H পৃষ্ঠা ১৯
- English Word hors d’oeuvres Bengali definition [ওদোভ্রা America(n) ওদোভ্রা] (noun) (plural) রসনাতৃপ্তির জন্য আহারের শুরুতে পরিবেশিত ভোজ্য; প্রাবেশিক।
- English Word horse Bengali definition [হোস্] (noun) (১) ঘোড়া; অশ্ব; ঘোটক; তুরঙ্গ; তুরঙ্গম। দ্রষ্টব্য colt 1, filly, foal, mare, stallion. a dark horse যে ব্যক্তির গুণাগুণের পরিচয় এখনো পর্যন্ত মেলেনি। a horse of another colour সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। back the wrong horse প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত পক্ষকে সমর্থন করা; হারা ঘোড়ার পক্ষ নেওয়া। be/get on one’s high horse যোগ্য/উপযুক্ত সম্মান দাবি করা। eat like a horse প্রচুর/ঘোড়ার মতো গেলা। work like a horse কঠোর পরিশ্রম করা; গাধার মতো খাটা। flog a dead horse, flog দ্রষ্টব্য । hold one’s horses ইতস্তত করা; সংযম দেখানো; লাগান টানা। look a gift horse in the mouth কোনোকিছু অকৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা, বিশেষত প্রাপ্ত বস্তুর দোষত্রুটি বের করার জন্য খুঁটিয়ে পরীক্ষা করা (ঘোড়ার দাঁত দেখে বয়স বোঝা যায় বলে); তুলনীয় ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া। put the cart before the horse, দ্রষ্টব্য cart. (straight) from the horse’s mouth (উপদেশ, উদ্দেশ, বিশেষত ঘোড়দৌড়ে কোনো ঘোড়ার জেতার সম্ভাবনা বেশি, এ বিষয়ক গোপন তথ্য) প্রত্যক্ষ সূত্র থেকে; টাটকা; (একেবারে) ঘোড়ার মুখ থেকে। (২) (সমষ্টিগত singular) অশ্বারোহী বাহিনী; আশ্বিক: horse and foot, আশ্বিক ও পদাতিক বাহিনী; light horse, হালকা অস্ত্রসজ্জিত অশ্বারোহী সেনাদল, লঘু আশ্বিক; horse artillery, অশ্বারূঢ় গোলন্দাজ বাহিনী: the Horse Guards, দ্রষ্টব্য guard 1 (৬). (৩) কোনোকিছুর অবলম্বন স্বরূপ- অনেক সময় পায়াযুক্ত কাঠামো: a clothes-horse. কাপড় শুকানোর চৌপায়া; a vaulting-horse.লাফিয়ে পার হওয়ার জন্য ব্যায়ামশালায় রক্ষিত স্থূল কাষ্ঠ খণ্ডবিশেষ; উল্লঙ্ঘন-কুঁদো। (৪) (যৌগশব্দ) horse-back (noun) অশ্বপৃষ্ঠ (কেবল)। on horse back অশ্বপৃষ্ঠে; অশ্বারোহণে। horsebox রেলপথে কিংবা মোটরগাড়ির পিছনে জুড়ে অশ্বপরিবহনের জন্য বদ্ধ বাহনবিশেষ; অশ্ববাহ। horse-chestnut (noun) স্তবকিত সাদা বা গোলাপি পুষ্পবিশিষ্ট; বিস্তীর্ণশাখ বৃহৎ বৃক্ষবিশেষ; ঐ বৃক্ষের উজ্জ্বল লালচে-তামাটে বাদাম। horse-flesh (noun) [uncountable noun] (ক) (খাদ্যরূপে) ঘোড়ার মাংস। (খ) (সমষ্টিগতভাবে) অশ্ব বা অশ্বজাতি: He is no judge of horse