H পৃষ্ঠা ২২
- English Word hunk Bengali definition [হাঙ্ক্] (noun) মোটা খণ্ড; প্রস্থ; বড় টুকরো: a hunk of bread/cheese.
- English Word hunkers Bengali definition [হাঙ্কাজ্] (noun) (plural) (কথ্য) কুঁজগুলি; বিশেষত on one’s hunkers উঁবু/আসনপিঁড়ি হয়ে বসা।
- English Word hunt 1 Bengali definition [হান্ট্] (noun) a/the hunt ১ শিকার; মৃগয়া: have a good hunt; find something after a long hunt, অনেক খোঁজাখুঁজির পর পাওয়া। (২) (বিশেষত British/Britain) শিকারিদল; যারা শিকারি কুকুরসহ ঘোড়ার পিঠে নিয়মিতভাবে শিয়াল ও হরিণ শিকার করে; এরকম শিকারের জন্য নির্দিষ্ট এলাকা: a member of the hunt; The Quorn hunt. hunt ball (noun) উক্তরূপ শিকারিদলের নাচের আসর।
- English Word hunt 2 Bengali definition [হান্ট্] (verb intransitive), (verb transitive) (১) শিকার/মৃগয়া করা । দ্রষ্টব্য shoot ভুক্তিতে shooting. (২) খোঁজা; অন্বেষণ করা। hunt down পশ্চাদ্ধাবন করে ধরে ফেলা/পাকড়াও করা: hunt down a criminal. hunt for খোঁজাখুঁজি/তল্লাশ করা: hunt for a lost brief case. hunt out খুঁজে বের করা: hunt out a family album which was put away and forgotten. hunt up (খুঁজে পাওয়া দুরূহ এমন কিংবা লুকোনো কোনো বস্তু) অনুসন্ধান করা; খুঁজে দেখা; অন্বেষণ করা: hunt up old records/references/quotations. (৩) তাড়িয়ে দেওয়া: hunt stray dogs from the courtyard. (৪) (ব্রিটেনে বিশিষ্ট প্রয়োগ; শিয়ালশিকার) (কোনো এলাকায়) শিকারি কুকুরের পিছে পিছে ছোটা: hunt the country; (ঘোড়াকে) শিকারের কাজে খাটানো: hunt one’s horse all winter; কুকুরের পালের রাখোয়াল হিসেবে কাজ করা: hunt the hounds, ডালকুত্তার পালরক্ষকরূপে কাজ করা। hunter (noun) (১) শিকারি; শৌনিক; ব্যাধ। (২) শিয়ালশিকারে ব্যবহৃত ঘোড়া। (৩) পকেট ঘড়িবিশেষ, যার উপরের কাচের সুরক্ষার জন্য একক ধাতব আবরণ থাকে। hunting (noun) [uncountable noun] (১) শিকার; মৃগয়া; (বিশেষত British/Britain) শৃগালশিকার। (২) (attributive(ly)) a huntingman শিকারি (মানুষ); a huntinghorn শিকারের শিঙা। hunting ground (লাক্ষণিক) যে স্থানে সফল হওয়ার আশা নিয়ে কিছু খোঁজা যায়; মৃগয়াভূমি। hunting pink হালকা লাল রং বিশেষ- শিকারিরা এই রঙের বস্ত্র ব্যবহার করে থাকে। huntress [হান্ট্রিস্] (noun) (সাহিত্যিক) শিকারি স্ত্রীলোক, যেমন রোমান দেবী দিয়ানা; ব্যাধিনী।
- English Word huntsman Bengali definition [হ্যান্টস্মান্] (noun) (plural huntsmen) (১) শিকারি; ব্যাধ; শৌনিক। (২) (শিকারকালে) কুকুরপালের রক্ষক।
- English Word hurdle Bengali definition [হাড্ল্] (noun) (১) (British/Britain) অস্থায়ী বেড়া (যেমন ভেড়ার খোঁয়াড়) হিসেবে ব্যবহৃত কাঠের আয়তাকার, ঋজু, অস্থাবর কাঠামোবিশেষ; অবরোধ। (২) লাফিয়ে পার হওয়ার জন্য হালকা, খাড়া কাঠামোবিশেষ; প্রতিবন্ধক: hurdle-race, প্রতিবন্ধক দৌড়। (৩) (লাক্ষণিক) প্রতিবন্ধক; অন্তরায়। □ (verb transitive), (verb intransitive) (১) hurdle off অবরোধ রচনা করা; অন্তরায় সৃষ্টি করা। (২) অবরোধ উল্লঙ্ঘন করা; লাফিয়ে বেড়া অতিক্রম করা; প্রতিবন্ধক-দৌড়ে অংশগ্রহণ করা। hurdler (noun) অবরোধক-নির্মাতা; প্রতিবন্ধক-দৌড়বিদ।
- English Word hurdy-gurdy Bengali definition [হাডিগাডি] (noun) সাধারণত চাকার উপর আরোপিত স্ট্রিট পিয়ানো বা ব্যারেল অরগ্যান, যা হাতল ঘুরিয়ে বাজানো হয়।
- English Word hurl Bengali definition [হাল্] (verb transitive) সজোরে নিক্ষেপ করা: The mob hurled stones at the police. The angry master hurled himself at/upon the servant, ঝাঁপিয়ে পড়লেন। □ (noun) সজোরে নিক্ষেপ।
