• Bengali Word work 2 English definition [ওয়াক্] (verb intransitive), (verb transitive)(past tense, past participle worked or wrought [রোট্]) (wrought শব্দের প্রয়োগের জন্য দ্রষ্টব্য' wrought )
    I do not like to work in this factory. I have to work to earn a living, বেঁচে থাকার জন্য কাজ করতে হবে: I am not working now, কোথাও কর্মরত নেই, বেকার অবস্থা বা অবসর জীবনযাপনরত; Patriotic politicians have always worked for the economic stability of the country, মনোযোগ দান করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন; He is working on the social discrimination in professional services, নির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান ও তথ্যসংগ্রহ করেছেন; He is working on his new book, নতুন গ্রন্থ রচনার কাজ চালিয়ে যাচ্ছেন; He works in calligraphy, বিশেষ বিষয়ে পারদর্শী;He works in water-colour, বিশেষ ধরনের অঙ্কনরীতি ও উপাদানের প্রতি আগ্রহী; He has always worked against rightist moves in the party, কোনোকিছুর বিরুদ্ধাচরণ করা। work to rule দ্রষ্টব্য rule (১). work-in (noun) বিশেষ পরিস্থিতিতে যখন ঘোষিত বরখাস্ত বা কারখানা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতেও শ্রমিকরা কাজ চালিয়ে যান। (২) (কোনো যন্ত্র, যন্ত্রাংশ, শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ, পরিকল্পনা, রীতিনীতি, পদ্ধতি, সামাজিক বিধি) নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করা; প্রার্থিত ফল লাভ করা; চলমান থাকা; সক্রিয় থাকা: The set programme is working smoothly. Are you happy with the working of the type-writer? The telephone is not working, The regulator works quite satisfactorily The machine is now in good working conditions. My brain is too tired to work on this issue just now. Will the new measures work in Chittagong Hill Tracts? The new drug has worked on the patient. (৩) কাজ করানো; কোনোকিছু চালিত করা: He works his servant from dawn to dusk. Do not work yourself to aliment, শরীরের উপর অতিরিক্ত খাটুনি আরোপ করা; This machine is worked by electricity, বিদ্যুৎ দ্বারা চালিত। (৪) কোনোকিছু সাধন বা লাভ করার উদ্দেশ্যে প্রচেষ্টা চালানো: He is working for an honourable settlement. His advice worked wonders on the boy. work one’s passage কাজ করে লাভ আদায় করা: He worked his passage from Dhaka to Chittagong, জাহাজে কাজ করে যাত্রার সুযোগ পাওয়া। work one’s way (through college etc) পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ছাত্রাবস্থায় কাজ করে অর্থ সংগ্রহ করা: He had been working his way by assistantship. work one’s will (on somebody) অন্য কেউ তাকে দিয়ে যা করাতে চায় তা করানো। work it (অপশব্দ) কোনোকিছু করিয়ে নেওয়া (চাপ দিয়ে, ষড়যন্ত্র করে, প্রভাব খাটিয়ে অথবা হুমকি দিয়ে)। (৫) ক্রিয়াশীল থাকা; নিয়ন্ত্রণ করা; পরিচালনার দায়িত্বে নিয়োজিত হওয়া: It does not always work. His influence works at various levels. This representative works in North Bengal, বিশেষ অঞ্চলে পরিক্রমণ করে ব্যবসার কাজ চালানো। (৬) কোনোকিছুর বিচ্যুতির কারণ ঘটা বা ঘটানো; ভিন্নতর বা অযাচিত পরিস্থিতির সৃষ্টি করা; Your foot has worked out of your shoes. The rain has worked through the roof. Can you work this screw in the right position? The relief-workers worked their way ahead. The bacteria worked out on her face. The professional movement worked round towards a social