H পৃষ্ঠা ১৮
- English Word hoopla Bengali definition [হূপ লা:] (noun) [uncountable noun] একপ্রকার খেলা, এতে ছোট ছোট বস্তুর উপর আংটা ছুঁড়ে বস্তুটি আংটার দ্বারা বেষ্টিত করতে পারলে খেলোয়াড় সেটি জিতে নেয়; আংটামারি।
- English Word hooray Bengali definition [হূরেই] (interjection) = hurrah
- English Word hoot Bengali definition [হূট্] (noun) (১) প্যাঁচার ডাক। (২) মোটরগাড়ির হর্ন, বাষ্পচালিত বাঁশি ইত্যাদির ধ্বনি; সিটি; ভোঁ। (৩) অবজ্ঞা বা বিরাগসূচক ধ্বনি; শিস; ঘুৎকার। not care a hoot /two hoots (অপশব্দ) একেবারেই/লেশমাত্র গ্রাহ্য/তোয়াক্কা না-করা। □ (verb transitive) (verb intransitive) (১) শিস দেওয়া; ঘুৎকার/হুটহুট করা: an owl hooting in the graveyard. The audience hooted and jeered at the actor. (২) শিস দিয়ে/হুটহুট করে বিতাড়িত করা: hoot a speaker; hoot an actor down/off/away. hooter (noun) বিশেষত কারখানায় কাজের শুরু বা সমাপ্তি ঘোষণার জন্য সাইরেন বা বাঁশি; পথচারী, অন্য চালক প্রভৃতিকে সতর্ক করার জন্য মোটরগাড়িতে ব্যবহৃত অনুরূপ কৌশল; ভোঁ।
- English Word Hoover Bengali definition [হূভা(র্)] (noun) (Proprietary name) গালিচা ইত্যাদির ধুলাবালি চুষে পরিষ্কার করার যন্ত্রবিশেষ; হুভার। □ (verb transitive) (গালিচা ইত্যাদি) হুভার দিয়ে পরিষ্কার করা।
- English Word hooves Bengali definition [হূভ্জ্] দ্রষ্টব্য hoof.
- English Word hop 1 Bengali definition [হপ্] (noun) [countable noun] থোকা থোকা ফুলবিশিষ্ট; দীর্ঘ লতানো উদ্ভিদবিশেষ; (plural) উক্ত উদ্ভিদের মোচাকার ফল (বীজাধার) যা শুকিয়ে বিয়ার ইত্যাদির সঙ্গে মিশিয়ে তিক্ত স্বাদযুক্ত করা হয়। hop-garden/-field (noun(s)) উক্ত ফলের বাগান। hoppole (noun) এরূপ উদ্ভিদের লতাটানা তারের উপর এলিয়ে দেওয়ার জন্য ঐ তারের আলম্ব হিসেবে ব্যবহৃত দীর্ঘ খুঁটি। hop-picker, hopper (noun(s)) এরূপ উদ্ভিদ চয়নের জন্য নিযুক্ত শ্রমিক ও যন্ত্র।
- English Word hop 2 Bengali definition [হপ্] (verb intransitive), (verb transitive) (hopped, hopping, hops) (১) (ব্যক্তি) এক পায়ে লাফানো; (পাখি, ব্যাঙ, ফড়িং ইত্যাদি প্রাণী) উভয় বা সব পা একত্র করে লাফানো; তড়কানো। hopoff; hopit (অপশব্দ) ভাগ্য; দূর হওয়া; সটকে পড়া। hopping mad (কথ্য) অতিক্রুদ্ধ; রেগে টগবগ। (২) (পরিখা ইত্যাদি) লাফিয়ে পার হওয়া। □ (noun) (১) (এক পায়ে) লাফ। on the hop কর্মঠ; ছটফটে; চঞ্চল; অস্থির। catch somebody on the hop আচমকা/অতর্কিতে ধরে ফেলা। keep somebody on the hop তরতাজা/কর্মঠ রাখা। (২) ছোট লাফ; hop, skip/step and jump (ক্রীড়া প্রতিযোগিতায়) লাফ; ডিঙানো ও ঝাঁপ। (৩) (কথ্য) লোকপ্রিয় সংগীতসহ ঘরোয়া মজলিশ ও নাচ; ঘরোয়া জলসা। (৪) (বিমানভ্রমণে) দূরপাল্লার উড়ালে একটি পর্যায়; লাফ: from London to Bangkok in three hops. hopscotch [হপ্স্কচ্] (noun) [uncountable noun] এক্কাদোক্কা খেলা।
