H পৃষ্ঠা ১৬
- English Word holder Bengali definition [হোউল্ডা্(র্)] (noun) (ব্যক্তি বা বস্তু) যা বা যে ধরে রাখে; ধারক; ধারী; ধারয়: share holder, বখরাদার; অংশধারী; অংশগ্রাহী; অংশভাগী। a cigarette-holder, সিগারেট-ধারক; an office-holder, পদাধিকারী; a kettle-holder, গরম কেতলি ধরার জন্য বস্ত্রখণ্ড; কেতলির হাতা।
- English Word holding Bengali definition [হোউল্ডিঙ্] (noun) দখলে বা স্বত্বাধিকারে আছে এমন বস্তু; বিশেষত ভূসম্পত্তি; দখলি সম্পত্তি; (বিশেষত জমির) স্বত্বাধিকার; দখলিস্বত্ব; রায়তি। small-holding (noun) জোতদার নিজেই চাষ করে এমন ক্ষুদ্র ভূখণ্ড ; ক্ষুদ্র জোত। a holding company অধীন একাধিক কোম্পানির অংশ (শেয়ার)-এর মালিকানা গ্রহণের জন্য গঠিত কোম্পানি; ধারক কোম্পানি।
- English Word hole Bengali definition [হোউল্] (noun) (১) ছিদ্র; গর্ত; ফুটা; গহ্বর; রন্ধ্র; বিবর: a hole in a tooth; roads full of holes, খানাখন্দময়; wear one’s socks into hole s, ছেঁড়াফোঁড়া না-হওয়া পর্যন্ত পরা। make a hole in (কিছুর) বড় অংশ খরচ করে ফেলা; খেয়ে ফেলা: His daughter’s marriage has made a large hole in his savings. pick holes in খুঁত ধরা; ত্রুটি খুঁজে বের করা (যেমন কারো যুক্তিতর্কের)। a square peg in a round hole কোনো পদের জন্য অনুপযুক্ত ব্যক্তি; খাপছাড়া/বেমানান লোক। (২) (কথ্য) বিব্রতকর পরিস্থিতি; বেকায়দা: I did not want to put you in a bad hole. (৩) (ক) বিবর; গর্ত; গুহা: a mouse’s hole /mouse-hole; the hole of a fox. (খ) (লাক্ষণিক) ক্ষুদ্র; অন্ধকার; নোংরা স্থান; গুপ্তস্থান; গর্ত; বিবর: He hated to live in that wretched, little hole. hole-and-corner (adjective) (কথ্য) (attributive(ly)) গোপন; চোরাগোপ্তা: hole-and-corner methods. (৪) (গল্ফ) বল মেরে যে গর্তের মধ্যে ফেলতে হয়; সবচেয়ে কম সংখ্যক আঘাতে এক গর্ত থেকে অন্য গর্তে বল মেরে খেলোয়াড় যে পয়েন্ট অর্জন করে: a nine-hole golf course; win the first hole. □ (verb transitive), (verb intransitive) (১) ছিদ্র/ফুটো করা; hole a ship, যেমন শিলার সঙ্গে আঘাতের ফলে। (২) hole (out) (গলফ) বল গর্তে ফেলা: hole out in one, প্রারম্ভ-বিন্দুতে থেকে এক বাড়িতে বল গর্তে ফেলা। (৩) hole up (অপশব্দ) গা ঢাকা দেওয়া; লুকানো।
- English Word Holi Bengali definition [হোলি] (অপিচ Dol, Doljatra [দোল্ দোল্জাত্রা:]) (noun) উত্তর, পূর্ব ও পশ্চিম ভারত এবং বাংলাদেশের হিন্দুসমাজে প্রচলিত বসন্তকালীন উৎসববিশেষ, যে উৎসবের অংশরূপে রং ছিটিয়ে খেলা করা হয়; হোলি।