- English Word hurly-burly Bengali definition [হালিবালি] (noun) [uncountable noun] কোলাহল; হট্টগোল; হৈহৈ রৈরৈ; হুলুস্থূল।
- English Word hurrah Bengali definition [হরা] (অপিচ hurray [হুরেই]) (interjection) হর্ষ, অনুমোদন, স্বাগত ইত্যাদি সূচক অন্তর্ভাবমূলক অব্যয়; জয়! hurrah for the Queen! Hip, hip hurrah! □ (verb transitive) হর্ষধ্বনি/হর্ষনাদ/জয়ধ্বনি করা।
- English Word hurricane Bengali definition [হারিকান্ America(n) হারিকেইন্] (noun) [countable noun] প্রচণ্ড ঝঞ্ঝাবাত (বিশেষত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়); হারিকেন। hurricane lamp/lantern noun(s) হারিকেন প্রদীপ/লণ্ঠন।
- English Word hurry Bengali definition [হারি] (noun) [uncountable noun, countable noun] ত্বরা; তাড়া; ব্যস্ততা; তাড়াহুড়া: You can wait, there is no hurry. in a hurry (ক) অধৈর্য; তাড়াহুড়া বা ব্যস্ততার মধ্যে: Our guests are in a hurry to leave. In my hurry to meet him at the airport I forgot to bring the papers. (খ) (কথ্য) শীঘ্র; স্বেচ্ছায়: I shan’t call on that old boor again in a hurry. (গ) (কথ্য) সহজে: You won’t come upon a better bride in a hurry. □ (verb transitive), (verb intransitive) (past tense, past participle hurried) তাড়া দেওয়া; তাড়া/তাড়াহুড়া করা; ত্বরায় চলে যাওয়া; কিছু ত্বরিতে/অবিলম্বে করা: It is no use hurrying you. Pick up your books and hurry off? hurried (adjective) তাড়াহুড়াসহকারে কোনোকিছু করা; ত্বরিত: a hurried meal; a few hurried lines. hurriedly (adverb) সত্বর; অবিলম্বে; ত্বরিত।
- English Word hurt Bengali definition [হাট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle hurt) (১) আঘাত/চোট পাওয়া/লাগা; আঘাত দেওয়া; (ব্যথা) লাগা: Don’t jump, you may hurt yourself. I hurt my left leg as I fell over. Do these shoes hurt you? (২) কষ্ট/পীড়া দেওয়া; (অনুভূতিকে) আহত করা: Your unkind remarks hurt me deeply. (৩) ক্ষতি হওয়া: It won’t hurt to wait a few days. □ (noun) [uncountable noun] (কিংবা indefinite article-সহ) অনিষ্ট; আঘাত; ক্ষত; ব্যথা: hurtful to health.
- English Word hurtle Bengali definition [হাট্ল্] (verb intransitive) প্রচণ্ড বেগে ধাবিত বা উৎক্ষিপ্ত হওয়া: Huge pieces of rock went hurtling down the mountainside.
- English Word husband Bengali definition [হাজ্বান্ড্] (noun) স্বামী; পতি; বর। □ (verb transitive) পরিমিতভাবে ব্যবহার করা: husband one’s resources/strength.
- English Word husbandman Bengali definition [হাজ্বান্ড্মান্] (noun) (plural husbandmen) [হাজ্বান্ড্মান্] (প্রাচীন প্রয়োগ) কৃষক; কৃষিজীবী। husbandry [হাজ্বান্ড্রি] (noun) [uncountable noun] কৃষি; কৃষিকর্ম; নির্বাহন; ব্যবস্থাপনা: animal husbandman; good/bad husbandman.
- English Word hush Bengali definition [হাশ্] (verb transitive), (verb intransitive) চুপ করা/হওয়া/করানো; শান্ত করা/হওয়া: hush! চুপ! hush something up (সংবাদ/তথ্য) গোপন করা; চাপা দেওয়া: Some high officials tried to hush up the matter. □ (noun) a/the hush নিস্তব্ধতা; স্তব্ধতা; মৌনতা; নীরবতা: in the hush of night. hush-money (noun) (সাধারণত কলঙ্কজনক বা অকীর্তিকর কোনোকিছু) চাপা দেওয়ার জন্য প্রদত্ত অর্থ; চাপা দেওয়ার মাসুল। hush-hush (adjective) (কথ্য) অতি গোপনীয়: a hush-hush affair.
