H পৃষ্ঠা ২৩
- English Word hydra Bengali definition [হাইড্রা] (noun) (গ্রিকপুরাণ) বিপুলকলেবর; বহুশির সামুদ্রিক সর্পবিশেষ, যার শিরশ্ছেদ করলে তা আবার উৎপন্ন হয়; জলভুজঙ্গ।
- English Word hydrangea Bengali definition [হাইড্রেইন্জা] (noun) বড় বড় গোলাকার সাদা, নীল বা পাটল ফুলবিশিষ্ট গুল্মবিশেষ।
- English Word hydrant Bengali definition [হাহ্ড্রান্ট্] (noun) (বিশেষত রাস্তার ধারে) প্রধান জলবাহী নলের সঙ্গে সংহৃক্ত মুখটিওয়ালা ছোট নল; রাস্তা ধোয়া, আগুন নেভানো ইত্যাদি প্রয়োজনে এর সঙ্গে হোজপাইপ লাগানো যায়, জলের কল।
- English Word hydrate Bengali definition [হাইড্রেইট্] (noun) অন্য কোনো পদার্থের সঙ্গে পানির রাসায়নিক যৌগ। □ (verb transitive), (verb intransitive) (উক্তরূপ যৌগ তৈরি করার জন্য) পানি মিশ্রিত করা; পানির সঙ্গে যৌগ তৈরি করা।
- English Word hydraulic Bengali definition [হাইড্রোলিক্] (adjective) নলের ভেতর দিয়ে প্রবহমান জল সম্বন্ধীয়; কোনো তরল পদার্থের, বিশেষত জলের চাপের দ্বারা চালিত: a hydraulic lift; hydraulic brakes, যাতে গতিরোধক শক্তি সংহৃত (compressed) তরলপদার্থের মাধ্যমে সঞ্চারিত হয়; জলের নিচে কঠিনীভূত হয় এমন: hydraulic cement. hydraulics (noun) (plural) শক্তি উৎপাদনের জন্য জলের ব্যবহারবিষয়ক বিজ্ঞান; জলশক্তিবিজ্ঞান।
- English Word hydrocarbon Bengali definition [হাইড্রাকা:বান্] (noun) [countable noun] হাইড্রোজেন ও কার্বনযোগে গঠিত পদার্থ, যেমন বেনজিন, প্যারাফিন, কয়লার গ্যাস।
- English Word hydrochloric Bengali definition [হাইড্রাক্লরিক্ America(n) ক্লোরিক্] (adjective) hydrochloric acid হাইড্রোজেন ও ক্লোরিনঘটিত অম্ল (HCI); হাইড্রোক্লোরিক অ্যাসিড।
- English Word hydroelectric Bengali definition [হাইড্রোউইলেক্ট্রিক্] (adjective) জলশক্তির দ্বারা উৎপন্ন বিদ্যুৎ সম্বন্ধীয়; জলবিদ্যুৎ। hydroelectricity [হাইড্রোউইলেকট্রিসাটি] (noun) জলবিদ্যুৎ।
- English Word hydrofoil Bengali definition [হাইড্রাফয়ল্] (noun) ধাতব পাত বা পাখনাসজ্জিত নৌকাবিশেষ; চলার সময় এই পাখনা নৌকাটিকে জলপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে উত্তোলিত করে; উড়ো নৌকা।
- English Word hydrogen Bengali definition [হাইড্রাজান্] (noun) [uncountable noun] স্বাদ, বর্ণ ও গন্ধবিহীন গ্যাসবিশেষ (প্রতীক H), যা অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে পানি তৈরি করে; হাইড্রোজেন। hydrogen bomb (noun) (fusion bomb নামেও পরিচিত) পারমাণবিক বোমার প্রকারভেদ; হাইড্রোজেন বোমা। দ্রষ্টব্য atomic. hydrogen peroxide (noun) বর্ণহীন তরল পদার্থবিশেষ, যা জীবাণুনাশক ও ধবলীকরণে ব্যবহৃত হয়; হাইড্রোজেন পারক্সাইড।
- English Word hydrometer Bengali definition [হাইড্রমিটা(র্)] (noun) (বিজ্ঞান) তরল পদার্থের ঘনতা পরিমাপক যন্ত্র; জলমানযন্ত্র।
- English Word hydropathy Bengali definition [হাইড্রপাথি্] (noun) [uncountable noun] রোগের চিকিৎসায় জলের ও বাহ্য প্রয়োগ; জলোপচার। hydropathic [হাইড্রাপ্যাথিক্] (adjective) জলোপচারঘটিত।
- English Word hydrophobia Bengali definition [হাইড্রাফোউবিআ] (noun) [uncountable noun] জলাতঙ্ক রোগ।
- English Word hydroplane Bengali definition [হাইড্রাপ্লেইন্] (noun) = hydrofoil; জলপৃষ্ঠে আলতোভাবে খুব দ্রুত চলনক্ষম মোটরচালিত নৌকাবিশেষ; উড়ুক্কু নৌকা; জলপৃষ্ঠ থেকে উড্ডয়নক্ষম ও জলপৃষ্ঠে অবতরণক্ষম বিমানের সেকেলে নাম; জলবিমান।
- English Word hydroponics Bengali definition [হাইড্রাপনিক্স্] (noun) (plural) মাটি ছাড়া শুধু জলে প্রয়োজনীয় রাসায়নিক খাদ্য সরবরাহ করে উদ্ভিদ চাষের পদ্ধতি; জলচাষ।
- English Word hyena, hyaena Bengali definition [হাইঈনা] (noun) নেকড়েসদৃশ মাংসাশী বন্য জন্তুবিশেষ- এর চিৎকার হাসির মতো শোনায়; গোবাঘ; তরক্ষু; হায়না।