flesh. horsefly (noun) (plural horseflies) ডাঁশ (মশা); ঘোড়ামাছি। horsehair (noun) [uncountable noun] ঘোড়ার কেশর বা লেজের লোম; অশ্বলোম। horselaugh (noun) কর্কশ অট্টহাসি; অশ্বহাস। horseman [হোস্মান্] (noun) (plural men) অশ্বারোহী; ঘোড়সওয়ার; অশ্বকোবিদ। horsemanship [হোস্মান্শিপ্] (noun) [uncountable noun] অশ্বচালনানৈপুণ্য। horsemeat = horse flesh. horse-play (noun) [uncountable noun] স্থূল; হৈচৈপূর্ণ কৌতুক বা খেলা; অশ্বক্রীড়া। horsepond (noun) ঘোড়ার জলপান ও স্নানের জন্য পুকুর। horsepower (noun) [uncountable noun] অশ্বশক্তি (এক অশ্বশক্তি = প্রতি সেকেন্ডে ৫৫০ ফুট-পাউন্ড)। horserace (noun) ঘোড়দৌড়; অশ্বধাবন। horseradish [uncountable noun] মূলাজাতীয় এক ধরনের ঝাঁজালো স্বাদের কন্দ। horse-sense (noun) কাণ্ডজ্ঞান; হ্রস্বদীর্ঘজ্ঞান। horseshoe [হোস্শূ] (noun) (ঘোড়ার পায়ের) নাল; উক্ত নালের আকৃতিবিশিষ্ট কোনোকিছু: a horseshoe table, অশ্বখুরাকৃতি টেবিল। horsewhip (noun), (verb transitive) (horsewhipped, horsewhipping, horsewhips) ঘোড়ার চাবুক; কশা; কশাঘাত করা। horsewoman (noun) অশ্বারোহিণী।
- English Word horsy Bengali definition [হোসি] (adjective) ঘোড়াসম্পর্কিত; অশ্বীয়; আশ্ব; অশ্বপ্রিয়; অশ্বপ্রেমী; আশ্বিক; ঘোড়দৌড়প্রিয়।
- English Word hortative Bengali definition [হোটাটিভ্] (adjective) (আনুষ্ঠানিক) উপদেশক; প্রবোধক।
- English Word horticulture Bengali definition [হোটিকাল্চা(র্)] (noun) [uncountable noun] উদ্যানকর্ষণ; উদ্যানবিদ্যা। horticultural [হোটিকাল্চারাল্] (adjective) উদ্যানবিষয়ক; উদ্যানবিদ্যাঘটিত: a horticultural society, উদ্যানবিদ্যা সমিতি। horticulturist [হোটিকাল্চারিস্ট্] (noun) উদ্যানবিদ্যাজ্ঞ; উদ্যানকোবিদ।
- English Word hosanna Bengali definition [হোউজ্যানা] (noun), (interjection) (ঈশ্বরের) প্রশংসাসূচক ও বন্দনামূলক ধ্বনি; ‘পরিত্রাহি’ (এই ধ্বনি)।
- English Word hose 1 Bengali definition [হোউজ্] (noun) [countable noun, uncountable noun] (রাবার, ক্যানভাস কিংবা প্লাস্টিকের তৈরি জলবাহী) নমনীয় নল। hosepipe (noun) জলনালি। □ (verb transitive) hose (down) (বাগানে) নল দিয়ে জল সেচন করা; (মোটরগাড়ি ইত্যাদি) নল দিয়ে ধোয়া: hose (down) the car.
- English Word hose 2 Bengali definition [হোউজ্] (noun) (১) (সমষ্টিগত plural মোজার বাণিজ্যিক নাম)। (২) (ইতিহাস) কোমর থেকে হাঁটু বা পা পর্যন্ত সেকালের পুরুষের পরিধেয়বিশেষ; ইজের: dressed in doublet and hose.
