• Bengali Word air 1 English definition [এআ(র্)] (noun) ১ [Uncountable noun] বায়ু; বাতাস; হাওয়া।
    in the air (ক) অনিশ্চিত; বায়বীয়: Our ideas have still not taken a shape, they are all in the air. (খ) (মতামত ইত্যাদি) ছড়ানো; বিক্ষিপ্ত: All sorts of rumours are in the air. (গ) (সামরিক) উন্মুক্ত; খোলা; অরক্ষিত: The rear of the army was left in the air. clear the air (ক) (কক্ষ ইত্যাদির) বায়ু শোধন করা; হাওয়া খেলানো। (খ) (লাক্ষণিক) তথ্যাদি দিয়ে অবিশ্বাস, সন্দেহ ইত্যাদি থেকে মুক্ত হওয়া; হাওয়া পরিষ্কার করা। অপিচ দ্রষ্টব্য castle, দ্রষ্টব্য hot (৮). (২) [Uncountable noun] বিমান উড্ডয়নের স্থান হিসাবে বায়ুমণ্ডল; (attributive(ly) বিমান: air freight/transport/travel. by air বিমানে; বিমানযোগে: travel by air. (৩) [Uncountable noun] (বেতার) on the air সম্প্রচাররত: Bangladesh Beter is on the air 24 hours a day, চব্বিশ ঘণ্টাই সম্প্রচার করে। off the air সম্প্রচার থেকে বিরত। come/go on the air সম্প্রচার শুরু করা। come/go off the air সম্প্রচার বন্ধ করা। (৪) [Countable noun] (সাহিত্যিক, নৌচালনবিদ্যা) মৃদুমন্দ হাওয়া; সমীরণ। (৫) [Countable noun] (প্রাচীন প্রয়োগ) সুর। (৬) [Countable noun] (ক) বাহ্যরূপ; ভাবভঙ্গি; চালচলন: He has an air of importance, চালচলনে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয়। (খ) (সাধারণত plural) give oneself/put on airs মানুষের দৃষ্টি আকর্ষণের আশায় কৃত্রিম বা অস্বাভাবিক আচরণ করা। airs and graces নির্বোধ, অতিরঞ্জিত আচরণ/চালচলন। (৭) (যৌগশব্দ এবং বিশেষণাত্মক প্রয়োগ) airbed (noun) বাতাসভর্তি জাজিম; হাওয়াই বিছানা। airbladder (noun) (প্রাণী ও উদ্ভিদের, বিশেষত সমুদ্রশৈবালের) বায়ুস্থলী। airborne (adjective) (ক) বিমানবাহিত: airborne troops. (খ) (বিমানপোত) উড্ডীয়মান। (গ) (সেনাদল) আকাশযুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষিত: an airborne division. airbrake (noun) সংকুচিত বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত ব্রেক; বায়ুচালিত ব্রেক। Air (chief) Marshal, Air Commodore (noun’s) ব্রিটেনের রাজকীয় বিমানবাহিনীর উচ্চতম মর্যাদার পদসমূহ। air-conditioned (adjective) (কক্ষ, ভবন, রেলগাড়ির কামরা ইত্যাদি) একটি নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় রাখা শোধিত বায়ুর সরবরাহযুক্ত; বায়ুনিয়ন্ত্রিত; শীতাতপনিয়ন্ত্রিত। air-conditioning (noun) বায়ুনিয়ন্ত্রণ। air-cooled (adjective) বায়ুপ্রবাহ দ্বারা শীতল করা; বায়ু শীতলানো। air cover (noun) যুদ্ধরত সেনা ও নৌবাহিনীর নিরাপত্তায় নিয়োজিত বিমানশক্তি; বিমান নিরাপত্তা। air craft (noun) (singular বা plural) উড়োজাহাজ; বিমান; বিমানপোত। aircraft carrier (noun) বিমানের উড্ডয়ন ও অবতরণের জন্য দীর্ঘ ও প্রশস্ত পৃষ্ঠসংবলিত জাহাজ; বিমানবাহী জাহাজ; বিমানবাহক। aircraftman [এআরক্রাফটমান্] (noun) রাজকীয় বিমানবাহিনীর নিম্নতম অনাযুক্ত (non-commissioned) পদ; বিমানসেনা। aircrew (noun) উড়োজাহাজের নাবিকবৃন্দ। aircushion (noun) বাতাস ভরা গদি। air-cushion vehicle (noun) হোভারক্র্যাফট জাতীয় যান। airdrome (noun) [America(n)] বিমানঘাঁটি; বিমানবন্দর। airdrop (noun) (প্যারাসুটের সাহায্যে লোকজন, রসদ ইত্যাদি) বিমান থেকে নিক্ষেপ বা অবতারণ। air duct (noun) বিমানে বা জাহাজের প্রকোষ্ঠে যাত্রীদের আরামের