- English Word husk Bengali definition [হাস্ক্] (noun) (সাধারণত plural) খোসা; তুষ; ভুসি: rice in the husk, (ভানার আগে) শুকনা ধান; (লাক্ষণিক) যেকোনো বস্তুর অকিঞ্চিৎকর বহিরাবরণ; খোসা; খোলস। □ (verb transitive) খোসা/তুষ ছাড়ানো; ভানা।
- English Word husky Bengali definition [হাস্কি] (adjective) (huskier, huskiest) (১) (তুষের মতো) শুষ্ক। (২) (ব্যক্তি ও কণ্ঠ) খটখটে; নীরস; রসকষহীন; কর্কশ; রুক্ষ; শুষ্ক: a husky voice/cough. ও (কথ্য) বড়সড় এবং বলিষ্ঠ গড়নের: a fine husky woman. □ (noun) উত্তর আমেরিকার এস্কিমোদের ঘন লোমাবৃত কুকুরবিশেষ; হাস্কি। huskily [হাস্কিলি] (adverb) খটখটে/শুকনো গলায়; কর্কশ কণ্ঠে। huskiness (noun) রুক্ষতা; কার্কশ্য।
- English Word hussar Bengali definition [হুজা:(র্)] (noun) হালকা অস্ত্রসজ্জিত অশ্বারোহী সেনাদলবিশেষের সদস্য; হুসার।
- English Word hussy Bengali definition [হাসি] (noun) (plural hussies) অপদার্থ/বাজে মেয়ে; বেহায়া/বেয়াদপ মেয়ে; ধিঙ্গি (মেয়ে)।
- English Word hustings Bengali definition [হাস্টিঙ্জ্] (noun) (plural) the hustings সংসদীয় নির্বাচনের প্রাক্কালে প্রচার, জনসভা, বক্তৃতা ইত্যাদির প্রক্রিয়া; নির্বাচনী মঞ্চ।
- English Word hustle Bengali definition [হাস্ল্] (verb transitive), (verb intransitive) (১) ঠেলা/ধাক্কা মারা; ঠেলে এগিয়ে নিয়ে যাওয়া: He was hustled by the mob into the stadium. (২) (বিশেষত America(n)) (কথ্য) (বিশেষত ছলচাতুরীপূর্ণ) উদ্যমী কর্মতৎপরতাবলে কিছু বিক্রয় বা হস্তগত করা। (৩) (America(n) অপশব্দ) দেহব্যবসায়ে লিপ্ত হওয়া। □(noun) (কেবল singular) ক্ষিপ্র; উদ্যমপূর্ণ কর্মতৎপরতা; কর্মচাঞ্চল্য: It was a scene of hustle and bustle. hustler (noun) যে ব্যক্তি ঠেলা বা ধাক্কা মারে; করিৎকর্মা ব্যক্তি; (America(n) অপশব্দ) পতিতা।
- English Word hut Bengali definition [হাট্] (noun) (১) কুঁড়ে; কুটির; চালা: Alpine huts. (পর্বতারোহীদের ব্যবহারের জন্য) পার্বত্য কুটির। (২) সৈনিকদের জন্য অস্থায়ী কাঠের বাড়ি; ছাউনি।
- English Word hutch Bengali definition [হাচ্] (noun) একদিকে তারের জাল-ঢাকা বাক্স বা খাঁচা; খরগোশের খাঁচা।
- English Word huzoor Bengali definition [হুজূর্] (noun) (১) (অনানুষ্ঠানিক সাধারণত শ্লেষাত্মক) অন্যকে নির্দেশদানের ক্ষমতাসম্পন্ন কর্তাব্যক্তি; হুজুর। (২) (আনুষ্ঠানিক) সম্মানসূচক উপাধি; হুজুর।
- English Word huzza Bengali definition [হুজা:] (noun) (interjection) হর্ষধ্বনি; জয়ধ্বনি; মারহাবা।
- English Word hyacinth Bengali definition [হাইআসিন্থ্] (noun) কন্দজাত উদ্ভিদবিশেষ এবং এর সুমিষ্টগন্ধ ফুল। water-hyacinth (noun) কচুরিপানা।
- English Word hyaena Bengali definition [হাইঈনা] দ্রষ্টব্য hyena.
- English Word hybrid Bengali definition [হাইব্রিড্] (noun), (adjective) (১) (জন্তু, উদ্ভিদ ইত্যাদি) সংকর; দোআঁশলা; সংকরজাতি; সংকরজাতীয়। (শব্দ) সংকরশব্দ: most modern roses are hybrids. hybridize, hybridise [হাইব্রিডাইজ্] (verb transitive), (verb intransitive) সংকর সৃষ্টি বা উৎপাদন করা। hibridization, hibridisation (noun) সংকরীকরণ; সংকরীভবন।