P পৃষ্ঠা ১০
- English Word pasty 1 Bengali definition [পেইস্টি] (adjective) ময়দার মণ্ডের মতো; পাণ্ডুর: a pasty complexion.
- English Word pasty 2 Bengali definition [প্যাস্টি] (noun) ময়দার মণ্ড দিয়ে তৈরি এক জাতের মাংসের বড়া; পেসটি।
- English Word pat 1 Bengali definition [প্যাট্] (adverb) যথাসময়ে; তৎক্ষণাৎ ও নির্দ্বিধায়: The answer came pat. stand pat নিজের সিদ্ধান্তে অটল থাকা; (মত ইত্যাদি) পালটাতে অস্বীকার করা।
- English Word pat 2 Bengali definition [প্যাট্] (verb transitive), (verb intransitive) (১) করতল বা সেই ধরনের কিছু দ্বারা মৃদু আঘাত করা: pat a dog. pat somebody/oneself on the back(লাক্ষণিক) কাউকে/নিজেকে সমর্থন জানানো, অভিনন্দন জানানো ইত্যাদি; কারো পিঠ চাপড়ানো। (২) এরূপ আঘাতে শব্দ করা। □ (noun) [Countable noun] (১) (করতল দ্বারা) আদর বা সহানুভূতি প্রকাশক মৃদু আঘাত। (২) চাপড়িয়ে তৈরি করা (বিশেষত মাখনের) ছোট দলা। (৩) হালকা বস্তু দিয়ে কোনো কিছুকে আঘাত করার ফলে সৃষ্ট মৃদু শব্দ।
- English Word patch 1 Bengali definition [প্যাচ্] (noun) (১) তালি: a shirt with patches, তালি-দেওয়া শার্ট। patch-pocket (noun) পোশাকের বাইরের দিকে কাপড়ের টুকরা জোড়া দিয়ে যে পকেট বানানো হয় (যেমন জামার পকেট)। (২) ক্ষতস্থানের উপর দেওয়া প্রলেপ বা প্লাস্টার। (৩) আহত চোখের উপর বাঁধার পটি। (৪) কোনো কিছুর উপরিভাগে ভিন্ন রঙের অনিয়মিত ছোট কোনো অংশ; দাগ: a horse with a white patch on its neck. (৫) সবজি চাষের জন্য জমির টুকরা: The cabbage patch; যেকোনো টুকরা: patches of blue in a cloudy sky. (৬) not a patch on তুলনাই হয় না। (৭) go through/hit/strike a bad patch বিপন্নদশায় পড়া। patchwork (noun) (১) [uncountable noun] নানা রং আর নানা আকারের কাপড়ের টুকরা জোড়া দিয়ে তৈরি করা যে কোনো জিনিস। (২) (লাক্ষণিক) জোড়াতালি দিয়ে তৈরি করা যেকোনো জিনিস।
- English Word patch 2 Bengali definition [প্যাচ্] (verb transitive) (১) তালি দেওয়া; (বস্তু) তালি হিসেবে ব্যবহৃত হওয়া। (২) patch up সারানো; মেরামত করা; সাদামাটাভাবে ব্যবহারের উপযোগী করে তোলা: a patched-up stage for a show; সাময়িকভাবে মিটিয়ে ফেলা বা নিরসন করা: patch up a quarrel. patchy (adjective) জোড়াতালি দিয়ে তৈরি; সামঞ্জস্যহীন; সর্বত্র বা সর্বাংশে এক রকম নয় এমন: patchy work. The fog was patchy. patchily [প্যাচ্ইলি] (adverb) patchiness (noun)
- English Word patchouli Bengali definition [প্যাচুলি] (noun) [Uncountable noun] ভারতীয় গুল্মবিশেষ; এর থেকে তৈরি সুগন্ধি।
- English Word pate Bengali definition [পেইট্] (noun) (কথ্য) মাথা: a bald pate, টেকো মাথা।
- English Word Pâté Bengali definition [প্যাটেই America(n) পা:টেই] (noun) (১) বড়া বা পিঠা; পুলি, পেটিস। (২) পেস্ট্রি। Pâté de foie gras [প্যাটেইডাফোআ:গ্রা:] (ফরাসি) হাঁসের লিভার বা যকৃৎ দিয়ে তৈরি পুলি বা পেটিস।