- English Word hope 1 Bengali definition [হোউপ্] (noun) [countable noun, uncountable noun] (১) আশা; ভরসা; প্রত্যাশা। hold out some/no/little/not much hope (of something) কোনোকিছুর সামান্যই...আশা/ভরসা দিতে (না) পারা: The new government held out hopes of a better future. be past/beyond hope; not have a hope কোনো আশা না- থাকা। in the hope of doing something কিছু করার আশায়/আশা করে: He went to the town in the hope of finding a job. live in hope (s) (of something) আশায়/অপেক্ষায় বুক বাঁধা: The family lived in the hopes of happier days. Raise somebody’s hopes কারো (ধনসম্পদ ইত্যাদি লাভের) প্রত্যাশাকে উৎসাহিত করা: Perhaps I raised his hopes too much. (২) [countable noun] আশা; ভরসা; আশাভরসা; ভরসাস্থল: The young lad is the only hope of his parents. hopechest (noun) (America(n)) যে আলমারি বা তোরঙে বিবাহেচ্ছু তরুণীরা পোশাক-পরিচ্ছদ, ঘরকন্নার টুকিটাকি ইত্যাদি জমিয়ে রাখে (British/Britain = bottom drawer); আশার পেটিকা।
- English Word hope 2 Bengali definition [হোউপ্] (verb transitive), (verb intransitive) আশা/ভরসা/প্রত্যাশা করা। hope against hope সম্ভাবনা অতি ক্ষীণ হওয়া সত্ত্বেও আশা করা।
- English Word hopeful Bengali definition [হোউপ্ফ্ল] (adjective) (১) আশান্বিত; আশাবাদী: be/feel hopeful about the future; feel hopeful of success. (২) আশাব্যঞ্জক; আশাপ্রদ; আশাজনক; প্রতিশ্রুতিময়: He is a hopeful candidate. (৩) (noun হিসেবে) (young) hopeful সাফল্যের সম্ভাবনাময় বালক বা বালিকা; আশাস্পদ। hopefully [হোউপ্ফ্লি] (adverb) (১) আশাপ্রদরূপে। (২) আমি আশা করছি; আশা করা যায়। hopefulness (noun) আশাবাদ; আশাব্যঞ্জকতা; প্রতিশ্রুতিময়তা।
- English Word hopeless Bengali definition [হোউপ্লিস্] (adjective) (১) আশাবিহীন; নিরাশ; নিরাশ্বাস; নৈরাশ্যজনক: give way to hopeless grief; a hopeless case; a hopeless illness. (২) অচিকিৎস্য; অপ্রতিকার্য: a hopeless idiot. hopelessly (adverb) নৈরাশ্যজনকভাবে; অপ্রতিকার্যরূপে। hopelessness (noun) নৈরাশ্য; আশাহীনতা; অপ্রতিকার্যতা।
- English Word hopped-up Bengali definition [হপ্ট্ আপ্] (adjective) (America(n) অপশব্দ) supercharged অন্তর্দাহ ইনজিনের সিলিন্ডারে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে ইনজিনের উৎপাদন বৃদ্ধির জন্য অত্যাধানযন্ত্র। (supercharger)-যুক্ত; অত্যাহিত: a hopped up engine.
