Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word homograph Bengali definition [হমাগ্রাফ্‌ uncountable noun হমাগ্র্যাফ্] (noun) যেসব শব্দের বানান অভিন্ন উচ্চারণ বা অর্থ বিভিন্ন, যেমন bow 1 [বোউ], bow 2 [বাউ]; সমলেখ শব্দ
  • English Word homologous Bengali definition [হমালাগাস্‌] (adjective) সদৃশ; আপেক্ষিক অবস্থান, সামগ্রিক গঠন ও উদ্ভবের দিক থেকে তুলনীয়; তুল্যমূল্যhomologue [হমালগ্‌] (noun) যা অন্য কিছুর তুল্যমূল্য; যেমন মানুষের বাহু, পাখির পাখা, তিমি মাছের ডানা; সদৃশ বস্তু; তুল্যরূপ।
  • English Word homonym Bengali definition [হমানিম্] (noun) সমলেখ বা সমস্বন শব্দ; যেসব শব্দের রূপ ও উচ্চারণ অভিন্ন কিন্তু অর্থ বিভিন্ন, যেমন see 1, see 2, সমনামhomonymy (noun) সমনামিকতা।
  • English Word homophone Bengali definition [হমাফো্উন্‌] (noun) যেসব শব্দের উচ্চারণ অভিন্ন, কিন্তু অর্থ, বানান বা উৎপত্তি বিভিন্ন, যেমন some/sum [সাম্‌], knew/new [নিঊ]; সমস্বন/সমোচ্চারিত শব্দ। homophony (noun) সমস্বনতা/সমোচ্চারণ।
  • English Word homosexual Bengali definition [হমাসেক্‌শুআল্] (adjective) সমকামী (noun) সমকামী ব্যক্তি। homosexuality [হমাসেক্শুঅ্যালাটি] (noun) [uncountable noun] সমকাম; সমকামিতা।
  • English Word hone Bengali definition [হোউন্] (noun) [countable noun] শান (-পাথর)। (verb transitive) শানানো; শান দেওয়া
  • English Word honest Bengali definition [অনিস্‌ট্] (adjective) (১) সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু; ঋজুপ্রকৃতি; সৎ; সত্যসন্ধ; অকৃত্রিম, সচ্চরিত্র: an honest man; honest in business; give an honest opinion. to be quite honest about it শ্রোতা বিশ্বাস করবে এই আশায় বিবৃতির শুরুতে ব্যবহৃত বাক্যাংশ; সত্যি কথা বলতে; আমি অকপটে বলতে পারি । earn an honest penny সৎপথে অর্থোপার্জন করা। (২) মনের সাধুতাজাত কিংবা সাধুতার পরিচায়ক: an honest face, নিষ্পাপ/নিষ্কপট চেহারা; look honest; an honest piece of work, সততার সঙ্গে করা: honest weight, ন্যায্য ওজন/সাপ। make an honest woman of somebody (প্রাচীন প্রয়োগ) কুলটা বানিয়ে বিয়ে করা; সতীসাধ্বী বানানো। honestly (adverb) সৎভাবে; অকপটে; প্রকৃতপক্ষে; সত্যি বলতে: Honestly, I know nothing about it. honesty (noun) [uncountable noun] সততা; সাধুতা; সত্যসন্ধতা; সত্যবাদিতা; ঋজুতা; অকপট্য।
  • English Word honey Bengali definition [হানি] (noun) (১) [uncountable noun] মধু; মৌ; (লাক্ষণিক) মিষ্টতা; মাধুর্যhoneybee (noun) মৌমাছি; মধুমক্ষিকা; মধুকর। honeydew (noun) [uncountable noun] (ক) গরম আবহাওয়ায় উদ্ভিদের পাতা ও কাণ্ডে নিঃসৃত মিষ্টি; আঠালো পদার্থবিশেষ। (খ) গুড়সহযোগে মিষ্টিকৃত তামাক; মিঠা তামাক। honeysuckle [হানিসাক্‌ল্‌] (noun) [uncountable noun] লতানো গুল্মবিশেষ, যাতে নলাকার হলুদ বা লালচে সুগন্ধি ফল ধরে; মধুমতি । honey sucker (noun) পাখিবিশেষ; মৌচুষকি। (২) [countable noun] (plural honeys ) (কথ্য, আদরের ডাক) সোনামণি; জাদুমণি; go to bed, my honeys. honeyed [হানিড্] (adjective) মধুর মতো মিষ্টি; মধুর; মধুময়; মধুরিমা: honeyed words.