upheaval. (৭) চাপ দিয়ে পেষণ করে অথবা হাতুড়ির মতো কিছু দিয়ে পিটিয়ে বিশেষ আকার দান করা; workclay, পানির সাহায্যে তাল পাকানো; work dough, ময়দা মাথা বা খামির তৈরি করা (wrought iron এর জন্যই দ্রষ্টব্য wrought)I৮ গাঁজিয়ে তোলা; বিক্ষুব্ধ অবস্থায় প্রকাশ ঘটানো: The yeast has begun to work, গাঁজিয়ে উঠে জমতে শুরু করেছে; The angry mob gradually started to work, বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে। (৯) সূচিকর্মের সাহায্যে কোনো নকশা করা; বুনন করা; বিশেষ ধরনের শৈল্পিক কাজ করা: work a design on the sari/a wooden texture; work design on the floor, আলপনা দেওয়া। (১০) (adverbial particle ও preposition(al) সহযোগে বিশেষ প্রয়োগ) work away (at something) কাজ অব্যাহত রাখা: He has been working away in his room since morning. work in; into something ভেদ করা; পথ বের করে নেওয়া: The smoke has worked in every corner of the building. work something in/into কোনোকিছু অন্তর্ভুক্ত করা; সংযুক্ত করা: You should work in some more historic references in your essay work something off অব্যাহতি পাওয়া; কোনোকিছু গর্জন করা: Try to work off the exaggeration contained in the story. Can you work off your unnecessary worries? work on/upon somebody/something উত্তেজনা সৃষ্টি করা; প্রভাব বিস্তার করা: I think that the new move in international relations will work upon international trade. The plight of the flood-stricken people worked so deeply on our feelings. work out (ক) কোনো সমাধান বের করা: work out the sum. (খ) কোনোকিছু শেষ হওয়া; সমাপন হওয়া: Nobody knows how the situation will work out? Everything worked out as one expected. How much does it work out at? মোট অঙ্কের পরিমাণ কত? (গ) উপরের ৬ সংখ্যক অংশ দ্রষ্টব্য। (ঘ) (কোনো প্রতিযোগিতার জন্য) অনুশীলন বা প্রশিক্ষণ দান করা বা গ্রহণ করা: The athelete works out two hours every morning এই সূত্রেই, workout (noun) অনুশীলন বা প্রশিক্ষণের সময় ও প্রকরণ। work something out (ক) গণনা করা; হিসাব করা: Everybody please work out your individual expenses. (খ) ফলাফল বের করা: Some of the problems are so difficult to work out. (গ) পরিকল্পনা করা; সবিস্তারে উপস্থাপন করা; নতুন কিছু বের করা: a nicely worked out plan. The economists have worked out a new tax structure. The nuclear physicists are working out new theories. You should work out a popular position in the office, নিজের উদ্দেশ্যে একটি জনপ্রিয় অবস্থান তৈরি করার জন্য সচেষ্ট হওয়া। (ঘ) সমাধান করা: He is working out some pre-Christian archaeological findings. (ঙ) (সাধারণত passive) ব্যবহার করা বা আহরণের মাধ্যমে নিঃশেষ করে ফেলা: Another coalmine has been declared worked out. work up to something ক্রমান্বয়ে উঁচুস্তরে বা পরদায় নিয়ে আসা বা পৌঁছানো: The orchestra was working up to a crescendo. work something up (ক) ধীরে ধীরে কোনোকিছু করা; সন্তোষজনক বা প্রত্যাশিত অবস্থা সৃষ্টি করা: He has worked up a big department store now, but he only started with a tiny shop. (খ) উত্তেজনা তৈরি করা; জাগিয়ে তোলা: The chief speaker worked up the mob with angry feelings. work somebody/oneself up (into) উত্তেজনার প্রবল স্তরে তাড়িত করা: He worked himself up into a violent rage. The police firing finally worked the mob into a frenzy. work upon somebody/something দ্রষ্টব্য উপরে উল্লিখিত work upon somebody/something.