- English Word patella Bengali definition [পাটেলা] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) মালাইচাকি।
- English Word patent 1 Bengali definition [পেইটন্ট্ America(n) প্যাট্ন্ট্] (adjective) (১) স্পষ্টত প্রতীয়মান; সহজে দেখা যায় বা বোঝা যায় এমন: It was patent to everyone that she didn’t like the place. (২) letters patent [প্যাট্ন্ট্] (noun) আবিষ্কৃত কোনো কিছু প্রস্তুত ও নকল থেকে রক্ষা করার সরকারি সনদ; পেটেন্ট। ৩ সরকারি সনদবলে সংরক্ষিত: patent medicines, একটিমাত্র প্রতিষ্ঠান বা একজনমাত্র ব্যক্তি দ্বারা প্রস্তুত। (৪) patent leather শক্ত; মসৃণ; চকচকে চামড়া। patently (adverb) স্পষ্টত।
- English Word patent 2 Bengali definition [পেইটন্ট্ America(n) প্যাট্ন্ট্] (noun) [Countable noun] (১) সরকারি সনদ; (বা পেটেন্টবলে প্রদত্ত অধিকার): take out a patent to protect a new invention. Patent [সাধারণত প্যাট্ন্ট্] Office এরূপ সনদ প্রদানের সরকারি বিভাগ; পেটেন্ট অফিস। (২) পেটেন্ট দ্বারা সংরক্ষিত বস্তু; আবিষ্কার বা প্রক্রিয়া। □ (verb transitive) (কোনো নতুন আবিষ্কার বা প্রক্রিয়ার জন্য) পেটেন্ট লাভ করা। patentee [পেইট্ন্টী America(n) প্যাট্ন্টী] (noun) পেটেন্টপ্রাপ্ত ব্যক্তি।
- English Word paterfamilias Bengali definition [পেইটাফামিলিআস্ America(n) প্যাট্ফামিলিআস্] (noun) (কৌতুকার্থে) বাবা বা পরিবারের মাথা।
- English Word paternal Bengali definition [পাটান্ল্] (adjective) (১) পিতৃসুলভ; পৈতৃক: paternal concern. (২) পিতার দিক থেকে সম্পর্কযুক্ত: her paternal grandmother. paternally [পাটানালি] (adverb) paternalism [পাটান্ল্ইজাম্] (noun) [Uncountable noun] (প্রজাদের বা অধীনস্থদের প্রয়োজন মিটিয়ে কিন্তু কোনো রকম দায়িত্ব না দিয়ে) পিতৃসুলভ পন্থায় শাসন বা নিয়ন্ত্রণ করার রীতি; সদাশয় স্বৈরাচার।
- English Word paternity Bengali definition [পাটানাটি] (noun) [Uncountable noun] পিতৃত্ব; পিতৃবংশ: of unknown paternity.
- English Word paternoster Bengali definition [প্যাটানস্টা(র্)] (noun) (‘Our Father’- ‘আমাদের পিতা’র লাতিন রূপ) (১) খ্রিষ্টকৃত ঈশ্বরে প্রার্থনা; খ্রিস্টের প্রার্থনা। (২) জপমালার যে অক্ষ ঘুরে এলে এই প্রার্থনা পুনরাবৃত্তি করা হয়। (৩) এক বিশেষ ধরনের দরজাহীন লিফট বা ওঠানামার যন্ত্র।
- English Word path Bengali definition [পা:থ্ America(n) প্যাথ্] (noun) (plural paths [পা:দ্জ্ America(n) প্যাদ্জ্]) (১) পথ। path(way), (foot)-path (noun(s)) পায়ে-চলা পথ; ফুটপাত। path-finder (noun) পথ-আবিষ্কারক; পথিকৃৎ। (২) দৌড় বা সাইকেলচালনা প্রতিযোগিতার জন্য বিশেষভাবে নির্মিত পথ (সাধারণত cinder track বলা হয়)। (৩) গতিপথ: The moon’s path round the earth. pathless (adjective) পথহীন: pathless jungles.