- English Word holiday Bengali definition [হলাডেই] (noun) (১) ছুটির দিন। অপিচ. দ্রষ্টব্য bank 3 (১) ভুক্তিতে bank holiday. (২) (প্রায়ই plural) (America(n)= vacation) দীর্ঘ ছুটি; অবকাশ: the school holidays; (attributive(ly)) holiday camps, অবকাশ শিবির। □ (verb intransitive) (Past tense, past participle holidayed, pres part holidaying) ছুটি কাটানো; অবকাশ যাপন করা: We holidayed in France. on holiday ছুটিতে: He was away on holiday in July. holiday-maker (noun) অবকাশযাপক।
- English Word holiness Bengali definition [হোউলিনিস্] (noun) (১) [uncountable noun] পবিত্রতা; পুণ্যতা; সাধুতা; বিশুদ্ধচিত্ততা; পবিত্রচিত্ততা। (২) His/Your Holiness পোপের আখ্যা; ভগবান।
- English Word holler Bengali definition [হলা(র্)] (verb intransitive), (verb transitive) (অপশব্দ) (উত্তেজনা ইত্যাদি প্রকাশে) চিৎকার করা; চ্যাঁচানো।
- English Word hollow Bengali definition [হলোউ] (adjective) (১) ফাঁপা; শূন্যগর্ভ; a hollow tree, a hollow ball. (২) (ধ্বনি সম্বন্ধে) ফাঁপা; ফাঁকা: a hollow voice/groan. (৩) (লাক্ষণিক) অবাস্তব; অসার; ফাঁপা; ফাঁকা; মিথ্যা; কৃত্রিম; কপট; শূন্যগর্ভ; অন্তঃসারশূন্য: hollow sympathy/words/promises; a hollow laugh; hollow joys and pleasures; a hollow victory. (৪) ভাঙা; চুপসা; বসা: hollow cheeks; hollow-eyed , কোটরাগত চক্ষু। (৫) (কথ্য adverb-রূপে) beat somebody hollow পিটিয়ে তক্তা বানানো; বেদম পেটানো। □ (noun) গহ্বর; গর্ভ; কোটর; খানা; শূন্যগর্ভ বা ফাঁপা জায়গা: a hollow in the ground; ছোট উপত্যকা: a wooden hollow, তরুগুল্মাবৃত ছায়ানিবিড় উপত্যকা। □ (verb transitive) hollow (out) গর্ত খোঁড়া; বেঁকে কোটরের রূপ দেওয়া: River banks hollowed out by rushing water.
- English Word holly Bengali definition [হলি] (noun) [uncountable noun] শক্ত; চকচকে; গাঢ় সবুজ; তীক্ষ্ণাগ্র পত্রবিশিষ্ট চিরহরিৎ গুল্মবিশেষ, শীতকালে এই গুল্মে জামজাতীয় লাল ফল ধরে।
- English Word hollyhock Bengali definition [হলিহক্] (noun) [countable noun] উজ্জ্বল বর্ণের পুষ্পবিশিষ্ট দীর্ঘ উদ্যান-উদ্ভিদবিশেষ; খাতামি।
- English Word holmium Bengali definition [হল্মিআম্] (noun) [uncountable noun] নরম ধাতব মৌলবিশেষ (প্রতীক Ho); হলমিয়ম।
- English Word holmoak Bengali definition [হোউম্উক্] (noun) [countable noun] চিরহরিৎ ওকগাছবিশেষ; চিরহরিৎ ওক।
- English Word holocaust Bengali definition [হলাকোস্ট্] (noun) [countable noun] অগ্নিকাণ্ড ইত্যাদির ফলে ব্যাপক ধ্বংস, ক্ষতিসাধন, বিশেষত প্রাণহানি; ধ্বংসযজ্ঞ: a neuclear holocaust.
