• Bengali Word law English definition [লো] (noun) ১ [countable noun] বিধি, বিধান, আইন, রাষ্ট্রীয় বা সামাজিক কাঠামোয় জনগণের আচার-আচরণ নিয়ন্ত্রিত করার নিয়মকানুন।
    law-giver (noun) যে ব্যক্তি আইন প্রণয়ন বা আরোপ করে। lawmaker (noun) বিধিবিধান প্রণয়নকারী। law-officer (noun) সরকার বা কোনো প্রতিষ্ঠানের আইনবিষয়ক উপদেষ্টা; বিশেষত অ্যাটর্নি বা সলিসিটর জেনারেল। (২) [uncountable noun] একটি দেশে প্রচলিত আইনসমূহ বা নিয়মকানুন; (কথ্য) পুলিশ; পুলিশবাহিনী; আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ। break the law আইন ভঙ্গ করা। lay down the law (ব্যক্তি) নিজে যা বলছে সেটাই ঠিক এমন কর্তৃত্বভরে কিছু বলা। the long arm of the law (হাস্য) পুলিশবাহিনী। law-abiding (adjective) আইন মান্যকারী; শান্তিপ্রিয়। law-breaker (noun) আইন ভঙ্গকারী; অপরাধী। law of the land কোনো দেশে প্রচলিত আইনকানুন। law of the jungle প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য যা কিছু করা হয়। common law (noun) [uncountable noun] ইংল্যান্ডের জমিসংক্রান্ত আইন। martial law (noun) [uncountable noun] সামরিক আইন। (৩) [uncountable noun] আইনের অনুশাসন। law and order situation আইনশৃঙ্খলা পরিস্থিতি। (৪) [uncountable noun] আইনশাস্ত্র; পেশার দিক থেকে আইন ও আদালতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগণ; আইনজীবী ও বিচারক সম্প্রদায়: a law student; study law. (৫) [uncountable noun] আইনশাস্ত্রের কোনো একটি শাখা: criminal law. (৬) [uncountable noun] আইনের ব্যবহার বা প্রয়োগ। go to law (against somebody); have the law (on somebody) (কারো বিরুদ্ধে) মামলা রুজু করা; আইনের আশ্রয় নেওয়া; আদালতের শরণাপন্ন হওয়া। take the law into one’s own hands নিজের হাতে আইন তুলে নেওয়া; আইনের সাহায্য না নিয়ে নিজেই অপরাধীকে শাস্তি দেওয়া। law court (noun) আদালত; বিচারালয়। lawsuit (noun) মামলা; মোকদ্দমা। (৭) [countable noun] কর্মপ্রণালি; রীতিনীতি; আইনকানুন (শিল্প, ক্রীড়া ইত্যাদি বিষয়ে): the laws of harmony; the laws of the game. be a law to oneself প্রচলিত নিয়মকানুন উপেক্ষা করে নিজের কাছে যা ভালো মনে হয় তাই করা। (৮) [uncountable noun, countable noun] সূত্র বা প্রণালি; বিশেষ ক্ষেত্রে কোনো বস্তু বা অবস্থার কী ঘটে তার বর্ণনা: the laws of gravity; Newton’s third law; the laws of demand and supply. the law of nature/natural law প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক নিয়ম, যেমন, ঋতুর অনুযায়িতা। lawful (adjective) (১) বিধিসম্মত; আইনানুগ; ন্যায্য; উপযুক্ত। (১) (সন্তানসন্ততি) বৈধ: lawful heir. lawfully (adverb) আইনসম্মতভাবে; আইনানুগভাবে; বিধিসম্মত উপায়ে। lawless (adjective) আইনবর্জিত; অরাজক; যথেচ্ছাচারী; আইন অমান্যকারী। lawlessly (adverb) lawlessness (noun) [uncountable noun]