P পৃষ্ঠা ১১
- English Word patrician Bengali definition [পেট্রিশ্ন্] (noun), (adjective) অভিজাত বা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তি (প্রধানত প্রাচীন রোমে); বংশানুক্রমে সম্ভ্রান্ত ব্যক্তি।
- English Word patricide Bengali definition [প্যাট্রিসাইড্] (noun) [Uncountable noun] পিতৃহত্যা; [Countable noun] অনুরূপ হত্যার ঘটনা; পিতৃহন্তারক।
- English Word patrilineal Bengali definition [প্যাট্রিলিনিআল্] (adjective) পিতার বংশোদ্ভূত; পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত; পিতৃগোত্রজাত।
- English Word patrimony Bengali definition [প্যাট্রিমনি America(n) প্যাট্রিমোউনি] (noun) (plural patrimonies) [Countable noun] পিতৃসূত্রে বা পূর্বপুরুষদের নিকট থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বিষয়সম্পত্তি; পৈতৃক সম্পত্তি। patrimonial [প্যাট্রিমোউনিআল্] (adjective) উত্তরাধিকারবিষয়ক।
- English Word patriot Bengali definition [প্যাট্রিআট্ America(n) পেইটআট্] (noun) দেশপ্রেমিক; স্বদেশানুরাগী; স্বদেশের প্রবল সমর্থক বা ভক্ত। patriotism [প্যাট্রিআট্ইজাম] (noun) [Uncountable noun] দেশপ্রেমিকের অনুভূতি। patriotic [প্যাট্রিআটিক America(n) পেইটআটিক] (adjective) দেশপ্রেমমূলক। patriotically [প্যাট্রিআটিক্লি] (adverb)
- English Word patrol Bengali definition [পাট্রোল্] (verb transitive), (verb intransitive) (patrolled, patrolling, patrols) নিরাপত্তাবিধানের উদ্দেশ্যে চারদিকে পরিক্রমণের মাধ্যমে কোনো শিবির, শহর বা সড়ক প্রদক্ষিণ করে সবকিছু ঠিক আছে কি না তা পর্যবেক্ষণ করা; অপরাধীদের সন্ধান করা; সাহায্যপ্রার্থীদের খোঁজা। □ (noun) (ক) [Uncountable noun] অনুরূপ পরিক্রমণ: The area is under strict police patrol. (খ) [Countable noun] এই দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, যানবাহন, জাহাজ বা উড়োজাহাজ; (গ) (America(n)) patrol wagon (noun) যে গাড়ি করে বন্দিকে বা অভিযুক্ত ব্যক্তিকে আনা-নেওয়া হয়। patrolman (noun) (plural patrolmen) যে পুলিশ অনুরূপ দায়িত্বে নিয়োজিত।
- English Word patron Bengali definition [পেইট্রন্] (noun) (১) পৃষ্ঠপোষক; সমর্থনকারী; উৎসাহদাতা; নৈতিক বা অর্থনৈতিক সাহায্যদাতা: The nobility was a great patron of arts in the old days. patron saint যে সাধুকে চার্চ, শহর বা পথিকজনের বিশেষ রক্ষক বলে বিবেচনা করা হয়। (২) কোনো দোকানের নিয়মিত ক্রেতা বা খদ্দের। patroness [পেইট্রন্ইস্] (noun) মহিলা পৃষ্ঠপোষক।
- English Word patronage Bengali definition [প্যাট্রনিজ্ America(n) পেইট্রনিজ্] (noun) [Uncountable noun] (১) পৃষ্ঠপোষকতা; সমর্থন; উৎসাহদান; পৃষ্ঠপোষণা: This library requires immediate patronage. (২) কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধাজনক পদে নিয়োগ, সুবিধাদি/অধিকার প্রদান: a man with the blessings of patronage. (৩) ক্রেতার সহায়তা (কোনো বিক্রেতার প্রতি নিয়মিত ক্রেতার মাধ্যমে) : Always try to show patronage to this orphanage store. (৪) (পৃষ্ঠপোষকতা ধর্ম) আচরণ। দ্রষ্টব্য patronize (২)।
- English Word patronize, patronise Bengali definition [প্যাট্রনাইজ্ America(n) পেইট্রনাইজ্] (verb transitive) (১) পৃষ্ঠপোষকতা করা; কাউকে পৃষ্ঠপোষণ দান করা; গ্রন্থকারের উৎসর্গ গ্রহণের মাধ্যমে তাকে উপহার দেওয়া; উৎসাহ দেওয়া। (২) কোনো অধস্তন ব্যক্তির প্রতি দয়াশীল হওয়া; পিঠ চাপড়ানো। patronizing (adjective) patronizingly (adverb)
- English Word patronymic Bengali definition [প্যাট্রানিমিক্] (noun), (adjective) (নাম) পিতা বা পিতৃপুরুষসূত্রে প্রাপ্ত বা জাত; বংশনাম; গোত্রনাম; পদবি (যেমন ইসলাম; সেন; চৌধুরী): O’Neil.