- English Word hosier Bengali definition [হোউজি্আ(র্) America(n) hosier জা(র্)] (noun) মোজা ও জাঙিয়া ব্যবসায়ী; অন্তর্বাসিক। hosiery [হোউজিআরি America(n) হোউজারি] (noun) [uncountable noun] অন্তর্বাসিক কর্তৃক বিক্রীত পণ্যসামগ্রী; হোসিয়ারি।
- English Word hospice Bengali definition [হস্পিস্] (noun) (১) সরাই; পান্থনিবাস। (২) মুমূর্ষু ব্যক্তিদের হাসপাতাল; সেবাদান।
- English Word hospitable Bengali definition [হস্পিটাব্ল্] (adjective) অতিথিপরায়ণ; অতিথিবৎসল; অতিথিপ্রিয়। hospitably [[হস্পিটাব্লি] (adverb) অতিথিপরায়ণতার সঙ্গে; সাতিথ্য।
- English Word hospital Bengali definition [হসপিট্ল্] (noun) আরোগ্যশালা; আরোগ্যনিকেতন; হাসপাতাল। go to hospital (চিকিৎসার জন্য) হাসপাতালে যাওয়া। hospitalize, hospitalise (verb transitive) হাসপাতালে পাঠানো/ভর্তি করা। hospitalization, hospitalisation [হস্পিটালাইজেইশ্ন America(n) [হস্পিটালিজেইজেইশ্ন] (noun) হাসপাতালে অবস্থান; হাসপাতালবাস।
- English Word hospitality Bengali definition [হস্পিট্যালাটি] (noun) [uncountable noun] আতিথেয়তা; অতিথিসেবা; আতিথ্য; অতিথিসৎকার; মেহমানদারি।
- English Word Host Bengali definition [হোউস্ট্] (noun) the Host খ্রিস্টের মৃত্যুর স্মারণিক ভোজনে যে রুটি খাওয়া হয়; খ্রিস্টান্ন।
- English Word host 1 Bengali definition [হোউস্ট্] (noun) (১) বিপুল/অগণিত সংখ্যা; রাশি রাশি: The measure is likely to create host s of enemies, অসংখ্য শত্রু। (২) (পুরাতনী) সেনাদল; অনীকিনী: Lord of Hosts, হিব্রুদের ঈশ্বর; অনীকেশ্বর; জেহোভা।
- English Word host 2 Bengali definition [হোউস্ট্] (noun) (১) নিমন্ত্রাতা; আমন্ত্রয়িতা; আতিথ্যকর্তা; গৃহকর্তা (বহুবচনে শব্দটি উভলিঙ্গ হিসেবে ব্যবহৃত হতে পারে): The Whiteheads are excellent hosts. (২) সরাইওয়ালা; হোটেলওয়ালা। (৩) (জীববিদ্যা) যে জীব পরজীবীকে আশ্রয় দেয়; পরাশ্রয়। □ (verb transitive) (America(n) কথ্য) নিমন্ত্রাতারূপে কাজ করা।
- English Word hostage Bengali definition [হস্টিজ্] (noun) দাবি মেটানোর প্রতিশ্রুতিস্বরূপ প্রদত্ত বা রক্ষিত ব্যক্তি (বিরল বস্তু); শরীরবন্ধক; জিম্মি: take somebody hostage. give hostages to fortune অসতর্ক পদক্ষেপের দ্বারা ভবিষ্যৎ বিপদের ঝুঁকি নেওয়া; দৈবের হাতে জিম্মি হওয়া।
- English Word hostel Bengali definition [হসট্ল্] (noun) যে ভবনে (কর্তৃপক্ষের আনুকূল্যে) ছাত্রছাত্রী, প্রশিক্ষার্থী প্রভৃতির জন্য আহার ও বাসস্থানেরব্যবস্থা করা হয়; ছাত্রাবাস। youth hostel অবকাশযাপনকালে তরুণদের ব্যবহারের জন্য অতিথিশালাবিশেষ; যুবনিবাস। hosteller [হস্টালা(র্)] (noun) ছাত্রাবাস থেকে ছাত্রাবাসে, বিশেষত যুবনিবাস থেকে যুবনিবাসে পর্যটনরত ব্যক্তি; যুবনিবাসবিহারী।
