• Bengali Word guard 1 English definition [গা:ড্] (noun) ১ [uncountable noun] প্রহরা: The sentry is on guard.
    (২) [uncountable noun] আত্মরক্ষার প্রস্তুতি। be on/off one’s guard আক্রমণের বিরুদ্ধে প্রস্তুত/অপ্রস্তুত থাকা: Be on your guard against the enemy. He hit me while I was off my guard. (৩) প্রহরারত সৈনিক বা সৈনিকের দল; প্রহরী। change guard (সামরিক) একজন সৈনিকের পাহারার পালা শেষ হলে আরেকজন সৈনিককে তার জায়গায় মোতায়েন করা। mount guard প্রহরী হিসেবে নিজের অবস্থান নেওয়া। relieve guard কোনো প্রহরীর পালা শেষ হলে তার জায়গা নেওয়া। stand guard প্রহরীর দায়িত্ব পালন করা। (৪) কারারক্ষী। (৫) (British/Britain) রেলের গার্ড (America(n) = brakeman). (৬) (plural) Guards (ব্রিটেনসহ কতিপয় দেশে) রাজা বা রানির দেহরক্ষী: the Royal Horse Guards; a Guards officer. guards man রাজকীয় (দেহ) রক্ষীবাহিনীর সদস্য। (৭) [countable noun] কোনো ব্যক্তির দেহরক্ষা, তাকে সম্মান প্রদর্শন বা প্রহরা দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকবৃন্দ; সম্মাননা বাহিনী: The king inspected the guard of honour at the airport. (৮) (বিশেষত যৌগশব্দ) আঘাত বা ক্ষতিনিরোধক বস্তু বা সরঞ্জাম (বাইসাইকেল বা মোটরগাড়ির চাকার উপর লাগানো): mud guard. (৯) (যৌগশব্দে) guard-boat (noun) পোতাশ্রয়ে নোঙর করা নৌবহরের চতুর্দিকে পাহারা দেওয়ার কাজে ব্যবহৃত রক্ষীযান বা গার্ডাবাট। guard-house (noun) (সামরিক) সামরিক রক্ষীভবন বা সামরিক কারাভবন। guard-rail (noun) (সিঁড়ি বা অন্য কোথাও ব্যবহৃত) নিরাপত্তামূলক রেলিং। guard-room (noun) রক্ষীকামরা। guard-ship (noun) পোতাশ্রয় রক্ষাকারী জাহাজ।