• Bengali Word stop 1 English definition [স্টপ্] (noun) [countable noun] ১ গতিরোধ; বিরাম: The machine came to a sudden stoop.
      Mahanagar is a non stoop train from Dhaka to Chittagong. Which is the next stop? put a stop to something; bring something to a stop থামার বা সমাপ্ত করার কারণ ঘটানো: Can you put a stop to this quarrel? Rain has come to a complete stop. (২) যে স্থানে বাস ও ট্রাক নিয়মিতভাবে যাত্রী ওঠানামার জন্য থামে। (৩) বীণা, গিটার, বাঁশি, সেতার প্রভৃতি বাদ্যযন্ত্রের ঘাট: Pull out all the stops; (লাক্ষণিক) সর্বপ্রকার অনুভূতির প্রতি আবেদন, একটি মহৎ প্রচেষ্টায় নিয়োজিত হওয়া। (৪) যতিচিহ্ন; দাঁড়ি। full stop একটি বাক্য শেষ হওয়ার পর শব্দের শেষে নিচের দিকে যে বিন্দু দেওয়া হয়। (৫) (ক্যামেরার ক্ষেত্রে) লেন্সে সঠিক আলো প্রক্ষেপণের জন্য ক্যামেরার আলো নিয়ন্ত্রণ করার পদ্ধতি। (৬) (ধ্বনিবিজ্ঞানে) শ্বাসের রুদ্ধ বাতাস যুক্ত করার মাধ্যমে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়- যেমন p, b, k, g, t, d. (৭) রোধ; বাধাদান; যে বস্তুর সাহায্যে কোনো প্রতিবন্ধক সৃষ্টি করা যায়; যেমন দরজা যাতে বন্ধ না-হয়ে যায় সেজন্য বিশেষভাবে লাগানো প্রতিবন্ধক। (৮) (যৌগশব্দ) stopcock (noun) গ্যাস, তরল পদার্থ প্রভৃতির নির্গমন ও নিয়ন্ত্রণের ভাল্‌ভ: In case of any emergency please use the stop cock. stopgap. (noun) সাময়িকভাবে কোনো অবস্থা অবলম্বন বা উপায় গ্রহণ; সাময়িকভাবে নিযুক্ত ব্যক্তি বা বদলি: We have to invent some stopgap arrangement in this crisis. stoppress (noun) (যুক্তরাষ্ট্রে প্রযোজ্য নয়) সর্বশেষ সংবাদ, সংবাদপত্রের মুদ্রণকার্য আরম্ভ হওয়ার পর প্রাপ্ত এবং মুদ্রিত সংবাদ। stop-watch (noun) বিরামঘড়ি; সহজে চালু বা বন্ধ করার পদ্ধতিসহ যে ঘড়ি বিভিন্ন দৌড়প্রতিযোগিতায় সময়রক্ষণে ব্যবহৃত হয়। stoppage [স্টপিজ্] (noun) [countable noun] (ক) গতিরোধ, বাধাদান। (খ) বন্ধ করে দেওয়া বা রাখা: stop page of allowance, শাস্তি হিসেবে ভাতা বন্ধ করে দেওয়া। (৯) কোনো অফিসে বা শিল্প-কারখানায় ধর্মঘটি ব্যবস্থা হিসেবে কাজ বন্ধ করে দেওয়া। stopper (noun) বোতল, পাইপ বা কোনো ছিদ্র বন্ধে ব্যবহৃত ছিপি বা অন্য বস্ত্র; (America(n)) প্লাগ। put a stopper/the stoppers on (something) (লাক্ষণিক) অবসান ঘটানো; অবদমন করা। enough to stop a clock (কথ্য) (মুখাবয়ব) অতিশয় কুরূপ; কুৎসিত।
    • Bengali Word stop 2 English definition [স্টপ্‌] (verb transitive), (verb intransitive) (stopped) ১ কোনোকিছু থামিয়ে দেওয়া; কোনো ব্যক্তির বা বস্তুর গতিরোধ করা; কোনো কাজ ব্যাহত করা বা থামিয়ে দেওয়া: stop a vehicle; stop a machine; stop a man getting into the room; stop throwing stones at the pond; stop all your nonsensical talk.