- English Word holograph Bengali definition [হলাগ্রাফ্ America(n) হলাগ্র্র্যাফ্](noun) স্বহস্তলিখিত দলিল।
- English Word holster Bengali definition [হোউল্স্টা(র্)] (noun) পিস্তলের খাপ; পিস্তলকোষ।
- English Word holy Bengali definition [হোউলি] (adjective) (holier, holiest) (১) ঈশ্বর সম্বন্ধীয়; ঈশ্বর বা ধর্মসম্পৃক্ত; পবিত্র; পুণ্য: the Holy bible, Holy writ, পবিত্র গ্রন্থ (বাইবেল); the Holy Land, পুণ্যভূমি (যিশুর জন্মভূমি); the Holy City পুণ্যনগরী (জেরুজালেম); Holy week, পবিত্র সপ্তাহ (ইস্টারের রবিবারের পূর্ববতী সপ্তাহ); Holy Communion, খ্রিস্টের মৃত্যু স্মরণে ভোজন অনুষ্ঠানবিশেষ, the Holy Father, পবিত্র পিতা (পোপ); the Holy Office, পবিত্র বিচারসভা (উৎপথগামিতা, অবিশ্বাস ইত্যাদি উদ্ঘাটন ও দমনের জন্য রোমান ক্যাথলিক গির্জার বিচারসভা); the Holy Ghost/Spirit, পবিত্র আত্মা (খ্রিস্টান ধর্মবিশ্বাস মতে ঈশ্বরের ত্রয়ীকত্বের তৃতীয় ব্যক্তিত্ব); holy ground, পুণ্যতীর্থ; a holy war, ধর্মযুদ্ধ; holy water, (পুরোহিত কর্তৃক মন্ত্রপূত) পুণ্যবারি। (২) পুণ্যাত্মা; পুণ্যশ্লোক; ধার্মিক; দূতচরিত্র; পবিত্র: a holy man; live a holy life. (৩) a holy terror (অপশব্দ) রাশভারী লোক; ত্যাঁদড় (ছোকরা)। □ (noun) the Holy of Holies (ক) ইহুদিদের মন্দিরের অন্তরতম প্রকোষ্ঠ, যেখানে প্রধান পুরোহিত বছরে একবারমাত্র প্রবেশ করেন; পবিত্রতম প্রকোষ্ঠ। (খ) (লাক্ষণিক) যেকোনো পুণ্যস্থান।
- English Word homage Bengali definition [হামিজ] (noun) [uncountable noun] (১) শ্রদ্ধা; অভ্যর্থনা; শ্রদ্ধাঞ্জলি; প্রণতি; সম্মান; পাদবন্দনা। do/pay homage (to somebody) শ্রদ্ধা জ্ঞাপন/নিবেদন করা; সম্মান/প্রণতি জানানো; অভ্যর্থনা করা। (২) (সামন্ত যুগে) (প্রকাশ্যে আনুষ্ঠানিক) আনুগত্য স্বীকার।
- English Word home 1 Bengali definition [হৌম] (noun) (১) যে স্থানে বিশেষত সপরিবারে কেউ বাস করে; বাড়ি; ঘর; গৃহ; আলয়; স্বগৃহ; আবাস; বাসস্থান; বাসা; স্বদেশ: He was born in India, but he has made Bangladesh his home. When are you leaving Australia for home? at home (ক) বাড়িতে: Is he at home? (খ) (ফুটবল ইত্যাদি) নিজ শহরে: The next match will be played at home. সুতরাং, the home team যে দল নিজ শহরে খেলছে; স্থানীয় দল। (গ) নির্দিষ্ট সময়ে অভ্যাগতদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত; Mrs. Lutfa will be at home Friday, 5 April, 7 pm (স্বগৃহে অভ্যাগতদের স্বাগত জানাবেন)। at-home (noun) সামাজিক অনুষ্ঠানবিশেষ, যাতে অতিথিদের পূর্বঘোষিত সময়ে প্রত্যাশা করা হয়; স্বগৃহে অতিথিসৎকার/আপ্যায়ন অনুষ্ঠান। not at home (to) অভ্যাগতদের