- English Word patsy Bengali definition [পেইট্সি] (noun) [Countable noun] প্রতারিত বা পরিহাসক্লিষ্ট ব্যক্তি।
- English Word patten Bengali definition [প্যাট্ন্] (noun) [Countable noun] কাঠের তৈরি জুতার তলি যা দিয়ে কর্দমাক্ত রাস্তায় জুতাকে কাদার স্পর্শ থেকে বাঁচানো যায়।
- English Word patter 1 Bengali definition [প্যাটা(র্)] (noun) [Uncountable noun] (১) বিশেষ শ্রেণি বা গোষ্ঠীর ব্যবহৃত ভাষা; দলীয় উপভাষা: the patter of a hawker. (২) কৌতুকাভিনেতা বা জাদুকরের দ্রুত বকবকানি; কোনো গানের মধ্যে দ্রুতকথনের অন্তর্ভুক্তি: a patter song. □ (verb transitive), (verb intransitive) প্রার্থনা উচ্চারণ করা; আবৃত্তি করা; পুনরুচ্চারণ করা (যান্ত্রিক ও দ্রুতরীতিতে); অত্যন্ত দ্রুত ও অনেক বেশি কথা বলা।
- English Word patter 2 Bengali definition [প্যাটা(র্)] (noun) [Uncountable noun] টুপটাপ বৃষ্টির শব্দ; দ্রুত হাঁটার শব্দ: the patter of rain on a roof. □ (verb intransitive) অনুরূপ শব্দ করা: Dead leaves driven by wind pattered against the wall.
- English Word patter 3 Bengali definition [প্যাটা(র্)] (verb transitive), (verb intransitive) আবৃত্তিচ্ছলে দ্রুত পড়া; দ্রুত প্রার্থনা করা বা যান্ত্রিকভাবে মন্ত্র উচ্চারণ করা; টুপটুপ করে পড়া; (শিশুর মতো) ছোট ছোট পা ফেলে দ্রুত ছুটে যাওয়া।
- English Word pattern Bengali definition [প্যাট্ন্] (noun) [Countable noun] (১) উৎকৃষ্ট উদাহরণ বা আদর্শ রীতি; আদর্শ হিসেবে গৃহীত কোনো বস্তু, ব্যক্তি বা বিষয়: He has a pattern of expression. (২) কাপড় বা সেলাইয়ের নকশা (সাধারণত কাজের যে নকশা থেকে পরিধেয় বস্ত্রাদির বিভিন্ন অংশ কাটা হয়); কারখানায় (বা অনুরূপ প্রতিষ্ঠানে) যে নকশার উপর ভিত্তি করে অন্যান্য একই ধরনের বস্তু বানানো হয়: pattern maker, pattern shop. (৩) কোনো কিছুর নকশা বা ডিজাইন। (৪) (গালিচা বা পরদার) কারুকাজ; দেওয়ালশোভন কাগজ ইত্যাদির নকশা: geometrical patterns. (৫) যে পন্থায় কোনো কিছু ঘটে, পরিবর্ধিত অথবা বিন্যস্ত হয়: We do not have a socialistic pattern of society. □ (verb transitive) (ক) pattern something/oneself/upon/after something/somebody কোনো বিশেষ আদর্শ বা গঠনের ভিত্তিতে বিকশিত হওয়া: Is our administration still patterned on the British system? (খ) কোনো নকশার সাহায্যে (কোনো কিছুকে) সাজানো।
- English Word patty Bengali definition [প্যাটি] (noun) (plural patties) মাংস বা তরিতরকারির পুর দেওয়া খাদ্যবিশেষ; প্যাটিস।
- English Word patulous Bengali definition [প্যাটিউলাস্] (adjective) (ডাল) বিস্তৃত বা প্রসারিত।
- English Word paucity Bengali definition [পোসিটি] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) পরিমাপে বা সংখ্যায় স্বল্পতা; অভাব।
- English Word Paul Bengali definition [পোল] (noun) rob Peter to pay Paul, দ্রষ্টব্য Peter. Paul Pry (noun) অনুসন্ধিৎসু ব্যক্তি।
- English Word Pauline Bengali definition [পোলিন্] (adjective) খ্রিষ্টীয় সাধু পলসম্পর্কিত। □ (noun) সাধু পলের অনুগামী ধর্মসম্প্রদায়ের সভ্য।
- English Word paunch Bengali definition [পোন্চ্] (noun) (বিশেষত মেদযুক্ত) পেট: You are growing a roundish paunch these days. paunchy (adjective) ভুঁড়িওয়ালা। paunchiness (noun)
- English Word pauper Bengali definition [পোপা(র্)] (noun) নিঃস্ব; কপর্দকশূন্য; জীবিকা নির্বাহের সামর্থ্যহীন; ভিখারি; অন্যের কৃপায় যার জীবননির্বাহ নির্ভরশীল। pauperism [পোপা(র্)ইজাম্] (noun) [Uncountable noun] কপর্দকশূন্য অবস্থা: everywhere signs of pauperism.
