Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word passé Bengali definition [প্যাসেই America(n) প্যাসেই] (adjective) (feminine passée) (ফরাসি) বিগতযৌবন/যৌবনা; বিগতশক্তি; অপ্রচলিত; সেকেলে
  • English Word passenger Bengali definition [প্যাসিন্‌জা(র্)] (noun) (১) যাত্রী(২) (কথ্য) যেকোনো দলের নিষ্ক্রিয় বা শুধু বসে- থাকা সদস্য
  • English Word passepartout Bengali definition [প্যাস্‌পা:টূ] (noun) (১) মাস্টার চাবি(২) ছবি ইত্যাদির ফ্রেম বাঁধানোতে ব্যবহৃত আঠালো টেপ বা ফিতা
  • English Word passer-by Bengali definition [পা:সাবাই America(n) প্যাসারবাই] (noun) পথচারী
  • English Word passim Bengali definition [প্যাসিম্‌] (adverb) (লাক্ষণিক) (কোনো গ্রন্থে বা গ্রন্থকার দ্বারা ব্যবহৃত উক্তি, বাক্যাংশ, পরোক্ষোক্তি) ঘন ঘন; সর্বত্র; This occurs in Nazrul passim.
  • English Word passing Bengali definition [পা:সিঙ্ America(n) প্যাসিঙ্] (adjective) চলে যাচ্ছে বা অতিক্রান্ত হচ্ছে এমন; অপসৃয়মাণ; বিলীয়মান; ক্ষণস্থায়ী: The passing years; passing youth. □ (adverb) (প্রাচীন প্রয়োগ) অত্যন্ত: passing strange. □(noun) [Uncountable noun] চলে যাওয়া; অতিবাহিত হওয়া; অতিক্রমণ: The passing of the old year.
  • English Word passion Bengali definition [প্যাশ্‌ন্] (noun) (১) [Uncountable noun, countable noun] বিশেষত প্রেম, ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি; প্রবল অনুরাগ; উৎসাহ; ঘৃণা; ক্রোধ: He was filled with passion (অর্থাৎ অনুরাগ) for her. He was choking with passion (অর্থাৎ ক্রোধ বা ঘৃণায়), Passions were running high, লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা বা উদ্দীপনা বিরাজ করছিল। (২) a passion তীব্র অনুভূতির বহিঃপ্রকাশ: fly into a passion, রাগে ফেটে পড়া। (৩) the Passion ক্রুশবিদ্ধ যিশুর যন্ত্রণাভোগ ও মৃত্যুPassion play ক্রুশবিদ্ধ যিশুর যন্ত্রণাভোগ ও মৃত্যু নিয়ে রচিত নাটক। passion-flower (noun) লতানো গাছবিশেষ- দণ্ডিত যিশুর মাথায় এর কণ্টকমুকুট পরিয়ে দেওয়া হয়েছিল এবং এই লতা গাছের ফুল তার মতো বলে মনে করা হয়। passion fruit (noun) এই ফুল থেকে পাওয়া ফল। passionless (adjective)
  • English Word passionate Bengali definition [প্যাশানাট্] (adjective) আবেগপ্রবণ; প্রবল আবেগপূর্ণ: a passionate nature; passionate language. passionately (adverb) আবেগপূর্ণভাবে; আবেগসহকারে: He Spoke passionately of the Great Leader.
  • English Word passive Bengali definition [প্যাসিভ্‌] (adjective) (১) অক্রিয়; অপ্রতিরোধী: passive obedience, বিনা বাধায় স্বীকার করে নেওয়া আনুগত্য। passive resistance অক্রিয় প্রতিরোধ; অর্থাৎ বিরোধিতার সক্রিয় পন্থা গ্রহণ না-করে; আইন, নির্দেশ ইত্যাদি অমান্য করার পথ। passive resister অক্রিয় প্রতিরোধ পালনকারী ব্যক্তি। (২) the passive (voice) (ব্যাকরণ) কর্মবাচ্যমূলক: ‘The tiger was seen yesterdey’- এই বাক্যে ‘was seen’ ক্রিয়ারূপটিকে (অর্থাৎ be + past participle) কর্মবাচ্যমূলক বলা যাবে। দ্রষ্টব্য active. □ (noun) কর্মবাচ্য। passively (adjective) passiveness, passivity [প্যাসিভাটি] (noun(s)) [Uncountable noun] অক্রিয়তা; অসাড়তা; জড়তা।
  • English Word passkey Bengali definition (noun) দ্রষ্টব্য pass 1 (১০).
