• Bengali Word lodge 1 English definition [লজ্‌] (noun) ১ লজ; ছোট কক্ষ।
      (২) শিকারের মৌসুমে ব্যবহারের জন্য পাড়াগাঁর বাড়ি: a hunting lodge; (America(n)) সাময়িকভাবে ব্যবহারের জন্য নির্মিত কুঁড়েঘর অথবা কেবিন। (৩) কলেজ, কারখানা অথবা ফ্লাট বাড়ির প্রবেশপথে দারোয়ানদের ঘর। (৫) ফ্রিম্যাসন মিলনায়তন। (৬) পশুর গুহা।
    • Bengali Word lodge 2 English definition [লজ্‌] (verb transitive), (verb intransitive) ১ কিছুক্ষণ ঘুমানোর জন্য কাউকে কক্ষ প্রদান করা; সাময়িক আশ্রয় দেওয়া; অতিথি হিসেবে অভ্যর্থনা জানানো।
      (২) lodge at/with পেয়িং গেস্ট হিসেবে থাকা। (৩) lodge in স্থায়ীভাবে ঢুকে যাওয়া। (৪) lodge (in) ঢুকিয়ে স্থায়ীভাবে আটকে দেওয়া। (৫) (টাকাপয়সা) নিরাপদে রাখা। (৬) lodge something (with somebody) (against somebody) যথাযথ কর্তৃপক্ষকে জানানো: They wanted to lodge a complaint against him with the authorities. lodger (noun) কারো বাড়িতে অর্থের বিনিময়ে যারা থাকে। lodgement (also lodgment) [লজ্‌মান্ট্‌] (noun) (১) [uncountable noun] যথাযথ কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া। দ্রষ্টব্য lodge (৬). (২) [countable noun] স্তূপ। (৩) [countable noun] (সামরিক) শত্রুসীমানায় প্রাপ্ত অবস্থান।
    • Bengali Word dislodge English definition [ডিস্‌লজ্] (verb transitive) dislodge (from) বাসস্থান বা অধিকৃত স্থান থেকে উৎখাত করা; সরিয়ে দেওয়া: The enemy soldiers were dislodged from their bunkers