• Bengali Word pin 1 English definition [পিন্‌] (noun) ১ পিন; আলপিন; কাঁটা: don’t care a pin, সামান্যও তোয়াক্কা করি না; in a merry pin, খোশমেজাজে; neat as a pin, অত্যন্ত ছিমছাম।
      pins and needles দেহের রক্ত চলাচল সাময়িকভাবে স্থগিত থাকার পর পুনরায় সঞ্চালন আরম্ভ হলে যে অনুভূতির সৃষ্টি হয়। (২) অনুরূপ কোনো বস্তু, যার এক প্রান্ত অলংকারের ন্যায় এবং যা বিশেষ কারণে ব্যবহৃত হয়, যেমন tie-pin; hair-pin; safety-pin. (৩) কাঠ বা ধাতুর অনুরূপ বস্তু যা বিবিধ কারণে ব্যবহৃত হয়, যেমন drawing pin; rolling pin; ছোট যে ধরনের পেরেকের মতো বস্তুতে কোনো বাদ্যযন্ত্রের তার টেনে বেঁধে রাখা হয়। pin-ball (noun) ছোট বল, যা বৈদ্যুতিক প্রক্রিয়ায় চালনা করতে হয় অথবা এই বল দিয়ে চালু টেবিলের উপর অনুরূপভাবে খেলা। pin-table (noun) পিনবল খেলায় যে টেবিল ব্যবহৃত হয়। (৪) (যৌগশব্দে) pin-cushion (noun) যে পাত্রে পিন রাখা হয়; যে কোমল প্যাডে পিন গুঁজে রাখা হয়। pin-head (noun) (কথ্য) খুবই নির্বোধ ব্যক্তি। pin-money (noun) [Uncountable noun] কোনো মহিলাকে প্রদত্ত ভাতা অথবা মহিলা দ্বারা অর্জিত যে টাকা পোশাক বা ব্যক্তিগত টুকিটাকি কেনায় ব্যয় করা হয়। pin-point (noun) কোনো ছোট/ক্ষুদ্র বিষয়; (attributive(ly)) (লক্ষ্যবস্তু) বোমা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য নির্ভুল লক্ষ্য। □ (verb transitive) এমন নির্দিষ্ট লক্ষ্য খুঁজে বের করা; নির্ভুলভাবে কোনো বিষয়ের গুরুত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করা। pin-prick (noun) (লাক্ষণিক) বিরক্তি উৎপাদনে সক্ষম ছোটখাটো কাজ বা মন্তব্য। pin-stripe (adjective) (পোশাকে) বহু সরু লম্বাটে রেখাসহ। pin-tailed দীর্ঘ ও সরু লেজবিশিষ্ট।
    • Bengali Word pin 2 English definition [পিন্‌] (verb transitive) ১ বিভিন্ন জিনিস একত্রে গেঁথে রাখা: pin sheets of paper togather; pin up this document in the file.
      pin something on somebody কাউকে দায়ী প্রতিপন্ন করা; কোনো কাজের দায় কারো উপর চাপিয়ে দেওয়া। pin one’s hopes on somebody কারো সহায়তার উপর গভীর আস্থা। pin-up (noun) (১) (ক) কোনো প্রিয় বা শ্রদ্ধের ব্যক্তির ছবি দেওয়ালে টাঙিয়ে রাখার রীতি; (খ) pin magazines অশ্লীল বিষয়বস্তুর যেসব পত্রিকা পিনবদ্ধ অবস্থায় বিক্রি করা হয়। (২) নড়াচড়ায় অক্ষম করে তোলা: The thief was pinned against the wall till the police came. pin somebody down (লাক্ষণিক) কাউকে তার উদ্দেশ্যের কথা বলতে বাধ্য করা; সত্যি কথা বলতে বাধ্য করা। pin somebody down to something কাউকে তার প্রতিশ্রুতি বা কথা বা চুক্তি পালন করতে বাধ্য করা।
    • Bengali Word pinafore English definition [পিনাফো] (noun) [Countable noun] পোশাক পরিচ্ছন্ন রাখতে তার উপর পরিহিত ঢিলেঢালা কাপড়।
    • Bengali Word pince-nez English definition [প্যান্‌স্ নেই] (noun) নাকে আটকে রাখতে স্প্রিংসহ বিশেষ ধরনের চশমা (এ ধরনের ফ্রেমে কানে বেড় দেওয়ার কোনো সুবিধা থাকে না)।
    • Bengali Word pincers English definition [পিন্‌সাজ্‌] (noun) (plural) (pair of pincers) ১ সাঁড়াশি।
      pincer movement (সামরিক) দুদিক থেকে সাঁড়াশি আক্রমণ। (২) কোনো বিশেষ মাছের সাঁড়াশির মতো নখর।