা করা; বাক্যের শব্দসমূহের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করা।
- English Word Parsee Bengali definition [পা:সী] (noun) ভারতের পার্সি সম্প্রদায়ের লোক, এদের পারস্যদেশীয় পূর্বপুরুষরা অষ্টম শতকে ভারতে বসবাস শুরু করে।
- English Word parsimony Bengali definition [পা:সিমানি America(n) পা:সিমোউনি] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) কৃপণতা; ব্যয়কুণ্ঠ। parsimonious [পা:সিমোউনিআস্] (adjective) ব্যয়কুণ্ঠ; কৃপণ।
- English Word parsley Bengali definition [পা:স্লি] (noun) [Uncountable noun] সুগন্ধী মসলা হিসেবে ব্যবহৃত কোঁচকানো সবুজ পাতাযুক্ত লতাবিশেষ।