স্বাগত জানাতে অপারগ: Mrs. Rakhi is not at home to anyone except relatives. make oneself/be/feel at home (নিজের বাড়ির মতো) স্বচ্ছন্দ বোধ করা। at home in স্বচ্ছন্দ: to feel at home in a foreign language. be home and dry (কথ্য) সফল হওয়া। a home from home যে স্থানে নিজগৃহের মতো সুখী ও স্বচ্ছন্দ বোধ করা যায়; পরগৃহে স্বনিলয়: This hotel is not exactly a home from home. nothing to write home about (কথ্য) তেমন উল্লেখযোগ্য কিছু নয়। (২) (শিশু, বৃদ্ধ বা রোগীদের পরিচর্যার জন্য) প্রতিষ্ঠান বা স্থান; সদন; আশ্রম; নিকেতন: an orphan’s home, অনাথআশ্রম; শিশুসদন: maternity home, মাতৃসদন; a nursing home, সেবাসদন। (৩) (প্রায়ই attributive(ly)) পারিবারিক বা গার্হস্থ্য জীবন; the pleasures of home, সংসারসুখ; গার্হস্থ্যসুখ; home comforts/joys; home life. home economics = housecraft, গার্হস্থ্যবিদ্যা। homehelp (noun) (British/Britain) (আত্মীয়স্বজনহীন) বৃদ্ধ, অশক্ত বা রুগ্ণ ব্যক্তিদের সাহায্যার্থে নিয়োজিত ব্যক্তি; গার্হস্থ্য সহকারী। (৪) (= habitat) জন্তু বা উদ্ভিদের স্বাভাবিক আবাসস্থল; বসতি; স্বনিকেতন: the home of the tiger and the elephant. (৫) (খেলাধুলায়) গোল; লক্ষ্য; খেলোয়াড়দের জন্য নিরাপদস্থল; যেখান থেকে কেউ তাকে ধরতে বা বহিষ্কৃত করতে পারে না। the home plate (বেইস্বল) যে ঘাঁটিতে দাঁড়িয়ে ব্যাটসম্যান বল মারেন। home run (বেইস্বল) ব্যাট্সম্যান বল মেরে একনাগাড়ে সবগুলি ঘাঁটি ঘুরে এলে যে রান অর্জিত হয়। the home straight/stretch দৌড়ের পাল্লায় লক্ষ্যস্থলের নিকটবর্তী সর্বশেষ ধাপ; শেষ ধাপ। (৬) (attributive(ly)) গৃহ সম্বন্ধীয়; স্বদেশ সম্বন্ধীয় (= domestic, inland): home industries/products, স্বদেশি/দেশি শিল্প/পণ্য; the home trade/market, অভ্যন্তরীণ বাণিজ্য/বাজার। one’s home town যে শহরে কেউ স্থায়ীভাবে বসবাস করে (জন্মস্থান না হলেও); নিজ শহর। the Home Counties লন্ডনের চতুর্দিকবর্তী কাউন্টিসমূহ (স্থানীয় সরকারের বৃহত্তম একক); কেন্দ্রীয় কাউন্টিসমূহ। the Home Office স্বরাষ্ট্র মন্ত্রণালয়। (৭) (যৌগশব্দ) home baked (adjective) (রুটি, কেক ইত্যাদি সম্বন্ধে) ঘরে-সেকা; গৃহোৎপন্ন। home brewed (adjective) (বিয়ার ইত্যাদি সম্বন্ধে) গৃহে গাজানো; গৃহজাত। homecoming (noun) গৃহাগমন; ঘরে-ফেরা; স্বগৃহে প্রত্যাবর্তন। homecoming weekend (America(n)) যে সপ্তাহান্তে প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের বিদ্যাপীঠে ফিরে আসে; ঘরে ফেরার সপ্তাহান্ত। home cured (adjective) (খাদ্য,বিশেষত শূকরের মাংস সম্বন্ধে) ধোঁয়া, লবণ ইত্যাদি যোগে গৃহে জারিত। home-farm (noun) যে খামার