• Bengali Word pass 1 English definition [পা:স্‌ America(n) প্যাস্‌] (noun) ১ পরীক্ষায় পাস, বিশেষত (বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা ডিগ্রি পরীক্ষায়) সম্মান বা অনার্স না-পেয়ে পাস: get a pass.
      (২) come to/reach a pretty/sad/strange, etc pass (বিদ্রূপার্থে) চমৎকার/দুঃখজনক/অদ্ভুত অবস্থায় পড়া। (৩) bring to pass ঘটানো; সম্পন্ন করা। come to pass ঘটা: I don’t know how it came to pass. (৪) ভ্রমণের বা কোনো ভবনে প্রবেশের বা সিনেমা হল ইত্যাদিতে আসনগ্রহণের অনুমতিপত্র; পাস: a free pass. (৫) একই দলের খেলোয়াড়দের মধ্যে বলের আদান-প্রদান; পাস: a quick pass to the forward. (৬) (জাদু বা ভোজবাজিতে) কোনো কিছুর উপর বা সামনে দিয়ে হস্ত সঞ্চালন। (৭) সম্মুখগতি; (অসিচালনা ইত্যাদিতে) সম্মুখদিকে প্রক্ষিপ্ত আঘাত। make a pass at somebody (অপশব্দ) কারো দিকে কটাক্ষ করা। (৮) গিরিপথ; কোনো দেশের প্রবেশদ্বার হিসেবে গণ্য সংকীর্ণ গিরিপথ। hold the pass (লাক্ষণিক) কোনো আদর্শ বা উদ্দেশ্যকে রক্ষা করা। sell the pass (লাক্ষণিক) কোনো আদর্শ বা উদ্দেশ্যের প্রতি বিশ্বাসঘাতকতা করা; কোনো (নৈতিক বা আদর্শিক) অবস্থান পরিত্যাগ করা বা সমর্পণ করা। (৯) (তাস খেলায়) পাস-দেওয়া। (১০) (যৌগশব্দ) pass-book (noun) (ক) ব্যাংকের পাসবই। (খ) (বর্ণবাদী দক্ষিণ আফ্রিকায়) কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া বা থাকার অনুমতি দিয়ে প্রদত্ত বই। passkey (noun) গেট প্রভৃতির ব্যক্তিগত চাবি; গুপ্তচাবি; যে চাবি দিয়ে অনেক তালা খোলা যায়; মাস্টার চাবি। password (noun) যে গুপ্ত শব্দ উচ্চারণ করলে স্বপক্ষের লোক মনে করা হয়: give the pass word.
    • Bengali Word pass 2 English definition [পা:স্‌ America(n) প্যাস্‌] (verb intransitive), (verb transitive) ১ অতিক্রম করে যাওয়া; অগ্রসর হওয়া: pass through a town. They passed on, এগিয়ে চলল।
      They passed on, এগিয়ে চলল। pass-by (noun) পথচারী। (২) এগিয়ে যেতে যেতে (কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে) পাশে বা পিছনে ফেলে যাওয়া; I passed Mr Fahim in the street. (৩) ভিতর দিয়ে, মাঝখান দিয়ে, উপর দিয়ে যাওয়া; এপার থেকে ওপার যাওয়া: Our ship passed the Suez Canal. (৪) (সময়) পার হওয়া; অতিক্রান্ত হওয়া: Three months passed and still she had no news of her husband. (৫) (সময়) কাটানো: There was nothing I could do to pass the time. (৬) pass (form...) (to/into...) এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়া; রূপান্তরিত হওয়া: friendship passes into enmity if betrayed; love may pass into hatred... (৭) হাতে-হাতে দেওয়া: Please pass (me) the bucket. The photograph was passed round to all the girls in the room. (৮) বলা; উচ্চারণ করা: pass a remark, কোনো মন্তব্য করা; কিছু বলা। pass the time of day with somebody কাউকে হালকা আলাপে রত করানো। (৯) ছড়ানো; বিলি করা; পরিচিতি লাভ করা: He passes under the name of Khan Saheb. pass forged banknotes, জাল নোট ছড়ানো। (১০) পাস করা বা করানো; পাস হওয়া; (পরীক্ষার পর) ছাড় পাওয়া: You have to pass the customs before you leave, যাওয়ার (ঢোকার/বেরোনোর) আগে কাস্টমসের ছাড় পেতে হবে; Parliament passed the Bill. He passed the examination. The teacher passed all the boys in language test. (১১) ঘটা: I was too preoccupied (with myself) to see what was passing. He told me everything that had passed between them, তাদের মধ্যে যা ঘটেছে, অর্থাৎ যা বলা হয়েছে/অথবা করা হয়েছে। (১২) সীমা পার হয়ে যাওয়া: a story that passes belief, বিশ্বাসের