P পৃষ্ঠা ৯
- English Word passé Bengali definition [প্যাসেই America(n) প্যাসেই] (adjective) (feminine passée) (ফরাসি) বিগতযৌবন/যৌবনা; বিগতশক্তি; অপ্রচলিত; সেকেলে।
- English Word passenger Bengali definition [প্যাসিন্জা(র্)] (noun) (১) যাত্রী। (২) (কথ্য) যেকোনো দলের নিষ্ক্রিয় বা শুধু বসে- থাকা সদস্য।
- English Word passepartout Bengali definition [প্যাস্পা:টূ] (noun) (১) মাস্টার চাবি। (২) ছবি ইত্যাদির ফ্রেম বাঁধানোতে ব্যবহৃত আঠালো টেপ বা ফিতা।
- English Word passer-by Bengali definition [পা:সাবাই America(n) প্যাসারবাই] (noun) পথচারী।
- English Word passim Bengali definition [প্যাসিম্] (adverb) (লাক্ষণিক) (কোনো গ্রন্থে বা গ্রন্থকার দ্বারা ব্যবহৃত উক্তি, বাক্যাংশ, পরোক্ষোক্তি) ঘন ঘন; সর্বত্র; This occurs in Nazrul passim.
- English Word passing Bengali definition [পা:সিঙ্ America(n) প্যাসিঙ্] (adjective) চলে যাচ্ছে বা অতিক্রান্ত হচ্ছে এমন; অপসৃয়মাণ; বিলীয়মান; ক্ষণস্থায়ী: The passing years; passing youth. □ (adverb) (প্রাচীন প্রয়োগ) অত্যন্ত: passing strange. □(noun) [Uncountable noun] চলে যাওয়া; অতিবাহিত হওয়া; অতিক্রমণ: The passing of the old year.
- English Word passion Bengali definition [প্যাশ্ন্] (noun) (১) [Uncountable noun, countable noun] বিশেষত প্রেম, ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি; প্রবল অনুরাগ; উৎসাহ; ঘৃণা; ক্রোধ: He was filled with passion (অর্থাৎ অনুরাগ) for her. He was choking with passion (অর্থাৎ ক্রোধ বা ঘৃণায়), Passions were running high, লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা বা উদ্দীপনা বিরাজ করছিল। (২) a passion তীব্র অনুভূতির বহিঃপ্রকাশ: fly into a passion, রাগে ফেটে পড়া। (৩) the Passion ক্রুশবিদ্ধ যিশুর যন্ত্রণাভোগ ও মৃত্যু। Passion play ক্রুশবিদ্ধ যিশুর যন্ত্রণাভোগ ও মৃত্যু নিয়ে রচিত নাটক। passion-flower (noun) লতানো গাছবিশেষ- দণ্ডিত যিশুর মাথায় এর কণ্টকমুকুট পরিয়ে দেওয়া হয়েছিল এবং এই লতা গাছের ফুল তার মতো বলে মনে করা হয়। passion fruit (noun) এই ফুল থেকে পাওয়া ফল। passionless (adjective)
- English Word passionate Bengali definition [প্যাশানাট্] (adjective) আবেগপ্রবণ; প্রবল আবেগপূর্ণ: a passionate nature; passionate language. passionately (adverb) আবেগপূর্ণভাবে; আবেগসহকারে: He Spoke passionately of the Great Leader.
- English Word passive Bengali definition [প্যাসিভ্] (adjective) (১) অক্রিয়; অপ্রতিরোধী: passive obedience, বিনা বাধায় স্বীকার করে নেওয়া আনুগত্য। passive resistance অক্রিয় প্রতিরোধ; অর্থাৎ বিরোধিতার সক্রিয় পন্থা গ্রহণ না-করে; আইন, নির্দেশ ইত্যাদি অমান্য করার পথ। passive resister অক্রিয় প্রতিরোধ পালনকারী ব্যক্তি। (২) the passive (voice) (ব্যাকরণ) কর্মবাচ্যমূলক: ‘The tiger was seen yesterdey’- এই বাক্যে ‘was seen’ ক্রিয়ারূপটিকে (অর্থাৎ be + past participle) কর্মবাচ্যমূলক বলা যাবে। দ্রষ্টব্য active. □ (noun) কর্মবাচ্য। passively (adjective) passiveness, passivity [প্যাসিভাটি] (noun(s)) [Uncountable noun] অক্রিয়তা; অসাড়তা; জড়তা।
- English Word passkey Bengali definition (noun) দ্রষ্টব্য pass 1 (১০).
