• Bengali Word strike 1 English definition [স্ট্রাইক্] (noun) ১ ধর্মঘট: a transport strike, students strike; officers strike; (attributive(ly)) take strike action.
      be/go on strike be/come/go out on strike ধর্মঘটরত; ধর্মঘট শুরু করা। a general strike সাধারণ ধর্মঘট; সকল কলকারখানা ও সকল পেশার ব্যক্তির ধর্মঘট। hunger strike অনশন ধর্মঘট; অভুক্ত অবস্থায় ধর্মঘট কর্মসূচি পালন lightning strike আকস্মিকভাবে কোনো বিশেষ কারণে বা প্রতিবাদ জানাতে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক ধর্মঘট। strike bound (adjective) ধর্মঘটের কারণে কাজ করতে অসমর্থ: The railways were strike bound for 7 2 hours. strike-breaker (noun) যে কর্মী ধর্মঘট বানচাল করার জন্য অথবা ধর্মঘটি শ্রমিকের বিকল্প হিসেবে কাজে যোগদান করে। strike-fund ধর্মঘটকালীন বেতন প্রদানের জন্য সম্পূরক অর্থ। strike-leader ধর্মঘটি শ্রমিক বা কর্মকর্তাদের নেতা। strike-pay সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত শ্রমিক ইউনিয়ন কর্তৃক ধর্মঘট চলাকালীন সময়ে শ্রমিকদের প্রদত্ত অর্থ। (২) ভূগর্ভ থেকে কোনোকিছু আহরণ তেল, পেট্রল প্রভৃতি)। lucky strike সৌভাগ্যব্যঞ্জক আবিষ্কার। (৩) বিমানের আকস্মিক আক্রমণ।
    • Bengali Word strike 2 English definition [স্ট্রাইক্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle struck) ১ আঘাত করা; ঘুষি দেওয়া: He struck the table with a heavy blow.
      strike at the root of something কোনোকিছুর মূলে আঘাত করা। Strike while the iron is hot কালক্ষেপ না করে সুযোগের সদ্ব্যবহার করা। a strike/ striking force তাৎক্ষণিকভাবে আক্রমণক্ষম সামরিক শক্তি। within striking distance আক্রমণ উপযোগী স্বল্প ব্যবধানে। (২) আঘাত বা ঘর্ষণে (আগুন) জ্বালানো: to strike a match. (৩) সন্ধান পাওয়া: The company struck oil. (৪) বাজানো: He strikes a note on the piano. strike a note of ধারণা দেওয়া: The book strikes a note of warming against immorality. (৫) strike (for/against) ধর্মঘট করা; They strike for higher pay. (৬) ধারণা সৃষ্টি করা: How does the idea strike you. (৭) দেহ বা মনের উপর প্রভাব ফেলা: The room strikes cold and damp. (৮) ছাপ বা চাপ দিয়ে তৈরি করা: strike a coin. (৯) strike a bargain (with somebody) চুক্তি করা। (১০) পাওয়া: strike the right path. (১১) strike (off/out) যাত্রা করা: The boys struck (out) across the field. (১২) পরিণত করা: He was struck blind. (১৩) strike fear/terror/alarm into somebody ভীতিগ্রন্ত করা। (১৪) strike one’s flag পতাকা নামানো (আত্মসমর্পণের ইঙ্গিতস্বরূপ)। (১৫) strike a cutting (গাছের) কলম কাটা। (১৬) ভাবপ্রকাশক দেহভঙ্গি করা: He struck an attitude of defiance.১৭ (adverbial particle এবং preposition(al)- সহ বিশেষ ব্যবহার) strike somebody down আক্রমণপূর্বক ধরাশায়ী করা। strike something off কেটে ফেলা। strike on/upon something হঠাৎ মনে জাগা। strike (something) up শুরু করা: The band struck up a tune.
    • Bengali Word striker English definition [স্‌ট্রাইকা(র্)] (noun) ১ ধর্মঘটি (শ্রমিক)।
      (২) (ফুটবল) আক্রমণভাগের খেলোয়াড়; আঘাতী।