• Bengali Word hopper 2 English definition [হপা(র্)] (noun) ১ উলটানো পানের খিলি বা দ্রোণির আকারবিশিষ্ট নির্মিতিবিশেষ, যার ভিতর দিয়ে চূর্ণনযন্ত্রে শস্যাদি, চুল্লিতে কয়লা ইত্যাদি নীত হয়; যন্ত্রাদিতে কাঁচামাল সরবরাহ করার জন্য অনুরূপ যে কোনো কৌশল, ঠোলা, চোঙা।
    (২) যেকোনো লাফানো কীট, যেমন মাছি, ফড়িং, পঙ্গ ইত্যাদি; (অস্ট্রেলিয়ায়) ক্যাঙারু।