- English Word hostess Bengali definition [হোউস্টিস্] (noun) (১) আমন্ত্রয়িত্রী; আতিথ্যকর্ত্রী; গৃহকর্ত্রী। (২) সরাইওয়ালি; হোটেলওয়ালি।
- English Word hostile Bengali definition [হস্টাইল্ America(n) হস্ট্ল্] (adjective) (১) শত্রুপক্ষীয়; বৈরী: a hostile army, শত্রুবাহিনী। (২) প্রতিকূল; বৈরী; বিদ্বেষী; শত্রুভাবাপন্ন: a hostile crowd; hostile looks; hostile to reform. hostilely (adverb) বৈরীভাবে।
- English Word hostility Bengali definition [হস্টিলাটি] (noun) [uncountable noun] বৈর; বৈরিতা; বৈরভাব; শত্রুতা; বিপক্ষতা: feelings of hostility; show hostility to somebody. (plural hostilities) যুদ্ধবিগ্রহ; যুদ্ধাবস্থা; বৈরিতা: open/suspend hostilities.
- English Word hot Bengali definition [হট্] (adjective) (hotier, hottest) (১) গরম; তপ্ত; উত্তপ্ত; প্রতপ্ত; উষ্ণ। be in/get into hot water (বোকামির দরুন) মুশকিলে পড়া; হতশ্রদ্ধ/অশ্রদ্ধেয় হওয়া। be/get hot under the collar ক্ষুব্ধ/রুষ্ট/উত্তেজিত হওয়া; মেজাজ খারাপ হওয়া। make a place/make it too hot for somebody (লাক্ষণিক) কারো বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে তুলে তাকে স্থানত্যাগে বাধ্য করা। (২) ঝাল; ঝাঁজালো: Do you like hot dish? (৩) উগ্র; উত্তেজিত; তীব্র; চণ্ড; প্রচণ্ড; প্রবল: get hot over an argument; a man with a hot temper. be hot on the trail of somebody/on somebody’s tracks পায়ে পায়ে পশ্চাদনুসরণ/পশ্চাদ্ধাবন করা। (৪) (শিকারে পশুর গন্ধ) তীব্র ও টাটকা। (৫) (সংগীত, বিশেষত জাজ) আবেগোদ্দীপ্ত এবং দ্রুততালের; উচ্চণ্ড। (৬) (কথ্য, চোরাই মাল) (হদিস করার জন্য পুলিশের দৃঢ়সংকল্প তৎপরতার মুখে) বিলিব্যবস্থা/হজম করা কঠিন; গরম। (৭) (adverb হিসেবে) (ক) সম্প্রতি; টাটকা: hot off the press, নিচে hot news দ্রষ্টব্য । (খ) blow hot and cold (লাক্ষণিক) একবার গরম একবার নরম হওয়া। (গ) give it somebody hot উত্তম শিক্ষা/উত্তমমধ্যম দেওয়া। (৮) (noun(s) ও participle- সহ বিশিষ্ট প্রয়োগ) hot-air balloon (noun) দ্রষ্টব্য balloon. hotbed (noun) উদ্ভিদের দ্রুত প্রবৃদ্ধির জন্য পচা সার প্রয়োগে উত্তপ্ত কেয়ারি বা বীজতলা; সারালো জমি; (লাক্ষণিক) উর্বর ক্ষেত্র/লালনভূমি: a hotbed of vice/crime. hot-blooded (adjective) সহজে আবেগোদ্দীপ্ত হয় এমন; উদ্দামপ্রকৃতি। hotcross bun (noun) গুড ফ্রাইডে-পর্বে ভক্ষণকৃত ক্রুশচিহ্নিত