- English Word pause Bengali definition [পোজ্] (noun) (১) সাময়িক বা মধ্যবর্তী (স্বল্প) বিরতি: While reciting you must make proper use of a pause. give pause to (ব্যক্তির) থামা বা চিন্তা করার বা দ্বিধাগ্রস্ত হওয়ার কারণ ঘটানো। (২) (সংগীত) চিহ্ন (∩ বা ∪) যে চিহ্নের দ্বারা কোনো স্বর বিলম্বিত করার নির্দেশ দেওয়া হয়। □ (verb intransitive) make a pause চারদিকে দেখে নিতে বিরতি নেওয়া।
- English Word pave Bengali definition [পেইভ্] (verb transitive) পাথর বা ইটের আস্তরণ দেওয়া; কোনো অংশ পাকা করে বাঁধানো: the road paved with bricks; (আলংকারিক অর্থ) a proposal paved with honest objectives. pave the way for কোনো কিছু ঘটতে সাহায্য করা: The French intellectuals paved the way for the revolution. paving-stone আস্তরণ দেওয়ার পাথর বা ইট।
- English Word pavement Bengali definition [পেইভ্মেন্ট্] (noun) (১) (British/Britain) ফুটপাত; পায়ে চলার পথ (America(n)= sidewalk)। pavement artist (পথিকদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য) যে শিল্পী রঙিন চক দিয়ে ফুটপাতের উপর ছবি আঁকে। pavement dwellers নিরাশ্রয় যেসব ব্যক্তি ফুটপাতে বাস করে। (২) (America(n)) রাস্তা বা সড়কের শক্ত উপরিতল। crazy pavement. দ্রষ্টব্য crazy (৪).
- English Word pavilion Bengali definition [পেভিলিঅন্] (noun) (১) খেলার মাঠে খেলোয়াড়, কর্মকর্তা ও সংগঠকদের জন্য তৈরি করা বিশেষ ঘর বা ভবন বা শিবির। (২) নাচ বা সংগীতানুষ্ঠানের জন্য তৈরি সুসজ্জিত ভবন। (৩) বিভিন্ন প্রদর্শনীর জন্য বড় আকারের শিবির। back to pavilion ক্রিকেটে ইনিংস শেষে শিবিরে ফিরে যাওয়া: the space pavilion প্রদর্শনীতে মহাশূন্য বিষয়ে বিশেষ ঘর।
- English Word pavis(e) Bengali definition [পেইভিস্] (noun) [Countable noun] সর্বাঙ্গ আচ্ছাদনকারী ঢালবিশেষ।
- English Word pavonine Bengali definition [পেইভোনাইন্] (adjective) ময়ূরবিষয়ে বা ময়ূরতুল্য।
- English Word paw Bengali definition [পো] (noun) থাবা: the monkey’s paw; (কথ্য, পরিহাসচ্ছলে) হাত; এলোমেলো, অশোভন বা রুক্ষ হাতের স্পর্শ। □ (verb transitive) (ক) (জীবজন্তু) থাবার সাহায্যে অনুভব করা বা আঁচড়ানো; (ঘোড়া) খুরের সাহায্যে মাটিতে আঘাত করা;(খ) (ব্যক্তি) অশোভন বা রুক্ষভাবে হাত দিয়ে স্পর্শ করা।