- English Word hopper 1 Bengali definition [হপা(র্)] (noun) = hoop-picker. দ্রষ্টব্য hop 1
- English Word hopper 2 Bengali definition [হপা(র্)] (noun) (১) উলটানো পানের খিলি বা দ্রোণির আকারবিশিষ্ট নির্মিতিবিশেষ, যার ভিতর দিয়ে চূর্ণনযন্ত্রে শস্যাদি, চুল্লিতে কয়লা ইত্যাদি নীত হয়; যন্ত্রাদিতে কাঁচামাল সরবরাহ করার জন্য অনুরূপ যে কোনো কৌশল, ঠোলা, চোঙা। (২) যেকোনো লাফানো কীট, যেমন মাছি, ফড়িং, পঙ্গ ইত্যাদি; (অস্ট্রেলিয়ায়) ক্যাঙারু।
- English Word horde Bengali definition [হোড্] (noun) (১) যাযাবর উপজাতি: a gipsy horde; hordes of Tartars. (২) (সাধারণত অবজ্ঞাসূচক) দল; পাল; দঙ্গল: hordes of people. (৩) সমুচ্চয়; পাল: a horde of locusts, পঙ্গপাল।
- English Word horizon Bengali definition [হরাইজ্ন্] (noun) (১) দিগ্বলয়; দিকচক্র; চক্রবাল; দিগন্তবৃত্ত। (২) (লাক্ষণিক) কারো জ্ঞান, চিন্তা, অভিজ্ঞতা ইত্যাদির সীমা; দিগন্ত। horizontal [হরিজ্ন্ট্ল্ America(n) হোরিজ্ন্ট্ল্] (adjective) অনুভূমিক; সমস্থ: a horizontal line. দ্রষ্টব্য vertical. □ (noun) অনুভূমিক রেখা ইত্যাদি। horizontally [হোরিজ্নটালি্] (adverb) অনুভূমিকভাবে।
- English Word hormone Bengali definition [হোমোউন্] (noun) অন্তঃস্রাবী গ্রন্থি থেকে নিঃসৃত (বিভিন্ন ধরনের) রস, যা রক্তের সঙ্গে মিশে প্রাণিদেহের অঙ্গপ্রত্যঙ্গসমূহকে উদ্দীপিত করে; এই ধরনের নিঃস্রাব থেকে প্রস্তুত ভেষজ সামগ্রী; হরমোন।
- English Word horn Bengali definition [হোন্] (noun) (১) শিং; শৃঙ্গ; বিষাণ। (২) [uncountable noun] যে পদার্থে শিং গঠিত হয়; শিং; a knife with a handle of horn /a horn handle. hornrimmed (adjective) (চশমা) শিংসদৃশ উপাদানে তৈরি কাঠামোযুক্ত; শিংয়ের কিনারযুক্ত। (৩) উক্ত উপাদান (কিংবা এর আধুনিক বিকল্প) থেকে প্রস্তুত সামগ্রী: a shoe horn. a horn of plenty (= cornucopia) চিত্রকলায় ফলফুল ও শস্যে পরিপূর্ণ অলংকরণমূলক শৃঙ্গ; (পুরাণ) লক্ষ্মীর ভাণ্ডার; অন্নপূর্ণার ঝাঁপি; (লাক্ষণিক) অঢেল প্রাচূর্য। (৪) (সংগীত) শিঙ্গা; বিষাণ: a hunting (French) horn পিতলের তৈরি যন্ত্রবিশেষ; ফরাসি শিক্ষা। English horn (অপিচ, বিশেষত British/Britain cor anglais [কোর্ অঙ্গ্লেই America(n) অঙ্গ্লেই]) ন্যূনতর তিক্ষ্ণতাবিশিষ্ট বৃহৎ বাঁশিবিশেষ; ইংল্যান্ডীয় শানাই। (৫) সতর্কতামূলক ধ্বনি উৎপাদনের যন্ত্রবিশেষ; ভেঁপু; শিঙা: a fog-horn; a motor-horn. (৬) শিংসদৃশ অংশ, যেমন গেঁড়ি শামুকের মাথার শিং। hornbill (noun) ধনেশ (পাখি)। draw in one’s horns পিছিয়ে যাওয়া; শিং গুটানো। (৭) ক্ষীণচন্দ্রের যেকোনো প্রান্ত; চন্দ্রশিখা। on the horns of a dilemma উভয়-সংকটে। □ (verb intransitive) (অপশব্দ) horn in (on) অনাহূত প্রবেশ করা; নাক গলানো। horned (adjective) শিংওয়ালা; শৃঙ্গী: horned cattle; the horned owl, ঝুঁটিওয়ালা প্যাঁচা। hornless (adjective) শৃঙ্গহীন; নিঃশৃঙ্গ: hornless cattle. hornlike (adjective) শৃঙ্গসদৃশ। horny (adjective) (hornier, horniest) (১) শিংয়ের তৈরি; শিংয়ের মতো কঠিন; শৃঙ্গময়: hands horny from hard work, শ্রমকিণাঙ্কিত করতল। (২) যৌনাত্মক যৌনউত্তেজক, যৌন আকর্ষক।