  • English Word honeycomb Bengali definition [হানিকোউম্‌] (noun) [countable noun, uncountable noun] মৌচাক; মধুচত্রু; অলংকরণমূলক নকশাবিশেষ (verb transitive) রন্ধ্র ও সুড়ঙ্গে পরিপূর্ণ করা; মধুচক্র রচনা করা: The rock is honeycombed with caves and tunnels.
  • English Word honeymoon Bengali definition [হানিমূন্] (noun) সদ্যবিবাহিত দম্পতির অবকাশযাপন; মধুচন্দ্রিমা; (লাক্ষণিক) উদ্যোগ, প্রতিষ্ঠান ইত্যাদির সূচনালগ্নে বিদ্যমান সুসামঞ্জস্য।
  • English Word honk Bengali definition [হঙ্‌ক্‌] (noun) বুনোহাঁসের ডাক; হংসনাদ; হংসরুত; (সেকেলে ধরনের) মোটরগাড়ির ভেঁপুর শব্দ; প্যাঁ-পোঁ। □ (verb intransitive) প্যাঁ-পোঁ করা।
  • English Word honorarium Bengali definition [অনারেআরিআম্] (noun) পেশাগত সেবার জন্য অযাচিতভাবে প্রদত্ত পারিশ্রমিক; পারিতোষিক; দক্ষিণা
  • English Word honorary Bengali definition [অনারারি' America(n) অনারেরি] (adjective) (১) (লিখিত সংক্ষিপ্তরূপ 'Hon') (পদ সম্বন্ধে) অবৈতনিক: the honorary secretary. (পদমর্যাদা, উপাধি) নিয়মমাফিক শর্তাদি পূরণ না-করা সত্ত্বেও সম্মানজ্ঞাপনের জন্য প্রদত্ত; সম্মানসূচক; সাম্মানিক: an honorary degree/doctorate; অবৈতনিক/মানদ পদ বা উপাধির অধিকারী; সাম্মানিক an honorary vice-president.
  • English Word honorific Bengali definition [অনারিফিক্] (adjective) গৌরববোধক; গৌরবসূচক। □ (noun) গৌরবরূপ; গৌরববোধক শব্দ: Honorifics are frequently used in Bengali.