- English Word Passover Bengali definition [পা:সোউভা(র্) America(n) প্যাস্উভা(র্)] (noun) মিসরীয়দের দাসত্বশৃঙ্খল থেকে ইহুদিদের মুক্তি উদযাপনকারী ইহুদি ধর্মীয় উৎসব; পাসোভার।
- English Word passport Bengali definition [পা:স্পোট্ America(n) প্যাস্পোট্] (noun) বিদেশযাত্রীকে প্রদত্ত সরকারি ছাড়পত্র; পাসপোর্ট; (লাক্ষণিক) যে বস্তু কোনো কিছু পেতে বা অর্জন করতে সাহায্য করে; প্রাপ্তিসহায়ক বস্তু: Is physical attractiveness a passport to happy marriage?
- English Word password Bengali definition (noun) দ্রষ্টব্য pass 1(১০).
- English Word password fatigue Bengali definition [পা:স্ওয়াড্ ফাটিগ্] (noun) [Uncountable noun] (এটা 'password chaos' বা 'identity chaos' নামেও পরিচিত)। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের জন্য বিপুলসংখ্যক পাসওয়ার্ড রাখাজনিত ক্লান্তি ও অবসাদ; পাসওয়ার্ড ফ্যাটিগ: One of the tribulations of internet life is password fatigue.
- English Word password wallet Bengali definition [পা:সওয়া:ড ওঅলিট] (noun) [Countable noun] এক ধরনের অনলাইন সার্ভিস যাতে ব্যক্তি তার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের পাসওয়ার্ড জমা রাখার পাশাপাশি পরিচালনাও করতে পারে; পাসওয়ার্ড ওয়ালেট: Password wallet is a fantastic product which I use every day.
- English Word past 1 Bengali definition [পা:স্ট্ America(n) প্যাস্ট্] (adjective) অতীতকালীন; গত; বিগত: for the past few days; in times past; the past tense. past master. কোনো কাজে বা কোনো বিষয়ে পূর্ণ দক্ষতাসম্পন্ন ব্যক্তি। □ (noun) (১) the past অতীত; অতীতকাল: None can change the past. (২) কারো অতীত জীবন বা অতীত অভিজ্ঞতা, বিশেষত যখন তা বড় একটা প্রশংসনীয় বা সুখকর নয়: You ought to learn from your past. I knew nothing of his past.
- English Word past 2 Bengali definition [পা:স্ট্ America(n) প্যাস্ট্] (preposition(al)) (১) গত; পরে: half past three; a man past middle age; a woman past thirty. (২) পেরিয়ে; ছাড়িয়ে: I walked past the post office. He hurried past the site of the murder. (৩) সীমা, ক্ষমতা বা আয়ত্তের বাইরে: a women past child-bearing, সন্তান ধারণের বয়স আর নেই; a patient past praying for, প্রার্থনার বাইরে চলে গেছে, অর্থাৎ সেরে ওঠার আশা নেই। be/get past it (কথ্য) কর্মক্ষমতা হারিয়ে ফেলা: Our maid servant is over sixty and I’m afraid she’s getting past it. wouldn’t put something past somebody কোনো ব্যক্তি নিন্দনীয়, অস্বাভাবিক ইত্যাকার কিছু করবেন না এমন মনে না-করা: Everybody says he loves his wife, but I wouldn’t put it past him to leave her and run off with another woman. □ (adverb) ছাড়িয়ে; পেরিয়ে-এই অর্থে: walk/run/hurry.
- English Word pasta Bengali definition [প্যাস্টা America(n) পা:স্টা] (noun) [Uncountable noun] (ইতালীয়) ময়দা, ডিম ও পানি মিশিয়ে এবং শুকিয়ে তৈরি খাবারবিশেষ।
