• Bengali Word lay 1 English definition [লেই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle Iaid [লেইড্‌])
    lay a snare/trap for somebody/something কারো জন্য ফাঁদ পাতা; কাউকে বিপদে ফেলা। (২) (লাক্ষণিক) lay one’s hand on something/somebody (ক) দখল করা; বলপূর্বক অধিকার করা (খ) কাউকে আঘাত বা আক্রমণ করা: How dare you lay your hands on me! (গ) খুঁজে পাওয়া: I have it somewhere but can’t lay my hands on it right now. (ঘ) (গির্জা) পূর্ণ দীক্ষা দেওয়া; পুরোহিত পদে নিয়োগ করা; পবিত্র করা। lay the blame (for something) on somebody কাউকে কোনো কিছুর জন্য দায়ী করা/অপবাদ দেওয়া। lay a (heavy) burden on somebody কারো উপর কঠিন বোঝা বা কাজ চাপানো। lay one’s hopes on (= pin one’s hopes on) কারো উপর ভরসা করা। great/little store by/on something কোনো কিছুর উপর বেশি বা কম মূল্য দেওয়া। lay stress/ emphasis/weight on জোর দেওয়া। lay a tax on something কোনো কিছুর উপর কর ধার্য বা আরোপ করা। (৩) কোনো বিশেষ অবস্থা বা পরিস্থিতির কারণ ঘটানো। lay somebody to rest কাউকে সমাধিস্থ করা; দাফন করা। lay somebody under contribution কাউকে চাঁদা বা অর্থ দিতে বাধ্য করা। lay something to somebody’s charge কাউকে কোনো কিছুর জন্য দায়ী করা। lay claim to something নিজের বলে দাবি করা। lay something at somebody’s door কারো উপর দোষ চাপানো। lay one’s finger on সমস্যা কোথায় তা সঠিকভাবে চিহ্নিত করা। lay seize to অবরোধ করা। (৪) (lay + noun, adjective or adverb phrases) lay something bare মনের কথা খুলে বলা। lay something flat ভূপাতিত করা; শায়িত করা: The storm has laid the crops flat. lay something open (ক) অনাবৃত করা; প্রকাশ করা। (খ) কেটে বা চিরে ফেলা। lay oneself open to something নিজেকে সমালোচনা, নিন্দা ইত্যাদির পাত্র করে তোলা। lay something waste ধ্বংস করা। (৫) নামানো; প্রশমিত করা; শান্ত করা; ভূতলশায়ী করা। lay somebody’s doubt কারো সন্দেহ দূর করা। দ্রষ্টব্য allay. lay a ghost/spirit ভূত বা প্রেত ঝাড়া; দূর করা; নামানো। (৬) (পাখি বা কীটপতঙ্গ) ডিম দেওয়া: Does your hen lay eggs? (৭) (সাধারণত passive) কোনো গল্প বা কাহিনীর স্থান নির্দেশিত করা: The scene is laid in Rome, 4th century BC. (৮) বিছিয়ে প্রস্তুত করা ইত্যাদি অর্থে: lay the table টেবিল সাজানো; খাবারের জন্য চুরি; কাঁটাচামচ; প্লেট ইত্যাদি সঠিকভাবে রাখা। lay the cloth আহারের পূর্বে টেবিলের উপর কাপড় বিছানো। lay a fire কাঠ বা কয়লা ফেলে চুল্লি আগুন জ্বালানোর উপযুক্ত করা। (৯) বাজি রাখা: lay wages; lay a bet. (১০) বিছানো; আচ্ছাদিত করা; বিস্তৃত বা প্রসারিত করা: lay carpet on the floor. (১১) (অপশব্দ) যৌন সঙ্গম করা। (১২) (adverbial participle এবং preposition(al)-সহ) lay something aside (ক) সঞ্চয় করা; পৃথক করে রাখা; সরিয়ে রাখা; You must lay something aside for old age. (খ) নামিয়ে রাখা: Lay aside your things and listen to me. (গ) পরিত্যাগ করা; বাদ দেওয়া: Lay aside your bad habits. lay something by= lay aside (ক) lay somebody down কাউকে শায়িত বা অর্ধশায়িত করা (হেলানো)। lay something down (ক) বাজি ধরা; বাজির টাকা জমা দেওয়া। (খ) কোনো নির্মাণকাজ শুরু করা। (গ) কোনো জমিকে তৃণভূমিতে পরিণত করা। (ঘ) মাটির নিচের ঘরে মদ গুদামজাত করে রাখা। lay something down; lay it down that...বিধিনিয়ম রচনা করা: All rules have been laid down by the govt. lay down one’s arms অস্ত্র সমর্পণ করা। lay down the law, দ্রষ্টব্য law. lay down one’s life নিজের জীবন উৎসর্গ করা। lay down office পদত্যাগ করা। lay something in (ভবিষ্যৎ প্রয়োজনের জন্য) জমিয়ে রাখা। lay somebody off (ক) (কথ্য) কর্ম থেকে বিরত হওয়া; বিশ্রাম নেওয়া: The doctor has advised me to lay off for a few days. (খ) অপ্রীতিকর কোন কাজ থেকে ক্ষান্ত বা নিবৃত্ত হওয়া: Lay oil, will you? (গ) বিশেষত কলকারখানায় উৎপাদন বন্ধ রাখার উদ্দেশ্যে মালিক কর্তৃক কর্মচারী বা শ্রমিকদের কাজ থেকে সামরিক অব্যাহতি প্রদান করা। lay-off (noun) এ ধরনের কর্মবিরতি। lay something on (ক) সরবরাহ করা; জোগানো। (খ) (কথ্য) ব্যবস্থা করা। lay it on (thick/with a trowel) কাউকে অতিরিক্তভাবে প্রশংসা বা তোষামোদ করা। lay something out (ক) বিছানো; ছড়ানো: lay out a dress. (খ) সৎকারের জন্য প্রস্তুত করা: lay out a corpse. (গ) পরিকল্পনা করা; বিন্যাস করা; সাজানো: well laid-out streets and avenues. lay-out (noun) নকশা; পরিকল্পনা; বিন্যাস; (মুদ্রণ) মুদ্রাক্ষর ইত্যাদি ছাপানোর ধরন; ছাপার বিন্যাস। lay oneself out (to do something) কোনো কাজ সম্পাদনের জন্য অতিরিক্ত পরিশ্রম করা। lay over (America(n)) (British/Britain = stop over) ভ্রমণকালে কোনো স্থানে যাত্রাবিরতি করা। layover (noun) যাত্রাবিরতি। lay something up (ক) জমানো; সঞ্চয় করা। (খ) নিজের কাজের মাধ্যমে সমস্যা পুঞ্জীভূত করে রাখা। (গ) কোনো জাহাজকে কর্মোপযুক্ত নয় বলে ঘোষণা করা। lay somebody up (সাধারণত passive) কাউকে বিছানায় পড়ে থাকতে বাধ্য করা; He is laid up with flu/a broken leg.