  • English Word honour 1 Bengali definition (America(n) = honor) [অনা(র্)]= ১ [uncountable noun] সম্মান; সম্ভ্রম; শ্রদ্ধা: win honour in war; a ceremony in honour of the martyrs; show honour to one’s teachers. do somebody honour; do honour to somebody শ্রদ্ধা/সম্মান প্রদর্শন করা। maid of honour রানি বা রাজকুমারীর সহচরী/সহচারিণী। guard of honour সম্মান প্রদর্শনার্থে বিশিষ্ট ব্যক্তির অভিরক্ষণ বা তাকে স্বাগত জানানোর জন্য নির্বাচিত সৈন্যমণ্ডলী; সাম্মানিক সেনাব্যূহ। (২) [uncountable noun] (সদাচরণ, সত্যানিষ্ঠা, বিশ্বস্ততা ইত্যাদি গুণের জন্য) সুনাম; সুখ্যাতি; মর্যাদাon one’s honour সুনামের দিব্যি/দোহাই। an affair of honour (ইতিহাস) সুনামঘটিত প্রশ্নের মীমাংসার জন্য অনুষ্ঠেয় দ্বন্দ্বযুদ্ধ। be/feel in honour bound to do something আইনত বাধ্য না-হলেও নৈতিক দায়িত্ব হিসেবে কিছু করার প্রয়োজন অনুভব করা। one’s word of honour প্রতিশ্রুতি রক্ষা বা কর্তব্য পালনের নিশ্চয়তা। pay/incur a debt of honour শোধ করার জন্য আইনগত বাধ্যবাধকতা না-থাকলেও সুনামের খাতিরে যে ঋণ শোধ করা আবশ্যক। put somebody on his honour কারো উপর আস্থা স্থাপন করা, যে আস্থার অবমাননা বা অঙ্গীকার ভঙ্গ করলে তার সুনাম ক্ষুণ্ণ হবে। (৩) (শিষ্টাচারমূলক বাক্যে) সম্মান করা বা দেখানোdo somebody the honour কাউকে সম্মানিত করা। have the honour of/to সম্মানিত হওয়া/বোধ করা: May I have the honour of your company? (আনুষ্ঠানিক রীতি)। I have the honour to state that... (৪) Your/His Honour কোনো-কোনো বিচারকের আখ্যা; মাননীয়(৫) an honour সুখ্যাতি বয়ে আনে এমন বস্তু বা ব্যক্তি; গৌরব: He is an honour to his university. (৬) (plural) সম্মান, বিশিষ্টতা প্রভৃতির নিদর্শন; খেতাব; উপাধি; সৌজন্য; শিষ্টতাbirthday honours (ব্রিটেনে) রাজা বা রানির জন্মদিন উপলক্ষে প্রদত্ত খেতাব বা উপাধির তালিকা; জন্মদিনের খেতাবতালিকা। New year Honoursলা জানুয়ারিতে ঘোষিত অনুরূপ তালিকা; নববর্ষের খেতাবতালিকাfull military honours কোনো সৈন্যের অন্ত্যেষ্টিক্রিয়ায় কিংবা বিশিষ্ট অতিথির (যেমন রাষ্ট্রপ্রধানদের) উদ্দেশে সৈন্যদল কর্তৃক আয়োজিত সত্কার কিংবা সম্মানপ্রদর্শন; পূর্ণ সামরিক মর্যাদা। do the Honours (কথ্য) (খাবার টেবিল, গৃহ ইত্যাদিতে) আমন্ত্রয়িতা বা আমন্ত্রয়িত্রীর দায়িত্ব পালন করা; শিষ্টাচারমূলক ছোটখাটো অনুষ্ঠান সম্পন্ন করা, যেমন পূর্ণ পানপাত্র হাতে স্বাস্থ্য, সাফল্য বা শুভকামনা করা; সৎকারের দায়িত্বসম্পন্ন করা। (৭) (plural) (বিশ্ববিদ্যালয়ে) স্নাতক পরীক্ষায় নম্বরের সর্বোচ্চ বিভাগ; সম্মান শ্রেণি; (অতিরিক্ত ব্যুৎপত্তির জন্য বিশেষ) সম্মান। honours degree (বিশেষ ব্যুৎপত্তিসূচক) স্নাতক সম্মান। দ্রষ্টব্য general, pass 1 (১). (৮) (ব্রিজ, হুইস্ট প্রভৃতি তাসের খেলায়) (১০) থেকে টেক্কা পর্যন্ত উচ্চমানের তাস