পিঠাবিশেষ। hotdog (noun) স্যান্ডউইচের মধ্যে পিঁয়াজ ও সরিষাসহযোগে খাওয়ার জন্য সসেজবিশেষ। hotfoot (adverb) ব্যগ্রপদে; ক্ষিপ্তগতিতে: run hot after the pickpocket. □ (verb intransitive) তাড়াতাড়ি পা চালিয়ে যাওয়া: hot it down to the station. hotgospeller (noun) (কথ্য) অত্যুগ্র খ্রিস্টীয় ধর্মপ্রচারক। hothead (noun) মাথাগরম লোক; খ্যাপা। hot-headed (adjective) মাথাগরম; খ্যাপা। hot-house (noun) কোমল প্রকৃতির উদ্ভিদের চাষের জন্য সাধারণত কাচনির্মিত; উত্তাপিত ঘর; উষ্ণোদ্যান। hot line (noun) রাষ্ট্রপ্রধানদের মধ্যে যেমন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা (টেলিফোন বা টেলিপ্রিন্টার); প্রত্যক্ষ যোগাযোগসূত্র; সরাসরি সংযোগ। hot money (noun) [uncountable noun] সুদের উচ্চহার এবং নিরাপত্তার লোভে এক অর্থব্যবস্থাপনা কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ফটকাবাজারিদের দ্বারা স্থানান্তরিত স্বল্পমেয়াদি তহবিল; গরম টাকা। অপিচ উপরে ৬ দ্রষ্টব্য hot news (noun) [uncountable noun] সাম্প্রতিক (বিশেষত চাঞ্চল্যকর) সংবাদ, গরম/টাটকা খবর। hotplate (noun) রান্নার চুল্লির সমতল উপরিভাগ; রান্না করা, জল ফোটানো ইত্যাদি উদ্দেশ্যে গরম করা যায় (যেমন বৈদ্যুতিকভাবে) এমন অনুরূপ কোনো তল (যা চুল্লির অংশ নয়); তাপফলক। hotpotato (noun) (লাক্ষণিক কথ্য) এমন কোনো বিষয় যার বিহিত করা দুরূহ বা অপ্রীতিকর: a political hot. hotrod (noun) (America(n) অপশব্দ) সুপারচার্জারযুক্ত গাড়ি; অত্যাহিত গাড়ি। the hot seat (noun) (১) (খুনিদের বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করতে) বৈদ্যুতিক চেয়ার। (২) (লাক্ষণিক) যেসব পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অনেক সময় দুরূহ যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নিতে হয়, যেমন রাষ্ট্রপ্রধানদের। hot stuff (noun) [uncountable noun] (অপশব্দ) (ব্যক্তি বা বস্তু) খাসা মাল। hot-tempered (adjective) বদমেজাজ; রগচটা; খিটখিটে; উগ্রস্বভাব। hot-water-bottle (noun) উষ্ণতার জন্য গরম পানি ভরে শয্যার নিচে রাখার (সচরাচর রাবারের) আধারবিশেষ; গরম জলের বোতল। □ (verb transitive), (verb intransitive) (hotted, hotting, hots) hot (something) up (কথ্য) তাতা; তেতো/গরম হয়ে ওঠা; (লাক্ষণিক) অধিকতর উত্তেজনাপূর্ণ হওয়া: The situation is hotting up. hotly (adverb) সরোষে; উত্তেজিতভাবে; উগ্রভাবে; তীব্রভাবে: He replied hot..., a hot debated question.
- English Word hotchpotch Bengali definition [হচ্পচ্] (noun) জগাখিচুড়ি: That article is a hotchpotch of halfbaked ideas.