- English Word hygiene Bengali definition [হাইজীন্] (noun) স্বাস্থ্যবিজ্ঞান; স্বাস্থ্যবিধি; পরিষ্কার-পরিচ্ছন্নতা। hygienic [হাইজীনিক্ America(n) হাইজিএনিক্] (adjective) স্বাস্থ্যসম্মত; স্বাস্থ্যকর; স্বাস্থ্যবিজ্ঞানসম্মত।
- English Word hymen Bengali definition [হাইমান্] (noun) Hymen গ্রিক বিবাহদেবতা। (২) (ব্যবচ্ছেদবিদ্যা) সতীচ্ছদ।
- English Word hymn Bengali definition [হিম্] (noun) ঈশ্বরস্তোত্র; ঈশ্বরবন্দনা; স্তোত্রগীত। □ (verb transitive) ঈশ্বরবন্দনা/নামগান করা; স্তুতিগান গাওয়া। hymnal [হিম্নাল্] (noun), (adjective) স্তোত্রপুস্তক; স্তোত্রপুস্তক সম্বন্ধীয়।
- English Word hyperactive Bengali definition [হাইপার্অ্যাকটিভ্] (adjective) (চিকিৎসাশাস্ত্র) (বিশেষত শিশু) অস্বাভাবিকভাবে অতিমাত্রায় সক্রিয়; অত্যুদ্যুক্ত; অতিক্রিয়: He is a hyperactive child. hyperactivity (noun) অত্যুদ্যোগ; অতিক্রিয়তা।
- English Word hyperbola Bengali definition [হাইপাবালা] (noun) একটি সমতল কোণকে তার শিরোবিন্দু ছাড়া অন্য যেকোনো বিন্দুতে ছেদ করলে যে বক্ররেখা উৎপন্ন হয়; পরাবৃত্ত; অতিক্ষেত্র।
- English Word hyperbole Bengali definition [হাইপাবালি] (noun) [uncountable noun, countable noun] অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।
- English Word hypercritical Bengali definition [হাইপাক্রিটিক্ল্] (adjective) অত্যধিক সমালোচনামূলক; ছিদ্রান্বেষী; দোষৈকদর্শী। hypercritically (adverb) দোষগ্রাহিতার দৃষ্টিতে।
- English Word hypermarket Bengali definition [হাইপামা:কিট্] (noun) শহরের বাইরে অবস্থিত গাড়ি রাখার ব্যবস্থাসহ বিশাল এলাকাজুড়ে স্বয়ংসম্পূর্ণ বিরাট পণ্যশালা; অতিবিপণি।
- English Word hypersensitive Bengali definition [হাইপাসেন্সাটিভ্] (adjective) (১) অনুভূতির দিক থেকে অতিমাত্রায় সংবেদনশীল; অতিসংবেদনশীল। (২) (চিকিৎসাশাস্ত্র) ওষুধ ইত্যাদির প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল; অতিসংবেদনশীল। hypersensitivity (noun) অতিসংবেদনশীলতা।
- English Word hypertension Bengali definition [হাইপাটেনশ্ন্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অত্যন্ত উচ্চ রক্তচাপ; অত্যুচ্চ রক্তচাপ। hypertensive [হাইপাটেন্সিভ্] (adjective) রক্তচাপাধিক্যঘটিত।
- English Word hyphen Bengali definition [হাইফ্ন্] (noun) যোজকচিহ্ন; (-)। দ্রষ্টব্য পরি ৬। □ (verb transitive) যোজকচিহ্ন দিয়ে (শব্দ) যুক্ত করা; (যৌগশব্দ) যোজকচিহ্নসহ লেখা। hyphenate [হাইফ্নেইট্] (verb transitive) = hyphen. hyphention [হাইফ্নেইশ্ন্] (noun) যোজকচিহ্নের ব্যবহার।
- English Word hypnobirthing Bengali definition [হিপ্নোবা:থিঙ্] (noun) [uncountable noun] প্রচলিত পন্থায় সন্তান প্রসবের কষ্ট লাঘবের পরিবর্তে সম্মোহনবিদ্যা প্রয়োগে তা কমানো: Hypnobirthing is one option that she appealed. hypnobirth (noun), (verb transitive)
- English Word hypnosis Bengali definition [হিপ্নোউসিস্] (noun) (plural hypnosises [[হিপ্নোউসীজ্]) [uncountable noun, countable noun] গভীর নিদ্রাসদৃশ অবস্থা- এ অবস্থায় এক ব্যক্তির কার্যকলাপ অন্য ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে; সংবেশ; সংবেশন। hypnotic [হিপ্নাটিক্] (adjective) সাংবেশিক: in a hypnotic state. hypnotism [হিপ্নাটিজা্ম্] (noun) সংবেশন। hypnotize, hypnotise [হিপ্নাটাইজ্] (verb transitive) (কাউকে) সংবিষ্ট/সম্মোহিত করা। hypnotist [হিপ্নাটিস্ট্] (noun) সাংবেশিক; সম্মোহক; সংবেশনবিদ।
- English Word hypo Bengali definition [হাইপোউ] (noun) আলোকচিত্রকলায় চিত্র দৃঢ়ীকরণের রাসায়নিক উপকরণরূপে ব্যবহৃত সোডিয়াম থায়োসালফেটের (Na 2S 2O 2) কথ্যসংক্ষেপ; হাইপো।