- English Word paste Bengali definition [পেইস্ট্] (noun) (১) [Uncountable noun] পেস্ট্রি তৈরি জন্য ময়দা, তেল, পানি ইত্যাদির নরম, কাদাটে মিশ্রণ; মাখানো ময়দার তাল। (২) ভর্তা খাবার: fish-paste মাছের ভর্তা। (৩) পানিতে ময়দা গুলিয়ে তৈরি আঠা। (৪) কৃত্রিম মণিমুক্তা তৈরিতে ব্যবহৃত (কাচসদৃশ) পদার্থ। □ (verb transitive) (১) ময়দার আঠা দিয়ে জোড়া লাগানো। paste something down আঠা দিয়ে জোড়া দেওয়া। paste something up (ক) আঠা দিয়ে কোনো কিছুর উপর সেঁটে দেওয়া: paste up a notice. (খ) আঠা দিয়ে ঢেকে বা বন্ধ করে দেওয়া: paste up cracks. (গ) বই, পত্রিকা ইত্যাদির ডিজাইন তৈরি করার জন্য বড় কাগজের পাতার উপর অপেক্ষাকৃত ছোট কাগজের পাতা সেঁটে দেওয়া। paste-up (noun) (২) (কথ্য) পিটিয়ে তুলাধুনা করা; আচ্ছামতো পেটানো। pasting (noun) (১) (কথ্য) বেদম পিটুনি: get/give/somebody a pasting. (২) পত্রিকায় সেলোফিনের উপর ট্রেসিং বা ফিল্ম জোড়া লাগানো; পেস্টিং।
- English Word pastel Bengali definition [প্যাস্ট্ল্ America(n) প্যাস্টেল্] (noun) (১) রঙিন খড়ি; (দ্বারা অঙ্কিত চিত্র)। (২) (attributive(ly)): pastel shades, রঙের নানা হালকা, মৃদু, সূক্ষ্ম মাত্রা।
- English Word pastern Bengali definition [পাস্টান্] (noun) ঘোড়ার খুরের পিছনের দিকের ঠিক উপরের বাঁকানো অংশ।
- English Word pasteurize, pasteurise Bengali definition [প্যাস্চারাইজ্] (verb transitive) ফরাসি বিজ্ঞানী লুই পাসটুরের (১৮২২-৯৫) পদ্ধতি অনুযায়ী তাপ প্রয়োগে (দুধ ইত্যাদি) জীবাণুমুক্ত করা। pasteurization, pasteurisation [প্যাস্চারাইজেইশ্ন্ America(n) প্যাস্চারিজইশ্ন্] (noun) জীবাণুমুক্তকরণ।
- English Word pastiche Bengali definition [প্যাস্টীশ্] (noun) [Countable noun] অন্য সাহিত্যিক/শিল্পীর রীতি বা স্টাইল অনুকরণ করে রচিত/সৃষ্ট সাহিত্য বা শিল্পকর্ম; বিভিন্ন উৎস থেকে উপাদান সংগ্রহ করে রচিত সংগীত; পাঁচমিশালি সংগীত বা গান।
- English Word pastille Bengali definition [প্যাস্টিল্ America(n) প্যাস্টীল্] (noun) [Countable noun] চুষে খাওয়ার সুগন্ধি ছোট বড়ি।
- English Word pastime Bengali definition [পা:স্টাইম্ America(n) প্যাস্টাইম্] (noun) [Countable noun] অবসরবিনোদন; অবসরের খেলা: Photography is his favourite pastime.
- English Word pastor Bengali definition [পা:স্টা(র্) America(n) প্যাস্টা(র্)] (noun) বিশেষত ভিন্ন মতাবলম্বী গির্জার যাজক; পাসটর।
- English Word pastoral Bengali definition [পা:স্টারাল্ America(n) প্যাস্টারাল্] (adjective) (১) মেষপালক ও পল্লিজীবনবিষয়ক: pastoral poetry. (২) যাজক সম্বন্ধীয়; (বিশেষত) বিশপ সম্বন্ধীয়: pastoral staff, (মেষপালকের হাতের বাঁকানো লাঠির মতো) বিশপের প্রতীকী দণ্ড। (৩) শিষ্যদের প্রতি যাজকের দায়িত্ববিষয়ক: pastoral responsibilities. □ (noun) রাখাল ছেলে বা পল্লিজীবন নিয়ে রচিত কবিতা, নাটক ইত্যাদি; বিশপের লিখিত চিঠি।
- English Word pastorate Bengali definition [পা:স্টারাট্ America(n) প্যাস্টারাট্] (noun) (১) যাজক বা পাসটরের অফিস; যাজকের কর্মকাল। (২) যাজকবর্গ।
- English Word pastry Bengali definition [পেইস্ট্রি] (noun) (১) [Uncountable noun] উনুনে সেকা ময়দা, চর্বি ইত্যাদির মণ্ড। (২) [Countable noun] এই মণ্ড দিয়ে তৈরি পিঠা; পেস্ট্রি; [Uncountable noun] এই মণ্ড দিয়ে তৈরি খাদ্যসামগ্রী। pastry-cook (বিশেষত বিক্রির জন্য) যে ব্যক্তি পেস্ট্রিজাতীয় খাবার প্রস্তুত করে।
- English Word pasture Bengali definition [পা:স্চা(র্) America(n) প্যাস্চা(র্)] (noun) [Uncountable noun] পশুচারণভূমি; এমন চারণভূমির ঘাস; [countable noun] এ জাতীয় তৃণক্ষেত্র। □ (verb transitive), (verb intransitive) (১) (ব্যক্তি) গবাদিপশু চরানো; (গবাদিপশু) তৃণক্ষেত্রে চরে খাওয়া। (২) ঘাস খাওয়া বা খাওয়ানো। pasturage [পা:স্চা(র্)ইজ্] (noun) [Uncountable noun] চারণভূমি; পশুচারণের অধিকার।