কোনো বড় খামারবাড়ি বা প্রতিষ্ঠানের চাহিদা মেটায়; নিজস্ব খামার; গার্হস্থ্য খামার। the home front (যুদ্ধে লিপ্ত দেশের) বেসামরিক কর্মচারীবৃন্দ; অভ্যন্তরীণ রণাঙ্গন। home-grown (adjective) (খাদ্য ইত্যাদি) দেশজ। Home Guard (noun) (১৯৪০-৫৭) ব্রিটেনের বেসামরিক নাগরিকদের নিয়ে গঠিত বাহিনী এবং এই বাহিনীর সদস্য; রক্ষীবাহিনী; রক্ষীসেনা। homeland [ হৌমল্যান্ড্] (noun) স্বদেশ; জন্মভূমি; যে দেশ থেকে পূর্বপুরুষরা এসেছে; আদিনিবাস। homemade (adjective) (রুটি, কেক ইত্যাদি) গৃহোৎপন্ন; গৃহে প্রস্তুত। Home Rule স্বরাজ। homesick (adjective) ঘরে ফেরার জন্য কাতর; ঘরমুখো। homesickness (noun) গৃহকাতরতা। homespum (adjective), (noun) (বিশেষত পশমি সুতায় বোনা কাপড়) ঘরে-বোনা; (লাক্ষণিক) সাদামাটা; চাকচিক্যহীন। homestead [হৌমস্টেড্] (noun) বসতবাড়ি; বাস্তুভিটে; খামারবাড়ি; (America(n)) গ্রহীতা স্বয়ং জমিতে বসবাস করবেন এবং জমি চাষ করবেন এই শর্তে রাষ্ট্রকর্তৃক প্রদত্ত জমি। home trust (noun) (অস্ত্র বা কথার) লক্ষ্যভেদী আক্রমণ; মর্মঘাতী আঘাত/বাক্য। home truth (noun) যে অপ্রীতিকর সত্য সম্পর্কে কাউকে অবহিত করা হয়; নির্জলা/কাঁচা সত্য। home work (noun) [uncountable noun] (ক) (ছাত্র-ছাত্রীদের) বাড়ির কাজ। (খ) (কথ্য) (প্রতিবেদন, আলোচনা ইত্যাদির জন্য) প্রস্তুতিমূলক কাজ। দ্রষ্টব্য house 1 (৯) ভুক্তিতে housework. homeless (adjective) নিরালয়; গৃহহীন; নিরাশ্রয়। homelike (adjective) ঘরোয়া। homeward [হৌমওয়াড্] (adjective) গৃহাভিমুখ। homeward(s) [হৌমওয়াড(জ্)] (adverb) গৃহাভিমুখে; বাড়ির দিকে।
- English Word home 2 Bengali definition [হোউম্] (adverb) (১) বাড়িতে; বাড়ির দিকে: Is Mrs Lutfa home yet? Did you see her on her home? He has to turn back and get home? যাত্রার সূচনাস্থলে; স্থানটি তার বাসস্থান হোক কি না হোক। (২) যথাস্থানে; উদ্দিষ্ট লক্ষ্যে: drive a nail home, পেরেকটি আমূল ঠুঁকে দেওয়া। bring home to somebody কাউকে পুরোপুরি উপলব্ধি করানো। come home to somebody কারো নিকট স্পষ্টরূপে প্রতিভাত বা প্রকাশিত হওয়া: The weakness of her argument was brought/came home to him. drive a point/an argument home বক্তব্য যুক্তির পরিপূর্ণ শক্তি উপলব্ধি করানো।
- English Word home page Bengali definition [হৌম্ পেইজ] (noun) কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠায় সাইটটির অবস্থান, অন্তর্গত বিষয়ের যে সূচিনির্দেশ ব্যবহারকারী দেখতে পায়; কারো ব্যক্তিগত কম্পিউটার চালু করার পর যা প্রথম নজরে আসে বা স্ক্রিনে ভেসে ওঠে; হোম পেজ; This link designates the home page of the World Wide Web Consortium.