  • English Word Passover Bengali definition [পা:সোউভা(র্‌) America(n) প্যাস্‌উভা(র্‌)] (noun) মিসরীয়দের দাসত্বশৃঙ্খল থেকে ইহুদিদের মুক্তি উদযাপনকারী ইহুদি ধর্মীয় উৎসব; পাসোভার
  • English Word passport Bengali definition [পা:স্‌পোট্ America(n) প্যাস্‌পোট্] (noun) বিদেশযাত্রীকে প্রদত্ত সরকারি ছাড়পত্র; পাসপোর্ট; (লাক্ষণিক) যে বস্তু কোনো কিছু পেতে বা অর্জন করতে সাহায্য করে; প্রাপ্তিসহায়ক বস্তু: Is physical attractiveness a passport to happy marriage?
  • English Word password Bengali definition (noun) দ্রষ্টব্য pass 1(১০).
  • English Word password fatigue Bengali definition [পা:স্ওয়াড্‌ ফাটিগ্‌] (noun) [Uncountable noun] (এটা 'password chaos' বা 'identity chaos' নামেও পরিচিত)। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের জন্য বিপুলসংখ্যক পাসওয়ার্ড রাখাজনিত ক্লান্তি ও অবসাদ; পাসওয়ার্ড ফ্যাটিগ: One of the tribulations of internet life is password fatigue.
  • English Word password wallet Bengali definition [পা:সওয়া:ড ওঅলিট] (noun) [Countable noun] এক ধরনের অনলাইন সার্ভিস যাতে ব্যক্তি তার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের পাসওয়ার্ড জমা রাখার পাশাপাশি পরিচালনাও করতে পারে; পাসওয়ার্ড ওয়ালেট: Password wallet is a fantastic product which I use every day.
  • English Word past 1 Bengali definition [পা:স্‌ট্‌ America(n) প্যাস্‌ট্] (adjective) অতীতকালীন; গত; বিগত: for the past few days; in times past; the past tense. past master. কোনো কাজে বা কোনো বিষয়ে পূর্ণ দক্ষতাসম্পন্ন ব্যক্তি। (noun) (১) the past অতীত; অতীতকাল: None can change the past. (২) কারো অতীত জীবন বা অতীত অভিজ্ঞতা, বিশেষত যখন তা বড় একটা প্রশংসনীয় বা সুখকর নয়: You ought to learn from your past. I knew nothing of his past.
  • English Word past 2 Bengali definition [পা:স্‌ট্‌ America(n) প্যাস্‌ট্] (preposition(al)) (১) গত; পরে: half past three; a man past middle age; a woman past thirty. (২) পেরিয়ে; ছাড়িয়ে: I walked past the post office. He hurried past the site of the murder. (৩) সীমা, ক্ষমতা বা আয়ত্তের বাইরে: a women past child-bearing, সন্তান ধারণের বয়স আর নেই; a patient past praying for, প্রার্থনার বাইরে চলে গেছে, অর্থাৎ সেরে ওঠার আশা নেই। be/get past it (কথ্য) কর্মক্ষমতা হারিয়ে ফেলা: Our maid servant is over sixty and I’m afraid she’s getting past it. wouldn’t put something past somebody কোনো ব্যক্তি নিন্দনীয়, অস্বাভাবিক ইত্যাকার কিছু করবেন না এমন মনে না-করা: Everybody says he loves his wife, but I wouldn’t put it past him to leave her and run off with another woman. □ (adverb) ছাড়িয়ে; পেরিয়ে-এই অর্থে: walk/run/hurry.
  • English Word pasta Bengali definition [প্যাস্‌টা America(n) পা:স্‌টা] (noun) [Uncountable noun] (ইতালীয়) ময়দা, ডিম ও পানি মিশিয়ে এবং শুকিয়ে তৈরি খাবারবিশেষ