জন্য বায়ুপ্রবাহিত করার কৌশলবিশেষ; বায়ুপ্রবাহক। airfield (noun) (বিশেষত সামরিক) বিমান চলাচলের জন্য হ্যাঙ্গার, কারখানা, অফিস ইত্যাদিসহ উন্মুক্ত, সমতল এলাকা; বিমানাঙ্গন। airflow (noun) উড্ডীয়মান বিমানের গায়ের উপর দিয়ে বায়ুর প্রবাহ; বায়ুস্রোত। (an/the) air force (noun) (singular বা plural verb–সহ) বিমানবল; বিমানবাহিনী। airframe (noun) ইনজিন ব্যতীত একটি উড়োজাহাজের পূর্ণ কাঠামো; বিমান কাঠামো। air freshener (noun) ঘরের বাতাস সুগন্ধ করার জন্য যে পদার্থ ব্যবহার করা হয়। air gun (noun) যে বন্দুকে সংকুচিত বায়ুর সাহায্যে গুলি চালনা করা হয়; এয়ারগান। airhostess (noun) বিমানবালা। air letter (noun) বিমানডাকে সস্তায় পাঠানোর জন্য হালকা কাগজের পৃষ্ঠা, যা ভাঁজ করে খাম ছাড়া পাঠানো হয়; হাওয়াই চিঠি। airlift (noun) বিশেষত আপৎকালে বিমানে করে মানুষজন বা পণ্যসামগ্রীর ব্যাপক পরিবহন। airline (noun) বিমানপথ। airliner (noun) যাত্রীবাহী বিমান। airlock (noun) (ক) তরল পদার্থের প্রবাহের রুদ্ধতা; রুদ্ধতার জন্য দায়ী নলের ভিতরকার বাতাসের বুদ্বুদ; বায়ুকুলুপ। (খ) দুই প্রান্তে বায়ুরোধী কপাটবিশিষ্ট প্রকোষ্ঠ; বায়ুকুলুপ। airmail [Uncountable noun] বিমান-ডাক। airman [এআরমান্] (noun) বিমানের নাবিকবৃন্দের একজন, বিশেষত বিমানচালক; বৈমানিক; (RAF) warrant officer পর্যন্ত যেকোনো পদমর্যাদার কর্মচারী। air minded (adjective) বিমানে স্বাভাবিক ও অপরিহার্য পরিবহনপদ্ধতি- এই দৃষ্টিভঙ্গিসম্পন্ন; বিমানমনস্ক। air pillow (noun) হাওয়াই গদি। air plane (noun) (America(n) উড়োজাহাজ। air pocket (noun) বায়ুমণ্ডলের (আংশিক শূন্য) অবস্থা যা বিমানকে কিছু দূর পর্যন্ত নেমে আসতে বাধ্য করে; বায়ুগহ্বর: to have a bumpy flight due to air pockets. Airport (noun) বিমানবন্দর। air pump (noun) (কোনো পাত্র বায়ুশূন্য করতে ব্যবহৃত) বায়ুনিষ্কাশনযন্ত্র। air-raid (noun) বিমান হামলা: (attributive(ly) air-raid warnings/precautions. air rifle (noun) = air gun. air-screw (noun) বিমানের সঞ্চালক পাখা। air-sea rescue (noun) সমুদ্র থেকে বিমানে করে লোক উদ্ধারের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান; উক্তরূপ উদ্ধারকর্ম। air-shaft (noun) খনিতে বায়ুচলাচলের পথ। airship (noun) ইনজিনযুক্ত, গ্যাসভরা উড়ন্ত মেশিন; হাওয়াই জাহাজ। দ্রষ্টব্য balloon, দ্রষ্টব্য dirigible. airspace (noun) কোনো দেশের উপরস্থ বায়ুমণ্ডল; আকাশসীমা; বাতাবকাশ। airspeed (noun) যে বায়ুর ভিতর দিয়ে কোনো বিমান চলছে, তার সঙ্গে তুলনায় ঐ বিমানের আপেক্ষিক বেগ; বায়ুসাপেক্ষ বেগ। airstrip (noun) বিশেষত যুদ্ধ বা আপৎকালের জন্য, উড়োজাহাজের ওঠানামার জন্য জমির দীর্ঘ ফালি; বিমানক্ষেত্র। air terminal (noun) (শহর বা নগরের কেন্দ্রে অবস্থিত) ঘাঁটি, যেখান থেকে যাত্রীরা বিমানবন্দরে আসা-যাওয়া করতে পারে। airtight (adjective) বায়ুরোধী। air umbrella (noun) = air cover. airway (noun) বিমানপথ; (plural) (যাত্রী ও পণ্য পরিবহনকারী) বিমান কোম্পানি: Bangladesh Biman. airwoman (noun) (WRAF) ওয়ারান্ট অফিসার পর্যন্ত পদমর্যাদার যেকোনো মহিলা। airworthy (adjective) (বিমান) উড্ডয়নক্ষম। airworthiness (noun) উড্ডয়নক্ষমতা। air-to-air (adjective) (ক্ষেপণাস্ত্র) এক বিমান থেকে অন্য বিমান লক্ষ্য করে নিক্ষিপ্ত; বিমান থেকে বিমানে নিক্ষিপ্ত। air-to-ground (adjective) বিমান থেকে ভূমিতে কোনো লক্ষ্যবস্তুর উপর নিক্ষিপ্ত।