H পৃষ্ঠা ২৪
- English Word hypochondria Bengali definition [হাইপাকন্ড্রিআ] (noun) [uncountable noun] কোনো আপাত কারণ ব্যতীত কিংবা নিজের স্বাস্থ্য সম্বন্ধে অহেতুক উৎকণ্ঠাজনিত মানসিক অবসাদ; ব্যাধিকল্পনা; মনোব্যাধি। hypochondriac [হাইপাকন্ড্রিঅ্যাক্] (adjective) ব্যাধিকল্পনামূলক; মনোব্যাধিগ্রস্ত। □ (noun) ব্যাধিকল্পক।
- English Word hypocrisy Bengali definition [হিপক্রাসি] (noun) (plural hypocrisies) [countable noun, uncountable noun] ভণ্ডামি;কুহনা; কুহনিকা; কপটধর্ম; মোনাফেকি। hypocrite [হিপাক্রিট্] (noun) ভণ্ড; ভণ্ড তপস্বী; ধর্মধ্বজী; বকধার্মিক; মোনাফেক। hypocritical [হিপাক্রিটিক্ল্] (adjective) ভণ্ডামিপূর্ণ; কাপটিক; কপটী। hypocritically [হিপাক্রিটিক্লি] (adverb) সকপটে।
- English Word hypodermic Bengali definition [হাইপাডামিক্] (adjective) (ওষুধ ইত্যাদি) ত্বকের নিচে অন্তঃক্ষিপ্ত: hypodermic injections, অন্তঃক্ষেপণ; a hypodermic needle/syringe.
- English Word hypotenuse Bengali definition [হাইপটানিউজ্ America(n) হাইপটনূস্] (noun) সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখস্থ বাহু; অতিভুজ।
- English Word hypothecate Bengali definition [হাইপাথোকেইট্] (verb transitive) দায়বদ্ধ করা; বন্ধক রাখা। hypothecation (noun) দায়বদ্ধকরণ।
- English Word hypothermia Bengali definition [হাইপথামিআ] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) শরীরের অস্বাভাবিক নিচু তাপমাত্রা; ন্যূনতাপ।
- English Word hypothesis Bengali definition [হাইপথাসিস্] (noun) (plural hypotheses [হাইপথাসীজ্]) যুক্তিতর্ক বা ব্যাখ্যার সূচনাবিন্দুরূপে উপস্থাপিত ভাব, প্রস্তাব ইত্যাদি, উপপ্রমেয়; প্রকল্প। hypothetical [হাইপাথেটিক্ল্] (adjective) উপপ্রমেয়মূলক।
- English Word hypothesize, hypothesise Bengali definition [হাইপথাসাইজ্] (verb intransitive) উপপ্রমেয় গঠন বা রচনা করা।
- English Word hyssop Bengali definition [হিসাপ্] (noun) আগেকার দিনে ভেষজরূপে ব্যবহৃত কটুগন্ধ উদ্ভিদবিশেষ; হিস্প।
- English Word hysterectomy Bengali definition [হিস্টারেক্টামি] (noun) (চিকিৎসাশাস্ত্র) জরায়ুচ্ছেদ।
- English Word hysteria Bengali definition [হিস্টিআরিআ] (noun) [uncountable noun] (১) আবেগের আকস্মিক অদম্য বিস্ফোরণসহ স্নায়ুমণ্ডলের বিকার; স্নায়ুবৈকল্য; মূর্ছারোগ। (২) উন্মত্ত, অদম্য উত্তেজনা (যেমন ফুটবল খেলায় দর্শকদের মধ্যে); উন্মাদ; উন্মত্ততা। hysterical [হিস্টেরিক্ল্] (adjective) স্নায়ুবিকারগ্রস্ত; স্নায়ুবৈকল্যজনিত; উন্মত্ত: hysteria laughter; an hysteria outburst of fury. hysterically [হিস্টেরিক্লি] (adverb) উন্মত্তভাবে। hysterics [হিস্টেরিক্স্] (noun) স্নায়ুবৈকল্যের আক্রমণ: go into hysteria, স্নায়ুবিকারগ্রস্ত হওয়া।
- English Word h’m Bengali definition [হ্ম্] দ্রষ্টব্য hem 2