  • English Word honour 2 Bengali definition (America(n) = honor) [অনা(র্)] (verb transitive) (১) সম্মান/শ্রদ্ধা করা/দেখানো; সম্মানিত বোধ করা: He felt honoured as the speakers praised his courageous stand. (২) (বাণিজ্য) দেয় হলে তা স্বীকার ও পরিশোধ করা: honour a bill/cheque/draft etc, হুন্ডি/চেক/বরাতি চিঠি ইত্যাদি গ্রহণ ও পরিশোধ করা। honour one’s signature হুন্ডি, চেক ইত্যাদি স্বাক্ষরিত বলে স্বীকার করে অর্থ পরিশোধ করা; স্বাক্ষর অঙ্গীকার করা।
  • English Word honourable Bengali definition America(n) : honorable) [অনারাব্‌ল্] (adjective) (১) সম্মান্য; মান্য; মানী; শ্রদ্ধার্হ; মর্যাদাবান; মর্যাদান্বিত; মহনীয়; সম্মানাস্পদ; সম্মানজনক; মর্যাদাকর: honourable conduct; conclude an honourable peace; honourable burial, সসম্মান/মর্যাদাপূর্ণ শেষকৃত্য। (২) Honourable (সংক্ষেপে Hon) বিচারক; মার্ক্যুইস অপেক্ষা নিম্নতর খেতাবধারী ব্যক্তিদের পুত্রকন্যা; (বিতর্কের সময়) লোকসভার সদস্য প্রভৃতির আখ্যা; সম্মান্য; যশম্বী: the Honourable member for Chester. Right Honourable (সংক্ষেপ Rt Hon) মন্ত্রিসভার সদস্য; প্রিভি কাউন্সিলর; মার্ক্যুইস অপেক্ষা নিম্নতর খেতাবধারী ব্যক্তি প্রভৃতির আখ্যা; মাননীয়; সম্মানাস্পদ। honourably [অনারাব্‌লি] (adverb) সসম্মানে; সসম্ভ্রমে।
  • English Word hood 1 Bengali definition [হুড্‌] (noun) (১) মাথা ও ঘাড়ের থলেসদৃশ আবরণবিশেষ, যা অনেক সময় দীর্ঘ গাত্রাবরণের সঙ্গে যুক্ত থাকে; শিরোবস্ত্র; বোরখা; (বিশ্ববিদ্যালয়ে) গাউনের সঙ্গে পরিহিত বস্ত্রপুটবিশেষ, যার রং দেখে বোঝা যায় পরিধানকারী কী উপাধি লাভ করেছেন এবং কোন বিশ্ববিদ্যালয় তা প্রদান করেছে; শিরোবেষ্টন(২) আকৃতি বা ব্যবহারে শিরোবস্ত্রতুল্য যেকোনো বস্তু; (রোদবৃষ্টি থেকে বাঁচার জন্য) ঘোড়ার গাড়ি বা মোটরগাড়ির উপর গোটানো আচ্ছাদন; ঢাকনা; (America(n)) মোটরগাড়ির ইনজিনের উপর কবজাযুক্ত আচ্ছাদন (British/Britain= bonnet), শিরোবস্ত্র দ্বারা আবৃত করা: a hooded falcon.
  • English Word hood 2 Bengali definition [হুড্] (noun) (America(n) অপশব্দ) hoodlum-এর সংক্ষেপ
  • English Word hooddoo Bengali definition [হূডূ] (noun) (প্রধানত America(n) দুর্ভাগ্য; অকল্যাণ; বদনসিব; অপয়া (ব্যক্তি বা বস্তু)। (verb transitive) অমঙ্গল ডেকে আনা; দুর্ভাগ্যগ্রস্ত করা।
  • English Word hoodlum Bengali definition [হূড্‌লাম্] (noun) (অ.) গুণ্ডা; দুর্বৃত্ত; বদমাশ
  • English Word hoodwink Bengali definition [হুডউয়িঙ্‌ক্‌] (verb transitive) hoodwink somebody (into) প্রতারিত করা; ধাপ্পা/ধোঁকা দেওয়া; বিভ্রান্ত করা; (কারো সঙ্গে) ফেরেববাজি করা।