  • English Word paste Bengali definition [পেইস্‌ট্‌] (noun) (১) [Uncountable noun] পেস্ট্রি তৈরি জন্য ময়দা, তেল, পানি ইত্যাদির নরম, কাদাটে মিশ্রণ; মাখানো ময়দার তাল(২) ভর্তা খাবার: fish-paste মাছের ভর্তা। (৩) পানিতে ময়দা গুলিয়ে তৈরি আঠা(৪) কৃত্রিম মণিমুক্তা তৈরিতে ব্যবহৃত (কাচসদৃশ) পদার্থ (verb transitive) (১) ময়দার আঠা দিয়ে জোড়া লাগানোpaste something down আঠা দিয়ে জোড়া দেওয়া। paste something up (ক) আঠা দিয়ে কোনো কিছুর উপর সেঁটে দেওয়া: paste up a notice. (খ) আঠা দিয়ে ঢেকে বা বন্ধ করে দেওয়া: paste up cracks. (গ) বই, পত্রিকা ইত্যাদির ডিজাইন তৈরি করার জন্য বড় কাগজের পাতার উপর অপেক্ষাকৃত ছোট কাগজের পাতা সেঁটে দেওয়া। paste-up (noun) (২) (কথ্য) পিটিয়ে তুলাধুনা করা; আচ্ছামতো পেটানোpasting (noun) (১) (কথ্য) বেদম পিটুনি: get/give/somebody a pasting. (২) পত্রিকায় সেলোফিনের উপর ট্রেসিং বা ফিল্ম জোড়া লাগানো; পেস্টিং
  • English Word pastel Bengali definition [প্যাস্‌ট্‌ল্‌ America(n) প্যাস্টেল্‌] (noun) (১) রঙিন খড়ি; (দ্বারা অঙ্কিত চিত্র)। (২) (attributive(ly)): pastel shades, রঙের নানা হালকা, মৃদু, সূক্ষ্ম মাত্রা
  • English Word pastern Bengali definition [পাস্‌টান্‌] (noun) ঘোড়ার খুরের পিছনের দিকের ঠিক উপরের বাঁকানো অংশ
  • English Word pasteurize, pasteurise Bengali definition [প্যাস্‌চারাইজ্‌] (verb transitive) ফরাসি বিজ্ঞানী লুই পাসটুরের (১৮২২-৯৫) পদ্ধতি অনুযায়ী তাপ প্রয়োগে (দুধ ইত্যাদি) জীবাণুমুক্ত করাpasteurization, pasteurisation [প্যাস্‌চারাইজেইশ্‌ন্‌ America(n) প্যাস্‌চারিজইশ্‌ন্‌] (noun) জীবাণুমুক্তকরণ।
  • English Word pastiche Bengali definition [প্যাস্‌টীশ্‌] (noun) [Countable noun] অন্য সাহিত্যিক/শিল্পীর রীতি বা স্টাইল অনুকরণ করে রচিত/সৃষ্ট সাহিত্য বা শিল্পকর্ম; বিভিন্ন উৎস থেকে উপাদান সংগ্রহ করে রচিত সংগীত; পাঁচমিশালি সংগীত বা গান
  • English Word pastille Bengali definition [প্যাস্‌টিল্ America(n) প্যাস্‌টীল্] (noun) [Countable noun] চুষে খাওয়ার সুগন্ধি ছোট বড়ি
  • English Word pastime Bengali definition [পা:স্‌টাইম্‌ America(n) প্যাস্‌টাইম্‌] (noun) [Countable noun] অবসরবিনোদন; অবসরের খেলা: Photography is his favourite pastime.
  • English Word pastor Bengali definition [পা:স্‌টা(র্‌) America(n) প্যাস্‌টা(র্‌)] (noun) বিশেষত ভিন্ন মতাবলম্বী গির্জার যাজক; পাসটর
  • English Word pastoral Bengali definition [পা:স্‌টারাল্ America(n) প্যাস্‌টারাল্] (adjective) (১) মেষপালক ও পল্লিজীবনবিষয়ক: pastoral poetry. (২) যাজক সম্বন্ধীয়; (বিশেষত) বিশপ সম্বন্ধীয়: pastoral staff, (মেষপালকের হাতের বাঁকানো লাঠির মতো) বিশপের প্রতীকী দণ্ড। (৩) শিষ্যদের প্রতি যাজকের দায়িত্ববিষয়ক: pastoral responsibilities. □ (noun) রাখাল ছেলে বা পল্লিজীবন নিয়ে রচিত কবিতা, নাটক ইত্যাদি; বিশপের লিখিত চিঠি।
  • English Word pastorate Bengali definition [পা:স্‌টারাট্ America(n) প্যাস্‌টারাট্] (noun) (১) যাজক বা পাসটরের অফিস; যাজকের কর্মকাল(২) যাজকবর্গ
  • English Word pastry Bengali definition [পেইস্‌ট্রি] (noun) (১) [Uncountable noun] উনুনে সেকা ময়দা, চর্বি ইত্যাদির মণ্ড(২) [Countable noun] এই মণ্ড দিয়ে তৈরি পিঠা; পেস্ট্রি; [Uncountable noun] এই মণ্ড দিয়ে তৈরি খাদ্যসামগ্রীpastry-cook (বিশেষত বিক্রির জন্য) যে ব্যক্তি পেস্ট্রিজাতীয় খাবার প্রস্তুত করে।
  • English Word pasture Bengali definition [পা:স্‌চা(র্‌) America(n) প্যাস্‌চা(র্‌)] (noun) [Uncountable noun] পশুচারণভূমি; এমন চারণভূমির ঘাস; [countable noun] এ জাতীয় তৃণক্ষেত্র। (verb transitive), (verb intransitive) (১) (ব্যক্তি) গবাদিপশু চরানো; (গবাদিপশু) তৃণক্ষেত্রে চরে খাওয়া(২) ঘাস খাওয়া বা খাওয়ানোpasturage [পা:স্‌চা(র্‌)ইজ্‌] (noun) [Uncountable noun] চারণভূমি; পশুচারণের অধিকার।