- English Word homely Bengali definition [হোউম্লি] (adjective) (homelier, homeliest) (১) সাদাসিধা; সাদামাটা; মামুলি; অনাড়ম্বর: a homely looking old lady, সাদামাটা বৃদ্ধা মহিলা: a homely meal, মামুলি খানা। (২) ঘরোয়া: a homely atmosphere. (৩) (America(n)) (মানুষ, মানুষের চেহারা) সুশ্রী বা আকর্ষণীয় নয় এমন; সাদামাটা। homeliness (noun) ঘরোয়া পরিবেশ।
- English Word homeopathy Bengali definition (noun) = homoeopathy.
- English Word homey Bengali definition [হোউমি] (adjective) (America(n)) কথ্য) গৃহের মতো; সুখোষ্ণ; সুখাবহ।
- English Word homicide Bengali definition [হমিসাইড্] (noun) [uncountable noun] নরহত্যা; [countable noun] নরহন্তা। homicide squad (America(n)) নরহত্যার তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের দল। দ্রষ্টব্য murder. homicidal [হমিসাইড্ল্] (adjective) নরঘাতী: a homicidal lunatic; homicidal tendencies.
- English Word homily Bengali definition [হমিলি] (noun) (plural homilies) [countable noun] ধর্মকথা; ধর্মব্যাখ্যান; ওয়াজ; হিতোপদেশমূলক দীর্ঘ ক্লান্তিকর বক্তৃতা। homiletic [হমিলেটিক্] (adjective) ধর্মব্যাখ্যানমূলক; ধর্মকথাবিষয়ক। homiletics (noun) (plural) ধর্মপ্রচারকৌশল; ধর্মপ্রচারবিদ্যা।
- English Word homing Bengali definition [হোউমিঙ্] (adjective) (কপোত) (গৃহ থেকে বহু দূরে ছেড়ে দিলেও) গৃহপ্রত্যাবর্তনপ্রবণ; (টর্পেডো, ক্ষেপণাস্ত্র) পূর্বনির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্য ইলেকট্রনিক যন্ত্রাদিসজ্জিত; লক্ষ্যভেদী: homing devices, লক্ষ্যভেদকরণ কৌশল; a homing guidance system, লক্ষ্যভেদী পরিচালনা-ব্যবস্থা।
- English Word hominy Bengali definition [হমিনি] (noun) [uncountable noun] জল বা দুধে সিদ্ধ ভুট্টার গুঁড়া; ভুট্টার মণ্ড/লেই: hominy grits, ভুট্টার বিস্কুট।
- English Word homo Bengali definition [হোউমোউ] (noun) (লাতিন) মানুষ। homo sapiens [হোউমোউ স্যাপিএনজ্] প্রজাতি হিসেবে আধুনিক মানুষ; জ্ঞানক্ষম মানুষ।
- English Word homoeopathy Bengali definition (America(n) = homeopathy) [হোউমিঅপাথি্] (noun) [uncountable noun] সাধারণত খুব অল্প মাত্রায় ওষুধ প্রয়োগের চিকিৎসা পদ্ধতিবিশেষ; সদৃশ চিকিৎসাপদ্ধতি। homoeopath (America(n) = homeopath) [হোমিআপ্যাথ্] (noun) সদৃশ চিকিৎসক।
- English Word homogeneous Bengali definition [হমজীনিআস্] (adjective) সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; সমজাতীয়; সমজাতিক; সমঘন; সমমাত্র। দ্রষ্টব্য heterogeneous. homogeneity [হমাজীনিআটি] (noun) সমজাতীয়তা; সমঘনত্ব। homogenize, homogenise [হামজিনাইজ্] (verb transitive) সমজাতীয়/সমঘন/সমমাত্রা করা; (বিশেষত) দুধের স্নেহকণাসমূহ ভেঙে সংমিশ্রণ করে দুধের সান্দ্রতা সর্বত্র সমরূপ করা।