- English Word hotel Bengali definition [হোউটেল] (noun) ('a' বা 'an') হোটেল; উত্তরণশালা। hotelier [হোউটেলিএই America(n) হোউটেল্ইয়েই] (noun) হোটেলওয়ালা; হোটেল-মালিক; হোটেলরক্ষক।
- English Word hotspot Bengali definition [হটস্পট] (noun) কোনো ওয়াইফাই রাউটারের মাধ্যমে প্রেরিত রেডিও তরঙ্গ যতটুকু জায়গাজুড়ে বিস্তৃত, ততটুকু বিস্তৃতিই হটস্পট (সাধারণত বিমানবন্দর, তারকাযুক্ত হোটেল, ট্রেন স্টেশন হটস্পট হয়ে থাকে); ওয়াইফাই জোন; হটস্পট; Local hotspots are in any case more likely at cellphone frequencies.
- English Word hound Bengali definition [হাউন্ড্] (noun) শিকার বা দৌড়ের জন্য ব্যবহৃত কয়েক জাতের কুকুর; শিকারি কুকুর; ডালকুত্তা: fox hound; blood hound, grey hound (শুধু hound বললে সচরাচর foxhound- কেই বোঝায়)। follow the hounds; ride to hounds ডালকুত্তার ঝাঁক নিয়ে শিকার করা। Master of Hounds (ব্রিটেনে ঘোড়া ও কুকুর নিয়ে নিয়মিতভাবে শিয়াল ও হরিণ শিকারকালে) শিকারিদলের নেতা; সর্দার শিকারি। □ (verb transitive) ডালকুত্তা নিয়ে শিকার/তাড়া/অনুধাবন করা; হয়রানি/হেনস্তা/পীড়িত করা: be hounded by one’s creditors.
- English Word hour Bengali definition [আউআ(র)] (noun) (১) দিনের চব্বিশ ভাগের একভাগ; ঘণ্টা; সময়: the happiest hours of her life. at the eleventh hour শেষ মুহূর্তে। the small hours রাত তিনটা বা চারটা; রাতের শেষ প্রহর। hourglass (noun) বালিঘড়ি। hour hand (noun) ঘণ্টার কাঁটা। (২) দিনাংশ; নির্দিষ্ট কালপরিমাণ; ঘণ্টা: to strike the hours; at an early hour, সকাল সকাল; at all hours of the day andnight; অবিরাম; অষ্টপ্রহর। (৩) (plural) (বিশেষত কাজের) নির্ধারিত সময়: school hours; office hours. after hours কাজের সময়ের পরে; অফিসের পরে। out of hours কাজের সময়ের বাইরে বা আগেপরে। leep good/ bad/early/late/ regular, etc hours যথাসময়ে/দেরিতে/সকাল সকাল ঘুম থেকে ওঠা/ঘুমানো; কাজ শুরু/শেষ করা; বেরোনো/ফেরা ইত্যাদি; সময়স্রোতের কোনো নির্দিষ্ট বিন্দু; বর্তমান সময়: questions of the hour, বর্তমানের/আজকের প্রশ্ন: in the hour of danger, বিপৎকালে; in a good/an evil hour, সুসময়/দুঃসময়ে।
- English Word houri Bengali definition [হুআরি] (noun) হুরি।
- English Word hourly Bengali definition [আউআলি] (adverb) (১) প্রতি ঘণ্টার; একঘণ্টা অন্তর; ঘণ্টায় ঘণ্টায়; ঘণ্টায় একবার। (২) যেকোনো মুহূর্তে: They are expecting news hour. □ (adjective) (১) প্রতি ঘণ্টায় ঘটে বা করা হয় এমন; ঘণ্টা-অন্তর: an hour bus service. (২) অবিরাম: live in hour dread of bombing.