সীমা পার হয়ে যায়, অর্থাৎ বিশ্বাস করা যায় না এমন গল্প। (১৩) pass something on something/somebody কারো/কোনো কিছুর ওপর মতামত/রায়/দণ্ড দেওয়া: pass an opinion on somebody’s work; pass sentence on an accused man. (১৪) বিনা প্রতিবাদে গৃহীত হওয়া; পার পাওয়া: His sarcasms did not pass without protest. pass muster, দ্রষ্টব্য muster. (১৫) (তাস খেলায়) ডাক না- দেওয়া; পাস দেওয়া। (১৬) চালানো: I passed my fingers through my hair. He passed a rope round the tree-trunk. pass one’s eye (= চোখ বুলানো) over a note. pass water (সুভাষণরীতি) প্রস্রাব করা। (১৭) (ফুটবল, হকি, ইত্যাদি খেলায়) স্বপক্ষের খেলোয়াড়কে বল পাস দেওয়া। (১৮) (সেনাদলকে) অতিক্রম করানো: pass troops in review. (১৯) (adverbial particle ও preps-সহ বিশেষ ব্যবহার)। pass away (সুভাষণরীতি) মারা যাওয়া: He passed away in December last. pass somebody/something by লক্ষ না-করা; উপেক্ষা করা: They let the matter pass by without a protest. passs for somebody/something কোনো কিছু হিসেবে পরিচিত বা পরিগণিত হওয়া; It would be easy for you to pass for a learned man if you are living among illiterates. pass in; pass into something প্রবেশাধিকার পাওয়া; ভর্তি হতে পারা: He pass into the Naval Academy on his own. pass off (ক) (ঘটনা) সংঘটিত হওয়া; সম্পন্ন হওয়া: The nationwide hartal (strike) passed off peacefully. (খ) (ব্যথা, সংকট সম্বন্ধে) শেষ হওয়া; সমাপ্তি ঘটা: My headache hasn’t passed off yet. pass something off মন সরিয়ে নেওয়া; দৃষ্টি সরিয়ে নেওয়া: pass off an unpleasant situation. pass something/somebody off as somebody/something মিথ্যা পরিচয় দেওয়া। pass on (সুভাষণরীতি) মারা যাওয়া: We are grieved to learn that your mother-in-law has passed on. pass something on হাতে তুলে দেওয়া। pass out (কথ্য) অজ্ঞান হওয়া; জ্ঞান হারানো। pass out (of something) পাস করে কলেজ ইত্যাদি থেকে বেরিয়ে যাওয়া। pass out (ceremony/parade) সমাপনী অনুষ্ঠান/কুচকাওয়াজ। pass somebody over উপেক্ষা করা; লক্ষ না-করা: They passed him over (যেমন চাকরিতে তাকে পদোন্নতি দেওয়া হয়নি) in favour of a Panjabee. pass through something ভোগ করা; অভিজ্ঞতা হওয়া। pass something up (কথ্য) হেলায় হারানো; সুযোগ না-নেওয়া: pass up an opportunity.
    • Bengali Word passable English definition [পা:সাব্‌ল্‌ America(n) প্যাস্‌ব্‌ল্‌] (adjective) ১ (রাস্তাঘাট ইত্যাদি) চলাচলযোগ্য: Is the Dhaka-Chittagong road passable yet?
      passably [পা:সআব্‌লি] (adverb)
    • Bengali Word passage English definition [প্যাসিজ্] (noun) ১ [Uncountable noun] গমন; অতিক্রমণ; গমন বা অতিক্রমণের অধিকার: the passage of time.
      bird of passage (ক) যাযাবর পাখি। (খ) ক্ষণিকের অতিথি। (২) [Countable noun] যাত্রা, সমুদ্র বা বিমানযাত্রার পথ: book one’s passage to Chittagong. work one’s passage, দ্রষ্টব্য work 2 (৪)। (৩) [Countable noun] (কোনো কিছুর ভিতর দিয়ে কাটা বা তৈরি করা) পথ: We forced our passage through the crowd. (৪) [Countable noun] passage (way) বাড়ির দরদালান বা বারান্দা বা করিডর। (৫) [Countable noun] কোনো বক্তৃতা বা রচনার উদ্ধৃত বা আলোচিত অংশ। (৬) (সংসদ) আইন পাস। (৭) (plural) বাক্যবিনিময়; তর্কবিতর্ক; heated passages between the PM and the Leader of the Opposition. (৮) passage of arms (আক্ষরিক অর্থ লাক্ষণিক) দ্বন্দ্ব; লড়াই; প্রতিযোগিতা; বিরোধ।
    • Bengali Word passbook English definition (noun) দ্রষ্টব্যpass 1(১০)।