P পৃষ্ঠা ৬৪
- English Word put 2 Bengali definition [পুট্] (noun), (verb intransitive), (verb transitive)= putt.
- English Word putative Bengali definition [প্যিঊটাটিভ্] (adjective) সচরাচরভাবে পরিচিত; অনুমিত: The putative father of her child.
- English Word putrefy Bengali definition [প্যিঊট্রিফাই] (verb transitive), (verb intransitive) পচানো। putrefaction (noun) পচন।
- English Word putrescent Bengali definition [প্যিঊট্রেস্ন্ট্] (adjective) পচে যাচ্ছে এমন। putrescence (noun) পচনপ্রক্রিয়া।
- English Word putrid Bengali definition [প্যিঊট্রিড্] (adjective) (১) পচা; গলিত ও দুর্গন্ধযুক্ত। (২) (অশিষ্ট) খারাপ; অসহ্য: a putrid weather. putridity (noun) পচা অবস্থা; গলিত অবস্থা।
- English Word putsch Bengali definition [পুচ্] (noun) (জার্মান) বিপ্লবপ্রচেষ্টা; অভ্যুত্থান।
- English Word putt Bengali definition [পাট্] (verb intransitive), (verb transitive) (গলফের বল) গর্তে ফেলতে মৃদুভাবে আঘাত করা।
- English Word puttee Bengali definition [পাটি] (noun) হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত রক্ষায় প্যাঁচানো কাপড়; পট্টি।
- English Word putter Bengali definition [পাটা(র্)] (verb transitive), (verb intransitive)= potter.
- English Word puzzle Bengali definition [পাজ্ল্] (noun) [Countable noun] (১) দুর্বোধ্য প্রশ্ন। (২) বুদ্ধি; ধৈর্য, জ্ঞান ইত্যাদি পরীক্ষার খেলাবিশেষ: crossword-puzzle. (৩) বিমূঢ় অবস্থা: He was in a puzzle about the whole matter. □ (verb transitive), (verb intransitive) (১) বিমূঢ় করা; হতবুদ্ধি করা; কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা: I was quite puzzled by the letter. (২) puzzle over something কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করা। (৩) puzzle something out কঠিন পরিশ্রম করে কোনো সমস্যার সমাধান বা উত্তর বের করা। puzzler (noun) বিভ্রান্তিকর; হতবুদ্ধিকর প্রশ্ন বা সমস্যা।
- English Word PVC Bengali definition [পীভীসী] (noun) পোশাক, পাইপ, টালি ইত্যাদিতে ব্যবহৃত প্লাস্টিক পদার্থবিশেষ।
- English Word pygmy, pigmy Bengali definition [পিগ্মি] (noun) (১) বিষুবীয় আফ্রিকার খর্বাকৃতি জনগোষ্ঠীর একজন। (২) বামন; বেঁটে। (৩) খুব ছোট আকারের।
- English Word pyjamas Bengali definition [পাজা:মাজ্] (noun) (১) (অপিচ a pair of pyjamas) ঘুমানোর পোশাক (ঢিলেঢালা জামা ও পাজামা)। (২) কোমরে গিঁট দিয়ে পরা ঢোলা নিম্নাবরণ; পাজামা।
- English Word pylon Bengali definition [পাইলন্] (noun) (১) ইলেকট্রিক তারের খুঁটিরূপে নির্মিত উঁচু থাম। (২) প্রাচীন মিসরীয় মন্দিরের তোরণ।
- English Word pyorrhoea Bengali definition [পাইআরিআ] (অপিচ pyorrhea) (noun) দাঁতের রোগবিশেষ যাতে দাঁতের মাড়ি ফুলে যায় এবং পুঁজ নির্গত হয়, পরিণামে দাঁত আলগা হয়ে যায়।
- English Word pyramid Bengali definition [পিরামিড্] (noun) তিন বা চার পার্শ্ববিশিষ্ট ইমারত যার একটি সূক্ষ্ম শীর্ষ রয়েছে; প্রাচীন মিসরে নির্মিত পিরামিড; পিরামিড আকৃতিতে স্তূপ করে রাখা জিনিস।
- English Word pyre Bengali definition [পাইআ(র্)] (noun) চিতা; মৃতদেহ পোড়াতে কাঠের স্তূপ।
- English Word pyrites Bengali definition [পাইআরাইটীজ্] (noun) [Uncountable noun] তামা বা লোহার সালফাইড।
- English Word pyrotechnics Bengali definition [পাইরাটেক্নিক্স্] (noun) আতশবাজি তৈরির কৌশল; আতশবাজির প্রদর্শনী; (লাক্ষণিক) আড়ম্বরপূর্ণ কথাবার্তা; বাগ্মিতা।
- English Word Pyrrhic Bengali definition [পিরিক্] (adjective) Pyrrhic victory অত্যন্ত চড়ামূল্য দিয়ে অর্জিত বিজয়।
- English Word python Bengali definition [পাইথন্] (noun) অজগর সাপ।
- English Word pyx Bengali definition [পিক্স্] (noun) খ্রিষ্টীয় গির্জায় যে পাত্রে উৎসর্গীকৃত রুটি রাখা হয়।