- English Word hornbeam Bengali definition [হোন্বীম্] (noun) একপ্রকার ক্ষুদ্র বৃক্ষ যা থেকে শক্ত কাঠ পাওয়া-যায়।
- English Word hornet Bengali definition [হোনিট্] (noun) ভীমরুল। stir up a horn’s nest; bring a horn’s nest about one’s ears শত্রুদের খ্যাপানো; ভীমরুলের চাকে খোঁচা দেওয়া।
- English Word hornpipe Bengali definition [হোন্পাইপ্] (noun) [countable noun] (বিশেষত নাবিকদের জন্য) দ্রুতলয়ের একক নৃত্য এবং আনুষঙ্গিক সংগীত; নাবিকনৃত্য।
- English Word horology Bengali definition [হরলাজি] (noun) [uncountable noun] ঘড়ির নকশা ও নির্মাণবিষয়ক বিদ্যা; ঘড়িনির্মাণবিদ্যা।
- English Word horoscope Bengali definition [হরাস্কোউপ America(n) হোরাস্কোউপ] (noun) রাশিচক্র; জন্মপত্রিকা; কোষ্ঠী; কোষ্ঠিকা।
- English Word horrendous Bengali definition [হরেন্ডাস্] (adjective) (কথ্য) পৈশাচিক; ভয়াবহ; বীভৎস; ভয়ংকর; নিদারুণ; ভীষণ: We have had horn experiences while spending the night in that abandoned house. horrendously (adverb) দারুণ; ভীষণভাবে; ভয়ংকর রকম: horrendously expensive.
- English Word horrible Bengali definition [হরাব্ল্ America(n) হোরাব্ল্ - ] (adjective) (১) বীভৎস; ভয়ানক; ভয়াবহ; ভয়াল: horrible cruelty/crimes. (২) (কথ্য) অপ্রীতিকর; দারুণ; ভয়াবহ: horrible weather. horribly [হরাব্লি] (adverb) দারুণভাবে; বীভৎসভাবে; ভীষণভাবে; ভয়ানকভাবে।
- English Word horrid Bengali definition [হরিড্ America(n) হোরিড্] (adjective) (১) ভীষণ; ভয়ানক; বিকট; ভয়ংকর। (২) (কথ্য) অপ্রীতিকর; ভয়ংকর; ভয়াবহ; কুৎসিত: horrid weather. horridly (adverb) ভয়ানকভাবে; ভয়ংকরভাবে; ভীষণভাবে। horridness (noun) ভয়াবহতা; ভয়ংকরতা; বিকটত্ব।
- English Word horrific Bengali definition [হারিফি্ক্] (adjective) (কথ্য) ভয়ংকর; লোমহর্ষক।
- English Word horrify Bengali definition [হরিফাই America(n) হোরি] (verb transitive) (past tense, past participle horrified) আতঙ্কিত/আতঙ্কগ্রস্ত/ভীতিবিহ্বল করা।
- English Word horror Bengali definition [হরা(র্) America(n) হোরা(র্)] (noun) [countable noun, uncountable noun] বিভীষিকা; আতঙ্ক; আতঙ্কবোধ: horrors of modern warfare. He turned away in horror as the aeroplanes collided in the air. chamber of horrors অপরাধ, নিষ্ঠুরতা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত বস্তু; নিদর্শন প্রভৃতির সংগ্রহ; বিভীষিকাশালা। horrorfiction/comics/films যেসব গল্প-উপন্যাস, কমিক ও চলচ্চিত্রের বিষয়বস্তু ও পরিচর্যার লক্ষ্য আতঙ্কবোধের উদ্দীপন; লোমহর্ষক গল্প-উপন্যাস/কমিক/চলচ্চিত্র। horror-struck/-stricken (adjective) আতঙ্কগ্রস্ত; আতঙ্কবিহ্বল; ভীতিবিহ্বল; বিভীষিকাবিমূঢ়।
- English Word hors de combat Bengali definition [ওডাকম্বা:] (predicative(ly) adjective) (ফরাসি) আহত বা পঙ্গু হওয়ার দরুন যুদ্ধে আর অংশ নিতে অক্ষম; যুদ্ধাক্ষম; রণরঙ্গ।