  • English Word hoof Bengali definition [হুফ্‌] (noun) (plural 'hoofs' কিংবা 'hooves' [হূভ্‌জ্‌]) খুর: buy cattle on the hoof, গবাদিপশু জ্যান্ত কেনা।
  • English Word hooha Bengali definition [হুহা:] (noun) [uncountable noun] (কথ্য) হৈচৈ
  • English Word hook 1 Bengali definition [হুক্] (noun) (১) ঝোলানো বা ধরে রাখার জন্য ধাতু বা অন্য কোনো পদার্থের বাঁকানো খণ্ড; গ্রহণি; আকর্ষী; আকশি: a fish-hook, বড়শি; a crochet hook, ক্রুশিকাঠি; a clothes hook, আঁকড়া; আঁকড়ি; hooks and eyes, ( পোশাক আটকানোর) আঁকড়া ও পুঁটে ঘরা। hook, line and sinker (মাছ ধরা থেকে) সম্পূর্ণভাবে; আমূল। be/get off the hook বড়শিমুক্ত হওয়া। sling one’s hook, দ্রষ্টব্য sling 1. hook-nosed (adjective) বক্রনাসিক। hookworm (noun) বক্রকীট। (২) ছেদকাস্ত্রবিশেষ; কর্তরী; কাটারি; a reaping-hook কাস্তে; a bill-hook দাby hook or by crook যেমন করে হোক; ছলেবলে-কলেকৌশলে। (ক্রিকেট, গল্‌ফ) আঘাতের ধরনবিশেষ; (মুষ্টিযুদ্ধ) কনুইয়ের গুঁতা: a left hook.
  • English Word hook 2 Bengali definition [হুক্] (verb transitive), (verb intransitive) (১) আঁকড়ি দিয়ে ধরা/বাঁধা/আটকানো: a dress that hooks/is hooked at the back, পেছনে আঁকড়ি আঁটা পোশাক; hook something on/up কোনোকিছু আঁকড়িবদ্ধ করা: hook a fish, মাছ বড়শিবিদ্ধ করা; hook a husband, (লাক্ষণিক) স্বামী ধরা/বড়শিতে তোলা! (২) বড়শি বা আঁকশির মতো বাঁকানো:hook one’s finger. (৩) hook it (অপশব্দ) পালানো; সটকে পড়া(৪) hookup (noun) একই অনুষ্ঠান প্রচারের জন্য পরস্পরসংযুক্ত সম্প্রচার কেন্দ্রসমূহের সমষ্টি; সম্প্রচারসংস্থান: speak over an international hook-up. hooked (adjective) (১) বাঁকা; বক্র: a hooked nose; আঁকড়াযুক্ত। (২) hooked (on) (অপশব্দ) নেশাগ্রস্ত; আসক্ত; অনুরক্ত: be/get hooked on hashish. He is hooked on pornographic films.
  • English Word hookah Bengali definition [হুকা] (noun) হুঁকা; গড়গড়া
  • English Word hooligan Bengali definition [হূলিগান্] (noun) গুণ্ডা; মাস্তানhooliganism [হূলিনিজা্‌ম্] (noun) গুণ্ডামি; মাস্তানি।
  • English Word hoop 1 Bengali definition [হূপ্‌] (noun) (১) কাঠ, ধাতু ইত্যাদির চক্রাকার বলয়; চক্রবলয়(২) (ক্রৌকে খেলায়) মাটিতে পোঁতা লোহার ছোট অর্ধবৃত্তাকার বলয়বিশেষ, যার ভিতর দিয়ে বল মারতে হয়; আংটা। (সার্কাসে) বড় মাপের আংটাবিশেষ, যার ভিতর দিয়ে অশ্বারোহী বা জন্তুজানোয়ার লাফিয়ে চলে যায়; আংটা। put somebody/go through the hoop(s) (লাক্ষণিক) অগ্নিপরীক্ষায় ফেলা; অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাওয়া। (verb transitive) (পিপা ইত্যাদি) ধাতব পাত দিয়ে বাঁধা।
  • English Word hoop 2 Bengali definition [হূপ্] (verb transitive) = whoop.