• Bengali Word sleep 2 English definition [স্লীপ্] (verb intransitive), (verb transitive) ১ ঘুমানো; নিদ্রিত হওয়া; ঘুমিয়ে পড়া: We sleep during the night.
    She sleeps well. sleep like a top/log অঘোরে ঘুমানো। sleep round the clock; sleep the clock round এক নাগাড়ে বারো ঘণ্টা ঘুমানো। (২) শয্যার ব্যবস্থা করা; শোয়ার জায়গা দেওয়া: This hotel sleeps 200 giests. sleeping (noun) (যৌগশব্দে)। sleeping-bag (noun) যে উষ্ণ ও পানি নিরোধক ঝোলার মধ্যে খোলা জায়গায় বা তাঁবুতে রাত্রিযাপনকালে ঘুমানো যায়। sleeping-car (noun) ঘুমানোর ব্যবস্থা সংবলিত রেলগাড়ির কামরা। sleeping-draught/-pill (noun) নিদ্রাকর্ষক পানীয়/ঘুমের বড়ি। sleeping partner (noun) (America(n)= silent partner) যে অংশীদার ব্যবসার মূলধনের অংশ জোগায় কিন্তু ব্যবসা পরিচালনায় অংশ নেয় না। sleeping-sickness (noun) আফ্রিকার রক্তপায়ী একজাতীয় মাছির দংশনে সৃষ্ট ব্যাধি, এতে মানসিক বৈকল্য দেখা দেয় এবং পরিণামে (সাধারণত) মৃত্যু ঘটে। sleeper (noun) (১) যে ব্যক্তি নিদ্রা যায়: (adjective(s)- সহ) a heavy/light sleeper, যার ঘুম গাঢ়/হালকা; a good/bad sleeper, যার ঘুম ভাল হয়/ হয় না। (২) (America(n)= tie) রেললাইনের নিচে পাতা কাঠের ভারী তক্তা বা অনুরূপ কোনো বস্তু। (৩) শোওয়ার ব্যবস্থাসংবলিত রেলকামরা, এই কামরায়, সংযোজিত শয্যা। (৪) (adverbial particle ও preps-সহযোগে ব্যবহার): sleep around (কথ্য) কারো শয্যাসঙ্গী/শয্যাসঙ্গিনী হওয়া। sleep in/out কর্মস্থলে/কর্মস্থলের বাইরে ঘুমানো: The housekeeper sleeps in/out. sleep something off ঘুমিয়ে কোনোকিছু থেকে সেরে ওঠা: sleep off a headache. sleep on ঘুমাতে থাকা: He slept on for another hour or so. sleep on something (প্রায়ই sleep on it) কোনো প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান ইত্যাদি পরের দিনের জন্য তুলে রাখা। sleep through something (শব্দ, গোলমাল ইত্যাদির দ্বারা) নিদ্রাভঙ্গ না হওয়া। sleep with somebody কারো সঙ্গে যৌনসংগমে মিলিত হওয়া; কারো শয্যাসঙ্গী/সঙ্গিনী হওয়া।