• Bengali Word cart English definition [কা:ট্] (noun) দুই চাকার ঘোড়ার গাড়ি; এক্কা।
    অপিচ hand cart. put the cart before the horse ঘোড়ার আগে গাড়ি জোড়া; কার্যকে কারণ বলে মনে করা; পারম্পর্যহীন কাজে যুক্ত হওয়া। turn cart-wheels পাশাপাশি ডিগবাজি খাওয়া। cart-horse (noun) পরিশ্রমের কাজের জন্য শক্তিশালী ঘোড়াবিশেষ। cart-load (noun) এক্কাগাড়ি: a cart-load of rice. cartroad/-rack (এবড়োথেবড়ো) কাঁচা রাস্তা। □ (verb transitive) (১) এক্কা গাড়িতে বহন করা/টানা। (২) (কথ্য) হাতে/কাঁধে করে বয়ে বেড়ানো: He has been carting these bags all the day. cartage [কা:টিজ্‌] (noun) [uncountable noun] গাড়িতে বহন; গাড়িখরচা। carter (noun) গাড়োয়ান। দ্রষ্টব্য carrier (১)।