- English Word Pathan Bengali definition [পাঠান্] (noun) পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে বসবাসরত একটি জাতিগোষ্ঠী; পাঠান।
- English Word pathetic Bengali definition [পাথেটিক্] (adjective) (১) করুণ বা (কথ্য) অবজ্ঞেয়: a pathetic sight; a pathetic absence of self-respect. (২) The pathetic fallacy জড় পদার্থকে মানবিক বৈশিষ্ট্য অর্পণ করার ভ্রান্তি। pathetically [পাথেটিক্লি] (adverb)
- English Word pathology Bengali definition [পাথলাজি] (noun) [Uncountable noun] রোগবিদ্যা; রোগবিজ্ঞান। pathologist [পাথলাজিস্ট্] (noun) রোগবিজ্ঞানী। pathological [প্যাথালজিক্ল্] (adjective) রোগবিদ্যা সম্বন্ধীয়; রোগের প্রকৃতিবিষয়ক। pathologically [পাথলাজিক্লি] (adverb)
- English Word pathos Bengali definition [পেইথ্স্] (noun) [Uncountable noun] করুণ রস।
- English Word patience Bengali definition [পেইশ্ন্স্] (noun) [Uncountable noun] (১) ধৈর্য; সহিষ্ণুতা: I have no patience with people who are always complaining. be out of patience (with). (কাউকে/কোনো কিছুকে) আর বরদাস্ত করার মতো ধৈর্য না-থাকা; ধৈর্যহারা হওয়া। the patience of Job অসীম ধৈর্য। (২) (British/Britain) সাধারণত একজনের জন্য এক বিশেষ ধরনের তাস খেলা (America(n)= solitarie)।
- English Word patient 1 Bengali definition [পেইশ্ন্ট্] (adjective) ধৈর্যশীল: be patient with somebody. be patient of something (পুরাতনী) (ক) কোনো কিছু ধৈর্যসহকারে সহ্য করতে পারা। (খ) স্থান দেওয়া; প্রশ্রয় দেওয়া। patiently (adverb) ধৈর্যসহকারে: Listen patiently to somebody’s complaints.
- English Word patient 2 Bengali definition [পেইশ্ন্ট্] (noun) [Countable noun] রোগী।
- English Word patina Bengali definition [প্যাটিনা] (noun) (সাধারণত) পুরনো তামা বা ব্রোঞ্জের উপর সৃষ্ট সবুজ, চকচকে পরদা; পুরনো কাঠের কাজ ইত্যাদির চকচকে ভাব।
- English Word patio Bengali definition [প্যাটিওউ] (noun) (১) স্পেনীয় বা স্পেনীয়-আমেরিকান বাড়ির উঠান। (২) (আধুনিক ব্যবহার) বিনোদনের জন্য বাড়িসংলগ্ন বাঁধানো স্থান।
- English Word patisserie Bengali definition [পাটীসারি] (noun) (ফরাসি) পিঠা, পেস্ট্রি ইত্যাকার খাবারের দোকান বা কারখানা।
- English Word patois Bengali definition [প্যাটোআ:] (noun) আঞ্চলিক ভাষা।
- English Word patrial Bengali definition [পেইটি্আল্] (noun) বৈধভাবে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে গণ্য হওয়ার মতো যোগ্যতা আছে এমন ব্যক্তি।
- English Word patriarch Bengali definition [পেইট্রিআ:ক্ America(n) প্যাটআ:ক্] (noun) পিতৃতান্ত্রিক রীতিতে পরিবারের বা গোষ্ঠীর কর্তা; গৃহপতি; গোষ্ঠীপতি; প্রবীণ সম্মানিত ব্যক্তি; রোমান ক্যাথলিক চার্চের পূর্বকালের বিশপ; প্রাচ্যের কোনো কোনো গির্জাপ্রধান। patriarchal (adjective) পিতৃতান্ত্রিক; পিতৃশাসিত। patriarchate উচ্চশ্রেণির বিশপের কর্তৃত্বাধীন এলাকা; গোষ্ঠীপতিশাসিত সমাজ; চার্চের বাসস্থান।