- English Word house 1 Bengali definition [হাউস্] (plurals [হাউজিজ্]) (noun) (১) গৃহ; বাড়ি; ঘরবাড়ি; ভবন। দ্রষ্টব্য home 1 (১). get on like a house on fire (মানুষ) চট করে বন্ধুত্ব/মনের মিল হয়ে যাওয়া। under house arrest গৃহবন্দি। (২) (সাধারণত কোনো prefix-যোগে) কোনো উদ্দেশ্য বা কার্যোপলক্ষে নির্মিত বাড়ি: hen house; cow house; store house; ware house; alms house; bake house; custom house etc. উক্ত ভুক্তিসমূহ দ্রষ্টব্য। the House of God গির্জা; ভজনালয়; খোদার ঘর। house of cards তাসের ঘর। on the house সরাই, কোম্পানি ইত্যাদির নিজ খরচে। (৩) ব্যবস্থাপকসভা; সংসদ ভবন: the House of Commons, লোকসভা: the House of Lords, লর্ডসভা: The House of Parliament, ব্যবস্থাপকসভা। the House (কথ্য, British/Britain) (ক) পরিপণভবন (স্টক এক্সচেঞ্জ)। (খ) লোকসভা বা লর্ডসভা: enter the House, ব্যবস্থাপকসভার সদস্য হওয়া। (গ) (America(n)) প্রতিনিধিপরিষদ। (ঘ) ব্যবসায় প্রতিষ্ঠান। (৪) [uncountable noun] keep house ভালো খাবারদাবার এবং প্রচুর আরাম-আয়েশের ব্যবস্থা করা। keep open house যেকোনো সময়ে অতিথিসৎকারে প্রস্তুত থাকা। set/put one’s house in order (নিজের) ঘর সামলানো/পরিপাটি করা। (৫) সংসার; পরিবার-পরিজন; বংশ; রাজবংশ: The House of Windsor, ব্রিটিশ রাজবংশ: an ancient house; an old trading house, প্রাচীন ব্যবসায় প্রতিষ্ঠান। (৬) রঙ্গালয়ের দর্শকমণ্ডলী; শ্রোতৃবৃন্দ; প্রেক্ষাগৃহ: a full house. পূর্ণ প্রেক্ষাগৃহ; The second house (= performance) starts... , দ্বিতীয় প্রদর্শনী/অনুষ্ঠান… bring down the house; bring the house down তুমুল করতালি ও সমর্থন লাভ করা। (৭) (যৌগশব্দ) houseagent (noun) (British/Britain) বাড়ি বিক্রি ও ভাড়া দেওয়ার দালাল; বাড়ির আহিলদার। দ্রষ্টব্য (America(n)) realtor. housboat (noun) বসবাস করার জন্য সুসজ্জিত নৌকা; বজরা। housebound (adjective) গৃহানুবদ্ধ (যেমন স্বাস্থ্যহীনতার দরুন): housebound women and children. housebreaker (noun) (ক) চুরি করার জন্য যে দিনের বেলায় অন্যের ঘরে প্রবেশ করে; গৃহতস্কর; গৃহভেদক। দ্রষ্টব্য burglar.(খ) (America(n) = house wrecker) পুরনো বাড়ি ভাঙার জন্য নিযুক্ত শ্রমিক; গৃহভঞ্জক। housecoat (noun) দিনের বেলায় বাড়িতে মেয়েদের পরার সুতি বা রেশমি কোট। housecraft (noun) [uncountable noun] গার্হস্থ্যবিদ্যা। housedog (noun) বাড়ি পাহারা দেওয়ার জন্য প্রশিক্ষিত কুকুর; গৃহকুকুর; পাহারাদার কুকুর। house-father (noun) কোনো প্রতিষ্ঠানে শিশুদের দায়িত্বে নিযুক্ত ব্যক্তি; শিশুপালক; শিশুরক্ষক। houseflag (noun) কোম্পানিবিশেষের জাহাজে ওড়ানো পতাকা; কোম্পানির পতাকা। উপরে ৫ দ্রষ্টব্য । housefly (noun) (plural houseflies) দ্রষ্টব্য fly 1. houseful [হাউসফুল্] (noun) একঘর (পরিমাণ)। household (noun) সংসার; পরিবার-পরিজন; গৃহজন: house hold cavalry/troops, (রাজা বা রানির) প্রাসাদরক্ষী অশ্বারোহী বাহিনী/সেনাদল; house hold duties, গৃহকার্য; গৃহব্যাপার; house hold expenses, সংসারখরচ। household word সচরাচর ব্যবহৃত শব্দ বা নাম; ঘরোয়া/সুপরিচিত শব্দ। householder (noun) যে ব্যক্তি নিজস্ব বা ভাড়াটে বাড়িতে বাস করে, হোটেলে বা অন্যের সঙ্গে ঘর ভাড়া করে থাকে না; গৃহস্বামী; গৃহাধিকারী। housekeeper (noun) সংসারের কাজকর্ম দেখাশোনার জন্য নিযুক্ত ব্যক্তি; গৃহরক্ষক। houselights (noun) (plural) রঙ্গালয়: সিনেমা ইত্যাদি প্রেক্ষাগৃহে ব্যবহৃত বাতিবিশেষ। housemaid (noun) (প্রধানত ঘরদোর পরিষ্কার করার জন্য) গৃহপরিচারিকা। housemaid’s knee (হাঁটু গেঁড়ে বসার জন্য) জানুপ্রদাহ। houseman [হাউসমান্] (noun) (plural housemen) (British/Britain) হাসপাতালে চিকিৎসক বা শল্যবিদের সহকারী (America(n) = intern); আবাসিক সহকারী। house martin (noun) মামুলি পাখিবিশেষ; যা বাড়ির দেওয়ালে বা পাহাড়ের গায়ে বাসা বাঁধে; আবাবিল। housemaster (noun) স্কুলের ছাত্রাবাসের দায়িত্বে নিয়োজিত শিক্ষক; গৃহাধ্যক্ষ। housemother (noun) কোনো প্রতিষ্ঠানে শিশুদের দায়িত্বে নিয়োজিত মহিলা; শিশুরক্ষিকা। houseparty (noun) গ্রামস্থ বাড়িতে কয়েক দিনের জন্য আমন্ত্রিত অতিথিদের আনন্দোৎসব; সাংবাসিক সমাবেশ। house physician (noun) (হাসপাতালে) আবাসিক চিকিৎসক। houseproud (adjective) গৃহব্যাপারে অত্যন্ত যত্নশীল; গৃহব্রতী; গৃহগর্বী। houseroom (noun) স্থান; ঠাঁই: He wouldn't give that chest house room, উপহার হিসেবেও গ্রহণ করতে নারাজ। house sparrow (noun) ছাতার। house surgeon (noun) (হাসপাতালে) আবাসিক শল্যবিদ। housetop (noun) গৃহচূড়া; গৃহশীর্ষ: cry/publish/proclaim something from the house tops, কোনোকিছু তারস্বরে/প্রকাশ্যে/ঢাকঢোল পিটিয়ে ঘোষণা/প্রচার করা। house-trained (adjective) (গৃহপালিত জীবজন্তু) বাড়ির ভেতরে যাতে মলমূত্রত্যাগ না-করে সেইভাবে শিক্ষাপ্রাপ্ত। house-warming (noun) গৃহপ্রবেশ। housewife (noun) (ক) গৃহকর্ত্রী; গৃহবধূ। (খ) [হাজিফ্] (সেকেলে) সুচ-সুতা রাখার পাত্র। housewifely (adjective) গৃহিণীসুলভ; গৃহস্থালিসংক্রান্ত। housewifery [হাউস্ওয়িফারি] (noun) [uncountable noun] গৃহিণীপনা। housework (noun) [uncountable noun] গৃহকর্ম। দ্রষ্টব্য home 1 (৭) ভুক্তিতে homework.