      (২) stop somebody (from) (doing something) বাধা দেওয়া; প্রতিবন্ধকতা সৃষ্টি করা: Rain stopped the meeting in the midway. Police can stop all crimes if he really wants to. Nothing can stop me from marrying her. Would you please stop now? (৩) ছেড়ে দেওয়া; বিরতি দেওয়া; অব্যাহত না-রাখা: We stopped buying goods of foreign origin. The baby stopped crying as she saw her mother. stop quarreling (imperative) (কোনোকিছু পছন্দ বা অনুমোদনযোগ্য নয়- এজন্য তা বন্ধ করতে আদেশ দান)। (৪) stop (at) থামিয়ে দেওয়া; মাঝপথে বন্ধ করা; থেমে যাওয়া: The rain has stopped. The aircraft stopped for sometime before final taking off. (৫) stop (at) বিশ্রাম নেওয়া; নিশ্চল হয়ে যাওয়া: The car stopped. Does this train stop at Jessore? The caravan stopped at the river-side. stop dead হঠাৎ থেমে যাওয়া। stop short at something কারো কাজ বা গতিকে সীমিত করা, আংশিকভাবে প্রতিহত করা: Will the contending parties stop short at war? ৬ stop (something up) ছিদ্র প্রভৃতির মধ্যে কোনোকিছু গুঁজে দিয়ে রোধ করা; ছিপি এঁটে দেওয়া; stop the leakage with something. stop the hole with a piece of wood; have a tooth stopped, দাঁতের ক্ষতস্থান চিকিৎসক দ্বারা পূরণ করে নেওয়া। stop one’s ears (লাক্ষণিক) কোনোকিছু না-শোনা বা কোনোকিছু মনোযোগ প্রদান না-করা। stop the way অগ্রগতি প্রতিহত করা। (৭) ছিন্ন করা; আটকে রাখা; (সাধারণভাবে যা প্রদান করা হয়) তেমন কিছু প্রদান করতে অস্বীকার করা: stop a cheque, ব্যাংককে চেকের টাকা প্রদান না-করতে নির্দেশ দান করা: The credit house has stopped paying loan instalments, চুক্তিমাফিক ঋণের কিস্তি প্রদান করছে না; stop allowance for overtime job. সাধারণ রীতি অনুযায়ী দৈনন্দিন কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য বাড়তি মজুরি প্রদান করা থেকে বিরত থাকা। stop something out of something মজুরি বা বেতন থেকে টাকার অঙ্ক কর্তন করা। (৮) (কথ্য) থাকা; স্বল্পকালীন বাস করা; stop at home. Are you stopping at Chittagong for a week? stop off (at/in) কিছু সময়ের জন্য যাত্রাবিরতি করা: stop off at a stall or shop to buy something, কোনোকিছু ক্রয় করার জন্য কোনো দোকানে থামা। stop off/over (at/in) কয়েক ঘণ্টা কোথাও থাকার জন্য যাত্রাবিরতি করা: stop off overnight in Bombay. stop-over (noun) গন্তব্যের মধ্যবর্তী বিরতির স্থান; প্রার্থিত গন্তব্যে পৌঁছানোর আগে যাত্রী যে মধ্যবর্তী স্থানে কোনো কাজে বা নিছক বিশ্রাম নেওয়ার জন্য যাত্রাবিরতি করেন। এই সূত্রেই, stop-over ticket (attributive(ly)) যে টিকিটের মাধ্যমে কোনো স্থানে যাত্রাবিরতি করা সম্ভবপর। stop up (late) অনেক রাত পর্যন্ত শুতে না যাওয়া। (৯) (সংগীতে) বেহালার সঠিক ছড় স্পর্শ করে অথবা বাঁশির সঠিক ছিদ্র নিয়ন্ত্রণ করে প্রার্থিত সুর বাজানো। stopping (noun) দন্তস্থিত ক্ষয়পূরণ দ্রষ্টব্য (৬)।
    • Bengali Word onestop English definition [ওআনস্টপ] (adjective) যে প্রতিষ্ঠান বা কেন্দ্রে নানা পণ্য ও সেবা মেলে; যে প্রতিষ্ঠান বা কেন্দ্রে একযোগে একাধিক কাজ পরিচালিত হয়; ওয়ানস্টপ: Many Universities now have onestop ‘job shops’.
    • Bengali Word Mephistophelian English definition [মেফিসটাফীলিআন] (adjective) জার্মানির ‘ফাউস্ট’ কাহিনিতে বর্ণিত শয়তানসম্পর্কিত বা ঐ শয়তানতুল্য; দুনিয়ার সবকিছুকে ঘৃণা বা বিদ্বেষ করে এমন।